অনলাইনে আয় ? চেষ্টা করুন ! আমি পেরেছি, আপনি ও পারবেন

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই ধন্যবাদ জানাই techtunes কে আবার রেজিষ্টেশন প্রক্রিয়াটি চালু করার জন্য।যায় হোক কাজের কথায় আসি। আমার লেখাটির মদ্ধে কিছু অপ্রিয় কথা আছে তাই আগেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।

অনলাইন থেকে আয় করতে চান না এমন পাবলিক টেকটিউনস এ খুব কমই আছে। অনেকেই অনেক ভাবে ট্রাই করতেছে বা করেছেন কিন্তু কিছু হয়নি হাতে শুধু লাঠি এমন লোক ও নেহাৎ কম নাই। কিছুকাল পুর্বে আমি ও এমনই ছিলাম।

বড়-ছোট ভাইয়েরা হাজার হাজার ডলার ইনকাম করতেছে তাই দেখে সারা দিনে মাথার ভিতর শুধু ডলারের ছবি ভাসতো।আহা আহা কবে পামু ডলার।রিস্ক নিয়ে শুরু করলাম গুগল এডসেন্স।মানে

বোকা হয়েছি।এক ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলাম ভাই কি? আফনে ইনকাম করেন, আমি কি ভাবে করবো ? উনি বলিলেন আমি গুগল আইডি করে দিই।আপনি তিনশো ডলার দিয়ে একটা ব্লগ আমার কাছ থেকে কিনেন তাইলে প্রতি মাসে ২ শো ডলার মিনিমাম আয় করতে পারবেন।

এটা বলছি ২০১২ সালের শেষের দিকের ঘটনা।হাতের মুঠোয় নিলাম ক্যামেরা শখের মোবাইল দিলাম বেচে।পাঠাইলাম টাকা ভাইজানের কাছ।ফলাফল আমি বোকা।মানে আমার মুরগি নিয়ে শিয়াল পালিয়েছে।আর কোনো দিন সেই শিয়াল ভাইয়ের খোজ আমি পাইনি।তার  দুই-তিন মাস পরে এক ফেসবুক বড় ভাইয়ের সাথে কথা হলো।মানে উনি প্রতি দিন ডলারের স্কিন সর্ট দিতেন।আর নিচে ভাইয়েরা টিউমেন্ট করতেন বস আজ তো ফাটাই দিছেন, আইজ চারশো করছেন কি? কবে যে এমন ইনকাম করবো।

এই ধরনের টিউন আর টিউমেন্ট দেইখা অতিশয় মাঠে মারা হইলাম।মনের মদ্ধে অনলাইন থেকে আয় করার সেই সুপ্ত বাসনা আবার জেগে উঠলো।একদিন সাহস কইরা দিলাম মেসেজ ফেসবুক ইনবক্সে।সাতাশ মিনিট পর রিপ্লায় পাইলাম আপনার মোবাইল নাম্বারটা দেন।দিলাম।

৩৩ মিনিট ধইরা কথা কইলাম। শুধু বলে ফরেক্স ফরেক্স ব্রোকারের কান্ট্রি ম্যানেজার।মাথা ধরে গেলো।বললাম ভাই আমি তো এই সব বুঝি না।আমি অনলাইন থেকে আয় করতে চাই।কি ভাবে আয় করতে পারি সেটা যদি বলতেন ? উনি উত্তর দিলেন।আপনি ফরেক্স নিয়ে একটু ঘাটাঘাটি করেন।কিছু ব্লগ লিন্ক দিলেন।সেই গুলা নিয়ে নিয়মিত দেখতে লাগলাম।উনাকে নক করলেই কথা বলতেন।ফোন দিলে কেটে ব্যাক দিতেন।কি মহৎ মানুষ !

একদিন উনি বললেন আপনি বেশ কিছু শিখে গ্যাছেন।এখন রিয়েল ট্রেড শুরু করেন।আমি বললাম ভাই আমার তো টাকা নাই।তা ছাড়া আমার পারিবারিক অবস্থা তেমন ভালো না যে বাড়ি থেকে টাকা দিবে।উনি বললেন মাসে চল্লিশ-পন্চাশ হাজার টাকা ইনকাম করবেন আর দেড়-দুই লাখ টাকাই ইনভেষ্ট করতে পারবেন না সেটা কি ভাবে সম্ভব? আমি ও অনেক চিন্তা ভাবনা করে দেখলাম কথা তো ঠিক।মানুষ লাখ লাখ

টাকা খাটিয়ে ব্যাবসা করে।ফ্রী কোনো কিছু হয় নাকি।মাকে ধরলাম।আম্মা দেড় লাখ টাকার কথা শুনে আকাশ থেকে পড়লেন।বললেন আমি এত টাকা কোথা থেকে পাবো।আমি সব বুঝালাম।উনি অশিক্ষিত হলেও সব বুঝাতে বেশ ভালোই উৎসাহিত হলেন।বললেন তোর আব্বাকে বলবি না।আমি দেখি কিছু করতে পারি নাকি।সেই রাতে নানী বাড়ি গেলেন।অনেক কষ্টে মামাদের হাতে পায়ে ধরে ১ লাখ টাকা ধার নিয়ে আসলেন।বাকিটা ছাগল বেচে

(আশা) সমিতি থেকে ত্রিশ হাজার টাকা লোন করে আমাকে দিলেন।

এই বার আবার সেই ভাইয়ের সাথে যোগাযোগ করলাম।ভাইকে বললাম টাকা রেডি।এখন কি করবো? উনি আমাকে আইরণ ব্রোকারে একটা একাউন্ট খুলতে বললেন।সব নিয়ম অনুযায়ী খুললাম।এখন বললেন ডলার কিনেন।কার কাছ থেকে কিনবো এই ভাবতে ভাবতে আমি ভাইকে বললাম আপনি তো নিজেই সেল করেন ওখান থেকে ২ হাজার দেন।

উনি বললেন আমাকে আগে টাকা পাঠাতে হবে আর ২৪ ঘন্টা পর ডলার নিতে হবে।আপনি টাকা পাঠালে ডলার দিবো না হলে নয়।সেই যে টাকা পাঠালাম তার ২৪ ঘন্টা আজ ও হয় নাই।মাথায় আকাশ ভেংগে পড়লো।মামাদের কাজ থেকে আনা টাকা সমিতির কিস্তি মায়ের টাকা দেবার সপ্ন সব শেষ হয়ে গেলো।অনেক চেষ্টার পর ও যখন কোনো সমাধান পেলাম না তখন বিষ খাবার পরিকল্পনা করলাম।মায়ের সামনে আমি কোনো দিন মিথ্যা কথা বলিনি।

কিন্তু পারলাম না।সব সত্যি কথা লিখে সবাইকে না জানিয়ে ল্যাপটপ টি কাধে নিয়ে বের হবার অজানার উদ্দ্যশ্যে।সেই সব কথা আর লিখতে চাচ্ছি না লিখলে হইতো একটা বই লিখা যাবে।জিবনের অনেক চরাই উত্রাই পার হয়ে আজ আমি কিছুটা হলেও নিজের পায়ে দাড় হয়েছি।হ্যা বহু রাতের সপ্ন অনলাইন থেকে আয় ও করছি হাজার ডলার।আবার ফিরে এসেছি মায়ের কাছে।দিন আমার কাটছে বেশ আনন্দেই।

এই সব কথা লেখা কোনো মানেই ছিলো না।কারণ এই সব লেখা আপনার কোনো উপকার করবে না।এখন আসি মোদ্দা কথায়।আমি জিবনে যেমন অনেক খানি কষ্ট করে চিটার-বাট্পারের খপ্পরে পড়ে অনলাইন থেকে আয় করার সঠিক পথ পেয়েছি।ঠিক তেমনি ভাবে কাউকে যদি সঠিক যাবে প্রথম থেকে পথ দেখানো যায় তা হলে সে খুব সহজেই সফল হতে পারে।আর আমি সেটাই করতে চাই।না ট্রেনিং সেন্টার খুলে,টিওটোরিয়াল বা টাকা পয়্সা নিয়ে কাজ শিখানোর কোনো ইচ্ছা আমার নাই।যে টুকো জানি সেটাই ফ্রী মানুষকে জানাতে চাই।এই চিন্তা নিয়েই কাল রাতে একটা ফেসবুক গ্রুপ খুলেছি ।

আমি চাই সেই ভাইদের সাহায্য করতে যারা আমার মত অভাগা।

সম্পুর্ণ নিস্বার্থ ভাবে।বেশি না আমার গ্রুপে শুধু ২০০ জন কে এড করবো।

টেকটিউনসস এর কোনো পরিচিত জন প্রিয় চেহারাAdd করা হবে না।ভুল বুঝবেন না কেউ প্লিজ।এই গ্রুপ শুধু সেই সব ভাইয়ের জন্য যারা অনলাইন থেকে তেমন কিছুই আয় করতে পারেন নাই।আমি একটা গ্যারান্টি দিতে পারি আমার গ্রুপে জয়েন কারী অভাগা ভাইদের আমার নির্দেশনা মেনে এবং কঠিন পরিশ্রম করার মন মানুষিকতা যদি থাকেতাইলে দেড় মাসের মদ্ধে আপনি কি ভাবে দেড়শো থেকে দুশো ডলার আয় করবেন সেটা বুঝে যাবেন।বুঝবেন মানে ১০০% আয় করতে পারবেন।

পরিশেষে বলতে চাই এটা আমার প্রথম লেখা। আর আমার বাংলা লেখার তেমন অভ্যাস নাই।তাই লেখা সুন্দর করে গুছায়ে লিখতে পারিনি।আর অনেক বানান ভুল থাকতে পারে।আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।সবাইকে অনেক অনেক ধন্যবাদ

Level 0

আমি আতিকুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

অসাধারন লিখসেন ভাই, কিন্তু গ্রুপ টা কি ডিলেট করে দিসেন?

    @Mitu_khan ভাই গ্রুপ লিন্কটা প্রথম কমেন্টে দেওয়া আছে…

    আমি খুব দুঃখিত বুঝলাম না কি ভাবে আমার ফেসবুক আইডিটি বন্ধ হয়ে গেলো।যায় হোক আমি আমার একটি ফেক আইডি দিয়ে এই গ্রুপটি ওপেন করলাম।সবাই এই লিন্কে জয়েন করুন। https://goo.gl/qzz1q8

আমাদের দেশে বাটপারের অভাব নেই । নতুন যারা অনলাইনে আসে তারা বাটপারের মোখামোখি একবার হতে হয় আমিও অনেক বার হয়েছি ।

@Mitu_khan ভাই গ্রুপ লিন্কটা প্রথম কমেন্টে দেওয়া আছে…

লিংক কাজ করছে না, আন এভেইল এবল দেখায়

    আমি খুব দুঃখিত বুঝলাম না কি ভাবে আমার ফেসবুক আইডিটি বন্ধ হয়ে গেলো।যায় হোক আমি আমার একটি ফেক আইডি দিয়ে এই গ্রুপটি ওপেন করলাম।সবাই এই লিন্কে জয়েন করুন। https://goo.gl/qzz1q8

বস আপনার লিংক টা নট ফাউন্ড আসতেছে যদি পারেন আমার ইমেইল আইডিতে পাঠিয়ে দেন তাহলে খুব উপকার হয়।
[email protected]

কই ভাই আপনার গ্রুপ তো show করছে না।।।টেম্পোরারি আনঅ্যাভাইলেভল বলছে।।।

ভাই প্লিজ আমাকেও পাঠান।।।আমার এ্যাড হওয়াটা অনেক জরুরী।।
[email protected]

    আমি খুব দুঃখিত বুঝলাম না কি ভাবে আমার ফেসবুক আইডিটি বন্ধ হয়ে গেলো।যায় হোক আমি আমার একটি ফেক আইডি দিয়ে এই গ্রুপটি ওপেন করলাম।সবাই এই লিন্কে জয়েন করুন। https://goo.gl/qzz1q8

অসাধারণ, ভাই খুব ভাল লাগলো কথাগুলি শুনে। আরে আপনি তো বিশ্বকে জয় করে ফেলেছেন। আমার জীবনের ঘটনাও প্রায় আপনারই মত কিন্তু আমি এখনও কিছুই করতে পারি নাই। দয়াকরে যদি সাহায্য করেন………আমিও আপনার গ্রুপে এড হতে চাই। আশা করি সাহায্য করবেন। আমার ইমেল দিলাম : [email protected]

Level 0

আমি খুব দুঃখিত বুঝলাম না কি ভাবে আমার ফেসবুক আইডিটি বন্ধ হয়ে গেলো।যায় হোক আমি আমার একটি ফেক আইডি দিয়ে এই গ্রুপটি ওপেন করলাম।সবাই এই লিন্কে জয়েন করুন। https://goo.gl/qzz1q8

Level 0

VAI AMY ADD KOREN PLZ
[email protected]

Level 0

আমিকেও দলে নেন। আমি অনেক টাকা বাটপারকে দিছি। এখন আমিও বাসা থেকে পালানোর উপায় খুজতেছি।

thankss,join korsee

Level 0

Osadaron write… im also same to you..I can’t be it.. plz Help me.. me email send plz add me.
[email protected]. send ur fb group id.. with best regards.Be Allah with you.

https://www.facebook.com/groups/365348536994919/?ref=bookmarks

এই গ্রুপে জয়েন করতে পারেন এখানে অনেক বিস্তারিত ভাবে অনেক কিছু পাবেন যা নতুন্দের কাজে লাগবে

অনলাইনে আয় করতে চান?
একজন সফল ফ্রিল্যান্সার হতে চান?
তাহলে staff.com এ যান এবং সাইন আপ করুন আর কোন প্রকার স্প্যামিং ছাড়াই টাকা আয় করুন।
আমি একজন ফ্রিল্যান্সার এবং এখানে কাজ করার পরামর্শ দিচ্ছি।

অনলাইনে আয় করতে চান?
একজন সফল ফ্রিল্যান্সার হতে চান?
তাহলে staff.com এ যান এবং সাইন আপ করুন আর কোন প্রকার স্প্যামিং ছাড়াই টাকা আয় করুন।
আমি একজন ফ্রিল্যান্সার,আমি এখানে কাজ করছি এবং এখানে কাজ করার পরামর্শ দিচ্ছি।

আমিকেও দলে নেন ভাই। আমি অনেক টাকা ধরা খাইছি

Thanks bro…..request pathaici accept koiren…..M.H.ALI name a acy.