যারা বিট কয়েন সাইটে কাজ করছেন তারা এবার বিট কয়েন আয়কে মোবাইলে রিচার্জ করুন!!

সুপ্রিয় টেকটিউনস কমিউনীটি সাইটের সবাইকে সালাম ও শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন।  আজকের টিউনে আপনাদেরকে অন্য বিষয় নিয়ে আলোচনা করব যা টিউনের শিরোনামে উল্লেখ করেছি।  আসলে বিট কয়েন সাইট নিয়ে নতুন করে রিভিউ কিংবা ব্যাখা করার ইচ্ছা আমার নাই।  তার কারন হল-এই বিষয় নিয়ে টিটিতে বেশ কয়েকটি টিউন রয়েছে। তাছাড়া কিছুদিন পূর্বে এই বিষয় নিয়ে একটি টিউন করেছিলাম এখানে

আপনার বিট কয়েন আয়কে মোবাইলে রিচার্জ করুন

শিরোনাম দেখে নিশ্চয় চমকে উঠলেন! হ্যা এবার আপনিও আপনার বিট কয়েন আয়কে মোবাইলে রিচার্জ করতে পারবেন। আসলে সম্প্রতি বেশ কয়েকটি সাইট এই সুবিধা যোগ করেছে। তার মধ্যে এমন একটি সাইটের সাথে আপনাদেরকে পরিচয় করাব যেখানে আপনি বাংলাদেশের প্রায় সকল মোবাইল সীমে রিচার্জ করতে পারবেন। অবশ্য আপনি সেখানে সর্বনিম্ন  ৳১০ রিচার্জ করার সুবিধা পাবেন।

বাংলাদেশের যে সকল মোবাইল অপারেটর সাপোর্ট করছে

  • গ্রামীনফোন
  • এয়ারটেল
  • সিটিসেল
  • টেলিটক
  • রবি
  • বাংলালিংক

কাজের প্রক্রিয়া:

১। প্রথমে এই লিংকে ক্লিক করুন এখানে এবং সেই সাথে নতুন ট্যাব ওপেন করে কয়েন বেইজ সাইট লগইন করুন

২। এবার বাম পাশের প্যানেল হতে Supported Country হতে Bangladesh নির্বাচন করুন > যে  কোন একটি অপারেটর লোগে নির্বাচন করুন যেমন: রবি

৩। নতুন একটি প্যানেল ওপেন হবে > সেখানে কত টাকা রিচার্জ  করতে চান তা সিলেক্ট করুন > অতপর ডানপাশে আপনার মোবাইল নং ও ইমেইল ঠিকানা  ইনপুট করে চেক বাটনে ক্লিক করুন

৪। এর পর একটি অর্ডার কনফারমেশন আসবে সেখানে বিট কয়েন সংখ্যা এবং বিট কয়েন এড্রেস দেওয়া হবে। সেই ঠিকানাতে আপনাকে বিট কয়েন সেন্ড করতে হবে। সুতরাং প্রেরিত ঠিকানাটি কপি করুন

৫। এবার কয়েন বেইজ সাইটে যান> সেখানে সেন্ড অংশে প্রেরিত বিট কয়েনের পরিমান এবং ঠিকানা উল্লেখ করে সেন্ড করুন। প্রায় ১ মিনিটের মধ্যই আপনার মোবাইলে রিচার্জ পেয়ে যাবেন। এবং সেই সাথে মোবাইলে ও মেইল বার্তা পাবেন।

কাজের প্রমাণাদি (স্কীনশর্ট)

ক।

খ।

পরিশেষে প্রসেস করার পূর্বে নিশ্চিত হয়ে যাবতীয় ডাটা/তথ্য ইনপুট করবেন। এবং প্রাথমিকভাবে রিচার্জ করতে গিয়ে সবচেয়ে ছোট এমাউন্ট সিলেক্ট করাটাই বুদ্ধিমানের কাজ হবে। মুল কথা  কয়েন বেইজ সাইটে আপনার  বিট কয়েন এমাউন্টের পরিমান 0.003050 BTC কিংবা ০.৮০ ডলারের মত হয় তাহলেই মোবাইলে রিচার্জ করতে পারবেন। অবশ্য আমি নিজেই গতকালকে প্রায় ১০ ডলারের মত বিভিন্ন সীমে রিচার্জ করেছি, কাজের প্রমাণ পেয়েছি ও বিষয়টা বেশ ভাল লাগলো। যাইহোক টিউনটি অনুসরন করে কেউ উপকৃত হোক এটাই কামনা করি। তারপরেও কোন সমস্যা থাকলে টিউমেন্ট করতে পারেন।

Save

Save

Level 2

আমি এএমডি আব্দুল্লাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 1046 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

সম্মানীয় ভিজিটর বন্ধুগন! সবাইকে আন্তরিক সালাম ও ভালবাসা। আশা করি ভাল আছেন। পর সংবাদ যে, আমরা একটি ব্লগ সাইট তৈরি করেছি। সাইটটি সম্পূর্ণ ব্যতিক্রম শিক্ষা ও প্রযুক্তি নির্ভর। প্রযুক্তি, শিক্ষা, কম্পিউটার বিষয়ক যেমনঃ অনলাইন ইনকাম, ফ্রিল্যান্স, টিউটোরিয়াল, মুভি, গেমস, সফটওয়্যার, ভ্রমন, ইতিহাস, ভূগোল, কার্টুন, ধর্ম, টেক সংবাদ, এবং সংবাদপত্র ফিউচার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস