আসসালামু আলাইকুম
আমি সুমন , আমার ২য় টিউন এ আপনাকে স্বাগতম । ওনেকদিন পর টিউন টা লিখছি ।
২০০৬ সাল থেকে ইন্টারনেট এর সাথে সংযুক্ত আমি । তখন ৬ষ্ঠ শ্রেনী তে পড়ি । তখন আম্মুর একটা নোকিয়া ৬০২০ মডেল এর মোবাইল ছিল ।
তখন থেকেই আমার ইন্টারনেট এর শুরু । লুকিয়ে লুকিয়ে ইচ্ছা মত গেমস আর গান ডাউনলোড দিতাম । এরপর আস্তে আস্তে চলতে থাকে আমার ইন্টারনেট জীবন ।
২০০৯ এ আমার মাথায় আসলো কীভাবে ইন্টারনেট থেকে আয় করা যায় । কিন্তু গ্রামে থাকতাম তখন কাউকে পাইনাই বা চিনতাম না যারা আমাকে এই বিশয়ে সাহায্য করবে ।
২০১০ এ মিরপুর এ ৯ম শ্রেনি তে ভর্তি হবার পর থেকে আমি বিভিন্ন ভাবে বুঝতে থাকি
অনলাইন থেকে আয় করার মাধ্যম । কিন্তু এখন ২০১৫ সাল , এর মাঝে আমার অনলাইন মোট আয় মাত্র ১০০ $ + (২০১৪-২০১৫)
কারন আমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই ও আমি যা শিখেছি সব অনলাইন ফ্রি টিউটোরিয়াল থেকে , আর সবাই তো জানেন ই অল্প বিদ্যা ভয়ঙ্করী । তাই সব বড় ও ছোট ভাই বোন দের বলছি , যারা অনলাইন থেকে ইনকাম করতে চান তারা ভালো কোনো প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহন করেই আউটসোর্সিং এ অগ্রসর হউন ।
অনেকেই আছেন যারা অল্প পেড়ে ই ভাব হয়ে যায় আকাশ ছোয়া । আমার এলাকায় ই কিছু ছোট ভাই টেকটিউন্স এ থেকে ইদানিং অনেক কিছু শিখে বিশাল ভাবে থাকে । তাদের উদ্দেশে বলছি যে সবে শুরু শিখতে থাকো । তুমি ও পাড়বে ভাল কিছু করে দেখাতে , তবে তা হতে হবে সম্পুর্ন শিক্ষায় শিক্ষিত ।
আর সবাইকে একটা জিনিষ সাজেস্ট করতে পারি যারা ওয়েব ডেভলোপিং শিখতে চাও , তারা প্রথমে Blogspot.Com দিয়ে শুরু কর যা থেকে তুমি সহজেই আর্নিং এর পথ পেয়ে যাবে ।
শেষ করতে চাই এটা বলেই যে তুমি যা ই শিখনা কেনো , তা পুরোপুরি শিখো ।
অল্প বিদ্যা ভয়ঙ্করী ।
আমি বেশি ভাল লিখতে পারিনা তাই টিউনটিতে ভুল থাকলে ক্ষ্মা করবেন ।
ফেসবুক এ আমিঃ সুমন
আল্লাহ হাফেজ
আমি আবু সাঈদ সুমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
vai amk akto help koron. ami o online a income korta cai. mas a 50-60$ holai colba. plz help me