ফ্রিল্যান্সিং, আসলেই কি আপনি নেট থেকে বড়লোক হতে পারছেন? নাকি সবি ধাপ্পাবাজি ? করার আগে বিস্তারিত দেখে নেন

হ্যাল্লো টেকটিউন্স,

খানিক টা আবেগের টানেই টিউন করতে বসা আজকে। আজ সকালে টেকটিউন্সের ফেইসবুক গ্রুপে ঢুকছিলাম, সেখানে চোখে পড়লো বিভিন্ন ফ্রিল্যান্সিং গ্রুপের বিজ্ঞাপন। তখন আমার মনে পড়লো এ নিয়ে বিস্তারিত একটা লেখার ইচ্ছা অনেক দিন আগের ছিলো। সময় করে উঠতে পারি নাই।

ঘটনা কমাস আগের। আমার একটা ওয়েবহোস্টিং কম্পানী আছে। সেটার সাথে পার্টনারশীপের জন্য একটা বেশ বড় ফ্রিল্যান্সিং ট্রেইনিং সেন্টারে যাই। গেলাম, ব্যাবহার খুবি ভালো , চা এনে দিলো, খাইলাম। এবার কাজের আলাপ হলো, তাদের সব সাইটের ডোমেইন হোস্টিং প্রভাইডার আমরা হইলাম। এবার উনি বললেন তাদের ট্রেইনিং সেন্টার ঘুরে দেখাবেন। আমি এক কথায় রাজি হয়ে গেলাম। মজার বা দুঃখের কথা হচ্ছে দু একটা কোর্স আমার নিজের ও করার ইচ্ছা ছিলো।

একজন , খুব বেশী বয়স না। ভদ্রলোক সেখানে শিক্ষক হিসেবে আছেন আরো কজনের পাশাপাশি। কোন কারনে উনি একাই ছিলেন। আগেই উল্লেখ করছি বেশ বড় ট্রেইনিং সেন্টার টা। অনেক গুলো ডেক্সটপ, ঝকঝকে তকতকে পরিবেশ। দেখে আমার বেশ মনে ধরলো।

ট্রেইনার এর সাথে কথা বলতে তার চেম্বারে বসলাম। উনাকে জিগেস করেই বসলাম কোথায় কাজ করছেন আপনি। উনাকে খানিক টা অপ্রস্তুত মনে হলো। এধরনের প্রশ্নের সম্মুক্ষিন হন না মনে হয়। জানালেন ওডেস্কে কাজ করেন তিনি। বেশ কবছরের লম্বা অভিজ্ঞতা আছে তার।

এবার আমার মাথায় কি ভুত চাপলো, জিগেস করলাম কি কাজ করেন আপনি ?

উনি ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করেন। ওয়ার্ডপ্রেস জুমলা প্রভৃতি জানেন। আমি আর সেদিন কথা বাড়াইলাম না। চলে আসলাম উনার একটা কার্ড নিয়ে। মনে ইচ্ছা ওখানে ভর্তি হয়ে রুবি শিখবো,ভিডিও এডিটিং তথা গ্রাফিক্স শিখবো। জানি না আমি এগুলো সম্পর্কে তেমন  কিছুই।

বাসায় আসছি, খাইছি, ঘুমাইছি, রাতে উঠে বসলাম ডেক্সে। টেবিলের উপরে কার্ড টা চোখে পড়লো। সেখানে একটা ওয়েবসাইটের এড্রেস দেয়া ছিলো। ঢুকলাম, ওয়ার্ডপ্রেস।

এপর্যায়ে আমি বিস্তারিত লিখবো না, আনএথিকেল হয়ে যাবে। আমার ঠিক ১ ঘন্টা ১৭ মিনিট সময় লাগছে সাইট টার এডমিন হিসেবে লগিন করতে।

এবার আমি গভীর চিন্তায় পড়লাম। যাদের নিজেদের সাইটের এই হাল, ( ডিজাইন নিয়া কিছুই লিখলাম না, থিম গুগলে সার্চ করলেই লাখ লাখ পাওয়া যায়। কজন আর ঘারতেরা শিমুল শাহরিয়ার যার একসাথে সবি চাই যে নিজে মডিফাই করবে)তারা আমাকে শেখাবে কি। আর কি শিখে আমি মার্কেটপ্লেসে যাবো কাজ করতে। আর কাজ দিয়া ক্লায়েন্ট কি খুশী রাখবো আমি।

বেশী ভাবি নি সেদিন। ঘুম গেছি ভোরের দিকে। দুচারদিন কাজ নিয়ে ব্যাস্ত ছিলাম, ডাক পড়ায় আবার যেতে হলো সেখানে। এবার হবে মজা।

আমি যেয়ে প্রতিষ্ঠানের ফাউন্ডারের সাথে দেখা করলাম, তাকে বললাম সেই ট্রেইনার কে ডাকতে।

আমার ডিরেক্ট কথা ছিলো এরকম। “এটা আপনাদের সাইট ? কিবোর্ড টা একটু এদিকে দেন তো। “

তারপরের ঘটনা বুঝতেই পারতেছেন।

আমার এ টিউনে এই উদাহারন টুকু টানার কোন স্পেসাল কারন নাই। আমি প্রশ্ন তুলবো তাদের যোগ্যতা নিয়ে। ঠিক কতটা জেনে তারা কোচিং সেন্টার খুলে বসেন মানুষ কে জানাবার জন্য।

ফ্রিল্যান্সিং করে বড়লোক হবা শেখাবেন তারা, তারা নিজেরা হচ্ছেন না কেন ? নিজেরা ঐ কাজে অনেক টাকা আয় করতে পারলে তা না করে শেখাতে বা ব্যাবসা করতে আসছেন কেন ?

আমি অনেক কে চিনি যারা আমার ইন্সপায়ারেশন । তারা জানেন, তারা কাজ করেন, আমি নিজে কোন সমস্যায় পড়লে হুট হাট মেইল করি, দেরীতে হলেও রিপ্লাই দেন তারা। এই দেরীটুকু তে আমি খুশী হই, কাজের মানুষ, কাজের ফাকে এত সময় কই ?

নুন্যতম যোগ্যতা নিয়ে যারা নিজেরা কাজ করতে পারতেছেন না, তারাই কাজ শেখাতে বসে যান। এটা বাংলাদেশের অনেক পুরানা সিস্টেম। যারা বুঝেন তারা কোন রকম ফাদে পা দেন না।

আর কাজ শিখে , পরে কাজ জেনে তারপরে কাজ শেখানো টাই লাভজনক হইলে আমি নিজে কোচিং সেন্টার খুলে বসতাম, টেকটিউন্স ফাউন্ডার মেহেদী ভাই এ ব্যাবসা খুলে বসতেন। চোখ খুলেন,

“৩ মাসে আমাদের কাছে কাজ শিখেন, আপনি মার্ক জাকার্বার্গ আর ল্যারি পেইজ হয়ে যাবেন। মাসে ইনকাম হবে বিল গেইটসের চেয়ে বেশী” এ ধরনের কথা বার্তা মার্কেটিং পলিসির খুব বাজে উদাহারন। আর আপনি যখন এই ভেবে সেই ফাদে পা দেবেন তা আরো বাজে ব্যাপার হয়ে যাবে আপনার জন্য।এ ধরনের কোথায় কাজ শিখে পুরোটা জানবেন তো নাই, কাজ ও পাবেন না, পেলেও বাজে ফিডব্যাক পেয়ে যে হাল হইছে মার্কেটপ্লেস গুলোতে বাংলাদেশের তা অনেকেই জানেন বোধকরি। আমাকে উদাহারন দেন, কেউ নিজে আমাকে বলুন, আমি অমুক যায়গায় ৩ কি ৬ মাস কাজ শিখেছি দেখে আজ আমি অনেক বড় একজন নেট ওয়ার্কার। মাসে এত ইনকাম আমার। কেউ দেখছিলেন কাউকে এই কথা বলতে ? মনে হয় না, বললেও সে ঐ কম্পানীর দালাল , এতটুকু বুঝার মত বুদ্ধি না থাকলে নেট কানেকশন অন করে আমার টিউন পড়তেন না আপনি।

এদের থেকে দূরে থাকুন। তলা ফুটা কলসি তে পানি ঢালা বন্ধ করুন।

কিভাবে শিখবেন তাহলে ?

  1.  শিক্ষক ডট কম অনেক ভালো একটা প্রযেক্ট, ট্রাই করেন।
  2.  আমি সাজেস্ট করবো বিডিগিকস (bdgeeks )।রিয়েল প্রফেশনাল, বাইরের কম্পানী তে ডেভেলপার হিসেবে কাজ করেন এমন কারো। অনেক বেশী হেল্পফুল, আর শেখানোর ধরন টা অসম্ভব ভালো। আমি ওদের টিউটোরিয়াল গুলো খুবি লাইক করি।
  3.  গুগলের হেল্প নেন, কি শিখতে চাচ্ছেন লিখে সার্চ করুন। পেয়ে যাবেন।
  4.  এ সম্পর্কিত অনেক ফোরাম ব্লগ আছে, সেগুলোর হেল্প নেন, কাজে লাগবে।

কি কি করবেন না ?

  1. বাজার ভরে গেছে ভিডিও টিউটোরিয়াল এর সিডি দিয়ে। না বলুন, না বলুন
  2. ৩ মাসে কাজ শিখে কোটিপতি হন << এদের থেকে দূরে থাকেন।
  3. অনেক সেন্টার আবার কিছু আজ শিখিয়ে ওদের ওখানেই কাজ করতে দেন। আপনি খুব সমস্যায় থাকলে এগুলোতে কাজ করতে পারেন। বাট মাথায় রাখবেন নিজের সার্থেই পুরোটা শেখাবে না আপনারে তারা। ( পাখি কেমনে আসে যায় )

খবরে দেখলাম বিল্যান্সার নামে বাংলাদেশী মার্কেটপ্লেস হচ্ছে। মনে হয় না খুব একটা সাফল্য পাবে, দেশে বায়ার নাই, কাজ দেবেন এমন পাবলিক বেশ কম। তবু শুভকামনা থাকলো, মান ভালো হলে আমি নিজেই জয়েন করবো।

আর সবসময় বলবো, ওপেন সোর্স দের হেল্প নেন, যেখানেই কিছুর বিনিময়ে কিছু সেখানেই ব্যাবসা।

আমি ফেইসবুক  | ফাজলামি ডট কম  |  টুইটার

Level 2

আমি শিমুল শাহরিয়ার। Founder, WebSea Internet Solutions, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 90 টি টিউন ও 497 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্র্যান্ড কনসাল্টেন্ট, ফুলস্ট্যাক ডেভেলপার/ডিজাইনার। আমাকে পাওয়া যাবে @ https://ShimulShahriar.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ সুন্দর টিউনের জন্য

সব যায়গায় একই অবস্থা

বর্তমান যুগে, ইন্টারনেট মানে টাকা পয়সা বানাবার মেশিন।

    @সুমির: হুম সুমীর দাদা, শুরু টা তোমরা করছিলা অনেক ভালো ভাবে, আজকের অবস্থা দেখো

      @শিমুল শাহরিয়ার:
      আসলে শুরুর দিকে আমি নিজে মাথা ঘামাতাম না টাকা পয়সার ব্যাপারে। পুরোটাই ছিল শখের বিষয়। পরে দেখি পাবলিকে হুদাই ফোন দিয়া টাকা পয়সা অ্যাড এইসব বিভিন্ন ব্যাপারে জিজ্ঞাস করতো। প্রথমে এইসব আমলে নিতাম না। কারন টাকা পয়সার প্রতি কোনদিন মোহ ছিলনা। পরে পাবলিকের ফোনের জালায় অতিস্ঠ হয়ে ভাবলাম, দেখি কি আছে এইখানে? এই গুলা সেই বাল্যকালের কথা। তবে যাই হোক, আজকে আমার যা কিছু, সব কিছুর মূলে আমার টেকনোলোজি প্রেম।
      বি:দ্র: আমার জন্য বাসার কারও হাত ঘড়ি, দেয়াল ঘড়ি, ক্যালকুলেটর, রেডিও, টেপ রেকর্ডার, ইলেকট্রনিক ডিভাইস এইগুলা বেশিদিন টিকত না।

আরে কইয়েন না টেহা মনে হয় মুখের মুয়া 😛 মানুষ গায়ের ঘাম ঝোরায় টাকা রোজগার করে আর ইনারা নাকি ২-৩ মাসে কোটিপতি বানায় দিবে আমার কিছু দরকার নাই খালি প্রবল ইচ্ছা + গুগল Thats it 😀 !!!! আর নেট তো লাগবেই 😛

ধন্যবাদ টিউন এর জন্য bro 😀

এসব ধোঁকাবাজি সম্বন্ধে যদিও সতর্ক আছি তারপরও আপনার দুর্ধর্ষ এই অভিজ্ঞতা ভাগাভাগির জন্য ধন্যবাদ…..এরকম বাস্তবতা মন খারাপের একেকটা দিনে আফসোস মার্কা চরম হাসির খোরাক যোগায় সময়ে সময়ে :mrgreen:

****টাইপো: ঘারতেরা->ঘাড়ত্যাড়া 😆

কোচিং সেন্টারকে না করুন, আমি বলবো। পার্সোনাল কেউ শেখালে ওকে।
আর টাকা ইনকামের জন্য শেখা নই, শেখার জন্য শেখা। তাহলে বাকিগুলো এমনি হয়।
শিমুল ভাইকে ধন্যবাদ এমন অভিজ্ঞতা শেয়ার করার জন্য। 🙂

রাত জেগে এমন টিউন আড় পড়তে চাই ।ভাল লাগল একেবারে মনের কথা বলছেন ।

good

টিউনমেন্টের জন্য ধন্যবাদ

Level New

কাজের কথা। ধন্যবাদ।

ভাই এই কথাটা কিন্তু এক্কেবারে সত্যি।
নুন্যতম যোগ্যতা নিয়ে যারা নিজেরা কাজ করতে পারতেছেন না, তারাই কাজ শেখাতে বসে যান।
এইটার বাস্তবতাই এখন বেশি

যাহ শিমুল ভাইও না একদম ফাউল….এমন কেউ করে??? আল্লাহ করুক যদি এবার ওদের ব্যাবসাতে লাল বাতি জ্বলে!!!!

Level New

যে দেশে সরকার দেশব্যাপী থ্রী-জি সার্ভিসের নাম দিয়া ওয়ান-জি সার্ভিস-ও দিতে পারতাছেনা, সে দেশে এসমস্ত বড় বড় বাটপার থাকাটাই স্বাভাবিক।

কথাটা কিন্তু এক্কেবারে সত্যি। কোচিং সেন্টারকে না করুন, পার্সোনাল কেউ শেখালে ওকে। সুন্দর টিউনের জন্য ধন্যবাদ।

Amar kotha hocche age jana dorkar Freelanceing ki ….rata tati kotipoti hoye jaben Freelancering kore …..what nonsense ..!! Agulo jara bole sob gulare panite cuban dorkar…….very good tune….thanks

একেবারে হাচা কথা কইচেন,টিউনের জন্য অনেক অনেক ধনইন্যা ।

খুব ভালো লাগলো

ভাই পোস্ট তা পড়ে খুব ভাল লাগলো,
আমি একজন ফ্রিল্যান্সার এবং staff.com এ কাজ করি আর এখানে কাজ করার পরামর্শ দিচ্ছি।
অনলাইনে আয় করতে চান?
একজন সফল ফ্রিল্যান্সার হতে চান?
তাহলে staff.com এ যান এবং সাইন আপ করুন আর কোন প্রকার স্প্যামিং ছাড়াই টাকা আয় করুন।