হ্যাল্লো টেকটিউন্স,
খানিক টা আবেগের টানেই টিউন করতে বসা আজকে। আজ সকালে টেকটিউন্সের ফেইসবুক গ্রুপে ঢুকছিলাম, সেখানে চোখে পড়লো বিভিন্ন ফ্রিল্যান্সিং গ্রুপের বিজ্ঞাপন। তখন আমার মনে পড়লো এ নিয়ে বিস্তারিত একটা লেখার ইচ্ছা অনেক দিন আগের ছিলো। সময় করে উঠতে পারি নাই।
ঘটনা কমাস আগের। আমার একটা ওয়েবহোস্টিং কম্পানী আছে। সেটার সাথে পার্টনারশীপের জন্য একটা বেশ বড় ফ্রিল্যান্সিং ট্রেইনিং সেন্টারে যাই। গেলাম, ব্যাবহার খুবি ভালো , চা এনে দিলো, খাইলাম। এবার কাজের আলাপ হলো, তাদের সব সাইটের ডোমেইন হোস্টিং প্রভাইডার আমরা হইলাম। এবার উনি বললেন তাদের ট্রেইনিং সেন্টার ঘুরে দেখাবেন। আমি এক কথায় রাজি হয়ে গেলাম। মজার বা দুঃখের কথা হচ্ছে দু একটা কোর্স আমার নিজের ও করার ইচ্ছা ছিলো।
একজন , খুব বেশী বয়স না। ভদ্রলোক সেখানে শিক্ষক হিসেবে আছেন আরো কজনের পাশাপাশি। কোন কারনে উনি একাই ছিলেন। আগেই উল্লেখ করছি বেশ বড় ট্রেইনিং সেন্টার টা। অনেক গুলো ডেক্সটপ, ঝকঝকে তকতকে পরিবেশ। দেখে আমার বেশ মনে ধরলো।
ট্রেইনার এর সাথে কথা বলতে তার চেম্বারে বসলাম। উনাকে জিগেস করেই বসলাম কোথায় কাজ করছেন আপনি। উনাকে খানিক টা অপ্রস্তুত মনে হলো। এধরনের প্রশ্নের সম্মুক্ষিন হন না মনে হয়। জানালেন ওডেস্কে কাজ করেন তিনি। বেশ কবছরের লম্বা অভিজ্ঞতা আছে তার।
এবার আমার মাথায় কি ভুত চাপলো, জিগেস করলাম কি কাজ করেন আপনি ?
উনি ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করেন। ওয়ার্ডপ্রেস জুমলা প্রভৃতি জানেন। আমি আর সেদিন কথা বাড়াইলাম না। চলে আসলাম উনার একটা কার্ড নিয়ে। মনে ইচ্ছা ওখানে ভর্তি হয়ে রুবি শিখবো,ভিডিও এডিটিং তথা গ্রাফিক্স শিখবো। জানি না আমি এগুলো সম্পর্কে তেমন কিছুই।
বাসায় আসছি, খাইছি, ঘুমাইছি, রাতে উঠে বসলাম ডেক্সে। টেবিলের উপরে কার্ড টা চোখে পড়লো। সেখানে একটা ওয়েবসাইটের এড্রেস দেয়া ছিলো। ঢুকলাম, ওয়ার্ডপ্রেস।
এপর্যায়ে আমি বিস্তারিত লিখবো না, আনএথিকেল হয়ে যাবে। আমার ঠিক ১ ঘন্টা ১৭ মিনিট সময় লাগছে সাইট টার এডমিন হিসেবে লগিন করতে।
এবার আমি গভীর চিন্তায় পড়লাম। যাদের নিজেদের সাইটের এই হাল, ( ডিজাইন নিয়া কিছুই লিখলাম না, থিম গুগলে সার্চ করলেই লাখ লাখ পাওয়া যায়। কজন আর ঘারতেরা শিমুল শাহরিয়ার যার একসাথে সবি চাই যে নিজে মডিফাই করবে)তারা আমাকে শেখাবে কি। আর কি শিখে আমি মার্কেটপ্লেসে যাবো কাজ করতে। আর কাজ দিয়া ক্লায়েন্ট কি খুশী রাখবো আমি।
বেশী ভাবি নি সেদিন। ঘুম গেছি ভোরের দিকে। দুচারদিন কাজ নিয়ে ব্যাস্ত ছিলাম, ডাক পড়ায় আবার যেতে হলো সেখানে। এবার হবে মজা।
আমি যেয়ে প্রতিষ্ঠানের ফাউন্ডারের সাথে দেখা করলাম, তাকে বললাম সেই ট্রেইনার কে ডাকতে।
আমার ডিরেক্ট কথা ছিলো এরকম। “এটা আপনাদের সাইট ? কিবোর্ড টা একটু এদিকে দেন তো। “
তারপরের ঘটনা বুঝতেই পারতেছেন।
আমার এ টিউনে এই উদাহারন টুকু টানার কোন স্পেসাল কারন নাই। আমি প্রশ্ন তুলবো তাদের যোগ্যতা নিয়ে। ঠিক কতটা জেনে তারা কোচিং সেন্টার খুলে বসেন মানুষ কে জানাবার জন্য।
ফ্রিল্যান্সিং করে বড়লোক হবা শেখাবেন তারা, তারা নিজেরা হচ্ছেন না কেন ? নিজেরা ঐ কাজে অনেক টাকা আয় করতে পারলে তা না করে শেখাতে বা ব্যাবসা করতে আসছেন কেন ?
আমি অনেক কে চিনি যারা আমার ইন্সপায়ারেশন । তারা জানেন, তারা কাজ করেন, আমি নিজে কোন সমস্যায় পড়লে হুট হাট মেইল করি, দেরীতে হলেও রিপ্লাই দেন তারা। এই দেরীটুকু তে আমি খুশী হই, কাজের মানুষ, কাজের ফাকে এত সময় কই ?
নুন্যতম যোগ্যতা নিয়ে যারা নিজেরা কাজ করতে পারতেছেন না, তারাই কাজ শেখাতে বসে যান। এটা বাংলাদেশের অনেক পুরানা সিস্টেম। যারা বুঝেন তারা কোন রকম ফাদে পা দেন না।
আর কাজ শিখে , পরে কাজ জেনে তারপরে কাজ শেখানো টাই লাভজনক হইলে আমি নিজে কোচিং সেন্টার খুলে বসতাম, টেকটিউন্স ফাউন্ডার মেহেদী ভাই এ ব্যাবসা খুলে বসতেন। চোখ খুলেন,
“৩ মাসে আমাদের কাছে কাজ শিখেন, আপনি মার্ক জাকার্বার্গ আর ল্যারি পেইজ হয়ে যাবেন। মাসে ইনকাম হবে বিল গেইটসের চেয়ে বেশী” এ ধরনের কথা বার্তা মার্কেটিং পলিসির খুব বাজে উদাহারন। আর আপনি যখন এই ভেবে সেই ফাদে পা দেবেন তা আরো বাজে ব্যাপার হয়ে যাবে আপনার জন্য।এ ধরনের কোথায় কাজ শিখে পুরোটা জানবেন তো নাই, কাজ ও পাবেন না, পেলেও বাজে ফিডব্যাক পেয়ে যে হাল হইছে মার্কেটপ্লেস গুলোতে বাংলাদেশের তা অনেকেই জানেন বোধকরি। আমাকে উদাহারন দেন, কেউ নিজে আমাকে বলুন, আমি অমুক যায়গায় ৩ কি ৬ মাস কাজ শিখেছি দেখে আজ আমি অনেক বড় একজন নেট ওয়ার্কার। মাসে এত ইনকাম আমার। কেউ দেখছিলেন কাউকে এই কথা বলতে ? মনে হয় না, বললেও সে ঐ কম্পানীর দালাল , এতটুকু বুঝার মত বুদ্ধি না থাকলে নেট কানেকশন অন করে আমার টিউন পড়তেন না আপনি।
এদের থেকে দূরে থাকুন। তলা ফুটা কলসি তে পানি ঢালা বন্ধ করুন।
খবরে দেখলাম বিল্যান্সার নামে বাংলাদেশী মার্কেটপ্লেস হচ্ছে। মনে হয় না খুব একটা সাফল্য পাবে, দেশে বায়ার নাই, কাজ দেবেন এমন পাবলিক বেশ কম। তবু শুভকামনা থাকলো, মান ভালো হলে আমি নিজেই জয়েন করবো।
আর সবসময় বলবো, ওপেন সোর্স দের হেল্প নেন, যেখানেই কিছুর বিনিময়ে কিছু সেখানেই ব্যাবসা।
আমি ফেইসবুক | ফাজলামি ডট কম | টুইটার
আমি শিমুল শাহরিয়ার। Founder, WebSea Internet Solutions, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 90 টি টিউন ও 497 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্র্যান্ড কনসাল্টেন্ট, ফুলস্ট্যাক ডেভেলপার/ডিজাইনার। আমাকে পাওয়া যাবে @ https://ShimulShahriar.com
ধন্যবাদ সুন্দর টিউনের জন্য