অনলাইনে উপার্জিত অর্থ/টাকা কিভাবে নিজের হাতে আনবেন? (মেগা টিউন)

আসালামু-আলাইকুম। এটা আমার ৪র্থ টিউন। একদম নতুন আমি তাই ভুল গুলো মাফ করে দিবেন।

আজ আমি আপনাদের দেখাবো কি করে অনলাইনে উপার্জিত অর্থ/টাকা কিভাবে নিজের হাতে আনবেন। আমরা অনেকেই অনলাইনে অনেকভাবেই টাকা আয় করে থাকি। কিন্তু সেই অর্থ দেশে নিয়ে আসা টা বিশাল ঝামেলার। সল্প উন্নত দেশ হিসেবে Paypal এখন ও এদেশে যাত্রা শূরু করে নি। তাই Payza ই শেষ ভরসা। যাই হোক শুরু করি।

AlertPay অনেকের কাছেই পরিচিত নাম। Online এ যিনিই কাজ করেছেন তিনি অবশ্যই AlertPay সম্পর্কে জানেন। এই AlertPay এর নতুন নাম Payza, Payza বাংলাদেশ সরকারি ভাবে অনুমদিত, আর বেশিরভাগ আরনিং সাইট এখন Payza Support  করে। যেকোনো Money Transfer ই Sensetive Payza account খুলাটাও তার বাইরে নয়। নাম ঠিকানা Date of Birth আপনার সকল Documents এর একটি অন্যের সাথে অবশ্যই মিল থাকতে হবে। National ID or Passport যেটাই ব্যবহার করেন কোনও সমস্যা নাই। Bank Statement অবশ্যই লাগবে এবং সকল ঠিকানা একই হতে হবে। সকল Documents scan করে Attachment করতে হবে। যখন $20.00 বা তার বেশি আপনার Payza Account এ জমা হবে তখন 20$ Withdraw করতে পারবেন।শুধু Withdraw অপশন এ ক্লিক করেন।আপনার ব্যাংক Name, Account Number & Account Type দিয়ে Withdraw করলে ৩-৭ দিনের মধ্যে টাকা আপনার অ্যাকাউন্ট এ জমা হবে।চার্জ $3.00 যে কোন অ্যামাউন্ট। অর্থাৎ $1000.00 Withdraw করলেও $3.50 or ২৪০.০০ টাকা চার্জ

কিভাবে কি করবেন?

Payza এখানে ক্লিক করি।

তারপর Get Your Personal Account করি।

এরপর Bangladesh Select থাকবে আপনি শুধু Personal এ Select করবেন, আশা করি আপনারা এটা করতেই পারবেন

 

 

Personal এ Select করলেই নিচের ছবির মত দেখা যাবে আপনার First Name Last Name, Email, Password দিয়ে GET STARTED এ ক্লিক করে এগিয়ে যান, Email verification এর জন্য Payza আপনাকে একটা মেইল পাঠাবে, আপনার email Inbox check করে verify করুন।

 

 

আপনার email verify হলে আপনার Payza Account verify করার জন্য আপনার National ID, Passport, Driving License, Bank Statement সুবিধা মত এর যেকোনো ২টি Attachment করতে হবে, সেই সঙ্গে আপনার Address, Mobile number & security code ও দিয়ে দেই। যে Bank এর মাধ্যমে আপনি আপনার টাকা পেতে চান সেই Bank এর Name, Account Number, Location/City সব তথ্য দিয়ে complete করতে হবে।

নিচে দুইটি Verification Method দেয়া হল।

 

 

এইভাবে লেজিট কাগজপত্র দিয়ে আপনার একাউন্ট টি ভ্যরিফাই করে নিন, আর আপনার কষ্ট-অর্জিত টাকা গুলো নিজের কাছে আনুন, খুব সহজেই।

ধন্যবাদ সাথে থাকার জন্য। আমার একটি সাইট আছে, ভালোলাগলে ঘুরে আসবেন একটু।

Level 2

আমি রাজিব হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

national id ভেরিফাই করার সিস্টেম কি স্ক্যান করে?

ভাল। payza তে কিভাবে card আনতে হয় জানলে বলবেন

payoner এর মত

Level 0

ধন্যবাদ। ভাই একটা বিষয় জানার ছিল। ওয়েব সাইট থেকে আয় হয় কিভাবে? Payza কি ওয়েব সাইটের সাথে অ্যাড করতে হয়????

Level 0

আমার fivver এ ৩৬ doller জমা আছে সেখানে paypal সাপোর্ট করে কিভাবে আমি টাকা তুলব। payzar maddome.

    @Habib_64: ভাইয়া আমি পায়যা এর কথা বলেছি, পেপাল না। Paypal থেকে Payza তে ট্রান্সফার করা গেলে করুন। নয়ত দেখি সামনে টিউন দিবো।

    @Habib_64: fivve পায়যা সাপোর্ট করে না

accha fb page theke earn kora jai?????

Level 0

@রাজিব হোসেন: ভাই লিংকে ক্লিক করলে বিজ্ঞাপন দেখায় আর কিছু আসে না।

আরে ভাই সামনে আর কি পোস্ট দিবেন। আপনিত গুগল Translate দিয়ে কোনো ব্লগ এর ইংলিস পোস্ট কপি করে বাংলা করছেন। @ রাজিব হোসেন

    @আলআমিন হোসাইন: না যেনে কথা বলবেন না। পারলে ওই ব্লগ পোস্ট টা খুজে আপনি Google Transolate করে দেন তো ভাই, এত সুন্দর করে। আর কোথায় বাংলাদেশের জন্য ইংলিশে Payza এর জন্য ব্লগ পোস্টিং হইছে দেখাইয়েন ভাই।

গুগল করবে এত ভালো বাংলা? হায়রে কপাল, এই জন্যই পোস্ট করি না। আজাইরা এত কষ্ট করে ১ ঘণ্টা কষ্ট করে লিখলাম, আর একজন আসছে কপি পেস্ট বলতে। আগে একটা টিউন করে দেখান। পিউর টিউন। নিজে তো পারে না ১ টা, আবার অন্যকে খোচা দেয়।

Paypal nie ekta tune korle khusi hobo

Level 0

@Raju ভাই অনলাইনে আয় করার জন্য এই লিংকটা http://www.ayuwage.com/?reg=215516 দেখতে পারেন।sign up করার পর ইমেইল verification kore active করবেন তারপর login করে start earning এ click করবেন।ওখানে দিকনিরদেশনা দেয়া আছে কিভাবে আপনার কাজ করতে হবে ।যদি আপনি দিকনিরদেশনা আনুযায়ী ধৈর্য্য ধরে কাজ করতে পারেন তাহলে আপনি neobux/clixsense থেকে ভাল আয় করতে পারবেন।

Level 0

একবার এইটাতে ও দেখতে পারেন http://tips-world24.blogspot.com/

লেজিট কাগজপত্র ki?

Level 0

রাজিব ভাই একটু নিউবাক্সে সাহায্য করবেন রেন্টাল রেফার কিনছি কিন্তু কোন আয় আসতেছেনা বুঝতে পারছি না

    @hafizul32: আপনি প্রতিদিন মিনিমাম Fixed 4 টা এডে ক্লিক করেছেন তো? নইলে হবে না।
    আর ইনভেস্ট করেছেন? নাকি আয় করে তা দিয়ে কিনেছেন।

Level 2

আমি থাকি সৌদিআরব । পাসপোর্ট ও ব্যাংক স্টেটমেন্ট দিয়ে ভেরিফাই করার জন্য দিয়েছি কিন্তু একদিন পর একাউন্ট
আর খুলতেছেনা . Access to your account is currently limited. Please contact Customer Support for assistance. Error: 236 এই লেখাটি আসে । কাস্টমার কেয়ার এ কথা বলার পর Hello,

Thank you for contacting Payza.

As one of the most secure and reliable online payment processors, we adhere to a comprehensive security policy for the protection of our network and to comply with various laws and legislation.

In keeping with these policies, we will request that you reply to this email and provide the following information:

*A list of any countries that your account may have been accessed from within the last 3 months

*Explain why your account has been regularly accessed from a country other than the one listed in your Payza profile

We appreciate your cooperation and thank you for helping us maintain the security of our network. এই লেখাটি আসছে । আমি কি সৌদিআরব থেকে পায়যা চালতে পারব ? দয়া করে বিস্তারিত জানালে খুশি হব । ধন্যবাদ ।

    আপনি বিভিন্ন আইপি দিয়ে, এবং বিভিন্ন Browser দিয়ে বার বাদ ঢুকেছেন, তাই এইসব বলছে, আপনি দয়া করে ওরা যা চেয়েছে তা দিয়ে রিপ্লাই দিন।

Level 2

thank you so much . verify করা ছাড়া কি ব্যাংক account এ টাকা পাঠানো যাবে ? এবং micro deposit সম্পর্কে একটু বিস্তারিত বুঝিয়ে দিন প্লিজ । https://www.youtube.com/watch?v=T4MZRooYqvE

    @mdjasim505: Micro Deposit Means আপনাকে পায়যা ২টি ক্ষুদ্র এমাউন্ট টাকা পাঠাবে,। যেমুন ১ টাকা ৭ পয়সা, ১টাকা ১৫ পয়সা এরকম, আপনাকে ওই টাকার পরিমান টা ব্যঙ্ক থেকে যেনে পায়যায় প্রবেশ করাতে হবে, তাহলেই ব্যঙ্ক একাউন্ট কনফ্রম হয়ে যাবে।

Level 2

Thank you so much brother

http://probashitel.com/dollar/%5D Payza, Neteller Dollar বেচাকিনা করতে এখানে ক্লিক করুন

রাজিব ভাই, Photo ID Validation এ গেলে ২ জায়গা তে Photo ID Validation দেখাই তো..প্রথম টায় যদি জাতীয় পরিচয় পত্র দিয়…আর ২য় টায় না দিলে কি হবে না????

payza থেকে কি Dutch Bangla Bank e taka Transfer করা যায়?

ভাই পোস্ট তা পড়ে খুব ভাল লাগলো,
এর থেকেও ভাল একটা সাইট আছে যেখানে খুব সহজে অনলাইন এ ইনকাম করা যায়।
আপনারা staff.com এ যান এবং সাইন আপ করুন আর কোন প্রকার স্প্যামিং ছাড়াই টাকা আয় করুন।
আমি একজন ফ্রিল্যান্সার এবং staff.com এ কাজ করি আর এখানে কাজ করার পরামর্শ দিচ্ছি।

Rajib vai amk akta payza account khule den plz ami khulte parci na..