খুব সম্প্রতি মার্কেটিং এ নতুন একটি পার্ট যুক্ত হয়েছে।মার্কেটিং এটি নতুন বললে ভূল হবে তবে এই মেথড এর ব্যবহার খুব সম্প্রতি সার্ভিস বা প্রডাক্ট প্রমোশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।গুগলের কাছেও এর গুরুত্ব অপরিসীম।সার্চ ইঞ্জিন স্ট্রেটেজি নিয়ে যারা কাজ করেন তাদের কাছে এটি প্রোমোশনের একটি অন্যতম কার্যকর মাধ্যম হিসেবে বিবেচিত হচ্ছে।
বর্তমানে গুগল এ্যালগরিথম এ যে কয়টি মেথড ভালো কাজ করছে তার মধ্যে এটি অন্যতম শীর্ষে আছে।এ ছাড়া ফোরাম পোস্টিং,সোশ্যাল মিডিয়া মার্কেটিং, গেস্ট পোস্টিং ও ভালো ফল দিচ্ছে।
Content Syndication Network(CSN) কি?
কনটেন্ট সিন্ডিকেশন নেটওয়ার্ক একটি এ্যাড নেটওয়ার্ক।এটি গুগল,বিং এবং ইয়াহু'র মতই কাজ করে।তবে এটির স্পেশালিটি হচ্ছে এটি এ্যাড এর পাশাপাশি অন্য কনটেন্ট যেমন- ব্লগ পোস্ট,আর্টিকেল এবং সিমিলার অন্যান্য কনটেন্ট প্রমোশনের সুযোগ দেয়।
আপনি যদি CNN,Forbes এই নেটওয়ার্কগুলো দেখে থাকেন তাহলে আশা করি এতক্ষণে বুঝতে পেরেছেন আমি কি বলছি।
Content Syndication Network যেভাবে কাজ করেঃ
সাধারণত এদের বিজ্ঞাপন আর্টিকেল এর নিচের দিকে রিলেটেড পোস্ট সেকশন এ "Similar Articles Around The Web” বা "একই রকম আরো পোস্ট" এভাবে প্রদর্শন হয়ে থাকে।
মাঝে মাঝে ইমেজ প্রদর্শিত হয় আবার কখনোবা শুধুই টেক্সট।
তবে একেক সিন্ডিকেশন নেটওয়ার্ক একেকভাবে কাজ করে থাকে।নেটওয়ার্কভেদে প্রদর্শনের ধরণ ভিন্ন হতে পারে।
যেমন কোন কোন নেটওয়ার্ক শুধুমাত্র URL প্রদর্শন আবার কেউবা তথ্যসূত্র উল্লেখ করে থাকে আবার অনেকেই তথ্যসূত্র এবং URL হাইড করে রাখে।
তবে অধিকাংশ নেটওয়ার্ক প্রিভিয়াস পদ্ধতিতেই বিজ্ঞাপন প্রদর্শন করে থাকে।
কিছু প্রথম সারির Content Syndication Network লিস্ট নিচে উল্লেখ করলাম-
আজ এ পর্যন্তই থাকলো।আগামী পর্বে কনটেন্ট সিন্ডিকেশন নেটওয়ার্ক এ ক্যাম্পেইন তৈরি করা এবং সেটা পাবলিশ করার বিস্তারিত নিয়ে লিখবো ইনশাআল্লাহ।
আমি Karjohn Kamal। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Interesting topic 🙂 waiting for ur next tune. Good luck 🙂