Fanslave নিয়ে কিছু কথা। Fanslave কি সত্যি Pay করে?

আস-স্লামুআলাইকুম

সবাই কেমন আছেন?আমি গত 04-01-2014  তারিখ আমার প্রথম টিউনে বলেছিলাম কিভাবে Fanslave থেকে আয় করা যায়।কিন্তু আমি টেকটিউনের নীতিমালা ভঙ্গ করায় আমার আগের টিউন টা Delete করা হয়েছিল।তবুও যদি কেউ আগের টিউনটি দেখতে চান তাহলে আমার আগের ব্লগে দেখতে এখানে ক্লিক করুন।

অনেকে হয়তো বলবেন আমি এতো আগের টিউন এখন ঘাটছি  কেন। এর একটাই কারন,আমি চাই এখন থেকে নিয়মিত টিউন করতে।কিন্তু আমার আগের টিউন যারা দেখেছেন তারা হয়তো বলবেন আমার টিউনগুলো ভুয়া হয়। কিন্তু আসলেই কি আমার টিউনটি ভুয়া ছিল?

আসল কথা হল না।।আমি এটা মানছি যে টিউন Copy paste ছিল। কিন্তু টিউনটি ভুয়া ছিল না,

এবার কাজের কথায় আসি। Fanslave ১০০% Real pay করে?

তার প্রমান নিচে দেয়া হলো

অনেকে বলেছেন নিয়োমিত Facebook page পাওয়া যায় না, হ্যা এটা ঠিক কিন্তু আপনি যদি রেফার বাড়াতে পারেন এমনিতেই আপনার Euro বাড়বে।এখানে দেখুন, আমার রেফার,(মনে হয় ৪১৬ জন এর মধ্যে দুয়েক জন কাজ করে অনেক দিন পর কা কে দেখি ৩ ইউর 😆 )

এত রেফারেল user তাই না।।(কিন্তু কাজ মনে হয় ২০-৩০ জন করছে 🙄 )

আর নিয়োমিত facebook page না পাওয়া গেলেও Youtube ও website visit নিয়োমিতই পাওয়া যায়।

আবার আনেকে বলেছেন Euro কেটে নেয়, এর একমাএ কারন twitter add করলে কিন্তু এর সমাধানও আছে নিচে দেখুন,

এই ভাবে Delete করেদিবেন তাহলে আর Euro কাটবেনা।

তো যারা Fanslave  এ Account খুলেছেন তারা এখুনি কাজ শুরু করুন। এই খানে আমার রেফারেল লিংক আছে যারা চান তারা এই লিঙ্ক এ গিয়ে রেজিস্ট্রেশান করুন।

আর যারা রেফারেল ছাড়া করতে চান তারা, এই লিঙ্ক এ গিয়ে রেজিস্ট্রেশান করুন

আর একটা কথা এই সাইট থেকে অনেকেই অনেক অনেক ইনকাম করছে ।আমি আর আপনি এমন না পারলেও কিছুতো পারবো। আমি তো প্রথম cashout করে আর কাজ করিনি। কিন্তু এখন আবার করবো।তাই বলি লেগে থাকেন।নিচে দেখেন,

আমার মনে হলো টিউনটি করা প্রয়োজন ছিল তাই করলাম কোন ভুল হলে মাফ করবেন।

আর একটা কথা ভাই জিবনেও আর এই বিষয় নিয়ে টিউন করব না। মাথা খারাপ হইয়া যায়।কিন্তু কারো সমস্যা  হলে বলবেন। 😯

Level 0

আমি আহাম্মদ হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মটামুটি কাজের, আরও কিছু প্রস্ন আছে আমার। আমাকে একটা ম্যাসেজ করবেন এফবিতে http://facebook.com/profile.php?id=100002647161682