[১০০% নিশ্চয়তা] অনলাইনে আয় করুন PPD পে পার ডাউনলোড থেকে – আমার ৫০০ ডলারেরও বেশী আয়ের অভিজ্ঞতা থেকে!

পিপিডি হচ্ছে ফাইল শেয়ারিং এর মাধ্যমে আয়ের উপায়। আপনি ফাইল বিভিন্ন আপলোড করে ফোরামগুলোতে শেয়ার করলে সেটা যত বেশীবার ডাউনলোড হবে, তত বেশী আয়। ব্যাপারটা নতুন কিছুনা। তবে বছর পাঁচেক আগের হটফাইল, ফাইলসনিক, ফাইলসার্ভ, র‍্যাপিডশেয়ার থেকে মাসে ১০০-২০০ ডলার আয়ের সেই যুগ নেই। আফসোস...ব্যাঙের ছাতার মত ভূয়া ফাইলহোস্ট এর প্রতারণার কারণে অনেককে হাল ছেড়ে দিতে দেখেছি। তাই আমার ৫০০ ডলারের বেশী আয়ের অভিজ্ঞতা (স্ক্রিনশট দ্রষ্টব্য) থেকে এই পোস্ট লেখা। আর নয় হতাশা কারণ আমি যদি পারি, আপনিও পারবেন! আসুন শুরু করা যাকঃ

# কেন পিপিডি?

১। কোন বিনিয়োগের দরকার নেই। যেদিন থেকে শুরু করবেন, সেদিন থেকেই আয়।

২। খুব বেশী বা নিয়মিত সময় না দিলেও চলবে। আপনি ব্যস্ত মানুষ হলে পিপিডি হতে পারে আপনার আয়ের মোক্ষম উপায়।

৩। শেয়ার করা ফাইল যতদিন ডাউনলোডের জন্য টিকে থাকবে, ততদিন আয়ও আসতে থাকবে। অনেকটা টাকার গাছ লাগানো টাইপ!

# পিপিডি থেকে আয়ের ৪ টিপসঃ

১। এমন ফাইল আপলোডের জন্য বেছে নিন যেগুলার চাহিদা বেশী। জনপ্রিয় মুভি, সফটওয়্যার ইত্যাদি দিয়ে শুরু করতে পারেন।

২। ফাইলহোস্ট বেছে নিবেন কিছু জিনিষ যাচাই-বাছাই করে। পুরাতন ফাইলহোস্ট যারা অনেকদিন ধরে পেমেন্ট দিয়ে আসছে তাদের সাথে কাজ করাটা কম ঝুঁকিপূর্ণ। স্ক্যাম সাইটের হাই রেটের লোভে পড়ে সেখানে সময় দিয়ে আখেরে যদি পেমেন্টই না পান তাহলে পুরাই লস! ডাউনলোড পাগলারা সব সুবিধা ফ্রি -তে চায়। তাদেরকে খুশি করতে পারলে, আপনিও খুশি থাকবেন। আমি ফাইলহোস্ট হিসেবে হিউজফাইলস-কে বেছে নিয়েছিলাম কারণ ওরা ফ্রি ইউজারদেরকে ফাইলসাইজ লিমিট, আইপি লিমিট, স্পিড ক্যাপ করে কিংবা রিজিউম নিয়ে ক্যাচাল করে প্রিমিয়াম একাউন্ট কেনার জন্য বাধ্য করেনা। হিউজফাইলস নিয়ে বিস্তারিত জানতে পড়ে নিতে পারেন গতবছরে লেখা এই টিউনটি

৩। শুরুতে ধৈর্য রাখাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ধীরে ধীরে নিজেকে জনপ্রিয় করে তুলুন - ডাউনলোড সংখ্যা ক্রমেই বাড়বে, সাথে আপনার আয়ও!

৪। USA, UK থেকে ডাউনলোডার টার্গেট করুন। বাংলাদেশ থেকে যে পরিমান ডাউনলোডে ২ ডলার আসবে, ঐ দুইটা দেশ থেকে আসবে ২৫ ডলার! পার্থক্যটা বিশাল বুঝতেই পারছেন। ঐসব দেশ থেকে ডাউনলোডার পেতে ফাইল শেয়ার করুন warezbb এর মত বিদেশী ইন্টারন্যাশনাল ফোরামে। খুঁজলে এইধরনের আরও অনেক ফোরাম পাবেন। আমার পরামর্শ একাধিক ফোরামে নিয়মিত ফাইল শেয়ার করে নিজের একটা ব্র্যান্ড দাঁড়া করানো। একবার জনপ্রিয়তা পেয়ে গেলে আর পেছনে তাকাতে হবেনা - কসম!

তো... শুরু হয়ে যাক?

_________________________

পোস্ট উৎসর্গঃ জগতের সকল টেকি ব্লগারদের । হ্যাপি টেকটিউনিং!!!

Level 0

আমি এলেবেলে এলেবেলে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ঘাড় ত্যাড়া, ছন্নছাড়া ব্লগার । হুটহাট যা লিখতে ইচ্ছা করে, লিখে ফেলি। বেশি ভাবাভাবির সময় নাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

প্রতি ১ বার ডাউনলোডে কত ৳ পেমেন্ট করে? ফাইলের সাইজ বিষয়েও জানাবেন

    @telekothon: প্রতি ডাউনলোডে পেমেন্ট রেট একেক দেশের জন্য একেকটা। আর ফাইলসাইজ ফ্ল্যাট রেট। দুই মেগাবাইটের বেশী হলেই আয় আসবে। সুতরাং ছোট ফাইল যেমন এমপিথ্রি গান, এক্টিভেটর, প্যাচ শেয়ার করেও আয়ের সুবিধা আছে 🙂

Level 0

আর একটা বিষয় আপলোড ফাইল কি অটো ডিলিট হয়ে যায় ?

@ এলেবেলে ভাই: আমাদের প্রেমেন্ট করবে কি ভাবে একটু বলবেন। আমার তো master, Visa card নাই।

    @মাসুদ: ওয়েবমানি/পেপাল তো আছে। পেপাল অফিশিয়ালি বাংলাদেশ সাপোর্ট করেনা তাই ওয়েবমানি ব্যবহার করি

valo

টিউন টি আরও বিস্তারিত হওয়া উচিত ছিল ! অনেক প্রশ্ন ঘুপাক খাচ্ছে ! এ নিয়ে বিস্তারিত লিখবেন আশা করি

    @Ashikur Rahman Tomal: উচিত-অনুচিতের দোহাই না দিয়ে যেসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সেগুলো জিজ্ঞাসা করাটাই কি শ্রেয় নয়?

এ ধরনের সাইট অধিকাংশই ভুয়া হয়। সাবধান!!!

    @আকরাম হোসেন: সাইটটি গত দুইবছর ধরে নিয়মিত পে করে যাচ্ছে।স্ক্রিনশট দ্রষ্টব্য

      @এলেবেলে elebele: ক্যমোন আছেন ।ভাই…? অনেক দিন পর আপনার টিউন পেলাম, আপনার ইমেইল এ্যড্রেসটি কী দেওয়া যাবে, hugefiles কী পেজা সােপোর্ট করে, সবোচ্চ কত ডলার হলে টাকা তোলার অনুমতি দেয়।

এলেবেলে elebele ভাই : হিউজফাইলে তো দেখা যায় 5000 মেগাবাইট

Level 2

ধন্যবাদ. ভাই টাকা কি উত্তোলন করেছেন? নাকি শুধুই ভার্চূয়াল।

ভালো লাগলো। আসলে লেগে থাকলে কোন না কোন ভাবে আয় করাই যায়। আর কেউ কিছু শেয়ার করলে তাকে উৎসাহ দেয়া উচিত। ধন্যবাদ।

আমি webMonye সম্পর্কে তেমন কিছুই জানিনা। এইটা কি বাংলাদেশে সাপোর্ট করে? আর Up lode করা ফাইল গুলো কিদিয়ে নাম্বে, মানে এই গুলোকি Torrent এ নাকি midiyafire লিঙ্ক? না অন্য কিছু ?

    @wantedvirus: আপলোড করা ফাইল আইডিএম দিয়ে নামানোর মত ডিরেক্ট লিঙ্ক।। আর ওয়েবমানি রাশিয়ান পেমেন্ট প্রসেসর। এখানে জমাকৃত ডলার আপনি টাকায় এক্সচেঞ্জ করে নিতে পারবেন এই সাইট থেকে – http://rechargepointbd.com/

Medifire যেমন ওয়েব লিঙ্ক থেকে ফাইল আপলোড করতে পারে , সেরকম কোনও সাইট আছে ?

4mb এর একটা mp3 file upload dilam . কিন্তু download হচ্ছে 1.5mb এর একটা exe file…. what is this ?

আমার একটা বিষয় জানার ছিলো। যদি ইন্ডিয়া থেকে ৪/৫ এমবির একটা ফাইল ডাউনলোড হয় তাহলে কত $ বা কত সেন্ট পাওয়া যাবে??

আর একি সাইজের ফাইল যদি ইউ এস এ থেকে ডাউনলোড হয় তাহলে কত পাওয়া যাবে??

    @বনী আমিন: বাংলাদেশ আর ইন্ডিয়ার জন্য একই রেট 1.5 ডলার। ইউএসএ, ইউকের জন্য ২৫ ডলার আর Australia, Austria, Belgium, Denmark, Finland, France, Germany, Ireland, Netherlands, Norway, Sweden, Switzerland, Spain, Canada এইসব কান্ট্রি 12.5 ডলার

5.3mb er akta mp4 file upload dilam. download link http://hugefiles.net/tvs7px7rw3tz pls ektu dekhen eta exe file hisebe download hocche kno?

usa/uk te $25 naki $0.25 konta?

Level 0

@এলেবেলে এলেবেলে ভাই, mp3 file কি flash upload অপশন থেকে আপলোড দিতে হয়?

Taka pabo kiser madhome

আপনি নিজেই দেখুন কত জন টিউমেন্টে প্রশ্ন করছে ! সো নিজেকে লেখক না ভেবে পাঠক ভেবে টিউন করাই উচিত ! আপনি যেহুতু ইনকাম নিয়ে লিখেছেন সো এইসব বিষয় স্বাভাবিক ভাবেই সেন্সেটিভ সো যত বিস্তারিত হবে তত ভাল তাই নয় কি ?? টিউনের জন্য ধন্যবাদ !

Level 2

ভাই অনেক কষ্ট করেছেন।
আরেকটু কষ্ট করে বিস্তারিত প্রক্রিয়া লিখেলে সকলেই আপনার সুন্দর টিউনটি হতে উপকৃত হতে পারবে।
না হলে অনেকেই বঞ্চিত হবে- আপনার কষ্ট নষ্ট হবে।
ধন্যবাদ

Level 2

1. প্রথমে হিউজফাইলস এ সফট/ভিডিও… আপলোড করতে হবে?
2. এগুলোকে বিভিন্ন ফোরামে শেয়ার করতে হবে?
3. তারা উক্ত লিংক থেকে ডাইনলোড করলে ইনকাম হবে?

বিস্তারিত বললে বেশি ভাই উপকৃত হবে। ধন্যবাদ

Level New

এলেবেলে ভাই !! যে যতই নেগেটিভে কমেন্ট করুক, আমি আপনার এই প্রচেষ্টাকে সাধুবাদ দেবো । কারণ আপনি খুব আন্তরিকভাবে সবার সামনে “পি পি ডি” এর কার্যক্রম তুলেধরার চেষ্টা করেছেন যা কিনা অনেকেই করতে চাইনা শুধুমাত্র নিজের ডাক-ঢোল পেঠানো ছাড়া। আশা করি আপনি আমার কথার মর্মার্থ বুঝতে পেরেছেন। আমি শুধু কিছু প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে জানতে চাইবো। যদি উত্তরগুলো দেন তাহলে খুবই উপকৃত হবো। আমার প্রশ্নগুলো হলো…….. হিউজফাইলস-এ সর্বোচ্চ কতো সাইজ এর ফাইল এলাও করে ? আমি কী চাইলে ২০ জিবির মুভি ফাইল আপলোড দিতে পারবো ? আমাকে কিছু বিদেশী টপ লিস্টেড ইন্টারন্যাশনাল ফোরামের এড্রেস দিতে পারবেন ? আপনি ঐসব ফোরামে মুভি রিলেটেড পোস্ট করেছেন তেমন কয়েটা সেম্পল বা “ইউ আর এল” কি আমাকে দেবেন ? যাতে করে আমি আপনার প্রক্রিয়াটা অনুসরণ করতে পারি। আপনি যখন আপনার আয়ের স্ক্রিনশট দিতে পেরেছেন তাহলে আশাকরি আমার উত্তর গুলোও দিতে পারবেন।

ভাই আমি ফাইল আপলোড করলাম ।। আপনি ডাউনলোড করলেন ।। এই জন্য তারা কেন আমারে টাকা দিবে ?

ভাই আপনার ফেসবুক আইডি টা দেন প্লিজ
কিছু হেল্প লাগবে