ক্লিক করে আয় কিংবা পিটিসি এক দিকে যেমন বহু মানুষের প্রিয়, অন্যদিকে অনেকে এর কঠোর সমালোচক। দুই বিপরীতমুখি বক্তব্য কখনো সত্য হতে পারে না। বরং এপক্ষে কিছু সত্য, ওপক্ষে কিছু সত্য থাকবে এটাই স্বাভাবিক। এধরনের বক্তব্যের ফল হিসেবে অনেকেই বিভ্রান্ত হন। যার ব্যবহার করা উচিত না তিনি ব্যবহার করেন, যার ব্যবহার করা যুক্তিসংগত তিনি ব্যবহার করেন না। পিটিসি কার জন্য কার্যকর, কতটা আয় করা সম্ভব, এজন্য কি কি বিষয় লক্ষ করতে হয় সেগুলি তুলে ধরা হচ্ছে এখানে।
প্রথমেই বলে নেয়া ভাল, সব পিটিসি সাইটকে (বা সহজে আয়ের অন্য সাইটগুলিকে) বিশ্বাস করবেন না। এদের অনেকেই কাজ করার পর টাকা দেয় না। যদি কাজ করতে চান আপনার প্রথম দায়িত্ব বিশ্বাস যোগ্য সাইট খোজ করা।
পিটিসি কার জন্য উপযোগি সেটা দেখা যাকঃ
তাহলে আপনার জন্য পিটিসি। তাদের সদস্য হবেন এবং তাদের লিংকে ক্লিক করবেন। পিটিসির সবই ভাল একথা ধরে নেয়ারও কারন নেই। ক্ষতিকর দিকও আছে। ক্ষতিকর দিকগুলি হতে পারেঃ
পিটিসি কখন সবচেয়ে লাভজনকঃ আপনি যদি পিটিসি সাইটের সদস্য হয়ে নিজে ক্লিক করে আয় করতে চান তাহয়ে আয়ের পরিমান একেবারেই হতাসা জনক। উদারনসরুপ একটি পিটিসি সাইটের কথা উল্লেখ করলাম, সবচেয়ে সহজ এবং সবচেয়ে জনপ্রিয় "paidverts" এর কথা ধরা যাক। বিনামুল্যে সদস্য হলে আপনি দিনে গড়ে ২৪টি ক্লিক করার সুযোগ পাবেন। এর একটি বা দুটির জন্য পাবেন ১ সেন্ট করে, বাকিগুলির জন্য .০০১ সেন্ট। অর্থাদ দিনে আপনি ২ সেন্ট আয় করতে পারেন। একে নিশ্চয়ই আয় বলে না। যদি টাকা দিয়ে সদস্য হন তাহলে এর দ্বিগুন অর্থ পাবেন। তারপরও সেই আয়ের পরিমান সামান্য।
যদি আপনার ব্লগ থাকে, অথবা ফেসবুক, ইমেইল ইত্যাদির মাধ্যমে তাদের লিংক প্রচার করে সেখান থেকে অন্যদের সদস্য বানাতে পারেন তাহলে এই চিত্র পাল্টে যায়। আপনার মাধ্যমে যদি ১০০ জন সদস্য হয়, তারা প্রত্যেকে যদি গড়ে ১০টি ক্লিক করে তাহলে ১ হাজার ক্লিক। এই ক্লিকগুলির আয়ের ভাগ আপনিও পাবেন। এভাবে পাওয়া আয় (রেফারেল) আপনার নিজের ক্লিক করে আয়ের পরিমানের চেয়ে বহুগুন বেশি হতে পারে।
আরেকটি বিষয় উল্লেখ করা প্রয়োজন। "paidverts" সবচেয়ে জনপ্রিয় বেশ কয়েকটি কারনে। এখানে রেফারেল আয়ের ক্ষেত্রে কোন সীমাবদ্ধতা নেই, যত বেশি সদস্য তত বেশি আয়।
তুলনার কারনে উল্লেখ করা হচ্ছে, নিওবাক্স, পিটিসি-বক্স এগুলিও শীর্ষস্থানীয় পিটিসি সাইট। কিন্তু তাদের কাছে সত্যিকারের আয়ের জন্য টাকা দিয়ে সদস্য হতে হয়। বিনামুল্যের সদস্য হিসেবে খুববেশি আয়ের সুযোগ নেই।
এবার আসুন পিটিসি কখন ব্যবহার করবেন নাঃ উপরের বক্তব্য থেকে অনেকেই মনে করতে পারেন পিটিসি খুব ভাল কাজ, এটাই করা উচিত। এধরনের সিদ্ধান্ত নেয়ার আগে নিজেকে প্রশ্ন করুন, আসলেই পিটিসি ব্যবহার করবেন কি-না।
ভাল পিটিসি সাইটের বিষয় নিজের এফিলিয়েশন লিংক সহ অন্যকে জানান, তারা সদস্য হলে তাদের লাভ আপনারও লাভ। কোন সাইট সম্পর্কে খারাপ রিপোর্ট পেলে সেটাও অন্যদের জানান।
অনেকে সমালোচনা করতে গিয়ে সরাসরি পিটিসি ব্যবস্থাকেই অবৈধ বলে বসেন। পিটিসি বৈধ বিজ্ঞাপন ব্যবস্থা। দ্রুত এই ব্যবস্থায় পরিবর্তন আসছে, অনেকেই নতুন নতুন বিষয় যোগ করছে। আগামীতে পিটিসি আরো শক্তিশালী কাজের ক্ষেত্র হয়ে দাড়াবে এটা নিশ্চিত।
আমি কামাল হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 53 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সময় পরিবর্তনের সাতে সাতে জীবন জীবীকার ধারনাটা ও পরিবর্তন হয়। বর্তমান সময় তথ্য ও প্রযুক্তি ব্যাবহার করে আমাদের দেশের তরুণরা খোঁজ করে নিচ্ছে নিজেরদের ভাগ্য পরিবর্তন এর চাকা। আর সেটা ইন্টারনেট এর মাধ্যমে সম্ভহব হরচ্ছে।
valo laglo