কেমন আছেন সবাই? আশা করি আল্লাহের অশেষ রহমতে অনেক ভালো আছেন। আজ আবার অনেক দিন পর লিখতে বসলাম তাও আবার আমার প্রোগ্রামিং ছেড়ে অনলাইন আরনিং এর উপর। ভুল ত্রুটি হলে নিজ গুনে ক্ষমা করে দিবেন। আমরা যারা স্টুডেন্ট আছি তারা দ্রুত টাকা ইনকাম এর জন্য ভুল পথে পা রাখি এতে আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হই অন্যদিকে ধোঁকাবাজরা বড় লক হয়। অনেক ঘেঁটে শেষে একটা ওয়েবসাইট পাই যারা অনলাইন এ ইনকাম করার সুযোগ দিচ্ছে বাট এই থিওরি শুধু যাদের ওয়েবসাইট আছে তাদের জন্য। আর এই সাইটটি হল Popcash. মনে রাখবেন এটি শুধু গুগল এডসেন্স বাদে সব এড কোম্পানিকে সাপোর্ট করে। তাই যাদের গুগল এডসেন্স আছে তারা নিজ দায়িত্তে ইউজ করবেন।
আমার অভিজ্ঞতাতে popcash সব সিপিএম নেটওয়ার্ক কোম্পানির চেয়ে সেরা সিপিএম নেটওয়ার্ক কোম্পানি. তাই আজ আমি সবচেয়ে ভাল এবং সর্বোচ্চ অর্থপ্রদানকারী সিপিএম পপআপ বিজ্ঞাপণ নেটওয়ার্ক popcash সম্পর্কে বলবো।
popcash এর বড় সুবিধা হল কোন ট্রাফিক লিমিটেশন নেই. ছোট ব্লগ জন্য ও ব্যবহার করা হয়. অর্থাৎ এরা আপনাকে ইম্প্রেশন এর উপর ভিত্তি করে অর্থ দেয়। আপনার ওয়েবসাইট এ যত ভালো ইম্প্রেশন হবে আপনার ইনকাম ও তত ভালো হবে। এরা প্রতি ১০০০ ইম্প্রেশন এর জন্য ১$ থেকে ৪$ পর্যন্ত দিয়ে থাকে।
এ ছাড়া রেফারেল সুবিধাতো রয়েছে।
পেমেন্ট ফ্রিকোয়েন্সি
Popcash প্রতিদিনের পেমেন্ট প্রতিদিন দিয়ে থাকে। প্রতিদিন আপনার যত ইম্প্রেশন হবে তার উপর ভিত্তি করে প্রতিদিন পেমেন্ট দেয়া হবে।
Popcash এর মিনিমাম পেআউট পেপাল এ ১০$।
Contact popcash
Telephone: Skype : popcashnet /
YM : popcashnet
Email: [email protected]
[email protected]
কিভাবে ব্লগ বা ওয়েবসাইটে popcash বিজ্ঞাপণ যোগ করতে হবে?
Popcash এ সাইনআপ করুন, তারপর একাউন্টটি এক্টিভ করুন তারপর লগইন করুন। তারপর বামপাশের মেনু থেকে Submit website এ ক্লিক করুন। এবার ২৪ ঘন্টা অপেক্ষা করুন Popcash টিম আপনার ওয়েবসাইটটি ভিজিট করে আপনার সাইটটি তারা এপ্রুভ করবে। এবার বামপাশের মেনু থেকে generate code এ ক্লিক করুন আপনাকে একটি জাভা স্ক্রিপ্ট কোড দিবে ওই কোড আপনার ওয়েবসাইট এর <head> <\head> এর মাঝে পেস্ট করুন এবং আরনিং শুরু করুন।
Popcash এর সাইনআপ লিঙ্ক এখানে।
Popcash এ কিভাবে ওয়েবসাইট সাবমিট করতে হয় ও কিভাবে use করতে হয় তা জানতে এই ভিডিও দেখতে পারেন।
আজ এই পর্যন্ত। আবার অন্য একদিন আসব, অন্য কোন নতুন এক উপায় নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন। আর যদি বুজতে না পারেন তবে ফেসবুক অথবা ০১৭৮৮-৭১৬১৩৬ অথবা ০১৯৭৮-৭১৬১৩৬ এই নাম্বার এ ফোন করে জানাতে পারেন। যত দ্রুত সম্ভব আপনার উত্তর দেয়ার চেষ্টাকরবো। ঘুরে আসতে পারেন ব্লগে।
আমি ইসলাম আমিনুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 32 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
mobile user der ad impresan gunbe to?