আসসালামুআলাইকুম।ভালো আছেন??? আশা করি ভালো।আমিও ভালো আছি।টিউন পাঠকবৃন্দ আপনারা সবাই প্রতিদিন অনলাইন-এ অনেক সময়ে পার করে দেন বিভিন্ন ওয়েবসাইট ঘাটাঘাটি করে,কখন ও কি জানতে ইচ্ছে করে যে ওয়েবসাইট-এর মূল্য কত ও কিভাবে এটি অনপেজ এসইও করা,সাইট-এর কতি গুলা ব্যাকলিঙ্ক আসে গুগ্লে-এ ।কোন ভাল ওয়েবসাইট এর ব্যাকলিঙ্ক গুলা দেখে ওই সব সাইট এ ব্যাকলিঙ্ক করলে ভাল ফল পাওয়া জায়ায়ে আপনে এই সব কিছু এ জানতে পারবেন একটি মাত্র ওয়েবসাইট এর মাধ্যমে,এই অনলাইন ওয়েবসাইট টিতে ---- যে কোন সাইট এর নাম এন্টার করলে সব তথ্য পাওয়া যাবে ১ মিনিটএ-ই ,সাইট কিনতে বা বিক্রি করতে গেলে অথবা কোন সাইট এ টাকা বিনিয়োগ করতে গেলে নির্বাচিত সাইট এর সঠিক তথ্য নাওয়া টা জরুরী তবে একটা কোথা এই সাইট এর দেওয়া তথ্য 100% সঠিক হতে নিশ্চিত করা হয় না কিন্তু শুধুমাত্র রেফারেন্স হিসাবে দেওয়া হয়।
এই ওয়েবপেজ-টি Mainly গুগল থেকে এবং SEOMoz থেকে ডাটা কালেক্ট করে আপনাকে পুরও ওয়েবপেজ এর ভিউ দিবে ,যা দেকে আপনে আপনার সাইট এর বর্তমান অবস্তা বুজতে পারবেন,এবং এই পুরা কাজই আপ্নে করতে পারবেন সম্পূর্ণ ফ্রীতে .......
একটা জিনিস আমি লক্ষ্য করলাম ওয়েবপেজ-টিতে অ্যাডসেন্স ব্যাবহার করা হয়ছে এবং খুবই সুন্দর করে Buildup করা হয়েছে,এবং পূর সার্ভিস টাই ফ্রীতে দেয়া হচ্ছে,বুজলাম যে সাইট এর Income হচ্ছে অ্যাড থেকে So আমরা যেহেতু সাইট থেকে পুরা সার্ভিস টাই ফ্রী তে পাচ্ছি ,তো Every time সাইট চেক করার টাইম-এ অ্যাড এ একটা করে ক্লিক করতে পারি, এতে সাইট এর Owner এর কিছুটা হলে ও কষ্ট সার্থক হবে ।
আজ শেষ করছি এখানেই।আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন,সামনে দেখা হবে নতুন আরেকটি টিউন নিয়ে ইনশাআল্লাহ্। আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম,সময়ে পেলে আমার টেকনো ব্লগ থেকে ঘুরে আসতে পারেন।
আমি সাজিব আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হুম ভালো!!!!!!!!!!