আস্-সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন।অনেকদিন ধরেই ভাবছিলাম টেকটিউনস-এ একটি নোতুন টিউনটি করব।কিন্তু কি নিয়ে করব তা-ই বুঝতেছিলাম না।অবশেষে আপনাদের সম্মুখে একটি চমৎকার খবর নিয়ে হাজির হলাম আজ।আমাদের অনেকের-ই ওয়েবসাইট আছে ।আমরা অনেকেই ব্লগ লেখা-লেখি করি ।ব্লগিং করার জন্য এত আর্টিকেল প্রয়োজন হয় যে মাঝে মাঝে হিমশিম খেতে হয়!ইদানীং অনলাইন-এ অনেক প্রকার আর্টিকেল স্পিনের সফটওয়্যার পাওয়া যায় যা ব্লগার-দের বিপুল সময় বাঁচাতে সাহায্য করে।আর এদের কার্যকারিতাও বেশ পরীক্ষিত।
এই আর্টিকেল স্পিনের সফটওয়্যার গুলোর দামও নাকি অনেক বেশি। কিন্তু অনলাইন-এ অনেক ফ্রী Article Spinner ওয়েবসাইট পাওয়া যায়ে এর মদ্দে কিছু কিছু ওয়েবসাইট দিয়ে খুব ভাল অনলাইন-এ Article Spinner করা যায়ে, সারাদিন Internet ঘেঁটে আমি কেবলমাত্র একটি Article Spinner ওয়েবসাইট ভালো পেয়েছি।এখান থেকে আপনি খুব সুন্দের ভাবে ১০০% হিউম্যান রীডএবেল আর্টিকেল করে নিতে পারবেন,তাও আব্র সম্পূর্ণ ফ্রীতে, এই ওয়েবসাইটির মূল বিশিষ্ট হছে এর মাধ্যমে যে কোন আর্টিকেল Rewrite করে Fully Unique এ রুপান্তর করা সম্ভব।
একটা জিনিস লক্ষ্য করলাম এই সাইটির ইঙ্কাম Source হচ্ছে অ্যাডসেন্স থেকে,এতো সুন্দর একটা সার্ভিস ফ্রীতে দিচ্ছে,তাই আমাদের উচিৎ একটি আর্টিকেল স্পিন করলে অন্তত অ্যাড-এ একটি ক্লিক করা 🙂
ধন্যবাদ সবাইকে, আজ এপর্যন্তই থাক। সামনে দেখা হবে নতুন আরেকটি টিউন নিয়ে ইনশাআল্লাহ্। আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম,সময়ে পেলে আমার টেকনো ব্লগ থেকে ঘুরে আসতে পারেন।
আমি সাজিব আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
nice post 🙂 thanks…..!