শখ থেকে এক সময় পেশা হতে পারে

ফেসবুক-টুইটার এমনকি ইউটিউব যখন ছিল না তখনও ব্লগিং ছিল। অন্য কথায় ব্লগ ব্যবহার করে মানুষ শখ পুরন করত কিংবা নিজের বক্তব্য তুলে ধরত ব্লগের মাধ্যমে। বাস্তবে ফেসবুক-টুইটারকে বলা হয় মিনি ব্লগ, যার অর্থ সেখানে অল্প কয়েক লাইন লেখা যায়। ব্লগে লেখা যায় ইচ্ছেমত। গুগলের ব্লগার কিংবা ওয়ার্ডপ্রেস এবং আরো অনেকগুলি সাইট বিনামুল্যে ব্লগ তৈরীর সুযোগ দেয়। আপনি হয়ত শখ করে ব্লগ তৈরী করলেন, কয় দিন পর মনে হল সেটা সময়ের অপচয়। সেটা বন্ধ করে দিলেন। কারো কারো ক্ষেত্রে সেটা হতেই পারে। বাস্তবে যারা পেশাদার ব্লগার তারা একদিন শখ করেই শুরু করেছিলেন। তারপর সেটা পছন্দ করতে শুরু করেছেন, একসময় তাকেই মুল কাজ হিসেবে বেছে নিয়েছেন।

ব্লগিং শখ থেকে পেশা হওয়ার জন্য অবশ্যই কিছু বৈশিষ্ট প্রয়োজন হয়। আপনি এমন করতে পারেন যা আপনি পছন্দ করেন। ব্লগিং এর ক্ষেত্রে এ কথা পুরোপুরি সত্যি। আপনি যদি কোন বিশেষ বিষয়ে আগ্রহি না হন, সেই বিষয়ে আলোচনা করার প্রবল ইচ্ছে না থাকে তাহলে ব্লগ চালানো কঠিন।
আপনি যদি পেশাদার হন, আপনার পেশাকে যদি ভালবাসেন তাহলে আপনার ভাল ব্লগার হওয়ার সম্ভাবনা খুবই বেশি। যদি ফ্রিল্যান্সিং আপনার পেশা হয় তাহলে সবচেয়ে বেশি সুবিধে পেতে পারেন ব্লগ থেকেই। আরো নির্দিষ্ট করে বললে ।

** আপনাকে যদি নিয়মিত লিখতে হয় তাহলে লেখার উন্নতি ঘটাতে পারেন এর মাধ্যমে।
** নিজের পরিচিতি, ভাল কাজগুলি অন্যের সামনে তুলে ধরতে পারেন এর মাধ্যমে।
** ব্লগের মাধ্যমে সারা বিশ্বের নেটওয়ার্কের সাথে যুক্ত হোয়া যায়, ফলে সহজে ক্লায়েন্ট পাওয়া যায়।

এখনো যদি ব্লগ না করে থাকেন তাহলে একবার চেষ্টা করে দেখুন। আপনার প্রয়োজন সামান্য প্রস্তুতি। কোন বিষয়ে ব্লগ তৈরী করবেন সেটা ঠিক করা। ফেসবুকে-টুইটারে যদি লিখতে পারেন তাহলে ব্লগে লিখতে সমস্যা হওয়ার কথা না। ব্লগ থেকে আয় করা সহজ। হয়ত শখ থেকে একসময় এটাই পেশা হতে পারে। কিভাবে পেশা হতে পারে তা জানার জন্য একটু কষ্ট করে নীচে পরুন এবং আরও কিছু সময় দেন।

ব্লগিং করে আয়ঃ  ইন্টারনেটে আয় বিষয়ে আলোচনার মুলত দুটি অংশ। অনলাইন ফ্রিল্যান্সিং এবং ব্লগ তৈরী করে সেখান থেকে আয়। ব্লগ থেকে আয় সম্পর্কে সবসময়ই বলা হয় এভাবে আয় তুলনামুলক সহজ "ফ্রিল্যান্সারের মত কোন বিশেষ বিষয়ে পারদর্শী হতে হয় না" এবং এই আয়ের পরিমান বিপুল। যাদের এই কাজের সাথে তেমন পরিচিতি নেই তাদের নিয়মিত কিছু প্রশ্ন থাকে।

  • ব্লগিং থেকে আয় করে কি চলা যায় ?
  • যারা ব্লগ থেকে আয় করেন তাদের সংখ্যা কি একেবারে সামান্য ?
  • শুধুমাত্র ব্লগ থেকে টাকা আয় বিষয়ক ব্লগ করে কি টাকা আয় করা যায় ?

এক কথায় উত্তর দিলে বলতে হয়, যায়। সাথে এ কথাও উল্লেখ করা প্রয়োজন, এই বিষয়ে অনেক বিভ্রান্তিকর বক্তব্য পেতে পারেন। ব্লগিং শুরু করে সেখান থেকে লক্ষ ডলার আসতে শুরু করবে এ কথা ধরে না নেয়াই ভাল। কিছুটা বাস্তবমুখি দৃষ্টিতে দেখলে ব্লগিং লাভজনক ব্যবসা। ব্লগিং করে আয়ের সম্পর্কে আরেকটু বিস্তারিত আলোচনা............

  • ব্লগ থেকে আয় করা সম্ভব কি ?
    •  আয়ের জন্য ব্লগ ব্যবহার করলে শুরুতে আয়ের পরিমান সামান্য। সামান্য কয়েক ডলার। সময়ের সাথে সাথে এই পরিমান বাড়তে   থাকে। এক সময় পার্ট টাইম আয়কে ছাড়িয়ে যেতে পারে, এমনকি  নিয়মিত আয়কেও। কতটা সময় লাগতে পারে তার ধারনা পেতে পারেন অন্যদের অভিজ্ঞতা থেকে। দুই/তিন বছর পর থেকে আয় বাড়তে শুরু করে। পুরো পুরি এর ওপর নির্ভর করতে ৫/৬ বছর থেকে আরো বেশি সময় লাগতে পারে।
    • সাথে একথা মনে রাখা জরুরী, যদি এখন শুরু করেন তাহলে ৬ বছর পর, যদি ১ বছর পর শুরু করেন তাহলে ৭ বছর পর ফল পাবেন। আপনাকে ৬ বছর অপেক্ষা করতে হবে এমন কথা নেই। কেউ কেউ দ্রুত যথেষ্ট পরিমান আয় পেতে শুরু করেছেন এমন উদাহরনও কম নেই।
  •  আয়ের নির্দিস্ট বিষয় নেই ?
    • ধরে নেন ইন্টারনেটে আয় বিষয়ক ব্লগ লিখলে দ্রুত আয়ের পথে যাওয়া যায়। যারা ব্লগিং থেকে ভাল আয় করছেন তাদের উদাহরন সে কথা সমর্থন করে না। যে কোন বিষয় নিয়েই ব্লগ জনপ্রিয় হতে পারে এবং সেখান থেকে যথেষ্ট আয় আসতে পারে। কয়েকটি সফল ব্লগের বিষয়গুলি দেখে নিন, খাবার বিষয়ক ব্লগ, ফ্যাসান বিষয়ক ব্লগ, ভ্রমন বিষয়ক ব্লগ, শিশুদের জন্য ব্লগ, কার্টুন ব্লগ, অভিভাবকদের জন্য ব্লগ, স্বাস্থ্য বিষয়ক ব্লগ।
  • এমন কোন পদ্ধতি কি আছে যা মানলে নিশ্চিত ভাবে ব্লগ থেকে আয় করা যাবে?
    • উত্তর হচ্ছে, নেই। একই বিষয়ে উচুমানে তথ্য নিয়ে একটি ব্লগ সফল হচ্ছে না, আরেকটি সফল হচ্ছে। যারা সফল হয়েছেন তারা তাদের পদ্ধতি প্রচার করার চেষ্টা করছেন, অন্যরা অনুসরন করার চেষ্টা করছেন। যারা অনুসরন করেছেন  নিশ্চিত সাফল্য কেউ পাননি। এ থেকে শিক্ষা এটাই হতে পারে, অন্যকে অনুসরন করার সাথে সাথে নিজস্ব পদ্ধতি ব্যবহার করা প্রয়োজন।

অর্থ উপার্জন বিষয়ক ব্লগ ভাল করবে এমন কথা নেইঃ  টাকা আয় বিষয়ক ব্লগ এবং অন্য ব্লগ একই সাথে পরিচালনা করার অভিজ্ঞতা থেকে দেখা গেছে টাকা আয় বিষয়ক ব্লগ থেকে বেশি আয় হবে এমন কোন প্রমান নেই। বরং অনেক সফল ব্লগই অন্য বিষয়ে। সাধারন ভাবে মানুষ পছন্দ করে এমন বিষয় নিয়ে। এ থেকে সিদ্ধান্ত নেয়া যেতে পারে, ইন্টারনেটে টাকা আয় বিষয়ে খোজ করে এমন ব্যক্তির চেয়ে অন্যান্য বিষয়ে আগ্রহ দেখানো মানুষের সংখ্যা অনেক বেশি।

বেশির ভাগ ব্লগার পুরোপুরি ব্লগিং এর ওপর নির্ভর করতে পারেন নাঃ  সাম্প্রতিক এক জড়িপে দেখা গেছে অর্ধেকের বেশি সংখ্যক ব্লগার ব্লগ থেকে মাসে ৫০০ ডলারের কম আয় করেন। ১ হাজার থেকে ১০ হাজার ডলার আয় করে ৯ ভাগ, ১০ হাজার ডলারের বেশি আয় করেন ৪ ভাগ। এটা মনে রাখা প্রোজন এই জড়িপে যারা অংশ নিয়েছেন তারা তুলনা মুলক নতুন ব্লগার। প্রতিদিনই নতুন ব্লগারের তালিকায় নাম লেখাচ্ছেন বহু মানুষ। দীর্ঘদিন ধরে ব্লগিং এর সাথে জড়িতদের ফল পৃথক হওয়া স্বাভাবিক। সহজ কথায়, যারা ব্লগ পরিচালনা করেন তাদের বেশিরভাগ পর্যাপ্ত আয় করেন না।

ব্লগিং থেকে আয় করতে হলে সময়ের প্রয়জনঃ  যারা ব্লগ থেকে যথেষ্ঠ পরিমান আয় করেন তাদের  ৮৫ ভাগ ব্লগিং এর সাথে জড়িত আছে ৪ বছরের বেশি সময় ধরে।  অনেকে প্রথম দুবছর উল্লেখ করার মত আয় করেন না।

ব্লগিং এর জন্য পরিশ্রম করতে হয়ঃ  ব্লগ তৈরী করে বসে থেকে আয় হওয়ার উদাহরন নেই। যারা বেশি আয় করেন তারা নিয়মিত ব্লগের পেছনে সময় ব্যয় করেন। যারা ১০ হাজার ডলারের বেশি আয় করেন তারা পুরোপুরি ব্লগের পেছনেই সময় কাটান। ভাল ব্লগ অর্থ এমন কিছু যেখানে উপকারী, নিজস্ব, নতুনত্ব, আকর্ষনীয় তথ্য থাকে। কাজটি হঠাৎ করে হয় না। দীর্ঘদিন চেষ্টা করে গড়ে তুলতে হয়।

পরিশেষে এইটুকু বলতে হয়, ব্লগ থেকে যথেস্ট আয় করা যায় কি-না? যায়। এজন্য পরিশ্রম করতে হয়। দীর্ঘদিন ধৈর্য্য ধরে কাজ করে যেতে হয়।

Level 0

আমি কামাল হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 53 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সময় পরিবর্তনের সাতে সাতে জীবন জীবীকার ধারনাটা ও পরিবর্তন হয়। বর্তমান সময় তথ্য ও প্রযুক্তি ব্যাবহার করে আমাদের দেশের তরুণরা খোঁজ করে নিচ্ছে নিজেরদের ভাগ্য পরিবর্তন এর চাকা। আর সেটা ইন্টারনেট এর মাধ্যমে সম্ভহব হরচ্ছে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আমি কি আমার ব্লগে Chitika এড এর পাশাপাশি Amaderad ব্যাবহার করতে পারবো ??

    @Smart: হ্যাঁ ভাই , পারবেন। তবে আমাদের অ্যাড এর বর্তমানে আয় খুবেই সীমিত। কারন আমাদের অ্যাড সাইটে কোন রকন বিজ্ঞাপন অ্যাড দেখা যাচ্ছে না। আপনি পপ-ক্যাশ অ্যাড ব্যাবহার করতে পারেন। আর পপ-ক্যাশ সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে http://income2earning.blogspot.com/ দেখেন, পেয়ে যাবেন।

Level 0

PopCash ও আমার ব্লগ এ দেওয়া আছে।এবং Chitika-এর এড ও দেওয়া আছে।
Chitika r আয় কেমন হবে ? আর আমার ব্লগ এর ভিসিটর বাড়াব কিভাবে ?

আমার ব্লগ টা দেখবেন Pls- http://www.amartrick2all.blogspot.com
কেমন হইছে জানাবেন,

আপনার ব্লগ ভালো হইছে, PopCash এবং Chitika- থেকে আয় করতে চাইলে । ভিসিটর বাড়াব , ভিসিটর যত বেশি হবে আয়ের পরিমাণ তত বেশি হবে। ভিসিটর বাড়ানোর জন্য ব্লগের seo করতে পারেন।

    Level 0

    @কামাল হোসেন: এবার একটু ভিন্ন বিষয়ে জানতে চাচ্চি।
    আমি আপনার ব্লগ থেকে দেখে পাইওনিয়ার কাড এর জন্য এপ্লাই করি,এপ্রুভ ও হইছে এবং মেইল এ বলছে যে ২৭/৮/১৪-০৩/০৯/১৪ এর মধ্য চিটি আসবে ।

    কিন্তু এখনও আসে নি কেন ? আপনার কত দিন লাগছিল ?

      @Smart: ভাই আমি ৭ দিনেই কার্ড হাতে পেয়েছি। আপনার ঠিকানা সঠিক দিয়ে থাকলে আপনিও ৭ থে ২০ দিনের বিতরে পেয়ে জেতেন। আরেকটি কথা, আগামি ৩ তারিখের বিতরেই আপনি পোস্ট অফিসে যোগাযোগ করুন।

Level 0

আমি আজ ও যোগাযোগ করছি । আসেনি এখন ও

আমি আমার ঠিকানা দিয়েছি এই রকম— Arakan Road,Word No-4 Chandgoan,Haji Tafajjal Monjil
Chittagong, 4212, BD
আসার কি সম্বাবনা আছে ?

    @Smart: আপনার এই ঠিকানায় চিটি আসে। যদি এসে থাকে টা হলে আসবে।

Level 0

এই কাড কি বাংলাদেশে কিনতে পাওয়া যায় ?

    @Smart: কিনতে পাওয়া যায় কিনা ? তা আমি সিউওর বলতে পারব না । তবে আপনার কার্ড ৩ তারিখের মধ্যে না আসলে এবার এপ্লাই করেন। তবে ঐ ঠিকানা দিয়েন না। আপনার আত্তিও সজন কেউ Dhaka থাকলে। ওনার সাথে যোগাযোগ করে dhaka র ঠিকানা দেন। নয়তো বা আপনার এলাকায় কারও ঠিকানায় কার্ড এসেছে তার ঠিকানা দেন।

      Level 0

      @কামাল হোসেন: ভাই,আমার এইরকম কন ঠিকানা নাই,যেখানে আগে কাড এসেছে। আপনার এইরকম কোন পরিচিত ঠিকানা থাকলে ব্ লেন।
      আর আপনি জদি কিছু মনে না করেন।আপনার ঠিকানা দেওয়া যাবে ?

      আমাকে ১টু Help করেন খুব বিপদে আছি ভাই।

        @Smart: আপনি আমার সাথে ইমেইল অথবা skype এ যোগাযোগ করতে পারেন। আমার ইমেইল [email protected] এবং skype: kamal.hossain23 .

Level 0

আমার ইমেইল [email protected]
আর আমার মোবাইল নাম্বার- ০১৭৫৬২০০৯১৬

আচ্চা আমি কি পাইওনিয়ার কাড ছাড়া পেপাল এর টাকা তুলতে পারবো না ??