আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন।আমিও আল্লাহর রহমতে ভালই আছি। আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন কিছু নিয়ে । এবার আসুন শুরু করি…
সময় যত গড়াচ্ছে মধ্যপ্রাচ্যে রাজনৈতিক অস্থিরতা ক্রমেই বাড়ছে যার একটি শক্ত আঘাত পরতে শুরু করেছে আমাদের এই বিশ্ব মুদ্রাবাজারে এতে কেউ হচ্ছে লাভবান কিন্তু অধিকাংশ হচ্ছে ক্ষতিগ্রস্ত। কেন এমন হচ্ছে ? এখন আমরা এরকম পরিস্থিতিতে আমাদের কি করা উচিৎ ? কি করলে আমরা লাভবান না হলেও লসের ভাগিদার হওয়া থেকে রক্ষা পাব । এই টিউনে আমরা বেসিক কিছু বিষয় আমরা আজকে আলোচনা করব যাতে আপনারা একটি পরিস্কার ধারনা পান এরকম পরিস্থিতিতে আমাদের কি করা উচিত ।
এটা কোন গুজব নয় যে ফিলিস্তিনে ইজ্রাইল আক্রমন চালাচ্ছে এতে করে মারা যাচ্ছে অনেক নিরীহ মানুষ, আমরা টেলিভিশনে সংবাদের হেডলাইনেই এই নিউজ গুলো পাচ্ছি । মধ্যপ্রাচ্যের এই দুটি দেশ হচ্ছে আমদের বিশ্বের রাজনৈতিক কেন্দ্রবিন্দু যেকোনো সময় এরা বিশ্বের রাজনৈতিক পট পরিবর্তন করে দিতে পারে । ফিলিস্তিনের পক্ষে রয়েছে সুপার পাওয়ার রাশিয়া(OIL,আর্মস), শক্তিশালী ইরান(OIL) । অন্যদিকে ইজ্রাইলের(CHF) পক্ষে রয়েছে সুপার পাওয়ার আমেরিকা (USD) । এখনি হয়ত আপনারা বুঝতে পারছেন বিশ্ব বাজার পরিবর্তনকারী মূল চারটি গেম রয়েছে এই দেশগুলোর হাতে । EUR/USD তে আমরা দেখতে পাই যে এর ক্রমাগত ঊর্ধ্বগতির বাজার ছিল কিন্তু কয়েক সপ্তাহ জুড়ে এটি পতনের বলয় থেকে যেন বেরই হতে পারছে না , যদিও ইউরোপ চায় না তাদের পার্শ্ববর্তী এলাকায় কোন যুদ্ধ হোক । বর্তমানে ফরেক্সে একটি শক্ত আঘাত হানতে চলেছে এই আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি ।
কি ঘটছে এই মধ্যপ্রাচ্যে?
যুদ্ধ কখনও মঙ্গল বয়ে আনতে পারে না । ইজ্রাইল সবসময়েই অতি তুচ্ছ ঘটনা নিয়ে যুদ্ধে জড়িয়ে পরে । তাই এই মধ্যপ্রাচ্যের অস্থিরতা বিশ্ব বাজারের পিছু ছাড়ে না । ইজ্রাইলের উপর রকেট হামলা কে কেন্দ্র করে ইজ্রাইল তাদের অপারেশন শুরু করে । এতে তাদের সর্ব শক্তি দিয়ে হামলা চালায় ফিলিস্তিনের গাজা শহরের উপর । যে কারনে ইজ্রাইল গাজাবাশীর উপর হামলা চালায়, এতে ১ জন মাত্র ইজ্রাইলি নিহত হলেও এখন পর্যন্ত গাজায় নিহতের পরিমাণ ৩০০ ছারিয়ে গিয়েছে যা আমরা গনিতের ভাষায় বলতে পারি ১:৩০০। এখন ফিলস্তিনরা চাইবে এর প্রতিশোধ নিতে পূর্বের ইতিহাসে দেখা গিয়েছে কারও মধস্থতা কোন ফল বয়ে আনতে পারে নি । বিশ্লেশক গন আশংকা করছেন যে এই ছোট যুদ্ধ আবার না বড় যুদ্ধের কারন না হয়ে দাড়ায় ।
Forex Trading এ এর প্রভাব
CAD: মিডল ইস্ট সবসময় তেলে স্বয়ংসম্পূর্ণ । বিশ্বে তাদের প্রবাহিত তেলের পরিমাণ প্রায় ৭০% । কোন যুদ্ধ শুরু হলেই প্রথমেই হুমকি যেটি আসে সেটি তেলের উপর । কানাডা তেলের অন্যতম এক ক্রেতা তেলের , দাম যদি বেড়ে যায় তাদের বেশি CAD খরচ করে তেল কিনতে হবে যা তাদের জিবন যাত্রার খরচ বাড়িয়ে দিবে । আঘাত করবে প্রতিদিনের ফান্ন্ডামেন্টাল নিউজ এ ক্রমাগত নেগেটিভ নিউজ আসতে শুরু করবে ফরেক্সে । জাতে আরও একটি পতন আমরা দেখতা পাব এই মুদ্রার । আর মুদ্রা বাজারে যদি কোন মুদ্রার মান কমে যায় এর সুবিধা নেয় তার বিপরীতে থাকা মুদ্রাটি । তেলের অবস্থান খুব শক্তিশালী তাই কানাডিয়ান ডলারের পতনে তেলের উপর কোন প্রভাব পরবে না । দাম তেলের বাড়বেই পতনের সম্ভাবনা যতটুকু তা ঐ কানাডিয়ান ডলারের ।
USD: এই অবস্থায় ডলার খুব ভাল একটি মুদ্রা যা সবচেয়ে কম প্রভাবিত হয় । যখন অনেক মুদ্রার পতন হচ্ছে তখন এই ডলার তার নিজের গতিতে উপরে উটছে । তাই ফরেক্সে দলারকে সবচাইতে নিরাপদ মুদ্রা মনে করা হয় । বিশেষজ্ঞ গন সব সময় উপদেশ দিয়ে থাকেন পোর্টফলিওতে রাখতে ।
JPY: এরকম অবস্থায় সুবিধা লাভ করে আমন আরেকটি মুদ্রা হল yen । কারন জাপানে ইজ্রাইলের বানিজ্যের বিশাল একটি ক্ষেত্র । তাই ফ্রাঙ্কের পতনের সাথে সাথে এই মুদ্রাটিরও পতন আমরা দেখতে পাই । ফরেক্সে দাম কমলে ও ট্রেডার গন সুবিধা নিতে পারে এই মুদ্রা যুক্ত পেয়ারটি থেকে ।
CHF: এই মুদ্রা টিকে বলা হয় ইহুদিদের মুদ্রা । ইসরাইলে যদি কোন সঙ্কট তৈরি হয় তবে এই মুদ্রা টি সবচেয়ে বেশি লাভবান হতে দেখা যায় না কারন এরকম অস্থির পরিস্থিতিতে ট্রেডার গন সব সময় নিরাপদ আশ্রয় পেতে চায় । ফ্রাঙ্ক বাস্তবে এমন পরিস্থিতিতে কোন নিরাপদ মুদ্রা নয় তাই এর বিক্রয়ের ছাপ থাকে অনেক বেশি যা পতঙ্কে তরান্বিত করে অনেক দ্রুত । এই মুদ্রা গুলো নেগেটিভ ধারায় চলে যায় ।
যখন মধ্যপ্রাচ্যে কোন সঙ্কট তৈরি হয় তখন এই মুদ্রা গুলো ফল করে Euro, British Pound, Australian dollar এবং New Zealand dollar. তাই এই মুদ্রা যুক্ত পেয়ার গুলো লেনদেনে এ সময় আমাদের অবশ্যই সচেতন হতে হবে ভবিষ্যৎ ঝুকি কমাতে হলে । আমরা আশা করব যেন এই সঙ্কট খুব দ্রুত কেটে যায় । কারন ট্রেডার গন লাভবান যদিও অনেক কস্টে হতে পারবেন তবুও এরকম পরিস্থিতি বিশ্ব বানিজ্যের জন্য বিরুপ প্রভাব ফেলে যা একসময় কঠিন ভাবে ফরেক্সে আঘাত করবেই । আপনাদের জন্যএই টিউনটি ভবিষ্যতে অনেক সুফল বয়ে আনবে বলে আশা রাখি ।
ধন্যবাদ সবাইকে কষ্ট করে টিউনটি পড়ার জন্য! দেখা হবে আগামি টিউনএ। আল্লাহ হাফেজ..
টিউনটি ভালো লাগলে আমাদের Bangla Forex সাইট এ ঘুরে আসুন এখানে
আমি Habibur Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 65 টি টিউন ও 213 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
জানতে চাই, জানাতে চাই এ আমার পত্যাশা । সবাই দোয়া করবেন ।
আপনারvলিখারvমানvখুবই ভাল। গুছিয়ে smart উপস্থাপনা করেন। আমি খুব ১টা কমেন্টস করি না কিন্তু আপনার কোয়ালিটি দেখে না করে পারলাম না।
A+ দিলাম।