ইমেইল মার্কেটিং হলো ইমেইল আদান-প্রদান এর মাধ্যমে যেকোন পণ্য বা সেবা আপনার ক্রেতা বা কাষ্টমারের নিকট বিপণন ব্যবস্থা কে বুঝায়। এটি হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে সরাসরি কাস্টমারের মেইলে কোন কোম্পানির পণ্য বা সেবার বিবরণসহ প্রোডাক্ট সম্পর্কিত অন্যান্য তথ্যাবলী প্রেরণ করা। যার ফলে যেমন কোম্পানির একদিকে বাড়ছে বিক্রয়ের পরিমাণ, তেমনি বর্ধিত হচ্ছে তাদের সুনাম ও খ্যাতি। এছাড়া ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতেও দিন দিন বাড়ছে ইমেইল মার্কেটিং-এর কাজ। মার্কেটপ্লেসগুলোর তথ্যানুযায়ী, ইমেইল মার্কেটিং এ একজন ফ্রিলান্সার মাসে আয় করছে কম করে হলেও ৫০,হাজার টাকার ও বেশী। তাই একটি সফল ক্যারিয়ার হিসাবে “ইমেইল মার্কেটিং” হতে পারে।
ইমেইল মার্কেটিং নিয়ে পোষ্ট আমরা অনেক পড়েছি আর এর সম্পর্কে অনেক কিছু জেনেছি। আবার অনেকে অনেক টিউটোরিয়াল কিনেছি এবং অনেক ট্রেনিং সেন্টারে গিয়ে টাকা নষ্ট করেছি। কিন্তু আজকে আমি যে স্ফটওয়ার নিয়ে আলোচনা করব হয়তো অনেকেই জানি কিন্তু ইমেইল মার্কেটিং এর বাজারে মেইলচিম্প এর পর এই স্ফটওয়ারটিই বেষ্ট। স্ফটওয়ারটির নাম সেন্ডব্লাস্টার।
আমরা যারা নতুন, কোন কাজ জানিনা অথবা শিখারও সময় নাই, তারা যদি এই স্ফটওয়ার সম্পর্কে একটি ভাল ধারনা নিই, তাহলে পেছনেফিরে আর তাকাতে হবেনা।
ইংরেজিতে দিলাম, না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন।
পোষ্টটি ভাল লাগলে ঘুরে আশতে পারেন আমার ব্লগ থেকে।
পরবর্তী পোষ্ট গুলোর আপডেট পেতে অবশ্যই ফেসবুক পেজে লাইক করে রাখবেন।
আমি desh_IT। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য।
প্রিয় টিউন এ রাখলাম ভবিষ্যতে কাজে লাগতে পারে।