চলুন জানি বিটকয়েন কি? কিভাবে আয় করবো ।

বিটকয়েন হল লেনদেন হওয়ার সাংকেতিক মুদ্রা। ২০০৮ সালে সাতোশি নাকামোতো এই মুদ্রাব্যবস্থার প্রচলন করেন। তিনি এই মুদ্রাব্যবস্থাকে পিয়ার-টু-পিয়ার লেনদেন নামে অভিহিত করেন। বিটকয়েনের লেনদেনটি বিটকয়েন মাইনার নামে একটি সার্ভার কর্তৃক সুরক্ষিত থাকে। পিয়ার-টু-পিয়ার যোগাযোগ ব্যাবস্থায় যুক্ত থাকা একাধিক কম্পিউটার বা স্মার্টফোনের মধ্যে বিটকয়েন লেনদেন হলে এর কেন্দ্রীয় সার্ভার ব্যবহারকারীর লেজার হালনাগাদ করে দেয়। একটি লেনদেন সম্পন্ন হওয়ার সাথে সাথে নতুন বিটকয়েন উৎপন্ন হয়। ২১৪০ সাল পর্যন্ত নতুন সৃষ্ট বিটকয়েনগুলো প্রত্যেক চার বছর পরপর অর্ধেকে নেমে আসবে। ২১৪০ সালের পর ২১ মিলিয়ন বিটকয়েন তৈরী হয়ে গেলে আর কোন নতুন বিটকয়েন তৈরী করা হবে না।

খুব কঠিন মনে হচ্ছে? কোন সমস্যা নাই। এক বিটকয়েন সমান কত ডলার তা জানলেই পাগল হয়ে যাবেন বিটকয়েন আয় করার জন্য।

১ বিটকয়েন সমান ৬৪৭.৭ ডলার । কি বিশ্বাস হচ্ছে না? এই লিঙ্ক থেকে দেখে নিন আজকের আপডেটেড রেট। লিঙ্ক

তাহলে আর দেরি কেন? চলুন শুরু করি বিটকয়েন আয় করা।

বিটকয়েন কামানোর জন্য আপনার একটি ওয়ালেট দরকার। আরে মিয়া আসল ওয়ালেট না, ভার্চুয়াল ওয়ালেট।

প্রথমে এই লিঙ্কে যান। লিঙ্ক

তারপর আপনার ইমেইল আর পাসওয়ার্ড লিখে সাইন আপ করেন। তারপর ইমেইল কনফার্ম করেন। তারপর আপনি একটি বিটকয়েন অ্যাড্রেস পাবেন।এর জন্য বিটকয়েন অ্যাড্রেস ট্যাবে গিয়ে Create New Address এ ক্লিক করলেই পেয়ে যাবেন। ওইটি দিয়ে বিটকয়েন লেনদেন করতে পারবেন। ওয়ালেট তৈরি করা তো হল। এবার আর্ন শুরু করি।

১। প্রথম পদ্দতি............

প্রথমে এই লিঙ্কে যান= বিটকয়েন । তারপর আপনার বিটকয়েন অ্যাড্রেস, ইমেইল, পাসওয়ার্ড লিখে সাইন আপ করুন। ইমেইল ভেরিফাই করার দরকার নেই কিন্তু ইমেইলটি সক্রিয় থাকা আবশ্যক কারন আপনার পাসওয়ার্ড বা পেমেন্ট সম্পর্কিত সব ধরনের তথ্যই আপনার মেইল এ যাবে।সঠিকভাবে সাইনআপ করলে আপনি দেখবেন টাইম কাউন্টডাউন হওয়া শুরু হয়েছে। সাইন আপ হয়ে গেলে আপনি ফ্রি প্লে বিকল্পটি পাবেন সেখানে সুধু ক্যাপচাটি প্রবেশ করিয়ে রোল এ ক্লিক করুন।ক্যাপচা সঠিক হলে ডান পাশে উপরে দেখবেন আপনার ব্যালেন্স যোগ হয়েছে।আর আপনার ০.০০০০৫৪৬০ বিটকয়েন আয় হলে সেটা সয়ংক্রিয়ভাবে আপনার বিটকয়েন ওয়ালেট এ চলে যাবে যদি আপনার Auto-Withdraw ENABLED (DETAILS) রেডিও বোতামে চেক করা থাকে।প্রত্যেক রবিবারে এরা পেমেন্ট দিয়ে থাকে।আর প্রত্যেকটি সফল লেনদেন এর সাথে সাথে আপনাকে ইমেইলে জানিয়ে দেয়।

২। দ্বিতীয় পদ্দতি............

এই লিঙ্কে যান। Bitcoin “Create My Free Wallet” এ ক্লিক করুন। এটা আপনার টাকা উত্তলনের অ্যাকাউন্ট।
ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে “Continue” এ ক্লিক করুন।
এরপর “Wallet Recovery Mnemonic” শিরনাম এর একটা পপআপ আসবে। এটার ফুল টেক্সট টা কপি করে সেভ করে রাকবেন। কারন এটা আপনার অ্যাকাউন্ট রিকভার করতে লাগবে,যদি আপনি আপনার অ্যাকাউন্ট তথ্য হারিয়ে ফেলেন। ক্লিক “Continue”

“Continue” করার পরবর্তি পেজে “Identifier -84ac4892-8f3c-673-92e0-ca7375fd545e” আপনি এমন একটা কোড পাবেন। এটাও সেভ করে রাকবেন,এটা লগিন করতে লাগবে। এখন আপনি পাসওয়ার্ড দিয়ে লগিন করলে আপনার কয়েন এর পরিমান জানতে পারবেন,কয়েন সেন্ড করতে পারবেন।

তারপর এই লিঙ্কে যান= লিঙ্ক তারপর আপনার বিটকয়েন অ্যাড্রেস লিখে GO তে দিলেই হবে।

ব্যাস আরকি কয়েন আর্ন করতে থাকুন। ওহ ভালো কথা আইখানে বর্নিত কিছু সাইট থেকে রেফারেল দিয়েও আয় করতে পারবেন।

আর Withdraw নিয়ে চিন্তা করবেন না। এটার জন্নে আপনার দরকার একটা okpay, একটা egopay আর একটা payza অ্যাকাউন্ট। আপনি আপনার BTC প্রথমে okpay তে ডিপোজিট করবেন, তারপর okpay থেকে egopay তে withdraw করবেন পুরা ফ্রি তে । তারপর egopay থেকে payza তে withdraw করবেন, এটার জন্নে মাত্র ২% চার্জ কাটবে। যাইহোক পরে নতুন করে Withdrawal এর জন্য টিউন করবো।

আর একটি কথা এই সাইটগুলা ১০০% পেমেন্ট করে। একটু বিশ্বাস করে ট্রাই করেন। ১ সপ্তাহ দেখুন যদি পেমেন্ট না পান আমাকে কল করে গালি দিয়েন অথবা আমি ঢাকা বাড্ডা থাকি, বললে এসে মাইরা ও যাইয়েন।

 

আমি ফেইসবুকেঃ- http://facebook.com/untouchable.comet.7

Level 0

আমি মিল্টন সাহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই টাকা পাইছেন কখনো?

    Level 0

    @শুভ্র আকাশ: matro start korlam… but trusted

আপনে রেফারার লিঙ্ক দিতে এত কষ্ট কইরা টিউন কইরা ফালাইছেন, আপনারে অভিনন্দন ভাই। মেলা আয় করেন সেই দোয়া করি 😛

    Level 0

    @শাহরিয়ার শিমুল: Asole hoise ki Bhai, bangali re kisu tips file especially outsourcing er upor taile ichhamoto ta khai… tai ami o ek2 dilam…ar amar main uddessho referral na, aita somporke janano…. register kora na kora apnar bisoy.

    Tnx

      Level New

      ভাই, আমার coinbase এর টাকা কমছে কেন???

এ থেকে আই করতে পারছে কেউ এমন শুনিনাই।

    Level 0

    @www.ideabuzz.net: 🙁

    @www.ideabuzz.net: bhi ami daily 0.01-0.05 bitcoin daily earn kori mane daily ekhon kar rate onujai 6 – 36+- $ earn kori. Tobe milton bhi er ai site use kore noi.

আপনি নিজে কয় টাকা আয় করছেন ? প্রুফ কি এই সাইট গুলার ? জানান

    Level 0

    @শাহরিয়ার শিমুল: Bhai ami akhono payment pai nai, matro toh start korlam…1 bitcoin er dollar value onek.
    Tai 1 bitcoin earn korte e . Mash legejay..1 mash e 600+ dollar. Isn’t it profitable???

      @MiLToN: 1 bitcoin apni ai site use kore one month a earn korta parben na jodi apanr luck valo hoi. mane aikhana lottery khele apni apnar earn ka bridhi korta paren but dhora khila sob jabe. Because this is a game.

    @শাহরিয়ার শিমুল: proof er dorkar nai milton bhi er site a every 1 hour por por captcha puron koren ar every sunday ta account a ja thakba ta apnar bitcoin wallet a chola jabe.

Tobe kew amar earning site somporka janta chila ami share korta parbona. Ami another way share korar chesta korbo.

আপনার এই মিল্টন ভাই টা কে ? উনি কষ্ট করে পেমেন্ট প্রুফ দেখালে খুশি হইতাম

    @শাহরিয়ার শিমুল: Bhi ami taka chini na. Tar post dekha ami apnader asosto korar chesta korlam ja ai site ta pay kore. Proof 1 week pore apnar nije dekhla mone hoina oto problem hobe. Tobe aga tader rules ta dekha nien when they pay.

    @শাহরিয়ার শিমুল: ar bishas na hole na korai valo. ata apnar time save hobe.

    @শাহরিয়ার শিমুল: Tobe amar mone hoi 1 week risk nia dekhtei paren. No risk no gain. Jodio aikah na risk er kisu nai karon invest nai. Tobe time ka risk hisaba nita paren.

okpay er rate a bitcoin sell korta chila amaka knock koiren skype a @mdsolaman2020

Level 0

@শাহরিয়ার শিমুল, দুই পদ্ধতিতেই কাজ হয়, আমি নিজে পেমেন্ট পেয়েছি। https://blockchain.info/wallet/ তে গিয়ে একটা ওয়ালেট তৈরি করে তারপর এই পোস্টে দেয়া সাইটগুলোতে যেয়ে রেজিস্টার করে একটা নির্দিষ্ট পরিমান বিটকয়েন জমলেই পেমেন্ট আপনার বিটকয়েন ওয়ালেটে পাঠিয়ে দেয়। কিন্তু এভাবে বিটকয়েন কামানো খুবই সময়সাপেক্ষ আর বিরক্তিকর। আমি প্রায় একমাসে মাত্র ০.০১ বিটকয়েন আয় করতে পেরেছি 🙁

Level 0

ভাই, আমার Coinbase এ কিছু বিটকয়েন জমা হয়ে আছে, কিন্তু Bank verify এর জন্য টাকা তুলতে পারছি না, একটু সাহায্য করতে পারেন?

    @Atique: আপনে বিটকয়েন আমার কাছে সেল্ করতে পারেন। আপনার কাছে কত আছে? আমি বিডিটি তে পেমেন্ট করব।

vai payment ki vabe pabo. oi khane to kono tk tolar option paina.

ami apnar ei refer theke 2 week kaj korlaam. janaben please.

Level New

আমার coinbase account এ টাকা আমনি কম তা সে। কোন কারণ

Level New

coinbase wallet এ টাকা রাখছি কিন্তু সেটা শুধু শুধু কেটে যাচ্ছে। কারণ কি??

coinbase wallet এ টাকা রাখছি কিন্তু সেটা বেরে যায়। কারণ কি??

বিটকয়েন নিয়ে খুব সুন্দর একটা ইনফরমেশন পেলাম আপনার কাছ থেকে।