আসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন । ভালো থাকাটাই সব সময়ের জন্য প্রত্যাশা । কথা না বাড়িয়ে এবার মূল কোথায় আসি...
গুগল এডসেন্স নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই, কেউ হাজার চেষ্টা করেও এডসেন্স পাচ্ছেননা, আবার কেউ পেয়েও নিয়ম কানুনের বেড়াজালে পড়ে ব্যান খাচ্ছেন । আবার চেষ্টা করছেন নেয়ার জন্য । তাই এডসেন্স একাউন্ট পাওয়ার আগে নিয়ম কানুন গুলো ভালোভাবে জেনে নেয়া উচিত ।
অনেকে খুব সহজে এডসেন্স পাওয়ার কথা বলেছেন, খুব সহজ না হলেও মোটামুটি কঠিন আছে এ পদ্ধতি। কিন্তু বহু কষ্টে এডসেন্স পাওয়ার পর সেটি রক্ষা করার জন্য জন্য করতে হয় প্রাণ পন চেষ্টা। সে চেষ্টার অংশ হিসেবে আমি আমার কিঞ্চিত অভিজ্ঞতাও শেয়ার করলাম।
আমার গুগল এডসেন্স পেয়েছি ২ বছর আগে... এখন পর্যন্ত একাউন্টটি অনেক কষ্ট করে টিকিয়ে রেখেছি, ইতিপূর্বে পর পর ২ বার আমি ব্যান খেয়েছিলাম তাই একটু সতর্কতার সহিত একাউন্টটি ব্যবহার করতে হচ্ছে । প্রতি মুহুর্তে আতঙ্কে থাকতে হয় আবার কোন ভুলে গুগল একাউন্ট ব্যান করে দেয়... সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার অনুরোধ করছি ।
সাম্প্রতিক কিছু গ্রুপ এবং ফ্যান পেজ তৈরী হয়েছে যারা এডসেন্স এর এড এ ক্লিক করতে উদ্বুদ্ধ করে, এ ব্যর্থ চেষ্টা একাউন্ট ব্যান হওয়ার আরেকটি উপায়, তাই ভুলেও কেউ এই কাজটি করবেননা, মনে রাখবেন দ্বিতীয় বার ব্যান খেলে এডসেন্স এবারের মত সোনার হরিন সোনার হরিন ই থেকে যাবে, এ জীবনে আরেকবার এডসেন্স পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। তাই এ বিষয়ে সবাই সতর্ক থাকবেন ।
যেসব নিয়ম মেনে চললে আপনি ব্যান হবেননা,
এড বসান গুগল এর পছন্দনীয় স্টাইলে ...
Ad Style - Wide Skycraper : 160×600
Ad Style - Leaderboard : 728×90
Ad Style - Large Rectangle : 336×280
একইভাবে আমি আমার ব্লগ সাইটেও এড বসিয়েছি, কিভাবে বসিয়েছি একবার দেখে আসতে পারেন ।
গুগল এডসেন্স এর সকল নিয়ম কানুন মেনে চলেন, কষ্ট করে একাউন্ট টি রক্ষা করুন, একসময় সাফল্যের দেখা পাবেন । খুব স্লো ইনকাম দেখে আশাহত হবার কিছু নেই, প্রথমে অনেক স্লো-ই থাকে, এরপর ভিজিটর এর উপরও গুগল আপনাকে পে করবে, ভালো রেট্ পেতে আপনার ভিজিটর এর সংখ্যা হতে হবে মিনিমাম ১০০০, যাকে বলে রেট পার পেজ ইম্প্রেসন (আরপিএম)। পেজ ইম্প্রেসন রেট্ অনুযায়ী গুগল পে করে, শুধুই ক্লিক এর উপর নির্ভর করে নয়... সুতরাং ধৈর্য ধরুন, অপেক্ষায় থাকুন...
সবাইকে অনেক অনেক ধন্যবাদ ।
ভালো থাকবেন সবাই ।
আমি ওবায়েদ উল্লাহ আইমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 350 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Computer Science & Engineering www.facebook.com/aimanbd
ধন্যবাদ শেয়ার করার জন্য। আমি 1 মাস আগে প্রথম এডসেন্স এ এপ্লিকেশন করি এবং পেয়েছিও। আমার কাছে সোনার হরিন মনে হলো না। তবে আমি জানি স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন তেমন দিন যাচ্ছে।
অামার কিছু প্রশ্ন ছিলো যদি উত্তর দিতেন উপকৃত হতাম:
১। আমি যদি সাইডে বাংলা- ইংরেজি দুটি ব্যবহার করি বা শুধু বাংলা সাইডে এড দেই তবে হোম পেইজে এড সো করে না ভিতরের পেইজগুলোনে কখনো করে কখনো করেনা। কারন কি? (এটা কি ভিজিটরের উপর নির্ভরশীল, যেহেতু বাংলা ব্যবহার করছি)????
২। আরপিএম সম্পকে জানতে চাচ্ছিলাম, এবং কেমন পে করে থাকে? 1000 এর নিচে হলে কি কোন রেট পাব না?
৩। একটি গুগল এডসেন্স দিয়ে কয়টি ওয়েব সাইডে এড দিতে পারবো?
৪। একটি পেইজে কি 3টির বেশি এড দেওয়া যাবে, অনেক পেইজে দেখেছি 5টির মতো তাই জিজ্ঞাসা?
ধন্যবাদ।