নতুনরা অনলাইনে আয় করুন সঠিক উপায়ে !!

আজকে পোস্টটি আলোচনা করব ও পরিচয় করিয়ে দিব সম্পূর্ণ নতুন একটি পিটিসি সাইট নিয়ে  এটি একটি মূলত পিটিসি সাইট। নাম হচ্ছে Fusebux.দুনিয়ার সবচেয়ে ভাল পিটিসি হল neobux এবং clixsense । এর পরে অনেক পিটিসি সাইট এসেছে কিন্তু বেশ কিছুদিন পরেই স্ক্যম হয়ে গেছে।

এক নজরে এর সুবিধাবলী দেখে নিই:

১। এটি কোন স্ক্যাম সাইট নই ১০০% ট্রাস্টেড সাইট।

২। গত বছরের ডিমেস্বরে চালু হয়েছে। সাইটটির রিভিউ ও স্ক্যাম কিনা পরীক্ষা করতে এখানে ক্লিক করুন  এখানে

৩। অনেক সাইট ইন্টারফেস জটিল কিন্তু এটি অনেক সাধারন।
৪। এরা প্রতিদিন ১৫ টি অ্যাড দেয় প্রতিটি ০.৫ সেকেন্ড। টোটাল কাজ করতে ৪ মিনিটের বেশী সময় নেবেনা। সার্ভার অনেক ফাস্টেড। যেখানে অন্য পিটিসিতে কাজ করতে প্রায় ২০ মিনিটের বেশী সময় ব্যয় হয়।
৫। পেমেন্ট ৪ ডলার হলেই পেপাল, পেইজা, ইগোতে পাবেন।
৬। আনলিমিটেড ও রেন্টাল রেফারেলে আয় করতে পারবেন। এই জন্য যখন একাউন্ট খুলবেন তখন রেফারেল অনুসারে করতে হবে। তাহলে আয় বৃদ্ধি হবে বেশী। অন্যথায় পয়েন্ট কম পাবেন।
৭। আপনার যদি পেইজা একাউন্টে ডলার থাকে তাহলে সর্বনিম্ন ৫ ডলার ইনভেস্ট করে রেন্টেড আয় বৃদ্ধি করতে পারবেন।
৮। যেহেতু সাইট নতুন, পিটিসি ইনভিটেগেশন অনুযায়ী রেটিং ভাল। সুতরাং এই মুহুর্তে এখানে একাউন্ট করা ভাল। কারন, ১ম দিকে যারা নিয়মে কাজ করবে তারা অবশ্যই টাকা পাবে। কেননা, কোম্পানীর প্রচার ও আস্থা বৃদ্ধি করতে হবে। তবে তারা যদি স্ক্যাম হবে তাহলে মনে করি ১/১.৫ বছরের পূর্বে হবেনা। ততদিনে হয়ত ২০-৩৫ ডলার আয় হবে।
৯। একাউন্ট করলে নিয়মিত কাজ করবেন। কারন এখানে তো সময় নষ্ট হবেনা। মাত্র ৫ মিনিট, নিজেই গ্যারান্টি, কাজ করছি নিজে। অন্য কোন লেখকের/ব্লগার মত একটুও বানিয়ে মিথ্যা বলছিনা। নিজেই দেখুন! যদি কাজ না হয়
তাহলে কমেন্টে আমাকে গালি- গালাজ করেন!!

কিভাবে একাউন্ট করবেন ও কাজকরবেন?
১। fusebux সাইটে কাজ
করতে প্রথমে এই লিংকে যান সকল PTC সাইট
এখানে সবচেয়ে ভালো PTC সাইটগুলোর list দেয়া আছে
আপনি চাইলে সবগুলোতেই account করতে পারেন। এবার যেকোন একটিতে যান
২। সেখানে create an account এ- ইমেইল ঠিকানা, ইউজার নেম, পাসওয়ার্ড, ভেরীফিকেশন কোড পূরন করে Register বাটনে ক্লিক করুন।
৩। এবার পাসওয়ার্ড ও ইউজার নেম দ্বারা লগইন করুন।
৪। এবার নিজেই কাজ করতে পারবেন। অ্যাডে ক্লিক করা অন্যদের মতই। তবে এখানে ক্যাপচা কিংবা ছবি পূরনের দরকার নাই। অ্যাডে ক্লিক করলেই ০.৫ সেকেন্ড অপেক্ষাতে পয়েন্ট কাউন্ট হয়ে যায়। মাত্র ৪ মিনিটেই কাজ শেষ।
৫। ব্যস এই ভাবে নিয়মিত কাজ করতে থাকুন  এবং আপনার লিংকটি বন্ধুদের মাঝে রেফার করুন।
সতর্কতা:
১। এক মাসের মধ্যে কাজ না করলে একাউন্ট ডিজাবল হয়ে যাবে, ৬০ দিনের মধ্যে কাজ না করলে ডিলেট হয়ে যাবে। সুতরাং একই মেইল দ্বারা পরবর্তীতে এখানে একাউন্ট ওপেন করা যাবে না।
২। একই আইপি দ্বারা একের অধিক একাউন্ট ওপেন করবেন না।
৩। একাউন্ট ওপেন করার অত্যন্ত ১ম ১৫ দিন ভালভাবে কাজ করুন। তাহলে পরবর্তীতে বেশী রেট ও অ্যাড
পাবেন। কাজের বোনাস হিসাবে কিছু পয়েন্ট যোগ হবে।

বি:দ্র- পিটিসি করে কোন ধনকুবের হওয়া যায়না। এটা সামান্য কিছু যোগান দেয় মাত্র। তবে কিছু নিয়ম অনুসরনে ভাল টাকা আয় করা যায় যেমন: রেন্টেড কিংবা রেফারাল করে মাসে ২০০০/- মত বা তার বেশী।
তবে কোন পিটিসি সাইট কাজ করতে হলে তার সম্পর্কে রিভিউ নিতে কোন ভাল লেখক/ব্যক্তির পরামর্শ কিংবা সাইট রিভিউ করে দেখতে পারেন

কাজ করা, টাকা তোলা, কিভাবে বেশী আয় করা যায় সহ যেকোন প্রশ্ন থাকলে আপনি নিচের গ্রুপ এ জিজ্ঞেস করতে পারেন।সব ধরনের হেল্প পাবেন ইনশা আল্লাহ।
Internet is money

PTC site এর উপর আমার আগের পোস্টটি দেখুন
আয় হবে ৩০ সেকেন্ডে

আপনি যদি কাজ না করেন তাহলে অযথা account করবেন না

Level 0

আমি I M Learner। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Comments are closed.