অনলাইন ইনকাম এখন অতি পরিচিত একটি শব্দ। আমরা সবাই এই কথার সাথে পরিচিত।
কিন্তু আসলে অনলাইন ইনকাম এখন সোনার হরিন। INTERNATIONAL MARKETPLACE (ODESK , ELANCE , FREELANCER ETC AND MANY OTHERS ) গুলোতে কাজ করে মাসে হাজার হাজার টাকা আয় করুন এরকম চটকদার আ্যাড আমরা দেখতে পাই। এতে হাজার বেকার যুবক ও ছাত্ররা ভতি হচ্ছে। মাঝখান থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে লাভবান হচ্ছে অনলাইন ইনকাম শেখানো কোচিং সেন্টারগুলো।
ছাত্রদের অনলাইন ইনকাম এর কথা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। এতে তারা দুকূল হারাবে। বেকার ভাইদের বলছি আপনারা অনলাইনে আয় করতে চাইলে SEO , GRAPHICS এগুলো শিখে অনলাইন ইনকাম কোচিং সেন্টার খুলুন। ১০০% গ্যারান্টি আপনার ইনকাম হবে। কিন্তু INTERNATIONAL MARKETPLACE (ODESK , ELANCE , FREELANCER ETC AND MANY OTHERS ) এ কাজ করে আয় করবেন এই বোকামি করবেননা। একমাস কোচিং সেন্টার থেকে যা আয় করবেন 05 YEARS FREELANCING করে তা পারবেননা। মাঝখান থেকে অনলাইন আয়ের খোয়াব দেখা হবে সার। তাই ছাত্ররা ভালো করে পড়াশুনাটা করো , অযথা সুন্দর FUTURE টা ONLINE EARNINGS , ACTOR , PLAYER এসব স্বপ্ন দেখে নষ্ট করোনা। নাটক , MEDIA , ONLINE EARNINGS এগুলো 100 তে একজন পায়না।
TECHTUNES কে বলবো আমার লেখাটা প্রকাশ করে STUDENT দের সুন্দর ভবিষ্যত রক্ষা করতে। আশা করি এ SOT SAHOSHER পরিচয় দেবেন।
আমি horse। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
গুগল মামা থাকতে আর কিছু লাগে নাকি !!!!!!!!!!!! বোকা/লোভী রাই টাকা দিয়া ভর্তি হয় কম সময়ে কাজ শেখার জন্য। কিন্তু ভাই কথা হলো, বড় হওয়ার কোনো shortcut নাই.
“পরিস্শ্রম ভাগ্যের প্রসূতি”