অনলাইন ইনকাম নাকি একশ্রেণীর লাভজনক প্রচারনা

অনলাইন ইনকাম এখন অতি পরিচিত একটি শব্দ। আমরা সবাই এই কথার সাথে পরিচিত।

কিন্তু আসলে অনলাইন ইনকাম এখন সোনার হরিন। INTERNATIONAL MARKETPLACE (ODESK , ELANCE  , FREELANCER ETC AND MANY OTHERS ) গুলোতে কাজ করে মাসে হাজার হাজার টাকা আয় করুন এরকম চটকদার আ্যাড আমরা দেখতে পাই। এতে হাজার বেকার  যুবক ও ছাত্ররা ভতি হচ্ছে। মাঝখান থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে লাভবান হচ্ছে অনলাইন ইনকাম শেখানো কোচিং সেন্টারগুলো।

ছাত্রদের অনলাইন ইনকাম এর কথা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। এতে তারা দুকূল  হারাবে। বেকার  ভাইদের বলছি আপনারা অনলাইনে আয় করতে চাইলে  SEO , GRAPHICS এগুলো শিখে  অনলাইন ইনকাম কোচিং সেন্টার খুলুন। ১০০% গ্যারান্টি আপনার ইনকাম হবে। কিন্তু INTERNATIONAL MARKETPLACE (ODESK , ELANCE  , FREELANCER ETC AND MANY OTHERS ) এ কাজ করে আয় করবেন এই বোকামি করবেননা। একমাস কোচিং সেন্টার থেকে যা আয় করবেন 05 YEARS FREELANCING করে তা পারবেননা। মাঝখান থেকে অনলাইন আয়ের খোয়াব দেখা হবে সার। তাই ছাত্ররা ভালো করে পড়াশুনাটা করো , অযথা সুন্দর FUTURE  টা ONLINE EARNINGS , ACTOR , PLAYER এসব স্বপ্ন দেখে নষ্ট করোনা। নাটক , MEDIA , ONLINE EARNINGS এগুলো 100 তে একজন  পায়না।

TECHTUNES কে বলবো আমার লেখাটা প্রকাশ করে STUDENT দের সুন্দর ভবিষ্যত রক্ষা করতে। আশা করি এ SOT SAHOSHER পরিচয় দেবেন।

Level 0

আমি horse। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

গুগল মামা থাকতে আর কিছু লাগে নাকি !!!!!!!!!!!! বোকা/লোভী রাই টাকা দিয়া ভর্তি হয় কম সময়ে কাজ শেখার জন্য। কিন্তু ভাই কথা হলো, বড় হওয়ার কোনো shortcut নাই.
“পরিস্শ্রম ভাগ্যের প্রসূতি”

Vab-bar bisoy akta

কথা ঠিক। তবে শর্টকাট আছে। ইলিগাল অয়ে। পর্ন সাইট বানাতে হবে। লাখ পতি না কোটি পতি হওয়া যায়।

    @ইফতেখার: বড় ভাই হামি কোটিপতি হইতাম চাই।আপনি আপনার স্কাইপি আমাকে বাড়ায় দেন। আমি কোটিপতি হইয়া এককান গাড়ি খিনতাম চাই।

“কিন্তু INTERNATIONAL MARKETPLACE (ODESK , ELANCE , FREELANCER ETC AND MANY OTHERS ) এ কাজ করে আয় করবেন এই বোকামি করবেননা ।”
ভাই আপনি পারেন নাই তাই বলে আর কেও পারবে না ক্যামনে বুঝলেন?

Level 0

সবার জন্য সব কিছু নয়।
তবে চেষ্টা করতে তো আর মানা নাই,
ইচ্ছা থাকলে অনেক কিছুই সম্ভব।

Level 0

“কিন্তু অনেক সাধারন মানুষ আর ছাত্ররা কি INTERNATIONAL MARKETPLACE
(ODESK , ELANCE , FREELANCER ETC AND
MANY OTHERS ) এ কাজ করে আয় করছে আর করবে না?
Your post is nice.
but is there a lot failure or a little on this sector?

এক শিয়াল এর লেজ কাটার পর বাকি শিয়াল গুলারেও লেজ কাটার পরামর্শ দিয়াছিল। টিউনার এর একই সমস্যা।

অনলাইন ইনকাম মোটেও সোনার হরিণ নয়! আপনার যদি যোগ্যতা থাকে তবে আপনি যেকোনো মারকেটপ্লেসে কাজ পাবেন। ২ বছর ধরে oDesk এ কাজ করে যাচ্ছি। আমার তো কখনও মনে হয়নি কাজ পাওয়া সোনার হরিণ।

তবে একটা কথা মনে রাখতে হবে। সব কাজ সবাইকে দিয়ে হয় না, আপনি পারেননি বলে অন্য কেউ পারবে না তা নয়। আমার মনে হয় যদি যোগ্যতা থাকে তবে এইটু ধৈর্য ধরলে সফল হওয়া যায়।

কোচিং সেন্টার খুলে কাজ করার চেয়ে বেশি ইনকাম করা যাবে তা সম্পূর্ণ ভুল ধারনা। স্টুডেন্টরা যদি কোচিং সেন্টার খুলে কোচিং করায় তাহলে নিজে পরালেখা করবে কখন! তার চেয়ে অনলাইন এ অল্প সময় কাজ করে (অবশ্যয় কাজ হতে হবে মানসমপন্ন) ভাল ইনকাম করা যায়। মানসমপন্ন কাজ করতে পারলে ঘন্টায় $20-$25 করেও পাওয়া যায়।

আর আমি কোনভাবেই কোচিং সেন্টার এ বসে কাজ শেখার পক্ষে নয়। যে কাজ আপনি কোচিং সেন্টার এ বসে শিখবেন তা সহজেই বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও দেখে এবং প্র্যাকটিস করে শেখা যায়।

    Level 0

    @faraz120389: আমি আপনার সাথে একমত। যদি ইচ্ছা থাকে এবং ভালোভাবে কেউ পরিশ্রম করে যায় তবে অনলাইন এ আয় থুবই সহজ খালি একটু ধৈর্য্য লাগবে আর কি?
    যারা হতাসায় ভুগছেন এই টিউনটি পরেন
    https://www.techtunes.io/outsourcing/tune-id/276727

Level 0

faraz ভাই আপনে ঠিক বলেছেন আমি একমত।

Level 0

নিজে না পারিয়া বগা কান্দেরে, নিজে না পারিয়া বগা মানা করে রে।

Level 0

vai apner kotha suna amar sob asa sesh.

আপনার টিউনের সাথে একমত হত পারলাম না বলে দুঃখিত। চেস্টা করলে মানুষ কি না পারে। তবে যারা অনলাইনে ইনকাম করার স্বপ্ন দেখছে তাদেরকে কিছুটা নিরুৎসাহিত করলেন।

Level 0

হ্যা গতদিন টিউনটা বিশেষ personal কারনে পুরোপুরি শেষ করে না ওঠবার কারনে অনেক freelancer আমার উপর অসন্তুষ্ট । very very sory for them ..just misunderstanding ,,respect for established freelancer ….আমার লেখাটা freelancing নিরুৎসাহিত করবার জন্য নয় । মূল উদ্দেশ্য না বুঝে freelancing নামের গণজোয়ার সৃষ্টি করে ফায়দা লোটা freelancing coaching centre গুলোর ব্যাপারে careful হবার জন্য লেখা । আপনি freelancing করতে চান ভালো কথা । কি কি যোগ্যতা দরকার জেনে নিন । good english speaking & written skills ,,// best skill in any course (seo , graphics ,web design & development ) ..কিন্তু আপনি যখন আপনি freelancing করতে যাবেন // coaching centre এ যাবেন তখন দেখবেন মাসে আয় করুন invest ছাড়াই 30,000 -50000 /= । শেখা শুরুর পর দেখবেন বাস্তবতা । seo সকল course এর ভিতর সোজা । যখন seo করতে যাবেন // client এর কাছ থেকে seo কাজ পাবেন দেখবেন ভালো seo এর কাজ করতে গেলে আপনার PHOTOSHOP , GRAPHICS , WEB DEVELOPMENT ER UPOR কমবেশি IDEA থাকতে হবে । আর ODESK এ নানা তালবাহানা তো আছেই । ভালো করে COVER LETTER লিখার ঝামেলা , UNIQUE PORTFOLIO ,4-5 টা SKILL TEST , BUYER এর দেওয়া interview TIME এ (BUYER এর COUNTRY এর উপর DEPEND করে , সেতো আর আপনার দেশের দিনরাত দেখবেনা) /// busy থাকবার কারনে সময়মত message reply দিতে পারলেননা rating // feedback খারাপ দিলো // কাজটাই দিলোনা হয়তো । আর আমাদের দেশে যে কোন জিনিস সম্বন্ধে আমরা তখনই জানতে পারি যখন কোন কিছু 2nd hand হয়ে যায় । 3G INTERNET এর কথায় ধরুন । সারা বিশ্ব যখন 4G পার হয়ে গেছে ততক্ষনে আমরা কেবল 3G চিনছি । আর PAYPAL এর কথা না হয় বাদই দিলাম । এটা না থাকা যে কত বড় অসুবিধা BD FREELANCER দের জন্য তা freelancer রা জানেন । যদিও কিছু BANGLADESHI IT প্রতিষ্ঠান বিকল্প জটিল পথে PAYPAL এর ব্যবস্থা করে দিচ্ছে । আপনি যে সকল FREELANCER দের কে IDOL মানছেন তাদের CAREER শুরু হয়েছে কমপক্ষে 05 বছর আগে । তখন ODESK এ এত COMPETTITION ছিলোনা । WORLD এ এত BLOGG SITE ছিলোনা । GOOGLE ADSENSE পাবার TERMS & CONDITION এত কঠিন ছিলোনা । TECHTUNES এর অনেক ADSENSE প্রাপ্ত TUNER আছেন যারা তাদের TUNE এ বলেছেন তারা এত দক্ষ হওয়া সত্তও 2-3 বছরের চেষ্টায় ADSENSE নামক সোনার হরিনটি ধরতে পেরেছেন ।আর কাজ এর উপযুক্ত পারিশ্রমিক আমরা বাংলাদেশীরা অনেকাংশে নষ্ট করেছি । আপনি একটা 100$ এর PROJECT এ কাজ হয়তো 50$ বিড করলেন , আপনার আরেক নতুন স্বদেশী FREELANCING CAREER গড়বার জন্য কাজটা 25$ এ বিড করলো । কাজটা সে পেলো নতুন হওয়া সত্তেও । টাকা নিয়ে BUYER এর চিন্তা নেই ।HOURLY WORK EXCEPTIONAL , BUT সে কাজটা পায় 4-5 বছরের পুরাতন 5* RATING FREELANCER রা কাজ ভালো না হলে PAYMENT কম বেশি দিলো । এরকম হাজার রকম তালবাহানায় একজন STUDENT বা চালচুলোহীন বেকাররের FREELANCING এ প্রতিষ্ঠার PATIENCE থাকা কষ্ট । FREELANCING এ সফল না হলে STUDENT টি কি তার VALUABLE STUDENT LIFE টা ফিরে পাবে ? COACHING CENTRE তো আপনার WORKING / FREELANCING CAREER গড়ে দেবার GUARANTEE দেবেনা । হয়তো প্রথমে বলবে কিন্তু আস্তে আস্তে এড়িয়ে যাবে ।তারপরেও CLASS এ 100 STUDENT থাকলে যেমন DOCTOR , ENGINEER , ACTOR , ATHLET হয়না , তেমনি এখনকার সময়ে FREELANCING গড় সবার জন্য নয় । FREELANCING এখন (BEGINNER )অতি মেধাবী ও রাতদিন হারাম করে কাজরীদের জন্য বলা চলে ।100 তে হয়তো দশজন আয়ের দেখা পেলেন । 90 জনের কাছে আয় অধরা থেকে গেলো । মাঝখান থেকে ভালো FEEDBACK পাওয়া , TEST এসব বলে পকেট কাটার কাজটা ভালোভাবে হলো । আপনি FREELANCING থেকে আয় পেলেও একবার বলুনতো স্থায়ী একটা চাকুরী ছাড়া আপনি মন থেকে কতটা SATISFIED ? …. আমার TUNE টি FREELANCING নিরুৎসাহিত করবার জন্য নয় । FREELANCING করতে চাইলে করো , কিন্তু পড়াশোনাটা করো , কারন ওটাই MAIN … আর মনে রেখো ব্যাট ধরলেই TENDULKER হওয়া যায়না , FREELANCING করলেই RESPECTABLE SHAKIL ভাই , বা FREELANCER.COM এর FEATURED FREELANCER RESPECTABLE RASIDUL ভাই হওয়া যায়না , FREELANCING কম্পউটারের অ,আ,ক,খ জানলেই করা যায়না / PTC না । যেটা FREELANCING কোচিং সেন্টার গুলো বলে । TOP FREELANCER রা অধিকাংশ HIGHLY EDUCATED , SKILLED SOFTWER ENGINEER , WEB DEVELOPER ETC . এ কথা গুলো মাথায় রেখে FREELANCING করো । কারন এখন HIGH COMPETITION এর যূগ , আর FREELANCING DESTINY বা MLM না , এটা 100% মেধাবী INTERNATIONAL REAL EARNER দর যায়গা । তোমার আমার বাপ দাদার আমলে CLASS 05 এর ছেলেরা ঘুড়ি ওড়াতো । আর এখন CLASS 05 এর ছেলেদের PRIMARY SCHOOL CERTIFICATE এ RESULT ভালো না হওয়াতে HEART ATTACK // SUICIDE এর খবর পাওয়া যায় । বোঝ তা হলে ।আমি ও PERSONALLY একজন চাকুরে । পাশাপাশি FREELANCING করে মোটামুটি HANDSOME একটা INCOME করছি । যেটা সংসার খরচ বাদ দিয়ে বাড়তি হিসেবে থেকে যায় । সবাই ONLINE EARNINGS এর চটকদার স্বপ্নের ফেরিওয়ালা ,, কিন্তু এর পিছনর সংগ্রাম , প্রতারনা , কষ্ট , নিঘুম রাত এর কথা বলেনা । এটাই আমি বলতে চেয়েছি । ভূল হলে ক্ষমা করবেন । আর আমার কথার সত্যতা ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা EARNING COACHING CENTRE গুলোর দিকে পযবেক্ষন করলে অস্বীকার করতে পারবেননা । আপনি EARNINGS পাবার স্বপ্নে রাতদিন খাটছেন আর CENTRE গুলো STUDENT পিছু 10-12000/= টাকা গুনছে । আপনি রাতদিন পড়াশুনা ফেলে ,, চাকুরী শেষে বাড়ি ফিরে ,, চোখর নিচে কালি ফেলে কটাকার মালিক হলেন এটা আমার TUNE এর ঊপজীব্য বিষয় । কোন FREELANCER কে হেয় করা নয় …….. I RESPECT FREELANCING HEARTILY AND I AM A FREELANCER ……BEST OF LUCK FOR ALL FREELANCER ……..

ভাইজান, আপনার উপর একটু মায়া হচ্ছে । আমরা সবাই বুঝতে পেরেছি আপনি ফ্রীল্যান্সিং এর চেষ্টা করেও বিফল । ভাই আসলে এইটা আপনাকে দিয়ে হবেনা । আমার মনে হচ্ছে কিছুদিন পর আপনি আরেকটা পোস্ট দিবেন , বাংলাদেশের পোলাপান স্কুল কলেজে যাওয়া বন্ধ করে দাও । কারন ওরাও ব্যাবসা করে । আপনি কোন প্রতিষ্ঠানে যান নাই দেখেই আপনার এই অবস্থা । ভালো একটা ট্রেইনিং সেন্টার থেকে ওয়ার্ডপ্রেস এর এডভান্সড একটা প্রশিক্ষন নেন । আপনিও পারবেন ইনশা আল্লাহ । ভালো থাকবেন ।

কোচিং সেন্টারে ভর্তি হওয়াটা বোকামি , কোনো কিছু না জানলে তো গুগলে সার্চ করে জানা যায় । আপনার এটি ভুল ধারণা ,আপনি নিজে পারেন নাই যে মনে করছেন আর কেউ পারবেনা । মানুষ চাইলে কী না পারে । আপনার নিরুৎসাহিত মূলক টিউনটি করা উচিত হয়নি