আপনি যখন চাকরি পাবেন না, তখন কি করবেন?

আসসালামুআলাইকুম।আশা করি সবাই ভালো আছেন।অনেক দিন পর আবার একটা টিউন লেখার সময় পেলাম।আসা করি সবার ভালো লাগবে।এই টিউনটি যারা ছাত্র বা বেকার তাদের জন্য।

গতকাল প্রথম আলোতে একটা নিউজ দেখলাম তা হলো উচ্চ শিক্ষিতদের মধ্যে বেকার বেশি।আর এদের ভেতর অধিকাংশ ডাক্তার আর ইঞ্জিনিয়ার।বলেনতো কেন এই সংখ্যাই ডাক্তার আর ইঞ্জিনিয়ার বেশি।করন মিস্ত্রি দিয়ে যে কাজ হবে সেখানে ইঞ্জিনিয়ার দিয়ে কি হবে?আর হাতুরে ডাক্তার থাকতে অরিজিনাল ডাক্তার দিয়ে কি হবে?কয়েক দিন আগে ইন্ডিপেনডেন্ট চ্যানেল এ তালাস অনুষ্ঠানে দেখলাম ডিগ্রি ছাড়া ডাক্তার প্রফেসনালী ডাক্তারী করে এ হলো দেশের আবস্থা।

আচ্ছা যাই হোক এবার আসল বিষয় এ আসা যাক যারা বেকার তারা নিজেকে প্রশ্ন করুনতো “আপনি কেন বেকার?”

এর উত্তর হয়তো আপনি অনেক কয়টা পাবেন।আমিই এর উত্তর দেই –

১.আমার মামা বা চাচা নেই তাই।

২.আমার টাকা দেওয়ার সামর্থ নেই মানে ঘুষ।

৩.আমি কোন রাজনৈতিক দল করি না।

৪.আমার অভিজ্ঞতা নেই তাই।

ইত্যাদি ইত্যাদি ইত্যাদি।

এবার আসা যাক আপনার তো চাকরি হলো না যাদের এ সুযোগ সুবিধা আছে তারা কে কোথাই চাকুরি পেল? বর্তমান সময়ে একজন বিবিএ মানের ছাত্র ইঞ্জিনিয়ারিং সেক্টরে চাকুরি পায় তাও আবার টেলিকম ইঞ্জিনিয়ার হিসাবে সুতরাং এথেকে বোঝা যাচ্ছে কোন দিন ডাক্তারাও ব্যাংক বা অন্য কোন চাকুরির দিকে ঝুকে পরবে শুধু মাত্র এই অনিয়ম এর কারনে।আমি কাউকে দোষ দিচ্ছি না করন এ সংকট আমাদের তৈরি তাই আমাদেরই সমাধান করতে হবে।যাই হোক ভুলেজান এসব কথা এখন কাজের কথাই আসা যাক।

আপনি চাকরি খুজছেন পাচ্ছেন না অনেক দিন তো হয়ে গেল যদি চাকরি না হয়?তহলে আপনি কি করবেন?

একটু বুদ্ধি খাটিয়ে চিন্তা করেন উত্তর পেয়ে যাবেন।উত্তর গুলো কি হবে চুরি,ডাকাতি,ছিনতাই না আরো খারাপ কিছু?না ব্যবসা করবেন?কিন্তু টাকা কই?কি বাবা দিবে?তাহলে লাভ কি হলো এতো পড়ালিখা করে?সবসময় মনে রাখবেন একজন বেকার যুবক এক জন ঘুষখোর চাকরি জীবি ব্যক্তির থেকে হাজার গুন ভালো।সুতরাং হতাস হবেন না এই পৃথিবীতে যেমন খারাপ দিক আছে তেমনি ভালো দিক ও আছে।সুতরাং এখনও আপনার কাছে অনেক ভালো কাজ আছে,খালি একটু বুদ্ধি খাটাতে হবে।এখন যারা বেকার তাদের কাছে একটা সুবিশাল উপার্জন এর পথ খোলা আছে তা হলো কম্পিউটার।এখন হয়তো আপনাদের অনেকেই মনে মনে ভাবছেন এটা তো জানি। আমি বলবো যে, আপনি কিছুই জানেন না যদি জানতেন তবে নিজেকে বেকার প্রমান করতেন না।

তাহলে আসুন কি ভাবে কি করলে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাওয়া যাবে তা নিয়ে আলোচনা করি।আমরা প্রায় সবাই কম বেশি কম্পিউটার এর উপর জ্ঞান আছে।তাই এটা নিয়ে বিস্তারিত আর বলার কিছু নাই।

এখন যে বিষয় গুলো নজর দিতে হবে তা হলো:

১.ইংরেজিতে মটামুটি ভালো হলেই চলবে।

২.কম্পিউটার এ টাইপিং ভালোবাবে জানতে হবে।

৩.ইন্টারনেট সম্পর্ক্যে ধারণা থাকতে হবে।

এখন আসা যাক যে যে বিষয় গুলো আপনি পছন্দ করতে পারেন :

১.প্রফেসনাল টাইপিষ্ট।

২.ডিজাইনার মানে গ্রাফিক্স,ওয়েব ইত্যাদি।

৩.ব্লগিং বা ওয়েব সাইট পরিচালনা।

৪.ডেভলোপার-ওয়েব,ওরাকল,জাভা,অ্যানড্রয়েড ইত্যাদি।

৫.মাকেটিং-ইমেলে,এফিলেট মার্কেটিং,ফেসবুক,টুইটার,ইভেন্ট মেজেমেন্ট ইত্যাদি।

আরো অনেক বিষয় আছে যে গুলো শিখে আপনি নিজে অথবা কোন ফার্ম এর কাজ করতে পারবেন।আর না পারলে ফ্রিলেন্সিং তো আছেই যে খানে কেই কারো বস না। আপনি নিজেই আপনার বস।

এখন চিন্তা করছেন এই গুলোর Status-ই কি বা কত টাকাই বা আয় করতে পারবেন?

অনেক আইটি ফার্ম আছ যারা এই কাজ গুলো করে কোটি কোটি টাকা আয় করে।যদি কখনও টাইম পান একবার Freelance,Elance,Odesk

ইত্যাদি সাইট গুলো থেকে দেথে নিতে পারেন না হলে TechtunesFreelance,Elance,Odesk ইত্যাদি সার্চ করেন অনেক আর্টিকেল পেয়ে

যাবেন।এখন আপনার কাজ হলো যে কোন একটি পছন্দের কাজ বেছে নিয়ে নেট থেকে বা বই পড়ে বা কোন ট্রেনিং সেন্টার থেকে বা বড় ছোট যে ভালো জানে তার সহায়তা নিয়ে মাঠে নেমে পরতে হবে না হলে বেকারত্ব কোন দিনও যাবে না।

আপনি এখন হয়তো ভাবছেন এই কাজ গুলো কত সময় ধরে করতে হবে বা হয়তো অনেক কঠিন?

এই Techtunes এ এখন অনেক টিটি আছে যারা অনেকেই হয়তো ১০ম শ্রেণীতে পরে তারাও হয়তো টুকিটাকি অনলাইন আর্নিং এর সাথে জড়িত।তাহলে বঝতে পারছেন কাজ কেমন কঠিন।

কঠিন না তা না অন্য কাজের থেকে সহজ কিন্তু ধর্য্য লাগবে আর আপনি যখন প্রফেসনাল হয়ে যাবেন তখন প্রতিদিন ৫-৬ ঘন্টা কাজ করে ১০-১০০ ডলার পর্যন্ত আয় করতে পারবেন(মানে প্রতিদিন ৭০০-৭০০০ টাকা)কাজের উপর নির্ভর করে এর থেকে বেশিও করতে পারেন।তাই আর দেরি না করে কাজে নেমে পরেন এক সময় দেখবেন টাকা উপার্জন এর অনেক পথ আপনার সামনে খুলে যাবে।হয়তো ৫-১০ বছর পর আপনিই হয়ে যাবেন কোন একটি কোম্পানির মালিক।তাই বেকারত্বকে বুকে আগলে না রেখে সামনে এগিয়ে জান দেখবেন তখন আর কোন মামা,চাচা লগবে না,বরং মামা,চাচা আপনার কাছে সাহয্যের জন্য আসবে।

আমার লেখা পরে কেউ যদি কষ্ট পান তবে আমি sorry.আর কারো যদি উপকারে আসে তবে আমি নিজেকে ধন্য মনে করবো।তাহলে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকেন আর আমার জন্য দোয়া করেন আমি যেন ভালো থাকি। আমার লেখা ব্লগ দুইটিতে পারলে ঘুরে আসতে পারেন।ধন্যবাদ।

SimBD.info

Level 0

আমি রাজিব হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Blogging is my hobby and I like to share free things with you like software,tips & tricks,educational topics etc.....visit my site: https://dhakaprime.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ এরকম সুন্দর একটা পোস্ট করার জন্য

    Level 0

    @আজিম: আপনাকেউ ধন্যবাদ আপনার মতামত জানানোর জন্য।

অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ। কারণ পোস্টটি অনেক দরকারি।

    Level 0

    @ব্লগার মারুফ: আপনাকেও ধন্যবাদ মতামত দেওয়ার জন্য

ধন্যবাদ

    Level 0

    @bloggingtalk.com: আপনাকে ও ধন্যবাদ

পোস্টটি পড়ে খুব ভাল লাগলো ও অনুপ্রেরনা জুগাবে অনেকের। এই রকম একটি পোস্ট শেয়ার করার জন্য অসংখ্যক ধন্যবাদ ভাইয়া। যাইহোক আমিও ঐ রকম একজন ভূক্তভোগী। যেমন-আমার কথাই বলি। আমি রাবি থেকে ২০১২ সালে বিবিএ, এমবিএ (মার্কেটিং) শেষ করেছি ২০১২ সালে। এর সাখে কম্পিউটার প্রশিক্ষণ বিষয়ক প্রায় ৩/৪ টি সনদপত্র আছে। কিন্তু রাগের কারনে এই বছর এমন কি পরবর্তী বছর গুলোতে সরকারী চাকুরীর ফিলাপ মনে হয় আর করব না। কেননা, প্রায় ৩/৪ টি সরকারী চাকুরীর ভাইভা পর্যন্ত যেয়েও কাজ হয়নি। তাই ……..!!! এর কারন হল- উপরোক্ত পোস্টটির তথ্যমতে কোন যোগ্যতাই আমার নাই।
গরীব পরিবারে জন্ম গ্রহন করেছি, অপরদিকে কোন রাজনীতির সাথে সম্পর্কযুক্ত নই। যাইহোক দূ:খ করছি না। রুটি-রিজিকের মালিক আল্লাহ্। অপরদিকে অআমার মতোই এমন অনেক ভাইয়েরা আছেন। তাছাড়া দুই দিনের দুনিয়া ভাই! কোন কিছুই ভাল লাগেনা। তবে আমার মাথাতে একটি আইডিয়া এসেছে। কম্পিউটার সম্পর্কে বেশ ভালই জানি। ইনশাআল্লাহ্ এই বছরের ফ্রিল্যান্সিং ও ব্লগের দিকে ঝুকে যাব। এবং একটি ডোমেইন ও হোস্টিং নিব। ব্লগিং করার জন। অপরদিকে নিজের কম্পিউটার শেখার পাশাপাশি নিজের এলাকাতে জনসেবা মূলক কাজ করা যায় কিনা তা ভেবে দেখছি। সবাই দোয়া রাখবেন। এবং অআপনাদের জন্যও দোয়া রাখি।

    Level 0

    @Achana Pothik: আপনার মতামতটি খুবভালো লাগলো দোয়া রাখি আপনি নিশ্চয় পারবেন। ধন্যবাদ

    Level 2

    @Achana Pothik: আপনার জন্য দোয়া রইল।

Very inspirational posts. Thanks a lot.

আপনার পোস্টের মতন আপনার পোস্ট টাইটেল্টাও সুন্দর 🙂

    Level 0

    @নিলয় সরকার: ধন্যবাদ আপনাকে…

Want earn $40 per month just clicking advertise?

Here is the perfect site you can easily earn

visit: http://goo.gl/MbGB7j

How to earn:

1.This is easy for all android user

2.First download puffin browser from play store

3.Than open puffin browser

4.Than copy the upper link and paste in puffin browser link bar and go to the link

5.Fill the register form(one device one registration)

6.After Login see there is cashlink in your account click them you can see advertise below

7.click the advertise and touch somewhere in the page.You can see a loading button is load left side of the page in up.when it is complete click the image which is inversed(mane ultano.load butto complete houar por kichu image ase okhan the ultano image ta click korle aita complete hoia jabe)

8.Than close the tab and go to your dashboard scroll down(niche jan).than you can see some cash on your account.

9.Complete all advertise in your cash link(daily ad paoa jabe.Daily thik mto kaj korle 1 mnth a $40 hbe and amount barbe aste aste)

Thanks to all