অনলাইনে অর্থ উপার্জন এখন আর নতুন কোন বিষয় নয়। প্রযুক্তি প্রসারতা ও দক্ষ প্রযুক্তিবিদ দের আন্তরিক সয়াহতার কারনে আজ অনেক বেকার স্বাবলম্বী। প্রথমেই একটু বলি টা হল আমি খুব কম জানি তবে যেটুকু জানি তা সবাইকে জানাতেই ভালবাসি।
ব্লগিং কি সেটা ইতিমধ্যে আমরা অনেকেই জেনেছি। তবে ব্লগিং এর ক্ষেত্রে বিষয় নির্বাচন একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। যারা ব্লগিং করে উপার্জন করার চিন্তা করছেন তাদের বলি যে বিষয়গুলো নিয়ে সাম্প্রতিক সময়গুলোতে আলোড়ন বা সমালোচিত বেশি হচ্ছে সে বিষয় গুলোর প্রতি একটু খেয়াল করবেন। বিষয় ভিত্তিক ব্লগিং এর ক্ষেত্রে আপনার নিজস্ব দৃষ্টি ভঙ্গির শুধু প্রকাশই করবেন না বরং খেয়াল রাখবেন সেটা যেন অবশ্যই যুক্তি যুক্ত বা গ্রহণযোগ্য হয়। আজকাল খেয়াল করলাম অনেক মানুষ তাদের ধর্ম সম্পর্কে মনগড়া ব্যাখ্যা দিয়ে তাদের ব্লগ কে পরিচিত করার চেষ্টা করছে।
সুতরাং বিষয় নির্বাচনের ক্ষেত্রে আপনাকে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। এখন আসি ওয়েবসাইট কেনার ক্ষেত্রে। বাজারে অনেক কোম্পানি আছে যেখান থেকে আপনি ভাল মনে করবেন সেখান থেকে ডোমেইন হোস্টিং নেবেন । তবে মনে রাখবেন অনেক কষ্ট করে আপনার সাইট কে ভাল অবস্থানে নিয়ে এসে যেন তা হারাতে না হয়।
সি এম এস হিসেবে আমার প্রথম পছন্দ ওয়ার্ডপ্রেস কারন এটি ব্যাবহার অনেক সহজ ও এর অনেক প্লাগিন্স আছে যা আপনাকে সহযোগিতা করবে। আর টেম্পলেট এর ক্ষেত্রে আমি ফ্রি ব্যাবহার করার পক্ষে নই। আজকাল বাজারে অনেক ফ্রীল্যান্সার আপনাকে আপনার বাজেটের ভেতর ভাল টেম্পলেট বানিয়ে দেবে।
দেখা যাবে ৭-১০ হাজারের ভেতর আপনি ডোমেইন, হস্তিং সহ ভাল একটা টেম্পলেট পাবেন আর অ্যাড এর জন্য বিডভারটাইজার বা চিটিকা তো আছেই। সুতরাং দেরি কেন শুরু করে দিন আর পারলে আমার এই ব্লগিং নিয়ে ফেসবুক গ্রুপে আসতে পারেন। এখানে একটু বলে রাখি আমি কোন বাবসার উদ্দেস্য নিয়ে এখানে লিখিনাই। কারন আমি ব্লগিং নিয়েই ভাল আছি।
ভাল থাকবেন সবাই।
ধন্যবাদ।
আমি রাসেল আল জাকারিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
BA Hons & MA in English
আমার Adsense এর তো খুবই করুন অবস্থা…