চলুন শুরু করি ফ্রিল্যান্সিং – আমি কাজ করছি, আপনিও পারবেন

বর্তমানে ফ্রিল্যান্সিং এখন অনেক জনপ্রিয় একটি কর্মসংস্থান হয়ে দাড়িয়েছে আমরা সাধারনত, freelancing, elance বা odesk কাজ করে থাকি কিন্তু বর্তমানে এই সাইটগুলতে কাজ পাওয়াটা অনেকটা সোনার হরিন পাবার মতো হয়ে গেসে নতুনরা তো দিনের পর দিন বিড করেও কাজ পাচ্ছে না আসলে এই সাইট গুলতে কাজ পেতে হলে অনেক অভিজ্ঞ বা জানা বোঝার বেপার আছেআমরা সবাই তো আর অতো জানি না আর তাছারা আমরা হয়ত অনেক কাজ পারি যা এসব ফ্রিল্যান্সিং সাইট পাওয়া যায় না

Hiremefor5

আমি আপনাদের সাথে আজ এমন একটি সাইট এর পরিচয় করিয়ে দিব যেখানে আপনাকে কাজের জন্য বিড করতে হবে না এখানে আপনি আপনার পছন্দ মত কাজের অফার দেবেন মানুষ সেটা কিনবে আপনাকে কষ্ট করে কাজ খুজতে হবে না আপনার কাজ বায়ার খুজে নেবে এই সাইট গুলোকে Gig Site বলা হয় সাইটটা দেখতে ভিসিট করুন http://www.hiremefor5.com. সাইটটা একেবারে নতুন আমিও এখানে কাজ করতেছি বেশ কিছুদিন হল এখানে আপনি যে কাজ জানেন সেই কাজটা এখানে পোস্ট করলেন এই সাইটের সবচে ভাল দিক হলো অনেক গুলো বিভাগের কাজ দেওয়া যায় যেমন ধরুন আপনি ভিডিও এডিটিং এর কাজ পারেন, আপনি সাইট টিতে পোস্ট দিলেন, "  I will do Video Editing for $5 “ . আপনার এই কাজ টিও বিক্রি হয়ে যাবার possibility রয়েছে আর সবগুলো কাজের রেট 5$ থেকে শুরু হয় সাইটটির system অন্যান্য Gig Site এর মত তবে http://www.hiremefor5.com payment method অন্যান্য Gig Site এর মত জটিল নয় এখানে payment এর জন্য বেশ কিছু method আছে – paypal, pioneer, money bookers, western money transfer. তবে টাকা কামালে সে টাকা তোলার রাস্তার অভাব নাই আপনি সাইট টা একবার ঘুরে দেখুন নিজেই সব বুঝে যাবেন

সাইটটা নতুন, তাই কাজ পাবার পসিবিলিটি অনেক বেশি Site এর Admin নিজেই এখন অনেক কাজের order দিচ্ছে সাইটটার প্রশারের জন্য

তাই দেরি না করে আজই ভিসিট করুন এবং কাজ পোস্ট করে ডলার কামানো শুরু করে দিন

যাই হোক দেখেন কতদুর কি করতে পারেন কারো কোন problem হলে জানাবেন

Level 0

আমি raisul। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

ভাই ফ্রীল্যান্স সাইট গুলোর মধ্যে এই সাইট কবে অন্তর্ভুক্ত হলো?

Vi, Thank You. I am loking for a freelance site in which it is to get a job.

risul vi, অ্যাকাউন্ট খুলছি। কিভাবে শুরু করব বুঝতে পারছি না। যেমনঃ কোন cv লাগবে কিনা,কাজ কিভাবে পোস্ট করব, পেমেন্ট মেথড ইত্যাদি।

    Level 0

    @mahmudul hasan anuz: see this video, its will be help u

Level 0

অসাধারন।