কীভাবে লাইকস প্লানেটে দিনে ৩ ডলার ইনকাম করতে পারবেন

গত পর্বে আমি দেখিয়েছি কীভাবে কোন রকম কাজ না জেনেও ইন্টারনেটে টাকা ইনকাম করা যায়।

টিউনটি দেখতে এখানে ক্লিক করুন।

এই পর্বে আমি আপনাদের দেখাব কীভাবে অতি দ্রুত লাইকসপ্লানেটে কাজ করে দিনে ৩ ডলারের অধিক ইনকাম করতে পারবেন।

আপনি কী জানেন আপনার নেট স্পিড যদি নূন্যতম ১৮ কেবিপিএস স্পিড এভারেজ হয় তাহলে আপনি মাত্র ৩০ মিনিটের মধ্যে .১ ডলার ইনকাম করতে পারবেন। আর যদি মিনিমাম ৪ ঘন্টা আপনি শ্রম দিতে পারেন তাহলে আপনি ১ ডলার ইনকাম করতে পারবেন।
তো শুরু করা যাক কিভাবে দ্রুত ইনকাম করবেন।
সাইন আপ করার পর আপনি নিচের চিত্র অনুসরণ করুন।

দেখবেন ছবির বাম পাশে আর্নস পয়েন্টস নামে একটি অপশন আছে। সেখানে আপনি আপনার মাউস নিয়ে যান। ফেসবুক নামে একটি অপশন দেখতে পাবেন। আর্নস পয়েন্টস ক্যাটাগরিতে যে কয়েকটি অপশন আছে তন্মধ্যে ফেসবুক এর কাজ করে সবচেয়ে দ্রুত ইনকাম করা যায়।
ফেসবুক লাইক, শেয়ার, ফটো লাইক, ফলোয়িং করার জন্য প্রথমে আপনি আপনার ফেসবুক ইউজার নেইম প্রোভাইড করে একাউন্ট চিনে দিবেন। এক্ষেত্রে পারসোনাল প্রোফাইল ইউজ না করাই উত্তম। কারণ অনেক খারাপ ছবি বা ফাউল লোক থাকে যাদের লাইক বা ফলো করতে হয়। এজন্য আপনি একটি ফেক প্রোফাইল ক্রেইট করে সেই আইডি আপনি লাইকস প্লানেটে ইউজ করতে পারেন। আর যে ভাইদের ফেক প্রোফাইল আছে তাদের আর নতুন করে ক্রেইট করার পয়োজন নাই।
ফেসবুক প্রোফাইল এড করার পর যে কাজটি করবেন সেটা আপনার সময় এবং মেগাবাইট বাচাবে। সেটা হল আপনি আপনার ব্রাউজারের কন্টেন্ট সেটিংস এ গিয়ে ইমেজ লোড বন্ধ করে দিন। এটি যদি আপনি সাক্সেসফুল্লি করতে পারেন তাহলে আপনি দ্রুত লাইক, শেয়ার সব করতে পারবেন। এভাবে আপনার পয়েন্ট প্রচুর পরিমানে বাড়তে থাকবে।
আপনার যখন লাইক দেওয়া শেষ হবে তখন আপনি আবার রিলোড দিবেন তাহলে আপনি আবার নতুন পেজ পাবেন। সবচেয়ে টাকা এবং পয়েন্ট পাওয়া যায় পেজ লাইক এবং ফটো লাইকে।
এখানে আপনি লাইক করবেন, পেজ শেষ হবে, আবার রিলোড দিবেন।
যখন আপনি দেখবেন আপনি মিনিমাম ৫০০ পয়েন্ট অর্জন করেছেন তখন আপনি উপরের ছবির মত আর্নস পয়েন্ট ট্যাবে গিয়ে নিচে দেখবেন ডেইলি কন্টেস্ট, সেখানে ক্লিক করে আপনি আরও বোনাস পয়েন্টস জিততে পারবেন।
আরও শত শত পয়েন্ট জিততে চাইলে আপনি একটি সিম্পল ব্লগ তৈরী করে ইংলিশে আপনি আপনার পেমেন্ট প্রুফ সহ লাইকস প্লানেটের কাজের বর্ননা দিয়ে একটি ব্লগ তৈরী করবেন। তারপর সেটা আপনি Earn per blog এ গিয়ে আপনার ব্লগের এড্রেস সাবমিট করবেন। এভাবে আপনি নূন্যতম না হলেও ৫০০ পয়েন্টস জিততে পারবেন।
[মনে রাখবেন ৫০০০ পয়েন্টেস এ ১ ডলার]
সুতারং একটু কষ্ট করলে ফ্রি ফ্রি আপনি অনেক পয়েন্টস পাবেন।

আরও বিস্তারিত তথ্য, সাই আপের বর্ননা ও ৩.১ ডলার ইনকামের ট্রিক্স এবং হাজার হাজার রেফারেল বাড়ানোর পদ্ধতি জানতে আমার ব্লগ ভিজিট করতে পারেন। যদি না জানার ইচ্ছা থাকে তাহলে ভিজিট করবেন না।

কোন অভিযোগ থাকলে বা কোন কিছু যদি বুঝতে সমস্যা হয় তাহলে ব্লগে আমার নাম্বার ও ফেসবুক লিংক দেওয়া আছে।

ব্লগের লিংক কমেন্টস বক্সে দেওয়া হল।

Level 0

আমি Farhad Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I want to be self employed.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

vai, apni ki cashout kore tk. Hatee paisen? Payza ki verified hote hobe?

Level 0

payza verified na holeo cholbe, ji ami paypal r maddhome taka paisi

Level 0

ভাই আমি 0.10 সেন্ট OKPAY-তে Withdrow কিন্তু OKPAY-তে বেলেন্স যোগ হয় নি। কেন? ইমেইল ঠিক আছে। আপনার রেফারেল ব্যবহার করছি। বললে ভালো হতো। সঙ্গে সঙ্গে কি যোগ হবে না দেরিতে যোগ হবে একটু যদি বলেন…

Level 0

sadharonoto 2 minit-10 minit lage, likesplanet a cashout history te gia dekhun payment send hoese naki pending? jodi dekhen send hoese tahole 1st a apnar mail a akta confirmation jabe and okpay teo balance jog hobe

Level 0

ভাই waiting দেখাচ্ছে। কত দিন এই রকম থাকবে?

adf বাহ্ ভাল তো ????? adf কেন ???

Level 0

atokhone asar kotha, na asle support masseg a akta msg den> bdmilat
ok, next time r dibo na, maf kore dian, please> saddam vai

Level 0

etto easy tk kamano…!!!! haha, apni ki kunu paymant paisen ekhon potjonto?

Level 0

ji vai, amar blog a payment proof deoa ase

Level 0

ধন্যবাদ শেয়ার করার জন্য ।