ব্লগ(Blog) এবং ব্লগিং(Blogging) কি,কেন করা হয়?
মার্কেটিং এর জন্য ব্লগিং বর্তমান সময়ে অনেক জটিল একটি বিষয়।যে সব ব্লগ মার্কেটিং,ব্যান্ডিং অথবা ক্রেতা-বিক্রেতা সম্পর্কিত ব্লগ গুলোকে কর্পোরেট ব্ল হিসাবে প্রকাশ পায়।এই রকমভাবে ক্লাব বা সামাজিক ভাবে প্রকাশিত ব্লগ গুলোকে ক্লাব ব্লগ,গ্রুপ ব্লগ ইত্যাদি বলা হয় এবং সেখানে তাদের প্রয়োজনীয় তথ্য প্রকাশ করে থাকে।
একটি ব্লগ পরিচালনার জন্য ব্লগার blogger.com এর যে ড্যাসবোর্ড ব্যবহার করে থাকে তাকে ব্লগার ড্যাসবোর্ড বলে। তেমনি wordpress.com,blog.com ইত্যাদি সাইটেরও ড্যাস বোর্ড আছে।আরো বিস্তারিত জানতে হলে আপনাকে প্রথমে blogger.com একটি একাউন্ট খুলতে হবে।
ছবির মতো ভিজিটর গ্রাফটি তে কোন ভিজিটর দেখাবে না তাছাড়া সব ঠিক থাবে। সুতরাং তৈরি হয়ে গেল আপনার ব্লগিং ড্যাসবোর্ড এখন আপনাকে যা করতে হবে তা হলো ব্লগ এর বর্ণনা দিতে হবে তার জন্য আপনাকে সেটিং আপসন এ ক্লিক করতে হবে এবং Description এর Edit এ ক্লিক করে আপনার ব্লগ এর বর্ণনাটি লিখে ফেলুন।নিচের ছবিটি খেয়াল করুন।
১ Overview এখানে পুরো ব্লগ এর সারাংশ বুঝায়।
২. এখানে ক্লিক করে আপনার বিভিন্ন টিউন দেখতে এবং তা সংশেধন করতে পারবেন।
৩.আপনি এই অপসনের মাধ্যমে আপনার বিভিন্ন টিউন কে আলাদা পেজ এ লিংক করে দিতে পারেন যেমন আমাদের সাইট এ ব্লগিং,এস.ই.ও,সাইট ম্যাপ ইত্যাদি পেজ আছে।
৪.আপনার টিউন এ কে কে মতামত প্রকাশ করলো আপনি তা দেখতে এবং উত্তর দিতে পারবেন আর যদি করো মতামত পছন্দ না হয় তা মুছে ফেলতে পারবেন।আপনি ইচ্ছ করলে মতামত অপসনটি মুছে ফেলতে পারেন।
৫.এটি আপনার ব্লটিকে google +এর সাথে সংযুক্ত করবে এবং আপনার টিউন গুলোকে সেয়ার করবে।আপনি চাইলে এটা বন্ধ করতে পারবেন।
৬.এই অপসনের মাধ্যমে আপনি আপনার ব্লগ এর মোট ভিজিটর দেখতে পারবেন,দৈনিক ভিজিটর,কোথায় খেকে তারা আসছে এবং কোন দেশ থেকে কত জন আসছে সব কিছু দেখতে পারবেন এবং আর একটি বিষয় আপনি যখন আপনার ব্লগ টি ভিজিট করেন তখন কিন্তু এটি আপনাকে নিয়ে মোট ভিজিটর হিসাব করে এখান থেকে আপনি আপনার ট্রাকিং অফ করতে পারবেন।
৭.এটি উপার্জন এর উপর এটি নিয়ে বেশি জানতে চাইলে আমার ব্লগ এর উপার্জন পেজ এ বিস্তরিত আলোচনা করা হয়েছে।
৮. লেআউট হলো বাড়ির জানালা দরজার মতো যে আপনার ব্লগে কোথায় কি সেট করবেন যেমন-Popular Post,Recent Post,Online Visitor Blog Archive আমাদের ব্লগ যেহেতু বাংলায় তাই আমরা জনপ্রিয় টিউন,ব্লগে সংরক্ষিত টিউনসমূহ ইত্যাদি সেট করেছি।এর উপর আরো বিস্তরিত জানতে চাইলে আমার ব্লগ এর টিপস্ এন্ড টিক্স পেজ এ পাবেন এবং বিভিন্ন প্রকার উইটগেট আপনি উইটগেট পেজ এ পাবেন।
৯.টেমপ্লেট হলো ব্লগ এর বাহিরের সুন্দর্য আপনার বাড়ি যদি দেখতে সুন্দর হয় তবে মানুষ কি করবে তাকিয়ে থাকবে তাইতো ঠিক তেমনি আপনার ব্লগ এর সুন্দর্য ভিজিটর কে আরো আকৃষ্ট করবে।এখান থেকে আপনি অনেক ডিফল্ট টেমপ্লেট পাবেন যা সেট করতে পারেন আপনার ব্লগে অথবা বাহিরের টেমপ্লেট ও সেট করতে পারেন।
১০.এই অপসানটি অনেক বড় একটি বিষয় তাইেএটির উপর একটি টিউন আপনারা টিপস্ এন্ড টিক্স পেজ এ পাবেন।
আশাকরি কিছুটা হলোও আপনাদের ব্লগা সম্পর্কে ধারণা হয়েছে। যদি কোন প্রশ্ন বা মতামত থাকে তবে তা করতে পারেন। সবাই ভালো থাকবেন।আগামীদিন ব্লগ এর উপর আরো অনেক কিছু নিয়ে হাজির হবো।আল্লাহাফেজ।
যদি কারো কোন প্রশ্ন বা সাহায্য লাগে তবে আমাকে ইনবক্স করতে পারেন [email protected]
আমি রাজিব হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Blogging is my hobby and I like to share free things with you like software,tips & tricks,educational topics etc.....visit my site: https://dhakaprime.com