ফ্রী-ল্যান্সিং শুরু করব কি ভাবে?

সুচনা ছাড়া লিখতেই ভালোবাসি।তাই শুরু করলাম সুচনা ছাড়ায়। ফ্রী-ল্যান্সিং মানে হল স্বাধীন পেশা। সেটা নানা ভাবে হতে পারে। তবে আমরা সাধারনত ফ্রী-ল্যান্সিং বলতে ওডেস্ক,ইল্যান্স,ফ্রী-ল্যান্সার এ কাজ করাকে বুঝি। যাই হোক এতে আপ্নার/আমার ভুলনেই কারন প্রোপার নাউন আর কমন নাউনের একটা ব্যাপার আছে এবং এটাও ঠিক তাই। আজে বাজে সাইটে সময় নস্ট না করে আমার মনে হয় প্রপার সাইটে সময় নস্ট করা উচিত।

আমি আপনাদের সেই প্রপার ওয়ে এর সাথে পরিচয় করিয়ে দিতে চাই। আর একটা কথা, যারা ওল্ড তাদের ভাব দেখলে আমার মাথা নস্ট হয়ে যায় আর তাই টিউন করার ইচ্ছেও জাগে না। তারা  ভাবে তারা জানে তাই এর আর কোনো প্রয়োজন নেই। আব্বে শালা তুই তো ওল্ড তার মানে নতুনদের কি ভুলে যাবি। মাপ করবেন। আমি এমনি । তাই সরি।

ওকে বয়েজ ,

প্রথমে ফ্রী-ল্যান্সারে একটা একাউন্ট খুলুন এবং কাজ খুজুন।  ক্লিক করুন......

এবার আপনার টাকা তো ঘরে/ব্যাংকে আনা চাই আর তাই মানিবুকার্স /স্ক্রিল এর একটা একাউন্ট দরকার... ক্লিক করুন আর রেজিস্ট্রেশন করুন

অহ শিট ... এবার তো কভারলেটার / ও আরো কিছু জানা প্রয়োজন। যেমন, কিভাবে আপনি দ্রুত জব পাবেন তার টিপস পেতে এখানে ক্লিক করুন

 

Level 0

আমি shuvonill40। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আর জানতেঃhttp://goo.gl/yBbDqD

খুব সহজেই টাকা খরচ না করেই বিনা পূজীতে ঘরে বসে একটা বড় উপার্জনের সুযোগ করে দিয়েছে বাংলাদেশের মানুষকে।প্রয়োজন কেবলমাত্র একটি Android phone বা computer আর ইন্টারনেট কানেকশান। জয়েন করতে আপনার কাছ থেকে কোনো টাকা নেয়া হবে না, সম্পূর্ন ফ্রী জয়েনিং।

আপনার সঠিক ইনফরমেশন দিয়ে সাইনআপ করুন
করুন। http://www.earnstations.com

Refer ID তে এর যাইগায় এই কোড টি 15125742022376 দিবেন। Join করে সাথে সাথেই কাজ করতে পারবেন। রেফার আইডি ছাড়া একাউন্ট খুলতে পারবেন না। অবশ্যই এইরেফার আইডি বসাতে হবে। ৩ মিনিট ভিউ হওয়ার পর ভিডিও পুশ দিয়ে প্লে দিবেন। কয়েক সেকেন্ড পর দেখবেন video successfully watched লিখা।ভিডিও প্রতি ০.০৫$ জমা হচ্ছে। প্রতিদিন ২০টি করে ভিডিও পাবেন। রেফার করলে ১০% করে পাবেন। ইনকামের টাকা টা আপনি Bank, Paypal,Payoneer ও বাংলাদেশিদের জন্য bKash এর মাধ্যমে টাকা পাবেন। আপনাকে ১৫ দিনের মধ্যে একাউন্টে $২০ ডলার করতে হবে। প্রতিদিন ২০টি ভিডিও দেখে নিবেন, মিস দিবেন না। একাউন্ট একটিভ করার জন্য। বেশি বেশি রেফার করুন হয়ে যাবে।

যেকোনো সমস্যা হলে আমাকে টিউমেন্টে জানাবেন
অথবা
Email- [email protected]

ভাল থাকুন সুস্থ থাকুন।
আর আমার পরবর্তী টিউনের জন্য অপেক্ষা করুন।