ওরাকল এর প্রাথমিক ধারণা (বেসিক ওরাকল)

বর্তমানে জনপ্রিয় ডটাবেজ গুলোর মধ্যে ওরাকল অন্যতম।স্বতন্ত্র অবস্থান থাকায় বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহার হওয়া ডটাবেজ সফটওয়্যার ওরাকল। এখনও পর্যন্ত আইবিএমের ডিবি২ ব্যাতিত ওরাকলের তেমন কোন প্রতিদ্বন্দ্বী নেই। তবে এসকিউএল সার্ভার এবং মাইএসকিউএল এর বেশ জনপ্রিয়তা থাকলেও বড় ডাটাবেজ সমৃদ্ধ প্রতিষ্ঠানগুলো ওরাকলের উপর নির্ভরশীল। ওরাকল এর উপর নির্ভরশীল হবার কারন হিসেবে রয়েছে ওরাকলের শক্তিশালী ইন্টার্নাল সিকিউরিটি এবং বড় ডাটাবেজ হ্যান্ডেল করার ক্ষমতা। বর্তমানে  প্রচলিত ওরাকলের ভার্সনগুলোর মধ্যে রয়েছে 9i, 10g এবং 11g ।

ওরাকল সম্পর্কে আমার খুব ভালো ধারনা নেই, কিন্তু ওনেকদিন ধরে আইটি নিয়ে কাজ করায় ওরাকল সম্পর্কে একটা প্রাথমিক ধারনা তৈরি হয়েছে। সময় এবং প্রয়োজন কোনটিই প্রবল হয়ে ওঠেনি বলে এখনও পর্যন্ত ওরাকল শেখা হয়নি। মূলত আমার বন্ধুকে উদ্দেশ্য করেই এই টিউন। তবে যাদের সময়, সুযোগ, ইচ্ছা সেই সাথে যারা ওরাকল শেখার জন্য মানুষিক ভাবে প্রস্তুতি গ্রহন করেছেন, এই টিউন থেকে তারা কিছুটা হলেও উপকৃত হতে পারেন।

এ পর্যায়ে নতুনদের কাছে ওরাকল সম্পর্কে যে প্রশ্নগুলো আসতে পারে এখানে সেই প্রশ্ন গুলো এবং সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছি।

ওরাকল কি?

ওরাকল হচ্ছে ডাটাবেজ সার্ভার।

ওরাকল এর কাজের ক্ষেত্র এবং কোন কাজ গুলো ওরাকল দিয়ে করা হয়?

বড় প্রতিষ্ঠানগুলোর নিজস্ব সার্ভার থাকে এই সার্ভারগুলো ওরাকল দিয়ে করা হয়। এগুলোর জন্য অবজেক্ট অরিয়েন্টেট প্রগ্রামিং ল্যাংগুয়েজ ব্যবহার করা হয় Java, php, c#, c++, vb

ওরাকল কি ল্যাঙ্গুয়েজ?

না, ওরাকল সার্ভার, এখানে শুধু ডাটা রাখা হয়।

কি ধরনের ডাটা রাখা হয়?

সব ধরনের accounting, employee info, client info, stock info, student info ইত্যাদি।

ওরাকল এ কাজ করতে হলে প্রগ্রামিং জানার প্রয়োজন আছে কি?

জানলে ভাল, তবে না জানলেও কোন সমস্যা নেই, কেননা প্রোগ্রামারদের কাজ ডাটাবেজ কে কানেক্ট করে বিভিন্ন ইউজার ইন্টারফেজ এর মাধ্যমে ব্যাবহার উপযোগী করা, আর ওরাকল ডেভেলপারদের কাজ ডাটাবেজ ক্রিয়েট করা।

যেমন মাইক্রোসট একসেস এ ডাটাবেজ ডেভেলপ করা যায় ওরাকল কি এ ধরনের কিছু?

ওরাকল এবং একসেসস একজিনিস নয়। তবে ডাটাবেজ এর ক্ষেত্রে কিছুটা মিল রয়েছে।

ওরাকল এ ডাটাবেজ ডেভলপমেন্ট এর জন্য কি আলাদা কিছু প্রয়োজন আছে? যেমন কোন টেকনিক্যল সাপোর্ট?

বড় প্রতিষ্ঠান হলে প্রয়োজন আছে। যেমন ব্যংক, ছোট হলে হোস্টিং সার্ভারে আপলোড করলেই হয়।

আরো বিস্তারিত জানতে নিচের লিংকগুলো দেখুন

Oracle_Database

ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম

ভিডিও টিউটরিয়াল

উৎসর্গ : আমার বন্ধু মোস্তাফিজ

ওরাকল সম্পর্কে আরো ভালো ধারনা কিংবা এ সম্পর্কে কোন লিংক থাকলে কমেন্ট এ শেয়ার করুন। এছাড়া টিউনে কোন ভূল থাকলেও কমেন্ট করে যানাবেন। সবাই ভালো থাকবেন।

Level 0

আমি জাহাঙ্গীর সরকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vaia onek sundor akta tune korlen..kichu sikte parlam..Thankyou

ধন্যবাদ

Level 2

ভাই আমার ওরাকল ১০জি টা প্রয়োজন। কেউকি আমাকে নেট থেকে নামানোর জন্য কোন সঠিক লিংক দিতে পারেন? আমি উেইন-৭ ৬৪ বিট ব্যাবহার করি।

ওরাকল সম্পর্কে আপনার বর্ণনাকৃত প্রাথমিক ধারণা অনেক ভালো হয়েছে যা, যে কাউকে খুব সহজে পড়তে ও বুঝতে পারবে । Oracle solution partner হিসেবে তারুণ্যের সাথে কাজ করে যাচ্ছে বাংলাদেশের একটি বড়োমাপের সফটওয়্যার প্রতিষ্ঠান https://www.egeneration.co/