টাকা ছাড়াই ফরেক্স করুন এর ১ম পর্বে যেই ফোরামের কথা উল্রেখ করা হয়েছিল সেটা ছিল একটি বিদেশি ফোরাম। সেখানে ইংরেজী ভাষা ছাড়া অন্য ভাষায় পোষ্ট করার কোন সুযোগ ছিলনা। সেই ফোরামে আবার বাংলাদেশীদের আইপি ব্যান করা হয়েছে। যার কারনে আমরা যারা ফোরাম পোষ্ট করতাম তাদের এখন অনেক অসুবিধায় পড়তে হচ্ছে।এছাড়াও যারা ইংরেজীতে দুর্বল তাদের সমস্যা আরো প্রকট। তাই আমাদের এসব দূর্দশার কথা চিন্তা করেই ইন্সটাফরেক্স বাংলা ভাষীদের জন্য চালুকরেছে সম্পূর্ন বাংলা ভাষায় পরিচালিত বাংলাদেশ ফরেক্স ফোরাম। যেহেতু ফোরামটি বাংলা ভাষায় রচিত আর বাংলাদেশের এডমিনদের দ্বারা পরিচালিত তাই তাই এখন ফোরাম পোস্টিং হয়েছে আরো সহজ ও নিরাপদ।
এবার মূল বিষয়ে আসিঃ
ইন্সটাফরেক্স ব্রোকার ও এদের ফোরামের পেমেন্ট প্রুফ যেহেতু প্রথম পর্বেই বিস্তারিত ভাবে বর্ননা করা হয়েছিল তাই এখানে আর সে সব নিয়ে আলোচনা না করে সরাসরি ফোরাম পোষ্টিং এর নিয়মাবলী ও শর্তবলী দিয়ে শুরু করবো।
প্রথমেই পোস্টিং বোনাসের নিয়মাবলীঃ
- বাংলাদেশ ফোরেক্স ফোরাম এর সদস্য হওয়ামাত্র আপনি 'পোস্টিং বোনাস' এর আওতাভুক্ত হয়ে যাবেন।
- সাধারণত প্রতি পোস্ট এ আপনি ২০ সেন্ট করে বোনাস পাবেন। " মুক্ত আলোচনা " অংশে প্রতি পোস্ট এ ৫ সেন্ট করে বোনাস পাবেন।
- সমগ্র বোনাস এর সমপরিমাণ অর্থ মাস শেষে আপনার ইন্সটাফোরেক্স ট্রেডিং অ্যাকাউন্ট এ জমা হবে।
- বোনাস এর অর্থ কখনই অ্যাকাউন্ট থেকে তোলা যাবে না। কিন্তু এই বোনাস দিয়ে ফোরেক্স ট্রেড করার পর আপনি যতটুকু লাভ করবেন তার পুরোটাই অ্যাকাউন্ট থেকে তুলে ফেলতে পারবেন।
- একজন সদস্য বোনাস পাওয়ার জন্য একবারে একটির বেশি অ্যাকাউন্ট সংযুক্ত করতে পারবেন না। কিন্তু প্রতি ২ মাস অন্তর অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে পারবেন।
- বোনাস পাওয়ার জন্য আপনাকে অবশ্যই এই ফোরাম প্রদত্ত লিংক দিয়ে অ্যাকাউন্ট নিবন্ধন করতে হবে। অথবা ইন্সটাফোরেক্স এ নতুন অ্যাকাউন্ট খোলার সময় 'affiliate code' এর শূন্যস্থানে অবশ্যই "portalforum" লিখতে হবে। অন্যথায় ট্রেডিং অ্যাকাউন্ট আপনার প্রোফাইল এ সংযুক্ত করতে পারবেন না।
- বোনাস দিয়ে ট্রেডকৃত লাভ তোলার ক্ষেত্রে আপনাকে অবশ্যই ইন্সটাফোরেক্স অ্যাকাউন্ট উপযুক্ত প্রমাণাদি দ্বারা ভেরিফাই (২য় স্তর) করে নিতে হবে।
- কোনও রকম ব্যাখ্যা ছাড়াই ইন্সটাফোরেক্স বোনাস/লাভ বাতিল বা না দেবার পূর্ণ অধিকার সংরক্ষণ করে। নিয়মানুযায়ী, এটা তখনই ঘটবে যখন কোনও সদস্য ফোরাম/ট্রেডিং এর নিয়ন কানুন ভঙ্গ করবেন।
- যদি কোনও সদস্যের ইন্সটাফোরেক্স প্রযোজিত অন্য কোনও ফোরাম এ অ্যাকাউন্ট থাকে তাহলে তিনি মাস শেষে শুধুমাত্র একটি ফোরাম থেকেই বোনাস পাবেন।
- যদি কোনও সদস্য মাসের শুরুতে ট্রেডিং অ্যাকাউন্ট সংযুক্ত করতে ব্যর্থ হন তবে তার বোনাস পরবর্তী মাসে বিলুপ্ত হয়ে যাবে।
শর্তাবলীঃ
- বিজ্ঞাপন পোস্ট এর জন্য কোনও বোনাস পাওয়া যাবে না।
- প্রতিটি পোস্ট অকৃত্রিম ও সারমর্মপূর্ণ হতে হবে।
- ঘন ঘন ও অপ্রাসঙ্গিক পোস্ট এর জন্য কোনও বোনাস পাওয়া যাবে না।
- অসার ও অপ্রয়োজনীয় পোস্ট করা যাবে না। বিনা প্রয়োজনে একের অধিক পোস্ট করা নিষিদ্ধ।
- একটি পোস্ট এর দৈর্ঘ্য কোনক্রমেই ২ টি পূর্ণ লাইনের কম করা যাবে না।
- কোনও নিয়মের ব্যতিক্রম ঘটলে কোনরকম ব্যাখ্যা ছাড়াই বোনাস বাতিল হয়ে যাবে।
* যদি শর্তাবলীর ২, ৪ ও ৫ নং শর্তগুলি না মানা হয় তবে মাস শেষে বোনাস এর পরিমানে ফোরাম প্রশাসন হস্তক্ষেপ করার অধিকার সংরক্ষণ করেন।
যেসব কারনে আপনার একাউন্টটিকে স্থায়ী ভাবে ব্যান করা হতে পারেঃ
- অর্থহীন পোস্ট।
- স্প্যামিং।
- অন্য সদস্যদের পোস্ট নকল অথবা সরাসরি কপি পেইস্ট করা।
- বেশী বোনাস পাওয়ার উদ্দেশ্যে যে কোনও অসদুপায় অবলম্বন করা।
- মডারেটররা বার বার সতর্ক করা সত্ত্বেও ক্রমাগতভাবে অর্থহীন এবং অপ্রাসঙ্গিক পোস্ট করে যাওয়া।
- কোনও পোস্ট কে প্রয়োজনীয় এবং উপকারী মনে হলে 'Thanks' বাটন এ ক্লিক করাই যথেষ্ট। 'অসাধারণ পোস্ট এর জন্য অনেক অনেক ধন্যবাদ' এই ধরণের সংক্ষিপ্ত ও অপ্রয়োজনীয় পোস্ট বার বার করার জন্য ফোরাম থেকে নির্বাসিত হতে পারেন।
- ইন্সটাফোরেক্স ব্যতীত অন্য কোনও ফোরেক্স ব্রোকার কে বিজ্ঞাপিত করা।
- একের অধিক অ্যাকাউন্ট তৈরি করা।
আপনি যদি উপরের নিয়মাবলী ও শর্তবলী মেনে এই ফোরামের সাথে যুক্ত হতেচান তাহলে আসুন এবার রেজিস্ট্রেশনের পক্রিয়া শুরুকরিঃ
- প্রথমেই এই লিঙ্কে ক্লিক করে ফোরামে প্রবেশ করুন।
- উপরে ডানপাশের কোনায় অবস্থিত রেজিস্টার বাটনে ক্লিক করুন।
- রেজিস্টার বাটনে ক্লিক করলেই আপনি রেজিষ্ট্রেশন ফরম পাবেন।
- ফরমটি নিচের চিত্র অনুসারে যথাযথ পুরন করুন।
- সবকিছু ঠিকঠাক থাকলে নিচের মত কনফারমেশন মেসেজ পাবেন।
আর যদি কনফারমেশন মেসেজ না আসে তাহলে বুঝতে হবে ফরমটি যথাযথ ভাবে ফরম পুরন করা হয়নি। সেক্ষেত্রে পুনরায় সঠিক ভাবে চেষ্টা করুন।
- এবার আপনার মেইলে প্রবেশ করে ইনবক্স/স্প্যাম থেকে একটিভেশন মেইল ওপেন করে ভেরিফাই লিঙ্কে ক্লিক করুন।
আরো ভালোভাবে বুঝার জন্য নিচের চিত্রটিকে লক্ষ করুন।
- ভেরিফাই লিঙ্কে ক্লিক করলে নিচের মত কনফারমেশন মেসেজ পাবেন।
- সেইসাথে একটি কনফারমেশন মেইল ও পাবেন।
মেসেজ ও মেইল গুলো পেলেই বুঝবেন আপনার একাউন্টটি সফলভাবে ভেরিফাই ও একটিভ হয়ে গেছে।
এবার বোনাস ট্রেডিং একাউন্টে ট্রান্সফার করার পালাঃ
- প্রথমে আপনার ইউজারনেম ও পাসওয়ার্ড ব্যাবহার করে বাংলাদেশ ফোরেক্স ফোরামে লগিন করুন।
- এবার উপরে ডান পাশের কোনায় অবস্থিত My Profile লিঙ্কে ক্লিক করে কন্ট্রোল প্যানেলে প্রবেশ করুন।
- Bouns for post ট্যাবে ক্লিক করুন।
- Attach account এর পাশে + বাটনে ক্লিক করুন।
- Account number এর ঘরে আপনার ইন্সটাফরেক্স একাউন্ট নাম্বার ও
- Password এর ঘরে ইন্সটাফরেক্স একাউন্ট পাসওয়ার্ড প্রবেশ করিয়ে Attach account বাটনে চাপদিন।
- একাউন্টটি সফল ভাবে এড হয়ে যাবে।
ইন্সটাফরেক্স এ একাউন্ট খুলার পদ্ধতি ও টাকা উঠানোর পদ্ধতি জানতে এখানে ক্লিক করুন।
যেকোন ধরনে সমস্যা অবশ্যই কমেন্টে মাধ্যমে জানাবেন।
অথবা আমাকে মেইল করতে পারেন এই ঠিকানায় [email protected]
আমি আপনাকে সবধরনের সহযোগিতা করবো।
টাকাটা কিসের মাধ্যমে পেআউট করব? একটু বলেন