অনেক জল্পনা কল্পনা ও বহু প্রতীক্ষার পর অবশেষে হাতে পেলাম গুগল এডসেন্স এর প্রথম পেমেন্ট। বহু প্রতীক্ষার পর হাতে পাওয়া এ পেমেন্ট আমাকে আরো আত্মবিশ্বাসী করে তুলেছে। সকল বন্ধুদের সাথে তাই বিষয়টি শেয়ার করতে চলে এলাম।
দুঃখ জনক হলেও সত্য, বাংলাদেশে এডসেন্স পাবলিশাররা অনেক দিনে থেকেই টাকা তুলতে পারছিলেন না। বাংলাদেশের কোন ব্যাংক বিদেশ থেকে আসা কোন চেক গ্রহণ না করার কারণে। কিন্তু অনকে জল্পনা কল্পনার পর গুগল অত্যন্ত ভালো একটি সমাধান নিয়ে এসেছে আমাদের জন্য। এখর আর চেক এর ঝামেলা নেই। ঘরে বসেই গুগল এডসেন্স এর টাকা পাওয়া যাবে।
গত ২৭ নভেম্বর গুগল আমাকে ইমেইল করলো আপনার নামে একটি পেমেন্ট ইস্যু করা হয়েছে। আমি আশায় আশায় ছিলাম ৩-৪ কার্যদিবসের মধ্যেই এ পেমেন্ট ব্যাংকে জমা হয়ে যাওয়ার কথা। টাকা জমা হলো ঠিকই কিন্তু লেনদেন চার্জ কাটলো ২৫ ডলার। ১০০ ডলারের মধ্যে ২৫ ডলার কেটে আমি হাতে পেলাম ৭৫ ডলার। মনে কিছুটা সংশয় কাজ করলো, এ টাকা কারা কেটেছে, গুগল এডসেন্স কর্তৃপক্ষ, বাংলাদেশ ব্যাংক নাকি ডাচ বাংলা ব্যাংক। ইতিপূর্বে কারো এ বিষয়ে অভিজ্ঞতা থাকলে আমাকে জানালে উপকৃত হবো। গুগল এডসেন্স এর টাকা একেবারেই না পাওয়ার চেয়েও কিছু টাকা পেলাম, যদিও এটা শান্তনা, কিন্তু কর্তনকৃত লেনদেন ফি টা একটু বেশীই মনে হলো আমার কাছে। এরপূর্বে আমি গুগল এডসেন্স এর নিকট হতে আরেকটি পেমেন্ট পাওনা হয়েছিলাম। গুগল আমার নামে নাকি একটি চেক ইস্যু করেছে, কিন্তু অদ্যাবধি আমি সেটা পাইনি। তাই প্রথম পেমেন্ট না পেয়েই দ্বিতীয় পেমেন্ট পেলাম। সর্বোপরি দ্বিতীয় পেমেন্টটিই আমার কাছে প্রথম পেমেন্ট। আশা করি এ সমস্যাটিও অচিরেই নিরসন করা সম্ভব হবে।
যে দুইটি সাইট আমাকে এডসেন্স রেভিনিউ পেতে সাহায্য করেছে।
শুভ কামনা করছি সবার জন্য। ভালো কিছু করার দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাওয়ার প্রয়াস নিয়েই আজকের সংক্ষিপ্ত পোস্ট এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আর আমার জন্য দোআ করবেন।
আমাকে ফেসবুকে পাবেন।
আমি ওবায়েদ উল্লাহ আইমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 350 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Computer Science & Engineering www.facebook.com/aimanbd
Congregation vai. How are you?