সবাইকে সালাম জানিয়ে আ্মি আজকের টিউন শুরু করছি।
আমরা সবাই জানি ইংরেজী ভাষার প্রয়োজনীয়তা। বিশেষ করে যারা আমরা অনলাইনে কাজ করি তারা একটু বেশী অবগত এর প্রয়োজনীয়তা সম্পর্কে।আমরা যারা ইংরেজীতে দুর্বল, যখন কোনো বিদেশী ব্যায়ারের সংগে কথা বলি অথবা চ্যাটিং করি অধিকাংশ সময়ে আমরা আমাদের মনের ভাষা বুঝাতে অক্ষম হই।যার কারনে অধিকাংশ সময়ে আমরা কাজ পাইনা।তাই আমাদেরকে অবশ্যয় ইংরেজীতে দক্ষ হতে হবে, নতুবা অনলাইয়ে খুব একটা সুবিধা করতে পারবোনা।
আপনাদের অবগত হওয়ার জন্য বলছি, আমার একটা সময় ছিল, য়খন ইংরেজীতে খুবই দুর্বল ছিলাম, কিন্ত আমি এই সাইটে নিয়মিত লিখতাম এমনকি এখনও লিখি।আলহামদুলিল্লাহ এখন আমার সেই দুর্বলতার ভাব অনেকাংশেই কেটে গেছে
তাই আপনাদের ছোট্ট একটা নসিহত করবো এই সাইটে আপনারা নিয়মিত লিখুন।দক্ষতা বাড়ান। গ্রামার জানেন না তো কি হয়েছে। আপনার মনে যা আসে সেটাই প্রকাশ করুন। লিখতে থাকুন। থেমে থাকবেননা।একসময় আপনি নিজেও টের পাবেননা কত দক্ষ হয়ে গেছেন আপনি।
এখানে অবশ্য আপনি কিছু ইনকামও করতে পারবেন।আপনার লিখিত পোস্টটি যতবার দেখানো হবে, যতটি লাইক, কমেন্ট আসবে ততবার আপনার এ্যাকাউন্টে ইনকাম বাড়তে থাকবে।লেখালেখির পাশাপাশি যদি কিছু ইনকাম হয় তাতে ক্ষতি কিসের। একসাথে আমার দুইটা কাজই হয়ে গেল।
তবে এ্যাকাউন্ট খোলার আগে অবশ্যয় ‘টার্মস অব ইউজ’ পড়ে নিবেন।আমার এই পোস্টের মাধ্যমে কারো সামান্য উপকার হলে সেটাতেই আমার সার্থকতা।ভালো থাকবেন সবাই।
আমি আহমেদ্ জুনায়েদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মহান সৃস্টিকর্তার সৃস্টি নিয়ে চিন্তা করি।
ট্রাই করে দেখতে হবে।