ফরেক্স শুরু করতে চাচ্ছেন? 1ST STAPE

forex_market

 

 

 

 

প্রথমেই কিছু বাস্তব ফ্যাক্টস।
# আপনি কি কাজ না করে বসে বসে খেতে চান? তাহলে আপনার জন্য ফরেক্স নয়।
# আপনি কি ফরেক্স ট্রেডিং করে দ্রুত বড়লোক হয়ে যেতে চান? তাহলে আপনার জন্য ফরেক্স নয়।
# আপনি কি অল্প পরিশ্রমে বেশি ফলাফল পেতে চান? তাহলে আপনার জন্য ফরেক্স নয়।
# আপনি কি টেকনিকাল এনালাইসিস বা ফান্ডামেন্টাল এনালাইসিস সম্পর্কে কিছুই জানেন না? তাহলে আপনি কিভাবে ফরেক্স ট্রেডিং করবেন?
# আপনি কয়েকদিন ডেমো ট্রেড করেই লাইভ ফরেক্স শুরু করতে চাচ্ছেন? জেনে রাখুন আপনার একাউন্ট ব্যালেন্স শুন্য হতে বেশি সময় লাগবে না।
# আপনি কি কোন সিগনাল প্রোভাইডারের সিগন্যাল ব্যবহার করে ফরেক্স ট্রেডিং করবেন ভাবছেন?
# আপনি কি দ্রুত ফরেক্স শিখার জন্য ফরেক্স ট্রেনিং করার চিন্তা করছেন? জেনে রাখুন বাংলাদেশে যারা ট্রেনিং করায় তারা নিজেরাও ফরেক্স ভালমত জানে না

উপরোক্ত কোন ব্যাপার যদি আপনার মাঝে থাকে তবে আপনাকে আমি লাইভ ফরেক্স ট্রেডিংয়ের আগে আরো কয়েকবার ভাবার অনুরোধ করব। যদি না ভেবে আপনি আপনার সিদ্ধান্তে অটল থাকেন তবে লাইভ ট্রেডিংয়ের এক মাস পর আমার এ লেখাটা আবার পড়ার আমন্ত্রণ থাকবে।

ফরেক্সে নতুন ট্রেডারদের ৯৫% তাদের প্রথম একাউন্ট হারায়। ৯৫% সংখ্যাটা কম নয়। এখন আপনি নিজেই লাইভ ট্রেডিংয়ের আগে চিন্তা করুন আপনার মাঝে এমন কি আছে যা ঐ ৯৫% এর নেই?

প্বথিবীর যত বড় বড় ব্যাংক আছে তাদের একাধিক নিজস্ব ফরেক্স এনালিস্ট থাকে যাদের বাৎসরিক বেতন হয় মিলিয়ন ডলারে। আপনি নতুন ফরেক্স ট্রেডার হলে আপনাকে ঐ এনালিস্টের সাথে তুলনা করুন। আপনি নিজেকেই জিজ্ঞাসা করুন আপনি ঐ মিলিয়ন ডলার বেতনধারীর সাথে প্রতিযোগীতায় নামতে যাচ্ছেন, কিন্তু আপনি কতটূকু যোগ্য?

অধিকাংশ নতুন ফরেক্স আগমনকারী ফরেক্সকে দ্রুত টাকা কামানোর একটা মাধ্যম মনে করে থাকে। প্বথিবীতে টাকা দ্রুত আয় করা যায় না। সব ব্যবসার মত ফরেক্সকেও একটা ব্যবসা হিসেবে দেখুন। যেকোন ব্যবসায় কি লাগে? প্ল্যান লাগে, পুজি লাগে, ধৈর্য্য লাগে, পরিশ্রম লাগে।

ফরেক্স ট্রেডিং যদি যুদ্ধ হয় তবে আপনার যুদ্ধে যাওয়ার কৌশল (strategy) লাগবে। আপনি কোন কৌশল ছাড়া যুদ্ধে গেলে সহজেই হেরে যাবেন। আপনার কৌশল লিখে রাখুন। আপনার কৌশলে লেখা থাকবে কেন আপনি এটা কিনবেন। কেন আপনার মনে হচ্ছে এটার দাম বাড়বে? কেন মনে হচ্ছে দাম কমবে? কতটুকু কমবে? কতটুকু বাড়বে? আপনি কখন পিছু হটবেন যখন আপনার কৌশল কাজ করবে না?

এই কৌশল গুলো এবার ট্রেডিং প্ল্যাটফর্মে গিয়ে পিছনের দিনগুলিতে মিলিয়ে দেখুন (backward test)আপনার কথা মত কাজ করে কিনা। যদি আপনি সন্তুষ্ট হন তাহলে ডেমো একাউন্টে টেস্ট করুন (forward test) কমপক্ষে এক মাস। সন্তোষজনক রেজাল্ট দিলে এরপর লাইভ ট্রেডিংয়ে যান।

এনালাইসিস করা জানতে হবে। এনালাইসিস দু ধরনের, ১। ফান্ডামেন্টাল এবং ২। টেকনিক্যাল।
ফান্ডামেন্টাল এনালাইসিস হল একটা মুদ্রা আরেকটা মুদ্রার বিপরীতে কতটুকু শক্তিশালী সেটা বের করা। একটা মুদ্রা একটা পুরো দেশের অর্থনীতি উপস্থাপিত করে। তাই পুরো দেশের অর্থনীতি'র
কোথায় কি হচ্ছে সেগুলো সম্পর্কে ফরেক্স ট্রেডারের জানা থাকতে হবে। উদাহরণসরূপ একটা নিউজ হেডলাইন দেখি।

ওই মাডারি যে বই লেখছে ওকে বলেন সাপোর্ট এবং রেসিস্টেন্স কি? দেখেন বলতে পারে কিনা?
১০০% কমারশিয়াল একটা লোক। ৫ মাস আমাকে এমনভাবে ফরেক্সের ব্যাপারে এক্সপ্লেইন করছে যে সে ফরেক্সের এক্সপার্ট একজন। তখন জাস্ট একটু গাইডলাইন পাওয়ার আসায় তার কাছে যাই। প্রথমে বলেছিল ৫০০০/= কোর্স ফি। যাওয়ার পর কাহিণী বানিয়ে বলে যে ১০০০০/= লাগবে।
তারপর কথা প্রসংগে আমি বললাম ইয়াকুব সাহেব সাপোর্ট এবং রেসিস্টেন্স কি? আমাকে সে কোন সদুত্তর দিতে পারেন নি। তারপর থেকে আমি আর তার কাছে যাই নি।

তখন থেকে

1. http://www.rtb.com.bd
2. http://www.BabyPips.Com
3. Youtube video
4. Webinar

5.https://www.facebook.com/onlinenewsbd24
দেখে দেখে শিখি। আমি সবাইকে সাজেস্ট করব এসব যায়গায় যেয়ে প্রতারিত না হয়ে নিজে নিজে শিখলে অনেক ভালো হবে। বিডিপিপস এখানে অনেক হেল্প করবে।

Level 0

আমি ARMAN AHMED। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Vie Comment Koren.
Aro Note Update Hobe

Level 0

carry on brother

Level 0

Nice tune

Level 0

বেশ ভালো লিখেছেন। একই কথাগুলো অনেকবার শুনেছি। কিন্তু একই কথা নতুন ও ভিন্নভাবে উপস্থাপনের গুণে যা পূর্বে শেখা হয়নি তা নতুন করে সোৎসাহে শেখা যায়। আপনার লেখায় সেই উৎসাহটাই প্রকট হয়ে আছে। ডেমো ট্রেডিং এর বিষয়ে আপনি মাত্র ০১ মাস সাজেশন করেছেন। আমার স্বল্প অভিজ্ঞতা বলে যে, মাত্র ০১ মাসের ডেমো প্র্যাকটিসে কিছুই হবে না। নূন্যতম ০৪ মাস বা ০৬ মাস হলে আরো ভালো। যদি ডেমোতে সফলতা পাওয়া যায় তবেই রিয়েল ট্রেডিং। ফরেক্স বিষয়ে নতুন নতুন লেখা দিতে বিলম্ব করবেন না যেন। অসংখ্য ধন্যবাদ।