সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন। আশা করি ভালো আছে। সময়ের অভাবে আজকাল টিটিতে টিউন করাই হয় না। তবে আজকে মুলত একটা নতুন কিন্তু খুবই ভালো এ্যাড নেটওয়ার্ক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যারা মুভি, মিউজিক, সফটওয়্যার কিংবা যে কোন ধরনের ডাউনলোড সাইট করেছেন তাদের জন্যে যথেষ্ট ভালো একটা এ্যাড নেটওয়ার্ক হচ্ছে "গ্লোএডমার্কেট"
এরা মুলত ইম্প্রেশন, ক্লিক, eCPM ও কনভারসেশন এর উপর রেট নির্ধারণ করে থাকে। নিচের ছবিতে আমার আজকের রিপোর্ট দেখতে পারেন। এদের এ্যাডের ফরম্যাট যথেষ্ট ভালো। স্লাইডার ও ব্যানার এই দুই ধরনের এ্যাড ব্যবহার করতে পারেন। এরা মোট ৫ ধরণের ব্যানার এ্যাড সাপোর্ট করে থাকে। সেগুলো হচ্ছেঃ 300x250, 120x600, 468x60, 728x90. আমার মতে 300x250, 120x600 ও 728x90 এই ফরম্যাট এর এ্যাড গুলোতে eCPM বেশি থাকে। আর ক্লিকও পরে ভালো। (ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি)
এছাড়াও আপনি একই পেজে যত খুশি তত এ্যাড ইউনিট ব্যবহার করতে পারেন। তবে ৪/৫ এর অধিক এ্যাড ইউনিট ব্যবহার না করাই ভালো। বেশি এ্যাড ইউনিট ব্যবহার করলে eCPM কমে যায়। তাই, ৩/৪/৫ টার বেশি এ্যাড ইউনিট ব্যবহার করবেন না।
এরা মাত্র ১ ডলার হলেই পেমেন্ট দিয়ে থাকে। চিতিকা, ইনফোলিঙ্কস কিংবা Yllix এর মত পেমেন্ট দিতে ওরা দেরী করে না। ঠিক সময়ে খুব দ্রুত পেমেন্ট করে থাকে।
কাস্টমার সাপোর্টের ক্ষেত্রে আমার দেখা সবচেয়ে ভালো এ্যাড নেটওয়ার্ক এটা। যে কোন ব্যাপারে (হোক সেটা সাইট এ্যাপ্রুভাল কিংবা কোন কমপ্লেইন) ওরা মাত্র ২৪ ঘন্টার মধ্যেই উত্তর দিয়ে থাকে। সেই সাথে রয়েছে ২৪ ঘন্টার স্কাইপ সাপোর্ট! আমার জানামতে অন্য কোন এ্যাড নেটওয়ার্ক এমনটা করে না।
তাই, দেরী না করে এ্যাডসেন্স এর বিকল্প হিসেবে ব্যবহার করে দেখতে পারেন। ও হ্যাঁ, আরেকটা কথা। আপনি চাইলে এ্যাডসেন্স এবং গ্লোএডমার্কেট-এর এ্যাড একসাথে ব্যবহার করতে পারেন। কোন সমস্যা হবে না।
সাইন করতে নিচের লিঙ্কে গিয়ে সাইটে সাবমিট করুন। আর হ্যাঁ, যারা রেফারেল লিঙ্কে গিয়ে সাইন আপ করবেন তারা যে কোন সময় "GloAdMarket" এর ব্যাপারে আমাকে প্রশ্ন করতে পারেন। আর এর জন্যে আপনাকে যা করতে হবে তা হল আমাকে ফেসবুকে একটা ম্যাসেজ দিয়ে রাখবেন আপনার GloAdMarke এর ইউজার নেম সহ। অন্যরাও করতে পারেন। তবে, অগ্রাধিকার বলে একটা ব্যাপার আছে না! 🙂
আমি অচেনা বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am a simple Man.
প্রিয় টিউনার,
আপনার টিউনটিতে অ্যাফিলিয়েট সর্ট ইউআরএল/লিংক এর উপস্থিতি রয়েছে।
টেকটিউনস নীতিমালা ১.১৪ অনুযায়ী – রেভিনিউ, পয়েন্ট বাড়ানোর উদ্দেশ্যে টিউনে কোন প্রকার অ্যাফিলিয়েট লিংক বা অ্যাফিলিয়েট লিংক দিয়ে করা সর্টলিংক (Short Link) ব্যবহার করা যাবে না।
আপনার টিউন থেকে অ্যাফিলিয়েট সর্ট ইউআরএল/লিংক প্রতিস্থাপন করা হয়েছে।
টেকটিউনস থেকে আপনার টিউনের নীতিমালা ভঙ্গের বিষয় সংশোধন করে দেওয়া হলো। আপনার পরবর্তী সকল টিউনে টেকটিউনস নীতিমালা মেনে চলার জন্য অনুরোধ করা হলো।
টেকটিউনস দ্বারা সংশোধিত অংশ পুনরায় পরিবর্তন করে আবার নীতিমালার ভঙ্গের বিষয় অন্তর্ভুক্ত করা হলে এবং আপনার পরবর্তী টিউনে এ বিষয়ের পুনরাবৃত্তি হলে বা টেকটিউনস নীতিমালা ভঙ্গের কোন বিষয় পুনরাবৃত্তি হলে কোন প্রকার সতর্ক বিজ্ঞপ্তি না দিয়েই টিউন অপসারণ/মুছে ফেলা এবং বারংবার নীতিমালা ভঙ্গের জন্য টিউনারশীপ সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করা হবে।
আশা করি আপনি টেকটিউনস নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এবং আপানার মৌলিক, নিজেস্ব , অভিনবত্য আর উদ্ভাবনী জ্ঞানের প্রয়োগ ঘটাবেন এবং টেকটিউনসকমিউনিটিকে মানসম্মত ও গঠনমূলক টিউন উপহার দিয়ে টেকটিউনেসর সুন্দর, আন্তরিক ও সাবলীল পরিবেশ ও টেকটিউনসের ধারা বজায় রাখবেন।