আমাদের দেশে অনেক ফ্রিলান্সার আছে। যারা অল্প অল্প করে ডলার জমিয়েছে নিজেদের পে-পাল এ্যাকাউন্টে। তবে সমস্যা হল যখন এই ডলারটির কোন কাজে ব্যবহার করতে না পারে বা ক্যাশ করা। এটাকে টাকা বা চেকে বাংলাদেশে আনতে বেশ পরিশ্রম এবং সময়ের কাজ। এসব বন্ধুদের কথা চিন্তা করে এ্যামপেরর সফট পে-পাল থেকে টাকা বিকাশে ক্যাশ করার সাভিস চালু করেছে।
যেভাবে সার্ভিসটি নেয়া যায়:
যা মনে রাখবেন:
কোম্পানিটি বিশ্বাসযোগ্য:
আমি আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটা post এর জন্য। ভাই payza / perfect money থেকে বিকাশ করার লিংক থাকলে একটু দেন। উপকৃত হবো।