আসসালামুআলাইকুম । প্রতিটি টিউন এর শুরুতেই আমি সালাম দিই সবাইকে, কিন্তু কাউকে জবাব দিতে দেখিনা। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন । ভালো থাকাটাই সব সময়ের প্রত্যাশা । অনলাইন আর্নিং এর কিঞ্চিত কিছু বিষয় নিয়ে আজ আবার হাজির হয়েছি আপনার পাশে । বরাবরের মতোই কথা না বাড়িয়ে কাজের কথায় আসি...
আজকের পর্বে অনলাইন আর্নিং এর সামগ্রিক বিষয় নিয়ে আলোকপাত করব । আশা করি অনলাইন আর্নিং এর এ সকল মাধ্যম আপনার জন্য সুফল বয়ে আনবে ।
অনেক চেষ্টা করে আপনি হয়তো কাজ শুরু করেছেন । কিন্তু কয়েকদিন পর আপনার মাঝে আবার দেখা দিল হতাশা, স্তব্ধ হয়ে যাওয়ার ভয়, হতাশার বেড়াজালে বন্দী হয়ে আপনি আবার পড়ে যান দিধাদন্দে। খুব আশা করেইতো আপনি হাল ধরেছিলেন, তবে কেন পিছুটান আপনাকে তাড়া করে... আপনার মধ্যে পর্যাপ্ত আত্মবিশ্বাস এর অভাব থাকলে এমনটা মনে হতেই পারে। কোনো প্রতিবন্ধকতা আপনার মনে প্রভাব ফেলবেনা, হতাশার কালোমেঘ ঢেকে রাখবেনা আপনার চলার পথকে... এমনটাই হোক আপনার আজীবনের প্রত্যাশা ।
বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেস এ চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু কাজ পাচ্ছেননা। আপনাকে আরো সময় দিতে হবে নিজের প্রোফাইল টিকে আপডেট করার জন্য। আপনার তৈরী করা আকর্ষনীয় কভার লেটার-ই আপনার কাজ পাওয়ার জন্য যথেষ্ট হতে পারে । অন্যান্য মাধ্যমেও আপনি চেষ্টা করে চলেছেন অবিরাম। আপনার নিরবিচ্ছিন্ন চেষ্টা আপনাকে প্রতিনিয়ত ক্লান্ত বানিয়ে দিয়েছে ।
অনলাইন আর্নিং এর এ পথ সে পথ, আপনি যাবেন কোন পথে, চলুন আরেকটু বিশ্লেষণ করি কোন পথে আপনি নিজেকে এগিয়ে নিতে পারবেন...
এই যেমন ধরুন আমি একদিন চিন্তা করলাম মোবাইল এর সমাধান নিয়ে একটা সাইট শুরু করি, কিন্তু ভিজিটর এর অবস্থা দেখে মন খারাপ হয়ে গেল, তবুও পোস্ট করতে থাকলাম, কিছুদিন পর দেখলাম আস্তে আস্তে ভিজিটর বাড়ছে, এখন প্রতিদিন ৩০০ জন করে ভিজিটর পাচ্ছি । আশা করছি সামনে আরো বাড়বে । দেখে আসতে পারেন আমার তৈরী অতি সাধারণ ফালতু সাইটটি ।
আমার রুমমেট একদিন চিন্তা করলো সেও একটি সাইট করবে এবং সেটি হবে ডাউনলোড ভিত্তিক। সে তৈরী করার পর প্রথমে ভিজিটর না থাকলেও এখন প্রতিদিনের ভিজিটর ৬০০০ এর মত, ৬ মাসের ব্যবধান, শুধু তাই নয় মাঝে মাঝে ১০-২০ জন রিসেন্ট হিটও দেখতে পাওয়া যায়... দেখে আসতে পারেন সাইটটি।
হয়তো আপনার মাঝেও সেরকম কোনো আইডিয়া চলে আসবে, আর শুরু করে ফেলবেন আপনি ঠিক যেভাবে শুরু করার কথা...
একসময় এমন ভিজিটর আপনারও হতে পারে...
আমাদের এ কমিউনিটিতে অনেক বিজ্ঞ লোক আছেন, তারা আমাদের সহযোগিতা করতে পারেন, তাছাড়া অনলাইন আর্নিং সাইটটির মাধ্যমে অনলাইনে আয়ের নানা দিক নির্দেশনা, গ্রহনযোগ্য এবং কার্যকরী পদ্ধতি সম্পর্কে বিস্তারিত সহযোগিতাতো হাতের কাছেই আছে...
তাহলে আর দেরী কেন!
আপনার জন্য শুভ কামনা, অনলাইন এর গ্রহণযোগ্য এবং কার্যকরী মাধ্যম হোক আপনার চলার পথের সঙ্গী । আপনি এগিয়ে যান, সফল হন এবং আল্লাহ আপনার সহায় হন, এমনটাই প্রত্যাশা আমার ।
সবখানে সবসময় যেখানে আমাকে পেতে পারেন...
ফেসবুক । ব্লগ । ফেসবুক পেজ । স্কাইপি
ও হ্যা! সালাম এর জবাবটা দিলে খুশি হব...
সবার জন্য শুভ কামনা ।
আমি ওবায়েদ উল্লাহ আইমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 350 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Computer Science & Engineering www.facebook.com/aimanbd
ওয়ালাইকুম আসসালাম। ধননবাদ।