আসসালামুআলাইকুম । আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন । ভালো থাকাটাই সব সময়ের প্রত্যাশা । অনলাইন আর্নিং এর কিঞ্চিত বিষয় নিয়ে আজ আবার হাজির হয়েছি আপনার পাশে । বরাবরের মতোই কাজের কথায় আসি...
আজকের পর্বে অনলাইন আর্নিং এর বিভিন্ন টিপস এবং ট্রিকস এর সামগ্রিক বিষয় নিয়ে আলোকপাত করব । আশা করি অনলাইন আর্নিং এর এ সকল মাধ্যম আপনার জন্য সুফল বয়ে আনবে ।
অনেক চেষ্টা করে আপনি হয়তো একটা সাইট তৈরী করেছেন । কিন্তু সে সাইট এর মেইনটেনেন্স, আপডেট এবং ভিজিটর বাড়ানোর জন্য আপনাকে প্রতিনিয়ত কাজ করতে হয় । আর আপনি যদি এসব কাজে সময় না দেন তবে সে ওয়েবসাইট তৈরী করা বৃথা । আপনাকে নিয়মিত সময় দিতে হবে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে হবে এবং অন্যান্য আনুসঙ্গিক কাজে মনোনিবেশ করতে হবে । তাহলে ভিজিটর বাড়ানোর পাশাপাশি আপনি আয় করতে পারবেন ।
আপনি হয়তো বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেস এ কাজ করছেন, আবার হয়তো একাউন্ট করে কাজ পাচ্ছেননা। হয়তো আপনি অন্যান্য মাধ্যমেও চেষ্টা করছেন অনলাইন এ আয় করার । আপনার নিরবিচ্ছিন্ন চেষ্টা আপনাকে প্রতিনিয়ত ক্লান্ত বানিয়ে দিয়েছে ।
অনলাইন আর্নিং এর এ পথ সে পথ, আপনি কোন পথে যাবেন, চলুন দেখে নেয়া যাক কোন কোন পথ আপনার এবং আমাদের জন্য সাফল্য বয়ে আনতে পারে...
১. একটি ব্লগ সাইট তৈরী করুন, নিয়মিত পোস্ট করুন, সম্ভব হলে ডোমেইন হোস্টিং নিয়ে শুরু করুন ।
২. ফ্রি ডোমেইন হিসেবে ব্লগস্পটে বিভিন্ন বিষয় নিয়ে কয়েকটি সাইট তৈরী করুন। আপনার যদি ১০টি সাইট থাকে, একটিতে ভিজিটর যদি ১০ জনও হয়, তবে প্রতিদিন আপনার ভিজিটর নুন্যতম ১০০ হওয়ার কথা ।
৩. সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করুন আপনার সাইটে, আস্তে আস্তে সাইটে প্রয়োজনীয় সংখ্যক ভিজিটর নিয়ে আসুন ।
৪. আপনার সাইটে প্রতিদিন ইউনিক আর্টিকেল পোস্ট করুন, সাইটে মেনু সেট করুন, যত বেশি পোস্ট করবেন সাইট এর ভিজিটর ততই বৃদ্ধি পাবে, এক্ষেত্রে গুগল এর পেংগুইন আপডেট, পান্ডা আপডেট নিয়ে আপনাকে ভাবতে হবেনা ।
৫. আপনার সাইট এর মেয়াদ ৩ মাস হলেই গুগল এডসেন্স এর জন্য এপ্লাই করুন । নির্দিষ্ট সংখ্যক কন্টেন্ট না থাকলে এবং সাইট এর মেয়াদ মিনিমাম ৩ মাস না হলে এডসেন্স এর জন্য এপ্লাই করে কোনো লাভ হবেনা।
৬. এডসেন্স না পেলে বিডভারটাইজার, ইনফোলিংক কিংবা ক্লিকসর এর জন্য চেষ্টা করুন ।
৭. আপনি ব্লগ কিংবা ফ্রি ব্লগস্পটে আর্টিকেল লিখতে সাচ্ছন্দ মনে না করলে কিছু সাইট এ শুধু আর্টিকেল পোস্ট করে আয় করতে পারেন । এক্ষেত্রে এ সাইটগুলো আপনাকে হেল্প করতে পারবে । স্কুইডো, সোস্যালস পার্ক , লাউড লাঞ্চ, রিভিউ মি । আরো পাবেন এ লিঙ্কে ।
৮. অনলাইন মার্কেটপ্লেস এ সবসময় বিচরণ করুন, ওডেস্ক, ফ্রিলেন্সার, ইলেন্স, ৯৯ডিজাইনস এ একাউন্ট করুন । প্রোফাইল আপডেট রাখুন এবং কাজের জন্য প্রতিদিন বিড করুন, যেকোনো একটি মার্কেটপ্লেস আপনার জন্য সাফল্য বয়ে আনতে পারে । মনে রাখবেন বাংলাদেশ সময় রাত ১টা থেকে ৩টা বিড করার উপযুক্ত সময় ।
৯. এফিলিয়েট মার্কেটিং এর সাইট গুলোতে একাউন্ট করুন, একাউন্ট এপ্রুভ হয়ে গেলে আপনি এফিলিয়েট মার্কেটিং এর কাজ করতে পারবেন। এজন্য সিজে, এমাজন, ক্লিকব্যান্ক, লিংক শেয়ার, শেয়ার এ সেল এসব সাইট-এ একাউন্ট করে এফিলিয়েট এর জন্য চেষ্টা করতে পারেন ।
১০. অনলাইন আর্নিং এর আরেকটি কার্যকরী মাধ্যম ফরেক্স ট্রেডিং, সব কাজের পাশাপাশি আপনি এটাও ট্রাই করতে পারেন, আর এ কাজে আপনাকে সহযোগিতা করতে পারে এ সাইটগুলো । ফরেক্স ট্রেডিং হেল্প, লাইট ফরেক্স, বেস্ট ফরেক্স ইত্যাদি।
১১. ই-মেইল মার্কেটিং করেও আপনি আয় করতে পারেন । ই-মেইল মার্কেটিং এর জন্য বিভিন্ন টেম্পলেট আপনাকে মার্কেটিং এ সহায়তা করবে। ই-মেইল মার্কেটিং সম্পর্কে জানতে ঘুরে আসুন এখানে । ই-মেইল এড্রেস সংগ্রহের মাধ্যমে আপনি অনলাইন এ বিজ্ঞাপন প্রচার এবং বিশ্বব্যাপী মার্কেটিং এর সুযোগ পাবেন। এ লিঙ্কে আরো বিস্তারিত জানতে পারবেন ।
১২. সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো আপনার অনলাইন এ আয়ের আরেকটি মাধ্যম হতে পারে । এসব মিডিয়ার মাধ্যমে আপনি আপনার মার্কেটিং প্রক্রিয়া আরো জোরালো করতে পারেন ।
১৩. সিএমএস প্লাটফর্ম ওয়ার্ডপ্রেস, জুমলা বিষয়ে সাইট ডেভেলপ করা নিয়ে স্টাডি করুন এবং পাশাপাশি এইচটিএমএল, পিএইচপি শিখুন, অনলাইন-এ এসব বিষয়ে প্রচুর কাজ রয়েছে ।
এছাড়াও অনলাইন আর্নিং সাইটটির মাধ্যমে অনলাইনে আয়ের নানা দিক নির্দেশনা, গ্রহনযোগ্য এবং কার্যকরী পদ্ধতি সম্পর্কে বিস্তারিত সহযোগিতা পাবেন ।
অনলাইন আর্নিং এর এ পথ সে পথ, আপনি যাবেন কোন পথে, এবার নিজেই ঠিক করুন ।
স্বভাবতই চুনে মুখ পুড়লে দইকেও ভয় পেতে হয়, যার বাপকে কুমিরে খেয়েছে তারতো ঢেকি দেখেও ভয় পাওয়ারই কথা । আপনার জন্য শুভ কামনা, আশা করি আপনি আর চুনে মুখ পুড়বেননা, দইকেও ভয় পেতে যাবেননা । অনলাইন এর সকল কাজ আপনি যাচাই বাছাই করেই গ্রহণযোগ্য এবং কার্যকরী মাধ্যমকেই বেছে নিবেন । আপনি এগিয়ে যাবেন এবং সফল হবেন, আল্লাহ আপনার সহায় হবেন, ইন..শা...আল্লাহ।
আপনার পরিশ্রম এবং আপনার আত্মবিশাস সঠিক জায়গায় থাকলে আপনার সফলতা নিশ্চিত... সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে সামনে এগিয়ে চললে আপনার চেষ্টা বৃথা যাবেনা । প্রতিটি কাজে যতটুকু শ্রম দিবেন, যতটা চেষ্টা করবেন, ততটা সাফল্য আপনার হাতে এসে ধরা দিবে । লক্ষ্যকে সামনে রেখে যতটা কনফিডেন্স বাড়াতে পারবেন আপনার মধ্যে, সাফল্য আরো এক ধাপ এগিয়ে আসবে আপনার জীবনে। আপনার সেই কাঙ্খিত সফলতার অপেক্ষায় আমাদের পথ চেয়ে থাকা । শুভ কামনা রইলো আপনার সুদূরপ্রসারী যাত্রাপথের কাঙ্খিত সাফল্যের জন্য ।
সবখানে সবসময় যেখানে আমাকে পেতে পারেন...
সবার জন্য শুভ কামনা ।
আমি ওবায়েদ উল্লাহ আইমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 350 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Computer Science & Engineering www.facebook.com/aimanbd
@Obaid Ullah Aiman – IF ANY ONE HAVE NOT CAPABILITY TO DO UNIQUE POST FOR HIS SITE THAN HOW SUCCESS TO READ YOUR POST. IF ANY ONE COLLECT KNOWLEDGE FROM NET AND APPLY THE KNOWLEDGE TO HIS SITE TO DO POST THAN IT IS RISKY FOR COPY POST FROM OTHER SITES. PLEASE EXPLAIN IN DETAILS FOR THIS PROBLEMS IN YOUR NEXT TUNES [PORBO – 9]