সুতরাং আপনি ব্লগিং শুরু করেছেন এবং আপনি ব্লগ থেকে টাকা আয় করতে চান অথবা আপনার অন্য কোন উদ্দেশ্য আছে তবে এই ব্লগ আপনার জন্য । এখানে ব্লগিং থেকে আয় করার শীর্ষ উপায় গুলো পোষ্ট করা আছে । একটা সফল ব্লগ তৈরি করতে গেলে দরকার ২ টি জিনিস,
১. ভালো ভালো লেখা ব্লগে পোষ্ট করা, অবশ্যই কপি-পেস্ট হবে না ।
২. ব্লগের জন্য ভালো পাঠক (ভিসিটর )
এই ২ টি জিনিস করতে পারলে ব্লগ থেকে মাসে কয়েক লক্ষ টাকা আয় করা কোন ব্যাপারই না ।
আপনার পাঠককে জানুন
পাঠককে সাহায্য করার আগে আপনার জানা দরকার, আপনার পাঠক কারা ! আপনাকে খুব ভালোভাবে আপনার পাঠককে বুজতে হবে, রিসার্চ এবং প্লান করে এবং ব্লগ শুরু করার পর তাদের সাথে কথা বলে আপনি আরও শিওর (নিশ্চিত) হয়ে নিন যে আপনার প্লান এবং রিসার্চ সঠিক আছে এবং আপনি সঠিক পথে এগিয়ে যাচ্ছেন ।
আপনার ব্লগের পাঠক কে ভালো করে জানতে নিচের প্রশ্ন গুলো করুন ...
১. তারা কি বিশ্বাস করে ?
২. তারা কোথায় বাস করে ?
৩. তারা কি শিখে / কোথা থেকে শেখে ?
৪. তারা কোথায় যেতে চায় (তাদের কাজের মধ্য দিয়ে) ?
৫. তাদের প্রয়োজনীয়তা কিসের ?
৬. তাদের বয়স কত ?
৭. তারা কিসে আনন্দ পায় ?
৮. তারা কিসে কষ্ট পায় ?
৯. তারা কি ঘৃণা করে ?
১০. তারা কতটা কঞ্জারভেটিভ ?
১১. তারা কি চায় ?
ব্লগিং টিপস নিয়ে আমার ব্লগ ।
আমি Gautam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 197 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
“এই ২ টি জিনিস করতে পারলে ব্লগ থেকে মাসে কয়েক লক্ষ টাকা আয় করা কোন ব্যাপারই না ।”-মজা পাইলাম