অনলাইনে মাসিক আয় লক্ষাধিক টাকা, আসলেই কি সম্ভব? শুরু হয়ে যাক তাহলে এই লক্ষ টাকার মিশন (২য় সপ্তাহ)

আমাদের ডেইলি ৫০ ডলারের যাত্রার আজকে ৮ম দিন। ১ম সপ্তাহে কোনও অভাবনীয় সফলতা না আসলেও বুঝতে পারছি আমি ঠিক রাস্তাতেই আছি। যারা এই জার্নি সম্পর্কে এখনো ১ম সপ্তাহের টিউন পরেন নাই তারা এইখান থেকে পরে নিতে পারবেন। ২য় সপ্তাহের কর্মসূচিতে তেমন কোন বিশাল পরিবর্তন নাই। এখন পর্যন্ত সবকিছুই ঠিকঠাক মতই চলছে তাই ১ম সপ্তাহের কাজটাই rinse & repeat করবো। তবে আরও ভালো আর দ্রুত র‍্যাঙ্ক এর জন্য লিঙ্ক বিল্ডিং এ কিছু পরিবর্তন আসবে। গত টিউনে অনেকেই বিভিন্ন ধরনের সমস্যাতে পরেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হল cleanfiles.net এ একাউন্ট এপ্রুভ না করাতে পারা। অনেকেই রেজিস্ট্রেশন করতে পারলেও একাউন্ট এপ্রুভ করাতে পারেন নাই। তাই এই টিউনে আমি এই ধরনের PPD আর CPA নেটওয়ার্কে একাউন্ট এপ্রুভ করানোর নিয়ম নিয়ে প্রথমে আলোচনা করবো। এইক্ষেত্রে একাউন্ট এপ্রুভ না হওয়ার প্রধান কারন কয়েকটা যার মধ্যে ১টা আপনার মার্কেটিং মেথড সম্পর্কে বিস্তারিত না লিখা। রেজিস্ট্রেশন এপ্লিকেশনে আপনার মার্কেটিং মেথড সম্পর্কে বিস্তারিত ধারনা দিন। আপনি কিভাবে সাইট ট্রাফিক ম্যানাজ করেন তা বলুন, আপনার সাইটের নিচ সম্পর্কে বলুন সাথে এও বলুন কেনও আপনার সাইট থেকেই ডাউনলোড করবে। আপনার বর্তমান সাইট ট্রাফিক কত তা বলবেন। এ ব্যাপারগুলো লক্ষ্য রাখলে আপনার এপ্লিকেশন এপ্রুভ হবেই হবে। তার পরেও যদি সমস্যা হয় তাহলে ফেসবুকে আমার সাথে সরাসরি যোগাযোগ করুন। আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে গেলে। জাস্ট সাবস্ক্রাইব করবেন কোন ফ্রেন্ড রিকুয়েস্ট না।

PPD সম্পর্কে কিছু কথা যা না বললেই নয়

অনেকেই বলছেন এইটা কি বৈধ উপায় কিনা, তাদের আমি বলতে চাই এইটা ১০০% বৈধ। বর্তমান সময়ে অনলাইনে আয়ের জন্য হট একটা টপিক। এডসেন্স ইউজ করলে অনেক কিছু মেইনটেইন করতে হয় যেমন, খুব হাই কোয়ালিটি সম্পন্ন আর্টিকেল, সাইট স্ট্রাকচার সহ অনেক কিছু যা সবাই জানেন। এডসেন্স ব্লগের পিছনে প্রচুর সময় খরচ হয় তাই একজনের পক্ষে ৩টার বেশি সাইট চালানো সম্ভব হয় না। আর এর মাঝে যদি কোন সমস্যার কারনে ব্লগ গুগোল পেনাল্টি খায় তাহলে আগের সব কষ্টই বৃথা যাবে। আমি বলছিনা এডসেন্স ভালো মাধ্যম না, অনলাইনে আয়ের সবচাইতে ভালো উপায়ের মধ্যে এডসেন্স অন্যতম। আপনি যদি খুব ধৈর্য সহকারে এডসেন্স নিয়ে এগিয়ে জান তাহলে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল তা আগে ভাগেই বলা যায়। তবে এডসেন্স ছাড়া ব্লগে খুব ভালো ইনকাম করা যায় না এইটা ভাবাটা ভুল। আপনার আয় যে দীর্ঘ মেয়াদি হবেনা সেটা ভাবাও ভুল। PPD ও CPA সম্পূর্ণ লিগ্যাল আর এই কোম্পানি গুলোতেও বিজ্ঞাপন দেয়া হয়। এডসেন্স আপনাকে পার ক্লিকের জন্য টাকা দিবে ওরা দেয় তাদের লিড এনে দেয়ার জন্য। ধরেন Gillete Company তাদের নতুন ১টা প্রোডাক্ট সেল করার জন্য অনলাইনে মার্কেটিং করবে। তারা তখন কোন CPA কোম্পানির কাছে এড দিবে আর তারা কেবল তখনই টাকা দিবে যখন এই CPA কোম্পানির মাধ্যমে তার একটা সেল হবে। হয়ত কোন অফারে সার্ভে কমপ্লিট করতে বলবে আবার কোন অফারে ইমেইল এড্রেস সাবমিট করতে বলবে। যখন কোন অফারের সব কন্ডিশন কমপ্লিট হবে কেবল তখনি সে পে করবে শুধু মাত্র ক্লিকের জন্য না। এইটাকে কনভারসেশন বলে। অফারের মূল্য ১০ সেন্ট থেকে শুরু করে ৫০, ৬০ এমনকি ১০০ ডলারেরও হতে পারে। এখন প্রস্ন আসে কারা এই ধরনের অফার কমপ্লিট করে এবং কেন করে। ধরেন আপনার ১টা খুব জরুরী ১টা সফটওয়ার দরকার যা খুব সহজে পাওয়া যায় না। ধরেন ফেসবুক হ্যাকের সফটওয়ার, আপনি এই ধরনের সফটওয়্যার অনলাইনে পাচ্ছেন না। আপনি গুগলে সার্চ করে একটা সাইট পেলেন যেখানে ফেসবুক হ্যাকের সফটওয়্যার আছে। ডাউনলোড করার সময় দেখলেন আপনাকে কয়েকটি অফার দেয়া হয়েছে ডাউনলোড লিঙ্ক আনলক করার জন্য। যার মধ্যে ১টা অফার হল আপনাকে ১টা ইবুক কিনতে হবে যার মূল্য ৫ ডলার। এখন আপনার যদি সফটওয়্যারটি খুবই গুরুত্বপূর্ণ হয় তখন আপনি ৫ ডলার দিয়ে ইবুক কিনে নিয়ে হলেও সফটওয়্যারটি ডাউনলোড করবেন। যারা এতদিন ক্লিয়ার ছিলেন না আমার মনে হয় তারা বুঝতে পেরেছেন।

আরও কিছু টিপস

কেনো অফার পুরন করল তাতো বুঝলেন এখন বুঝা দরকার কিভাবে বেশি বেশি ডাউনলোড করাবেন। কোন ভিজিটর অফার কমপ্লিট করার আগে আপনার সাইটকে লক্ষ্য করবে আপনার কন্টেন্ট জেনুইন নাকি ফ্যাক। সে টিউমেন্টগুলোর উপর লক্ষ্য রাখবে আসলেই ডাউনলোড করে সফটওয়্যার পাবে কিনা তাই আপনার প্রতিটি পেজ যথাসম্ভব পরিস্কার রাখুন। ব্লগস্পট ঠিক আছে তবে পেইড ডোমেইনে কনভারসেশন বেশি হয়। তবে খুব জরুরী না।

এই সপ্তাহের কাজের জন্য যে পরিকল্পনা

১ম দিনঃ

  • কি ওয়ার্ড অনুযায়ী আর্টিকেল পাবলিশ করা হবে।
  • ২০ টা ম্যানুয়াল সোশ্যাল বুকমার্ক
  • ৫ টা ডিরেক্টরি সাবমিশন
  • ইউটিউবে ১টা ভিডিও আপলোড করা হবে

২য় দিনঃ

  • কি ওয়ার্ড অনুযায়ী আর্টিকেল পাবলিশ করা হবে।
  • ২০ টা সোশ্যাল বুকমার্ক
  • Youtube ভিডিও ভিউ বাড়ানোর জন্য Vagex সহ অন্যান্য সাইটে সাবমিট করব।

৩য় দিন ও ৪র্থ দিনঃ

  • কি ওয়ার্ড অনুযায়ী আর্টিকেল পাবলিশ করা হবে।
  • আরও ৩টা web 2.0 ব্লগ খোলা হবে। এই নিয়ে মোট ৬টা web 2.0 ব্লগ থাকবে।
  • এইখানে আমি কিছু সফটওয়্যার ব্যবহার করবো web 2.0 ব্লগগুলোর ব্যাকলিঙ্ক করার জন্য। এইটা হল আমাদের ২য় টায়ার ব্যাকলিঙ্ক। আর এইখান থেকেই আমরা হাল্কা পাতলা ব্ল্যাক হ্যাট এস ই ও করা স্টার্ট করবো। (Keyword Anchor Variation Must)
  • Senuke xcr দিয়ে ৬টা web2.0 ব্লগের জন্য ৫০ টা সোশ্যাল নেটওয়ার্ক ব্লগ তৈরি করা হবে। গুগোল থেকে আর্টিকেল স্ক্র্যাপ করে আর্টিকেল স্পিন করা হবে। আর্টিকেল 90%+ ইউনিক হতে হবে।
  • ১০০ টা সোশ্যাল বুকমার্ক। Senuke দিয়েই করা হবে।
  • ১০০ টা উইকি টিউন করা হবে। (Keyword Anchor Variation Must)
  • দ্রুত ইনডেক্সের জন্য Linklicious.me তে সব ব্যাকলিঙ্ক সাবমিট করা হবে।

(যাদের সফটওয়্যার নাই তারা গত সপ্তাহের লিঙ্ক বিল্ডিং ফলো করেন এতেও কাজ হয়ে যাবে। আমি সবকিছু দ্রুত করতে চাই বলে সফটওয়্যার ব্যবহার করি। এখানে বলা যায় ৫টা সফটওয়্যার অটো ব্যাকলিঙ্কের চাইতে ১টা ম্যানুয়াল হ্যান্ডমেড সফটওয়্যার বেশি কাজ করে।)

৫ম দিনঃ

  • কি ওয়ার্ড অনুযায়ী আর্টিকেল পাবলিশ করা হবে
  • এই ১০ দিনের কাজের রেজাল্টের উপর ভিত্তি করে পরবর্তী কাজ প্রকাশ করা হবে।

Level 2

আমি Saon Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 364 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Ami jante cai............


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vai apni to jinious person. আপনার স্পর্শ পেলে তো আমি কিছু করতে পারতাম। প্লিস আপনার ফব আইডি টা দিবেন ,

ধন্যবাদ শাওন ভাই ২য় টিউনটি করার জন্য । আমি SEO এর বেসিক মোটামোটি সবই জানি । তবে “web 2.0 ব্লগ খোলা” এর মানে বুঝিনাই । web 2.0টা একটু বুঝিয়ে বললে খুব খুশি হতাম ।

    @Tanvir Mustafa Joy: Blogger.com, wordpress.com, web.com egulo sob e web 2.0 site. Ei site gulote apni nijer jonno blog ba site banate parben. Dhoren blogspot e 1ta blog e khule apnar main site keyword related 1ta article publish korlen apnar main site k point kore. Etai web 2.0 backlink.

শাওন ভাই Cleanfiles.net এ Apply করার জন্য Method Information এর স্টেপ গুলো সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতেন উদাহরণ সহ তাহলে খুব ভালো হত।
১) Why are you joining Cleanfiles?

২) What methods will you use to promote Cleanfiles links?

৩) List Websites (One Per Line, Optional) এখানে কিভাবে সাইটের নাম লিখবো ?
Exm : http://www.abc.com or http://abc.com/ ? আর একাধিক সাইট হলে কি একটা সাইটের নাম লিখে কমা দিয়ে আরেকটা সাইটের নাম লিখবো ?

৪) List YouTube Channels (One Per Line, Optional) এখানে কি ইউটিউব চ্যানেলের ইউজারনেম দিবো ? নাকি যেই মেইল Address দিয়ে চ্যানেলটি খোলা সেইটি দিবো ?

    @নিউ রফিক: Hm, jodio kono application copy paste kore approve korano jay na. Tobuo apnar subidhar jonno example dicchi.

    1. I heard clean file offering highest revenue from other ppd network and they are not shaving publishers earning money. I was looking for a program which is paying weekly payment without any hassle. In this case I believe cleanfile can be the best network for me.

    2. I am a search engine optimizer and I know how to bring traffic. I will upload latest ebook, exclusive tutorial, custom made software etc on clean file and share the link on my site. Because my every content going to be good and rare so I hope I can bring decent and legit lead for advertisers.

    3. http://www.xyz.com/
    http://www.xyz.com (jevabei likhen problem nai)

    4. Youtube channel address

    Ei dhoroner application hote hobe emon kono kotha nai. But apni ekhan theke dharona nite paren.

অনলাইনে মাসিক আয় লক্ষাধিক টাকা, আসলেই কি সম্ভব?

এটা অসম্ভব কিছু না। শুধু লক্ষ্যটা অটুট থাকতে হবে।

Brother apner 1st post porlam. you are 100% right. apner 1st post porer por ami PPD, CPA ar bapare google searching suru korlam. “Downloading website ar jonno good news………………………….”

Vai ami FileIce.net, Sharecash.org a account open kortay parci but Cleanfiles.net account open hoyni. 24 hours hoye gasay.

Tobe amer mone hoy PPD na CPA e main earning source. but CPA websit a kivabe registration kortay hoy & kivave file upload & content lock kortay hoy zanaben.

Amer mone hossay ata adsense ar good alter. Good payment, good paymant way. Like paypal, payza, payoneer etc.

Thanks….

    @শাহনেওয়াজ রহমানী: হ্যাঁ আপনার কথা ঠিক, ppd না cpa মেইন ইনকাম সোর্স। PPD নেটওয়ার্ক গুলো বিভিন্ন CPA কোম্পানির অফার ব্যবহার করে থাকে। ১জন এডভারটাইজার তার কোম্পানির লিডের জন্য সরাসরি CPA কোম্পানির সাথে যোগাযোগ করবে আর PPD নেটওয়ার্ক তাদের কাছ থেকে অফারগুলো প্রমোট করার জন্য নিবে। বুঝতেই পারছেন নিজেদের লাভ রেখেই কোম্পানিগুলো আপনাকে টাকা দিচ্ছে। আপনি যদি সরাসরি CPA কোম্পানির হয়ে লিড এনে দিয়ে যদি ২$ পান তাহলে PPD কোম্পানির হয়ে পাবেন হয়তো ১.৮৫$. বাকি .১৫$ PPD কোম্পানির। তবে CPA নেটওয়ার্কে প্রবেশ করার আগে আপনাকে PPD এক্সপার্ট হতেই হবে, যেমন ক্লাস ১০ এ পড়ার আগে আমাদের ক্লাস ৯ এ পাশ করতে হয়েছিল। আগে কেন PPD এক্সপার্ট হতে হবে তা বুঝাতে গেলে আরও অনেক কিছু সম্পর্কে বলা লাগে যা কমেন্টের মাধ্যমে সম্ভব না। তবে অনেকেই যদি জানতে চায় তাহলে বিস্তারিত টিউন করবো।

Facebook a freind request korlam ….accept korun……..

      @Saon A Menz: ভাই খুবই শেখার পোষ্ট। আপনাকে আমার গুরু হিসাবে পেতে চাই। এজন্য স্ক্যাইপ এবং ফেসবুক থেকে আপনাকে এড করেছি কিন্তু আপনি এখনো এক্সসেপ্ট করেননি। আমার স্কাইপ আইডি : anovob , Facebook : http://www.facebook.com/anovob. আপনার সাথে যোগাযোগ করতে পারলে খুবই উপকার হত।

Level 0

অনেক ইচ্ছা ছিল আপনার ”লক্ষ টাকার মিশনের” ২য় পোষ্ট টাতে প্রথম মন্তব্য করার । কিন্তু মিস করে ফেললাম……।।
আপনার পোষ্ট গুলো সব সময় আমার ভালো লাগে । কিন্তু লগ ইন করার অলসতায় মন্তব্য করা হয় না। কিন্তু আজ অলসতা ভেঙ্গে দিলাম । আপনি প্রবাসে থেকেও আমাদের যে ভাবে গাইড লাইন দিচ্ছেন তা অভাবনীয়। এ দেশে তো বর্তমানে এখন অনলাইন আয় নিয়ে শুরু হয়েছে একধরনের প্রতারণা …অলিতে গলিতে গড়ে উঠেছে ট্রেনিং সেন্টার । যারা হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা । আমি নিজেও এর ভুক্ত ভুগি। প্রতিষ্ঠানের নাম বলবনা … পাঁচ হাজার টাকা দিয়ে কোর্স শুরু করেছিলাম ।। ওমা মাত্র ৮ টি ক্লাসে কোর্স শেষ …তাও আবার ২ ঘণ্টার । মাথায় কিছুই ঢুকলোনা। ওরা আমাকে যা শিখিয়েছে তার চেয়ে আমি অনেক বেশী শিখেছি Google ও Techtunes থেকে । আপনাদের মত এমন কিছু নিঃস্বার্থ লোকের জন্য আমরা কিছু শিখতে পারছি । শাওন ভাই আপনার আপনার মিশন চালিয়ে যান আমরা আপনার সাথেই আছি । আল্লাহ্‌ আপনাদের মঙ্গল করুক ………

@ITtrickBD.Com: এই সমস্ত ফকিরের কাজ কাম ছাড়েন।

Level 0

আপনাদের যদি কারো Web 2.0 সাইটের লিস্ট লাগে আপনারা সাথে যোগাযোগ করুন । আমি কিছুদিন আগে Odesk এ অস্ট্রেলিয়ার এক বায়ারের কাজ করেছিলাম । কাজটি ছিল ১০০ Web 2.0 সাইটে Sine Up করার । বায়ার আমাকে একটা
Web 2.0 সাইটের লিস্ট দিয়েছিল । আপনারা কেউ চাইলে [email protected] এ যোগাযোগ করুন।

Level 0

শাওন ভাই আমার একটু উপকার করেন । যদি Captcha Sniper টুল টার ডাউনলোড লিঙ্ক টা দিতেন ,তাহলে আমি খুব উপকৃত হতাম । আপনার আগের একটা পোস্টে যে লিঙ্ক টা ছিল তা নষ্ট হয়ে গেছে ।…।। ধন্যবাদ

    @Rayhan: Rayhan ভাই Captcha Sniper X3 ডাউনলোড লিঙ্ক : http://uploaded.net/file/1himm81z (নেট থেকে সংগ্রহীত)

    Web 2.0 সাইটের লিস্ট এখানে সবাইকে দিবেন আশাকরি।

    @Rayhan: হয়তো আপনি টুলটি পেয়ে গেছেন। না পেলে আমাকে জানাবেন। আমার দায়িত্ব আমি পালন করছি মাত্র। একসময় টিটি থেকে অনেক কিছু নিয়েছি আর সেই দায়িত্ববোধ থেকেই এই সব লিখালিখি করি। কষ্ট করেন আর চালিয়ে যান সফলতা আসবেই এক সময়।

Bhaia amar akta download site ase per day unique visitor 1100+ ..ami oikhane sudo download link share kori..ami bangladeshe a thaki tai upload korte pari na..akhon ami oi download link theke income korte pari? Plsease akto janaben bhaia

    @নাজমুল: Na vaiya apnake upload kortei hobe. Apni caile linkbucks er content locker ads use korte paren. Oder site theke apnar upload deya lagbena.

Saon ভাই আপনাকে অশেষ ধন্যবাদ লক্ষ টাকার মিশন ২য় পর্ব প্রকাশ করার জন্য। চালিয়ে যান আপনার সাথে আছি।

Level 0

ইউটিউবে ১টা ভিডিও আপলোড করা হবে
Bhai ki rokom video upload karbo?

Donnobad second tune-er jonno

    @mana: যে আর্টিকেল পাবলিশ করবেন সেই আর্টিকেল ভিত্তিক ভিডিও আপলোড করবেন যেখানে আপনার আর্টিকেল এর লিংক থাকবে।

      Level 0

      @ডিজিটাল পাগল : doron, ami jodo idm niye post rori tahole idm -er video ki video dite hobe?
      se kherte ki amake idm -er somporke video toiri kore upload korte hobe naki sodo onno source ba youtube -er modde idm -er somporke j video golo ache tader j-kono ekti dile-i hobe?.

        @mana: আপনাকে নিজে ভিডিও তৈরি করতে হবে। যেমন idm কিভাবে কাজ করে বা আপনার সাইট থেকে কিভাবে idm ডাউনলোড করা যাবে ইত্যাদি। সেই সাথে ভিডিওতে আপনার সাইট এর লিংক এবং কোথা থেকে ডাউনলোড করা যাবে সেই লিংক রাখতে হবে।

ভাই খুবই শেখার পোষ্ট। আপনাকে আমার গুরু হিসাবে পেতে চাই। এজন্য প্রায় ১ মাস হল স্ক্যাইপ এবং ফেসবুক থেকে আপনাকে এড করেছি কিন্তু আপনি এখনো এক্সসেপ্ট করেননি। আমার স্কাইপ আইডি : anovob , Facebook : http://www.facebook.com/anovob. আপনার সাথে যোগাযোগ করতে পারলে খুবই উপকার হত।

Level 1

please eil http://www.ebloglink.com site ta dakban r ei site a apner system a earn kora jai ke na ekto bolban r ha ami o ekjon probashi banglai thanks

    @imran87h: download site hole kaj hobe ppd diye.

      @Saon A Menz: ভাই! Blogger.com-এ সর্বোচ্চ কত গুলো Keywords ব্যবহার করতে পারবো? মানে; আমি বলতে চাইছি যে, Blogger.com-এ যদি একটি Web 2.0 খুলি SEO-এর জন্য আমি ঐ ব্লগে কতগুলো Keywords; meta tage-এ Input করতে পারবো???

Level 0

vai blogspot er site ki web 2.0?

vai chaleay jan

Level 0

Vai thanks for your second tune.
Saon ভাই আমার aplication টা reject করে দিসে। তাই please যদি আপনার রেফারেল লিংক তা দিতেন খুভ ভালো হত. আপনি চাইলে আমার মেইল এ দিতে পারেন। [email protected]

Level 0

আমাকে প্লিজ একটু জানাবেন কি করে stumbleupon এবং reddit ব্যবহার করে হাজার হাজার ভিজিটর আনা যায়। শুধু একটু ইশারা ইঙ্গিত দিলেই হবে। প্লিজ ভাই, প্লিজ প্লিজ প্লিজ…

প্লিজ টু দ্যা পাওয়ার ইনফিনিটিভ… আপনি ছাড়া কেউই সঠিক ট্রিক্স শেয়ার করে না…
তাছাড়া blackhat বলে যে একটা seo আছে এইটা আপনি ছাড়া কেউ স্বীকার পর্যন্ত করে না। এমন ভাব সবাই white hat seo পীর হয়ে লক্ষ লক্ষ visitor আনে… আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আপনার মুল্যবান সময় নস্ট করে আমাদের সেবা করছেন। I know this takes a big heart, lots of effort and pure guts to do something like what you are doing…

Hats off

আমার ইমেইল [email protected]

তবে সবচেয়ে ভালো হয় ঐ বিষয় নিয়ে একটা টিউন করলে… অনেকেই জানতে চায়…

Level 1

যারা মানুষ কে পথ দেখাই তারা আল্লাহর তরপ থেকে হাজারও পথ খুজে পাই আপনার পোস্ট টা ভালো উপকারে আসবে। আমি ২০০৬ থেকে অনলাইনে আয় করার জন্য পাগলের মত ছুটা ছুটি করতেছি সফল ও হইসা কিন্তু কাজে তুলানি অনাকে কম। যাই হক আমি আমার একটা সাইট তাকে ২৬০০ ইউরো অ্যাডসেন্স থেকে আয় করেছি । এই ebloglink.com সাইট টা তে অ্যাডসেন্স অ্যাড বন্দ হই গেছে। এখন আমি আপনের হেল্প চাই যে আমি আমার এই ebloglink.com কে ডাউনলোড সাইট করে আয় করতে চাই। আমি মনে কিরে আপনারে আমাকে হেল্প করবেন।

আর হ্যাঁ আপনের এই প্রোজেক্ট এর লিংক টা শেয়ার করলে এই বেপার টা আরও সহজ হবে। যদি আপনি মনে করেন এইটা আপনের প্রোজেক্ট এর ক্ষতি হবে তাহলে প্লিস আমাকে ইমেইল করবেন। [email protected]
আথবা উদাহরণ সাইট এর লিংক দিবেন।

Both time same reply bro ! what i will do now .plss tell me

Dear Md.Mahamud hasan

Unfortunately, your application was not accepted.
Your information was reviewed and not considered adequate to be a part of the CleanFiles network.
The reason your application was not accepted is below:

Your account application was disregarded because the fields on your application were regarded as misleading, illegible, or spammy/malicious.

Reapplying for acceptance into the network is an option. To do so, simply fill out another application.
If you do, please elaborate on all fields and make sure your application contains accurate information.

Level 0

bro apner auto bloging post er 2ta software samurai and senuke konotai kaj korse na.Ki korte pari?

Level 0

Thanks for 2nd tune.

Level 0

vai bloggere ki ভাবে cleanfile web verify korbo

ভাই আমি একবারে নতুন অ্যান্ড আমি অনলিনে আই করতে চাই।প্রথম আমাকে কি করতে হবে???

Level 0

ভাই আমি এড নেটওয়ার্ক বিশয়ে আপনার সাথে চ্যাট করতে চাই বাই ফেসবুক,আমার এই মুহূর্তে টাকা টা খুব দরকার,অন্তত প্রাইভেট পড়ার টাকা টা ।আমি আমার ব্লগে এড দিতে চাই প্লিজ আমায় লেখাপড়া চালাতে এই হেল্প টুকু করেন.আমার মেইল:[email protected]/kaiumhasanr2pls help me for my continue studies.আমি আপনার অপেক্ষায় আছি॥॥॥॥

Level 0

আস্সালামু আলাইকুম
প্রথমেই সালাম নিবনে আমার।
শুভ সকাল
টিটি’তে রয়েছে হাজার হাজার ফ্রীল্যান্সার এর আসা-যাওয়া।
আমি নিশ্চত যে কম হলেও অনেকেই পারবেন আমার মত ছাত্রদের পাশে দাড়াতে।
অনলাইনে আয় করার সহজ এবং কঠিন দুটোই আপনাদের যানা।
যারা(আমার মত) অনলাইনে আয় করার মাধ্যম শেখার জন্য প্রস্তুত।কিন্তু কোন পৃষ্ঠপোষকতার অভাবে ঝড়ে পড়ে,আপনাদের কাছে আমার মত অসহায় ছাত্রদের পক্ষে একটাই চাওয়া যে,এমন একটা সহজ কাজ/পদ্ধতি আমাদের দিন যাতে আমরা অন্তত ইন্টারনেট বিলটা পেতে পারি।
PLEASE PLEASE PLEASE একটা পোস্ট করুন আমাদের জন্য।।।।।।।

Level 0

অসংখ ধন্যবাদ।