অনলাইনে মাসিক আয় লক্ষাধিক টাকা, আসলেই কি সম্ভব? শুরু হয়ে যাক তাহলে এই লক্ষ টাকার মিশন (১ম সপ্তাহ)

সবাইকে সালাম জানিয়ে শুরু করছি আজকের টিউন। সময়ের অভাবে এতদিন টিউন করতে পারি নাই, টেকটিউনস এর জন্য সবসময় একটু বেশি ভালবাসা থাকে যা আমাকে লিখয়েই ছাড়ে। আর দায়িত্ব তো আছেই কারন এই টিটিতেই তো আমার বর্তমান সফলতার অঙ্কুর ফুটেছিল। আর তাই একটু গ্যাপ পরলেই প্রেসার আর তারপর টিউন করা। অনেকেই নতুন টিউনের জন্য আমাকে মেসেজ পাঠান আর আপনাদের ভালবাসার প্রতিদান দিতেই এখানে ছুটে আসি। আজকে থেকে আমি নতুন এক জার্নি শুরু করব বলে টিউন করতে আসা।

যাইহোক, অনেকেই আমাকে লাইভ প্রোজেক্ট নিয়ে টিউন করতে বলেছিলেন, আর অনেকেরই অভিযোগ তারা এস ই ও জেনেও ঠিকমতো আয় করতে পারছেন না কারন তারা আগে কখনো লাইভ প্রোজেক্ট কাজ করেন নাই। অনেকেই শুরু করে বসে আছেন কিন্তু পরবর্তী কাজ কিভাবে করবেন তা বুঝতে পারছেন না। তাদের জন্য মনে হয় অনেকটা সুবিধাই হবে।সম্পূর্ণ ভিন্ন ১ ধরনের মেথডকে অবলম্বন করে অনলাইনে প্রতিদিন মিনিমাম 50$ আয় করাই হল আমার নতুন মিশন। আপনারা চাইলে আমার আমার সম্পূর্ণ কাজ ফলো করতে পারেন তবে এইটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি সম্পূর্ণ এক সপ্তাহের কাজের শিডিউল সপ্তাহে একবার টিউন আকারে প্রকাশ করব ওই সপ্তাহের সম্পূর্ণ কাজের আপডেট আর ওই দিনের আয়ের স্ক্রিনশট প্রুফ আকারে ওই টিউনেই প্রকাশ করব। হয়ত ২ ১ দিন মিস যেতে পারে। আমি আগে থেকেই বলে রাখতে চাই গতমাস থেকে আমি শুধু মাত্র এই কাজ শুরু করার জন্য বিভিন্ন কাজ করেছি আর এখন পর্যন্ত এর ফলাফল পজেটিভ বলেই এই জার্নি শুরু করেছি। এই টার্গেট ফুলফিল করতে হয়ত আমার ২ মাস লাগতে পারে আবার ৪ মাসও লাগতে পারে। তবে যতদিন না ডেইলি ৫০ ডলারে রিচ করতে পারি আমি থামবো না। যতদিন অন্তত একজন এই জার্নি ফলো করবেন ততদিন আমি আপডেট দিব এইটা আমি কথা দিলাম। সাইট এডমিন যদি মনে করেন আমার এই লাইভ প্রোজেক্ট কারো কাজে আসবে তাহলে অনুরোধ রইলো চেইন টিউন করে দিবার।

শুরু করার আগে কিছু বলা প্রয়োজন। আমি এখানে বেসিক এস ই ও নিয়ে আলোচনা করব না, তাই এমন কেউ এই জার্নি ফলো করবেন না যিনি এস ই ও কি সেটাই জানেন না। আমি এইটা বলছি না যে আপনাকে খুব ভালো এস ই ও জানতে হবে তবে হ্যা আপনার প্রতিদিনের কাজ আপনাকেই সম্পূর্ণ করতে হবে। প্রয়োজনে গুগোল এর সাহায্য নিবেন। তো শুরু করা যাকঃ

THE ULTIMATE PPD HACKERS MISSION 2013 (Reach Daily 50$+ With Exclusive PPD Method)

সম্পূর্ণ প্রোজেক্ট সম্পর্কে জানুন আর তারপর সিদ্ধান্ত নিনঃ

আমরা এখানে PPD NETWORK (Pay Per Download) কে টার্গেট করে আমাদের যাত্রা পরিচালনা করব। অনেকেই হয়ত জানেন না এই নেটওয়ার্ক সম্পর্কে তাদের জন্য খুব অল্প সময়ে এর সম্পর্কে বলবো কারন সামনে অনেক কাজ পরে আছে। আমরা বিভিন্ন সময় কোন সফটওয়ার, গেমস ডাউনলোড করার জন্য YOU TUBE ব্রাউজ করে থাকি, সেই সব ডাউনলোড লিঙ্কে ক্লিক করলে দেখা যায় লিঙ্ক লক করা আছে সাথে কিছু সার্ভে করার লিঙ্ক থাকে। যতক্ষণ পর্যন্ত না সার্ভে কমপ্লিট হবে না ততখন লিঙ্ক ও আনলক হবেনা অর্থাৎ ডাউনলোড করা যাবেনা। এখানে ১টা স্যাম্পল দেখেনঃ

আমরা এইখানে ইউটিউব আর ব্লগ ২টাই ব্যবহার করবো। এখন প্রস্ন হল এই ধরনের ১টা ডাউনলোড এর জন্য কত আয় হয়? এইটা ভাই অফারের উপর ডিপেন্ড করে। অফার ভেদে আপনার প্রতি ডাউনলোড 0.৫ ডলার থেকে শুরু করে ৫০ ডলার পর্যন্ত হতে পারে। তবে আমার দেখা মতে গড়ে প্রতি ডাউনলোড ১ ডলার করে পাওয়া যায়। এখন আপনার মনে একটু খটকা লাগতেই পারে যে সামান্য ডাউনলোডের জন্য কেউ সার্ভে করে নাকি? এই প্রস্ন আমারও ছিল আর ঠিক একারনেই আমি এই মাস এটার উপর লাইভ একপেরিমেন্ট করেই আগ্রহি হয়েছি। শুধু মাত্র ব্লগে ২টা টিউন দিয়ে শুরু করলাম আর ডাউনলোড লিঙ্ক লক করে সার্ভে করতে দিলাম। টিউন ২টা র‍্যাঙ্কিং আনলাম আর অপেক্ষা করতে লাগলাম। প্রায় আড়াই ঘনটা পর প্রথম ডাউনলোড হল আর সেইটার জন্য আমি 1.40$ আয় করলাম। সম্পূর্ণ শিউর হবার জন্য এই মাস পুরোটা দেখলাম। এই মাসে আমার আয় হয়েছে টোটাল 71.16$ যার মধ্যে 69$ আমি উইথড্র করে ফেলছি। লিডার বোর্ডে যারা আছে তাদের এই মাসের আয়ও দেখেন আর তাহলেই বুঝাবেন ডেইলি ৫০ ডলার কিছুই না। আপনাকে অবশ্যই এমন কিছু দিতে হবে যার চাহিদা আছে কিন্তু নেট এ জথেস্ত পরিমানে নাই। যেমন আপনি যদি VLC MEDIA PLAYER আপলোড করে সার্ভে লিঙ্ক দেন তাহলে ভিজিটর দেখেই ভাগবে কারন এইটা যেকোনো জায়গাতেই সে পাবে। আর আপনি যদি power dvd 15 বা আরও লেটেস্ট প্লেয়ারের সিরিয়াল কি বা কিজেন দেন তাহলে ইউজারকে সেইটা ডাউনলোড করতে হবে কারন তার এইটা প্রয়োজন প্লাস সে এইটা ফ্রিতে পাবেনা। প্রয়োজনে কিছুখন স্টাডি করেন অনেক কিছু বুঝতে পারবেন। পেমেন্টপ্রুফ সহ কিছু স্ক্রিনশটঃ

পাইওনিয়ার দিয়ে পেমেন্ট নিলাম -

এবার দেখেন মাসিক লিডারদের ইনকামের অবস্থা!

মাথা খারাপ হইয়া যায় নাই তো? আমি জানি এইটা সম্ভব এবং খুব ভালভাবেই সম্ভব। যদি লক্ষ্য নিয়ে আগান যায় তাহলে এইটা কোন ব্যাপার না। মাথার একটু বুদ্ধি আর একটু কষ্ট করা লাগবে এই যা আর কি।

এই ধরনের পিপিডি নেটওয়ার্ক অনেক আছে তবে এদের মধ্যে Sharecash, fileice, cleanfiles জনপ্রিয়। আমি cleanfiles নেটওয়ার্ক চালাই। এখন পর্যন্ত ভালো সার্ভিস পাচ্ছি আর পেমেন্টও খুব ভালো। ওরা সপ্তাহিক পে আউট করে তবে আপনাকে মিনিমাম ৫০ ডলার ব্যালান্স জমা করতে হবে। পে আউট এর জন্য পেপাল থেকে শুরু করে মাস্টার কার্ড, ব্যাঙ্ক ট্র্যান্সফার সহ সব সাপোর্ট করে।

[কেউ যদি ইচ্ছে করেন তাহলে CPA NETWORK ব্যবহার করতে পারেন PPD এর জায়গায়, এইক্ষেত্রে আপনাকে কন্টেন্ট লকার ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে AM এর সাথে অবশ্যই কন্টাক্ট করে নিবেন।  আজাইরা ব্যান খাইয়া আমাকে বইকেন না আবার। আপনার অফারগুলো চুজ করে সেটিং করে নিতে পারলেই হল তাহলে আর নতুন করে অন্য কোন PPD সাইটে নতুন করে জয়েন করতে হবেনা। ]

কিছু PPD সাইট এর লিঙ্কঃ

FileIce.com.net

Sharecash.org

Cleanfiles.net

Filesumit.com

কিছু CPA সাইট লিস্তঃ

Maxbounty.com

Peerfly.com

Adworkmedia.com

Neobounty.com

clickbooth.com

Incent.ly

And much more

এই প্রোজেক্ট কে সাকসেসফুল করার জন্য কোন কোন স্কিল প্রয়োজন তা দেখে নেইঃ

১। আমি নিজেই খুব কঠোর পরিশ্রম করতে পারি, একটানা ৩১ ঘণ্টা পর্যন্ত কাজ করার রেকর্ড আমার আছে।

২। আপনি কি ওয়ার্ড রিসার্চ করতে জানেন আর কি ওয়ার্ড এর কম্পিটেশন বের করতে পারেন।

৩। আপনি এস ই ও সম্পর্কে বেসিক সব কিছুই জানেন শুধু মাত্র ইন্সট্রাকশন পেলেই কাজ করতে পারবেন।

৪। আপনার যথেষ্ট ধৈর্য আছে এবং আপনি খুব সহজেই হাল ছারেন না।

আমাদের যা যা প্রয়োজন পরবেঃ

১। অবশ্যই প্রচুর সময় কারন আপনাকে প্রথম অবস্থায় অনেক কাজ করতে হবে। তাই হাতে পর্যাপ্ত সময় থাকলেই শুরু করবেন।

২। ১টা ব্লগস্পট সাইট (পেইড হলেও সমস্যা নাই)

৩। ৩ ৪ টা ইউ টিউব একাউন্ট (ফোন ভেরিফাই করা থাকতে হবে।) অবশ্যই মাল্টিপল ইমেইল আইডি দিয়ে তৈরি থাকা লাগবে। (এইটা পরে হলেও চলবে, প্লান B এর জন্য প্রযোজ্য।

৪। যে কোন পিপিডি নেটওয়ার্ক এর মেম্বার হওয়া লাগবে। শুধু মাত্র ব্লগ চালু করার পর এপ্লাই করবেন এতে ডিনাই হবার চান্স কম থাকে। অসম্পূর্ণ সাইট রিভিউ তে দিবেন না। CF এ জয়েন করলে টিউমেন্টে আমার রেফারেল লিঙ্ক দেয়া আছে ইচ্ছে করলে ওইটা ব্যবহার করতে পারেন ২৪ ঘণ্টার মদ্ধেই এপ্রুভ হয়ে যাবেন। আর যদি না চান তবে সরাসরি উপরের এড্রেস থেকে এপ্লাই করে ফেলেন। আমি sharecash আর fileice এখনো ব্যবহার করি নাই তবে তারা জেনুইন নেটওয়ার্ক এইটা আমি নিশ্চিত। তো এপ্লাই করুন পছন্দ মতো।

Let's Begin The Journey:

১ম দিনঃ

প্রথমেই ভালো কোন NICHE খুজে বের করতে হবে যা ডাউনলোড চাহিদা বেশি আর তা খুব সহজেই নেট থেকে পাওয়া যায় না। সেক্ষেত্রে অনেকেই KEYGEN, WORKING SERIAL, PATCH এই ধরনের NICHE পছন্দ করে।

কমপক্ষে ১০টা কি ওয়ার্ড সিলেক্ট করব যার লোকাল মাস্থলি সার্চ ভ্যালু মিনিমাম ১০০০+ আর কম্পেটিশন লো। কম্পিটেশন চেক করার জন্য ট্রাফিক ট্রাভিস ১টা ভালো টুল।

ভালো কি ওয়ার্ড পেয়ে গেলে ডোমেইনে কি ওয়ার্ড ব্যবহার করে ব্লগ রেজিস্টার করা হবে

মিনিমাম ৩০০ শব্দের ৩টা ইউনিক আর্টিকেল কি ওয়ার্ড ডেনসিটি ২%-৩% সহ রিলেভন্ট ইমেজ যুক্ত করা হবে। ডাউনলোড ফাইল পিপিডি সাইটে আপলোড করে লিঙ্ক শেয়ার করা হবে।

টিউন গুলো পিং করা হবে।

Task Complete Confirmation:  Complete

Today Earn (With ScrSht):       3.6$

২য় দিনঃ

আশা করা যায় আমার টিউনগুলো ইনডেক্স হয়ে গেছে। এবার সাইটের অনপেইজ অপটিমাইজেশন শুরু করা হবে। অনপেজের যত ফ্যাক্টর গুলো আছে সব ঠিকঠাক করে ফেলব এই দিনে। ডিফল্ট থিম চেঞ্জ করা হবে। সাথে টুকটাক যা কাজ থাকে ওইগুলো শেষ করে ফেলতে হবে।

Task Complete Confirmation:  Complete

Today Earn (With ScrSht):     8.03$

৩য় দিনঃ

নতুন কি ওয়ার্ড নিয়ে আর ১টা আর্টিকেল পাবলিশ করা হবে।

সব কিছু ঠিকঠাক থাকলে সাইটম্যাপ সহ গুগলে সাইট সাবমিট করবো।

অন্য সকল সার্চ ইঞ্জিনে সাইট সাবমিট করা হবে।

Task Complete Confirmation:  Complete

Today Earn (With ScrSht):        1.77$

৪র্থ দিনঃ

আজ থেকে অফ পেজ শুরু করা হবে। প্রথমেই বিভিন্ন সাইটে প্রথম ২ টা টিউনের ২০ টা বুকমার্ক করা হবে। বিভিন্ন ফিড RSS সাইটে সাইট সাবমিট করা হবে। সাইটের জন্য ১টা ফেসবুক পেজ খোলা হবে আর লাইকের জন্য লিঙ্ক কলাইডার (না জানা থাকলে এই টিউন দেখুন।) ব্যবহার করা হবে। টুইটার আর গুগল প্লাসে সব টিউনের লিঙ্ক শেয়ার করা হবে। সোশ্যাল সিগন্যাল ভালভাবে পেলে কাজ অনেক সহজ হবে। শেয়ার, লাইক, প্লাস আর টুইট সেই ক্ষেত্রে অনেক কাজের।

Task Complete Confirmation:  Complete

Today Earn (With ScrSht):         2.79$

৫ম দিনঃ

প্রথমেই নতুন আর ১টা কি ওয়ার্ড টার্গেট করে নতুন আর্টিকেল পাবলিশ করা হবে। এর পর বুকমার্ক করা হয় নাই এই টিউনগুলোর সোশ্যাল বুকমার্ক শেষ করতে হবে।

এখন থেকে আমরা কি ওয়ার্ড টার্গেট করে আগাবো। নিজের কি ওয়ার্ড সহ অরগানিক র‍্যাঙ্কিং ইম্প্রুভ করার চেষ্টা করব। এই মুহূর্তে আমি হাই পি আর (২ থেকে ৭ অরজিনাল র‍্যাঙ্ক, রুট ডোমেইন র‍্যাঙ্ক না) ডু ফলো ব্যাকলিঙ্ক ক্রিয়েট করব। আউট বাউণ্ড লিঙ্ক ১০০ এর উপরে যাবেনা। এই ক্ষেত্রে আমি ব্লগ টিউমেন্ট করে ডু ফলো ব্যাকলিঙ্ক নিবো যেহেতু আমার কাছে ফ্রেশ লিস্ট আছে। খুব অল্প পরিশ্রমে পাওয়ারফুল ব্যাকলিঙ্ক। এঙ্কর টেক্সটে মেইন কি ওয়ার্ড সহ রিলেটেড কি ওয়ার্ড থাকবে। আজকে ২টা কি ওয়ার্ডের জন্য ২০টা করে ব্লগ টিউমেন্ট করা হবে। (এইটাতে কারো সমস্যা হলে নিচের পদ্ধতি ফলো করেন অথবা অন্য কোন ধরনের ব্যাকলিঙ্ক করেন যেমন আর্টিকেল ডিরেক্টরি সাবমিশন, ফোরাম টিউনিং, ডিরেক্টরি সাবমিশন ইত্যাদি। তবে হাই পি আর আর ডু ফলো সাইট সিলেক্ট করা জরুরী।

Task Complete Confirmation:  Complete

Today Earn (With ScrSht):         2.88$

৬ষ্ঠ দিনঃ

আজকে মেইন কি ওয়ার্ডের জন্য আর ১টা টিউনের জন্য ৩টা web2.0 ব্লগ তৈরি করা হবে। আর্টিকেল এ মেইন কি ওয়ার্ড এর পাশাপাশি সাব কি ওয়ার্ড থাকতে পারবে।

এই জায়গাতে এত হাই কোয়ালিটি আর্টিকেল আমার লাগবেনা বিভিন্ন সাইট থেকে আর্টিকেল স্ক্র্যাপ করা হবে আর তারপর একে হেভিলি স্পিন করা হবে। এইটা লক্ষ্য রাখব জাতে আর্টিকেল HUMAN READABILITY সম্পন্ন হয়।

          Task Complete Confirmation:  Complete

Today Earn (With ScrSht):          12.09$

৭ম দিনঃ

টারগেটেড কি ওয়ার্ড এর রিলেটেড কি ওয়ার্ড নিয়ে ব্লগে টিউন করা হবে।

যতটুকু ডিপ ইন্টারনাল লিঙ্কিং করতে হবে আর সেই ক্ষেত্রে লং টেইল রিলেটেড কিওয়ার্ড ভালো কাজে আসবে। আজকে আবার কিছু ব্লগ টিউমেন্ট করা হবে তবে ভিন্ন ডোমেইনে। আমি সব ক্ষেত্রে যথা সম্ভব ইউনিক আর হাই পেজ র‍্যাঙ্ক সাইটে লিঙ্ক বিল্ডিং করতে পেরেছি।

          Task Complete Confirmation:  Complete

Today Earn (With ScrSht):      0.88$ (অফার অপটিমাইজেশনে কিছু প্রব্লেম হওয়াতে আরনিং ড্রপ করছে।)

আশা করছি খুব অল্প কয়েকদিনের মধ্যে থেকেই ভালো কিছু রেজাল্ট পাবো। না পেলেও সমস্যা নাই আমি চালিয়েই যাবো। সামনের সপ্তাহ থেকে ইউ টিউব ব্যবহার করা লাগতে পারে তবে এখনো শিউর না। এই কাজ গুলো ইচ্ছে করলে ২ দিনেই করা যায় কিন্তু আমার অন্যান্য কাজের কারনে আমাকে একটু বেশি সময় নিতে হছে। আপনারাও কেউ যদি শুরু করেন তাহলে টিউমেন্টে জানাবেন এতে অনেক প্রস্ন উঠে আসবে কিন্তু অবাঞ্ছিত কোন প্রস্ন না। যেহেতু এস ই ও নিয়ে কাজ করবেন তাই আগে গুগোলকে ব্যবহার করা শিখেন তারপর অন্য জায়গা। আর ১টা কথা টিউনের কোথাও হয়ত ভুল থাকতে পারে হয়ত কিছু বাদ পরতে পারে। মনে এলে আপডেট করে দিব। আগামি এক সপ্তাহ এই পোস্তেই সকল কাজের আপডেট জানানো হবে।

Level 2

আমি Saon Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 364 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Ami jante cai............


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

VAI PRAI 1 BOSOR CPA NIA KHUB PORICOOM KORACE.KINTU KONO KAJ HOINI.ADER EPC(EARN PER CLICK) ONEK KOM.PROCHUR KHATTE HOI KINTU ASANURUP INCOME HOINA.AJONNO AKON AI KAJ CERE DIACE.AR CHEA DATA ENTRY ONEK VALO. “SHAON” APNAR BIPORITE KICU LIKCENA KARON AMIO APNAR AKJON FAN.AMI SUDHU AMAR TIKTO OVIGGOTAR KHOTHA JANALAM. THANKS

    @PARTHO KHAN: ভাই, আপনি ১ বছরেও CPA নিয়ে কিছু করতে পারেন নাই এইটা কি আপনার দুর্ভাগ্য নাকি আপনি ব্যর্থ এইটা নিয়েই আমি কনফিউশনে আছি। আপনি আপনার CPA অফারগুলো প্রমোট কিভাবে করতেন? যদি আপনি PPC মেথড ব্যবহার করে থাকেন তাহলে আপনার উচিত ছিল আপনার এডভারটাইজিং খরচ আর কমপ্লিট কনভারসেশন হিসাব নিকাশ করে অফার গুলো চুজ করা। আপনি যদি ইমেইল মারকেটিং নিয়ে কাজ করে থাকেন তাহলে আপনার অবশ্যই উচিত ছিল প্রচুর পরিমান জিওগ্রাফিকাল লকেটেড এবং ফ্রেশ ইমেইল এড্রেস কালেক্ট করা। সেক্ষেত্রেও আপনাকে অফার অনুযায়ী ইমেইল টেম্পলেট তৈরি করা উচিত ছিল। আপনি যদি এস ই ও মেথড ইউজ করে থাকেন তাহলে আপনাকে ভাবতে হবে আপনি কোন ধরনের ট্রাফিক আনতে পারছেন আর তাদের কি ধরনের অফার কমপ্লিট করতে দিচ্ছেন। সবকিছুর মুলেই হল যথেষ্ট পরিমান ট্রাফিক এবং টারগেটেড অডিয়েন্স কালেক্ট করা। আমি জানিনা আপনি কাজগুলো ঠিকঠাক মতো করতে পেরেছিলেন কিনা। এমন অনেকেই আছে যারা এই সি পি এ অফার প্রমট করে ডেইলি ১০০০ ডলার আয় করতেছে। তাই আপনার জন্য পরামর্শ থাকবে যাই করবেন সঠিক ভাবে করবেন। আর হ্যা শেষ কথাঃ Never Give UP……….

    @PARTHO KHAN: ভাই আপনি এক বছর ধরে ট্রাই করে বলতেছেন কাজ হয় নাই!!! আমি তো মাত্র তিন সপ্তাহ চেষ্টা করেই এখন আমার দৈনিক আয় ৭ ডলারের মত………

Saon ভাই টিউন চালিয়ে যান আপনার সাথে আছি

Level 0

এই সব ক্ষেত্রে হয় কি, কেউ একজন এমন ভাবে শুরু করলো যে, মানুষ উঠে পড়ে লাগলো পড়তে। কিছু দিন পর আর পোস্ট দেয়ার নাম না।
শাওন ভাই আপনাকে বলছি, প্লিজ পোস্টটি কনটিনিউ করবেন। তাতে করে কেউ না কেউ উপকৃত হবে।
আর এখানে অনেকেই আছে শুধু শুধু পোস্ট দেয়, জানা বিষয় গুলো একটু অন্যভাবে জানানো চেষ্টা করে। অনুরোধ আপনি এই পথে যাবেন না। যদিও এই রকম পোস্ট এটাই আমি প্রথম দেখলাম।
সবশেষে ধন্যবাদ, একটি অসাধারণ পোস্ট করার জন্য।
পরের পোস্টের আশায় থাকলাম।

    @MeghBalok: MeghBalok vaiar shthay ak mot

    @MeghBalok: আপনার কথায় যুক্তি আছে তবে মাঝ পথে দেখা গেল আপনাদের জন্য কষ্ট করে লেখা আর আপ্নারাই নাই। তখন কষ্ট করে লিখার মানে থাকেনা। আপনারা থাকলে এই পোস্ট শেষ হবে ইনশাল্লাহ।

Level 0

NEXT পোস্টের আশায় থাকলাম

চালিয়ে যান সাথে আছি @ শাওন

Level 0

ভাই, আমার প্রশ্ন ছিল
ধরুন, আমার সাইটে IDM, PHOTOSHOP প্রভৃতি SOFTWERE গুলোর ফুল ভারশন বা সিরিয়ালসহ দেই , তবে কি আমি বা আমার সাইট কোন রকম মামলায় পরতে পারি। ধরুন আয় করলাম ১০০$ কিন্তু জরিমানা হল অনেক বেশি ।
ভাই, আমি আপনার টিউনগগুলো ফোলো করার আন্তরিকভাবে চেষ্টা করব। তাই , আগেবাগে আমার ক্ষুদ্র মাথা আগত প্রশ্নটা করলাম৺৺৺৺৺৺৺৺৺

    @mana: কে আপনার জরিমানা করবে? খুব বেশি Chilling effect আপনার কন্টেন্ট গুগোল রেজাল্ট থেকে সরিয়ে দিতে পারবে এর চাইতে বেশি কিছু ওরা করতে পারবেনা।

Level 0

@শাওন ভাই আপনার টিউন এর জন্য অনেক ধন্যবাদ। আপনি এত কষ্ট করে টিউন করসেন তাই আপনার রেফারেল এই sign up করব। কিন্তু আপনার রেফারেল লিংক কই? আর ডেইলি কাজের বিবরণ টা র একটু ডিটেলস বইলেন প্লিজ। আমাদের জন্য খুভ ভালো হবে। আমি আপনার সাথে আসি চালিয়ে যান।

    ধন্যবাদ আপনাকে, কমেন্টে একবার রেফারেল লিঙ্ক দিয়েছিলাম এডমিন হয়তো রিমুভ করে দিছে। টিটি নীতিমালার বাইরে তো তাই আর কি। তবুও সমস্যা নাই আপনি ডিরেক্ট সাইনআপ করেন দেখেন আপ্রুভ করে কিনা। সাইনআপ করার সময় আপনার মার্কেটিং মেথড সুন্দর করে লিখার চেষ্টা করবেন। সমস্যা হলে আমাকে জানাবেন।

      Level 0

      @Saon A Menz: ধন্যবাদ আপনার reply এর জন্য। ভায়া মার্কেটিং মেথড কিভাবে লিখব বা কি লিখলে তারা লাইক করবে বেশি তা যদি একটু বলতেন খুব ভালো হত। আপনি চাইলে মেইল ও করতে পারেন। [email protected]. আল্লাহ আপনাকে দীর্ঘজীবি করুক।

        @suvronur: মার্কেটিং মেথড হল আপনি কিভাবে তাদেরকে ভ্যালিড লিড এনে দিবেন। সোজা কোথায় আপনি ট্রাফিক কিভাবে নিয়ে আসবেন। আপনি যদি ইউটিউব দিয়ে করতে চান তাহলে ইউটিউব এর কথা বলবেন, সাইট হলে সাইট, এস ই ও হলে এস ই ও অথবা পিপিসি ক্যাম্পেইনও হতে পারে। তাদেরকে বলবেন আপনার ব্লগ আছে আর সেখানে আপনি বিভিন্ন গেমস আর সফটওয়ার প্রভাইড করেন। আপনি একজন এস ই ও এক্সপার্ট আর তাই বড় ট্রাফিক আপনি জলদি আনতে পারবেন। সাথে আরও কিছু লাগিয়ে দিবেন।

Level 0

Bhai,reply -er jonno donnobad.

Cleanfiles.net-te dekhlam tara
Software Pirating, Hacking or Phreaking support kore na
tahole kivabe IDM, PHOTOSHOP etc. softwere golo upload korbo? please

    @mana: ঠিকি দেখেছেন, ভালো লাগলো আপনার আগ্রহ দেখে। আসলে প্রতিটা সাইটেরই একটা সুনির্দিষ্ট নিতিমালা রাখতে হয় তবে এর জন্য আপনার ভয় পাবার কোন কারন নাই। হ্যাকিং, কিজেন ওরা খুব ভালভাবেই সাপোর্ট করে আর এই ধরনের অফার PPD প্রমোট ,করার জন্য সাধারনত এই ধরনের ম্যাটেরিয়ালস ব্যবহার করতে হয়। তাই এইটা নিয়ে টেনশন করার কোন কারন নেই।

      Level 0

      @Saon A Menz: Bhai,Tahole ban hoyar sombabona kom ?

      onek onek donnnobad

      I will try my best to do

      Level 0

      @Saon A Menz: Bhai, ami jodi IDM version full upload korte chai
      File-er naamta kemon ochit
      1. Internet download manager 7.1Full(e-rokom dile ki osobida hobe?)
      2. Internet download manager
      3. onno naam(j-mon : aakkknhhh)
      Bhai, i am extremely sorry for disturbing you again anad again)

        @mana: অবশ্যই Internet Download Manager 7.1 এইভাবে দিবেন। কারন যে ডাউনলোড করবে সে সার্ভে পুরন করার আগেই আপনার ফাইলনেম দেখতে পাবে। এইক্ষেত্রে ফাইলকে ফেক মনে হবেনা আর ভিজিটর কষ্ট করে হলেও সম্পূর্ণ অফার কমপ্লিট করবে। আর হ্যা আপনার ফাইল ডিলেট হবার ভয় নাই।

Level 0

Saon vai amar ak jaigai busta problem hossa upner number ta diben plz
amar email kora den upner phone number [email protected]

    @shepon.meg: ভাই আপনার কোন জায়গাতে প্রব্লেম সেটা বলেন। আমি বাংলাদেশে থাকিনা তাই নাম্বার নিয়ে আপনার লাভ হবেনা।

Level 0

CPA jinis ta bujinai. Akhane “AM” ki ?

    CPA = (Cost Per Action), AM= Account Manager

    For further details google it

Level 0

Vai jodi amar site daily 50 ba taro besi surve hoi tahole ki tara amake ban korbe? Cause amar daily visito 2th er upor ei rokom keyzen nie blog.

    @mhafuz518: 2th bolte ki 200 na 2000 na 20000 bujhalen ta bujhlam na. Age eita bujhan tarpor apnar ans dicchi.

Level 0

vaia ami joto $ earn korbo tar koto % cashfile/fileice kete rakbe ??? Naki joto earn korbo totoi payment pabo ?

Level 0

আপনি বাংলাদেশে থাকেন না? শুনে মনটাই খারাপ হয়ে গেল। দেশে যারা থাকে (আমার পরিচিত) তারা টাকা নিয়েও পুরোটা শিখাবে না। এমনকি পাশের বাসার প্রতিবেশীও না। আর আপনি দেশের বাইরে থেকেও এত বিস্তারিতভাবে শিখিয়ে যাচ্ছেন এটা সত্যিই প্রশংসার যোগ্য। আপনার পরবর্তী পোস্টগুলোর অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন।

thanks brother. nice tips

Level 0

Vai amar cleanfiles a site a account approve hoi sa na….ame akhon ke kore bo? Please Help me vai. I hope you help me.

Thanks!

Level 0

accha vai ata ki voido ? Ata kono blackhat earning noyto ? Sry vai dstrb korar jonno.

Level 0

thanks bro

Level 0

@Faruqe: vai apnni ki withdrow dicen? amito $33 koreci but withdrow dite parcina.parle plz ,aktu help koren.<[email protected]

    @sabuj10: মিনিমাম উইথড্র ৫০ ডলার

      Bhaia amar akta download site ase per day unique visitor 1100+ ..ami oikhane sudo download link share kori..ami bangladeshe a thaki tai upload korte pari na..akhon ami oi download link theke income korte pari? Plsease akto janaben bhaia

Level 0

Valo uddog.Go ahead

ধন্যবাদ শাওন ভাই এরকম ভাল টিউন শুরু করার জন্য । সাথে আছি । আসা করি আমরাও আপনার পাশাপাশি এই পদ্ধতিতে ভাল আয় করতে পারব ।

Thanks

Level 0

খুব ভালো লাগলো। আমি SEO সম্পর্কে প্রায় কিছুই জানিনা। এখন সেটাই শুরু করতে হবে বলে মনে হচ্ছে।

দুবারি একই রিপ্লেঃ
Dear Md.Mahamud hasan

Unfortunately, your application was not accepted.
Your information was reviewed and not considered adequate to be a part of the CleanFiles network.
The reason your application was not accepted is below:

Your account application was disregarded because the fields on your application were regarded as misleading, illegible, or spammy/malicious.

Reapplying for acceptance into the network is an option. To do so, simply fill out another application.
If you do, please elaborate on all fields and make sure your application contains accurate information.

কি করবো ব্রাদার এখন।

Level 0

Saon Bhai,
….goto dui din facebook e message pthaitesi…amake add kore nin…othoba apnar skype id ta din…ektu help dorkar….please nirash korben na…amar email:[email protected]
Faruque

Level 2

ধন্যবাদ এমন একটি টিউনের জন্য,ভাই আমি এসইও র কাজ পারি না,কিন্তু আমার ২টা ওয়েব সাইট আছে আমি কি কাজ করতে পারবো আপনার দেখানো পথে।

Level 0

niche tune. shaon vhi er ai post ta pore mone hocce amr moto gadhar atodine akta upay holo. sob post pora soro kore dilam

Level 0

শাওন ভাই, বিষয়টা খুবই কঠিন লাগতাচে। furniture manufacturing

Level 0

Vai chaliye jaben pls. Achi apnar shathe.

Level 0

vai ami ai kaj korta cai ami bivinno kaj a bash koak bar bartho hoasi tar por o asa sari ni….ami Cleanfiles.net open korasi kintu kivaba sign up korbo thik bujta parsina….ami seo ar kaj jani….

Level 0

আপনার পোষ্ট আমারজন্য উপকারী হবে মনে হয়। তবে আপনি যদি পুরো পোষ্ট গুলো সিডি আকারে প্রকাশ করতে পারতেন,তা হলে বেশী ভাল হতো।

Level 0

এমন লেখার জন্য ধন্নবাদ না দিয়ে পারলাম না ঃ), তাই লগ ইন করলাম, বাংলায় কমেন্ত করার জন্য অভ্র ইন্সটল করলাম, আচ্ছা ভাই আমি ব্লগ কিভাবে বানাতে হয় জানি, আমি কি এই কাজের উপজুক্ত। আর আপনার সাথে যদি স্কায়পি তে কথা বলি সময় দিতে পারবেন। আমি এই কাজতা করতে চায় যদি এক্তু হেল্প করেন ক্রিতজ্ঞ থাকব

Level 0

onek valo akta tune , vai thanks. ses khobor ki pls janaben

Level 0

vai ami blogging a notun . tae traffic temon nae. SEO akono siksi.amke diye ar amar blog (howtoresolvee.blogspot.com ,jar topic health and fitness) diye apnar project asa jabe ki ? Janaben please vai.

    অসম্ভব কম্পেটিটিভ নিচ সিলেক্ট করেছেন। আপনার স্কিল অনুযায়ী কি ওয়ার্ড চুজ করেন।

Level 0

ভাই আমি এড নেটওয়ার্ক বিশয়ে আপনার সাথে চ্যাট করতে চাই বাই ফেসবুক,আমার এই মুহূর্তে টাকা টা খুব দরকার,অন্তত প্রাইভেট পড়ার টাকা টা ।আমি আমার ব্লগে এড দিতে চাই প্লিজ আমায় লেখাপড়া চালাতে এই হেল্প টুকু করেন.আমার মেইল:[email protected]/kaiumhasanr2pls help me for my continue studies.আমি আপনার অপেক্ষায় আছি॥॥॥॥

    আপনি কি বলতে চাচ্ছেন? আমি ঠিক ক্লিয়ারলি বুঝতে পারছি না।

Level 0

ভাই ব্লক বিষয় িঠক করব কিভাবে ?

ভাই সফল হইছিলেন??? খুব জানতে ইচ্ছা করছে। আপনার গঠন মূলক জবাব আমার কাছে নাই।

VAI CPA SHEKHAR KONO BANGLA WEB ASE KI????

Hello Brother thanks your post . I main this post high quality. it`s helpfull for us. But Brother I request to you .Please accept it. I need A CPA Market place Registration . I know you can do it . cpabeyond.com, Maxbounty.com, Peerfly.com any one. If you need expense you can tell me any time . please contrect with me Monirulgb for skype.

Level 0

One Of The Best Tunes In The History Of Techtunes.Just Keep Continuing,Dear Shaon.I’m Very Much Interested In CPA.Hope That Lots Of Knowledge Will Be Delivered By You Among Us.

This is the best RevShare site of The world

https://hqrevshare.com/?r=oobari

আমি এ কাজ করতে চাই, কি ভাবে আমি আপনার সাথে যোগাযোগ করব।
যদি আপনার ঠিকনা বা ফোন নাম্বার টি দেন………………………Please………..