আসসালামুআলাইকুম । আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন । ভালো থাকাটাই সব সময়ের প্রত্যাশা। আজ আবার হাজির হলাম অনলাইন আর্নিং এর এ পথ, সে পথ নিয়ে। আজ আমরা অনলাইন আর্নিং বিষয়ে আপনার সাইট এর ভিজিটর বাড়ানোর কার্যকরী কয়েকটি টিপস নিয়ে আলোচনা করবো। অনলাইন আর্নিং এর এ পথ, সে পথ যত পথ-ই থাকুক আমি চেষ্টা করবো সবচেয়ে কার্যকরী পথটি আপনাদের সামনে তুলে ধরতে। এ পথে সফলতা পাবেন, এ আত্মবিশ্বাস নিয়েই আপনি এগিয়ে যাবেন, এমনি প্রত্যাশা করছি।
ইতিপূর্বে ব্লগিং নিয়ে কয়েকবার আলোকপাত করেছি। যারা এটি ধরেছেন, সাফল্যের প্রত্যাশায় তারা এটি নিয়েই এগিয়ে যান। হাল ছেড়ে দিবেননা, হাল ছেড়ে দিলেই অনেক বেশী পিছিয়ে পড়বেন। আপনার অনেক দিন আগে করা কোন ব্লগ সাইটে একটি ইউনিক আর্টিকেল টিউন করে দেখুন আগের চেয়ে অনেক বেশী ভিজিটর চলে এসেছে। এভাবে আপনি প্রতিনিয়ত বিভিন্ন ইউনিক আর্টিকেল টিউন করতে থাকলে প্রত্যাশার চেয়ে বেশী ভিজিটর পাবেন। এসইও প্রাথমিক ভাবে না করে আগে আপনি কন্টেন্ট এর প্রতি গুরুত্ব দিন, তারপর এসইও নিয়ে ভাবতে পারেন। মনে রাখবেন ভিজটর আনার জন্য কন্টেন্ট-ই আসল, এসইও অত্যাবশ্যক নয়। আগে আপনার সাইটকে গ্রহণযোগ্য করে তুলুন সকল মাধ্যমে। সাম্প্রতিক ওয়ার্ডপ্রেস নিয়ে কিঞ্চিত আলোচনা করেছি। আপনি যেভাবেই আপনার সাইট তৈরী করেননা কেন? ভিজিটর বাড়ানোর জন্য আপনাকে কিছু কাজ অবশ্যই করতে হবে, নয়তো আপনার এত কষ্ট করে সাইট তৈরী করাই বৃথা।
আপনার যদি গুগল এডসেন্সে একাউন্ট থাকে, আপনি সেটাকে যদি যথাযথ করতে না পারেন তবে কাঙ্খিত ফলাফল পাবেননা। আপনার তৈরী করা সকল সাইট এ এডসেন্স এর কোড বসিয়ে দিন। আর আপনার যদি এডসেন্সে একাউন্ট না থাকে তবে ভালোভাবে সাইট তৈরী করে সে সাইট এ পর্যাপ্ত ভিজিটর এনে তারপর এডসেন্স এ এপ্লাই করুন, ইন..শা...আল্লাহ আশা করি এডসেন্সে একাউন্ট পেয়ে যাবেন ।
এক নজরে ভিজিটর আনার কার্যকরী উপায় সমূহ :
১। আপনার সাইট নিয়মিত ইউনিক আর্টিকেল টিউন করুন, কপি পেস্ট করবেননা, করলে এডসেন্স পাওয়ার আগেই হারাবেন।
২। আপনার সাইট এর ডেসক্রিপশন এড না করে থাকলে অবশ্যই এড করে নিন, ডেসক্রিপশন এবং টাইটেল এর সাথে মিল রেখে কীওয়ার্ড সেট করুন, কিভাবে করবেন আমার আগের টিউন এ উল্লেখ করা আছে।
৩। আপনার সাইট যদি ওয়ার্ডপ্রেস এ করে থাকেন তবে অল ইনএসইও প্যাক প্লাগিনস টি ইনস্টল করে একটিভ করুন এবং প্রতিটি টিউন এ টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড লিখে সেভ কিংবা পাবলিশ করবেন। আর ব্লগার এ করে থাকলে সাইট এর মেটা ট্যাগ-এ কি ওয়ার্ড সেট করতে ভুলবেননা। আমার আগের টিউনে এ বিষয়ে জানতে পারবেন।
৪। আপনার সাইট এ গুরুত্বপূর্ণ কন্টেন্ট থাকলে সেটার লিংক ফেসবুক, টুইটার সহ অন্যন্য সামাজিক যোগাযোগের সকল মাধ্যমে শেয়ার করুন।
৫। আপনার ওয়েব ব্রাউজার এর সাথে সোশ্যাল বুকমার্কিং টুলবার এড করুন। আপনার হাতে সময় থাকলে এখনি দেখে নিন এটা কিভাবে করতে হয়?
আপনার কম্পিউটার এর ওয়েব ব্রাউজার এর টুলস এ গিয়ে এড অনস এ যান ...
এড অনস এর অপশন গুলো আসবে, সার্চ এ গিয়ে এড দিস লিখে সার্চ দিন ...
এড দিস এড অনস না আসলে শো অল রেজাল্ট দিন ...
এড দিস এড অনস টি পেলে এড টু ফায়ারফক্স এ করুন...
ইনস্টল দিন, ইনস্টল হয়ে গেলে ফায়ার ফক্স রিস্টার্ট হবে... রিস্টার্ট দিন। এখন দেখবেন আপনার ওয়েব ব্রাউজার এর মেনুর নিচে একটি আইকন চলে এসেছে।
ব্যাস হয়ে গেল, এখন থেকে যেকোনো লিংক আপনি টুলবার এ ক্লিক করে ডিগ, রেডিট, স্টাবলআপন, ডেলিসিয়াস সহ সকল সাইট এ সাবমিট করতে পারবেন।
৬। আপনার সাইট এর লিংক বিভিন্ন পিং সাইট এ সাবমিট করুন। আপনার সুবিধার্থে নিচে পিং সাইট গুলোর লিস্ট দিয়ে দিলাম ...
http://pingfarm.com
৭। একটা সাইট ভালোভাবে তৈরী হয়ে গেলে সেটিকে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিন দেশ থেকে দেশান্তরে। এজন্য সামাজিক যোগাযোগের সাইট গুলোতো থাকছেই।
৮। আপনার ফেসবুক ফ্রেন্ডদের মাঝে আপনার সাইট এর এফেক্টিভ টিউন গুলো শেয়ার করুন, বিভিন্ন পেজ ও গ্রুপে আপনার সাইট এবং টিউন এর লিংক দিন, তবে সাথে অবশ্যই কিছু কথা লিখে দিবেন, নয়তো এটি স্পামিং এর আওতায় পড়ে যাবে।
৯। পৃথিবীর জনপ্রিয় সাইট গুলোতে টিউমেন্ট করুন, টিউমেন্টের শেষে আপনার সাইট এর লিংক দিয়ে দিন, এমনভাবে টিউমেন্ট করবেন যেন আপনার লিংক শেয়ার করাটা অত্যাবস্শ্যক মনে না হয় সবার কাছে।
১০। বিভিন্ন জনপ্রিয় ফোরাম এ টিউন করুন, প্রতিনিয়ত আপডেট ও রিভিউ দিন আপনার ওয়েব সাইট এর বিভিন্ন সার্ভিস, টিউন এবং কার্যক্রমের উপর।
চেষ্টা করে যান, আপনার সাইট সমৃদ্ধ হয়ে গেলে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবেনা। গুগল এডসেন্সসহ অন্যান্য সকল মাধ্যম আপনার জন্য মঙ্গল বয়ে আনবে।
আপনার সাইট এর ভিজিটর আশানুরূপ হয়ে গেলে গুগল এডসেন্স এর জন্য চেষ্টা করুন ...
আপনি যদি গুগল এডসেন্স না পেয়ে থাকেন তবে বিডভারটাইজার এ চেষ্টা করে দেখুন...
যদি বিডভারটাইজার একাউন্টও না পান, তবে ক্লিকসর এর জন্য চেষ্টা করুন...
যদি ক্লিকসর একাউন্টও না পান, তবে ইনফোলিংক এর জন্য চেষ্টা করুন...
আপনি যদি ইনফোলিংক একাউন্টও না পান বা করতে না পারেন,
তবে ভাই আমি ভাগী, এবার আর কোনো কিছু করনের নাই...
পরবর্তিতে ভিজিটর বাড়ানোর জন্য আরো কার্যকরী টিপস এবং অনলাইন আর্নিং এর গ্রহণযোগ্য মাধ্যম নিয়ে আলোচনা করব। যেকোনো সমস্যায় আমি আপনার পাশে আছি। যতটুকু সম্ভব সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আমি প্রস্তুত, বাকি চেষ্টা আপনাকে নিজ উদ্যোগে করতে হবে।
পাশাপাশি বিভিন্ন মার্কেটপ্লেস এ কাজের জন্য বিড করে যান, ওডেস্ক, ইলেন্স, ফ্রিলেন্সার-এ একাউন্ট করে আপনি যা যা পারেন সব কাজের জন্য এপ্লাই করতে থাকুন। তাছাড়া এফিলিয়েট মার্কেটিং, ই-মেইল মার্কেটিং এবং ফরেক্স ট্রেডিং বিষয়ে কিঞ্চিত গবেষণা আপনার সমৃদ্ধির পথকে আরো প্রসারিত করতে পারে। তবে অবশ্যই আগে একটি বিষয়কে বাড়তি সময় দিন। একটি বিষয়কে সমৃদ্ধ করতে যতটুকু সম্ভব চেষ্টা করতে থাকুন।
সর্বশেষে আপনার সুদুর প্রসারী সাফল্যের প্রত্যাশায় আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। আবার আরেকদিন হাজির হব এ পথ সে পথ নিয়ে, এ পথ সে পথ এর সাফল্য গাথা নিয়ে। পাশাপাশি মার্কেটপ্লেস নিয়ে কার্যকরী একটা টিউন করবো, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ।
সবার জন্য শুভ কামনা।
আমি ওবায়েদ উল্লাহ আইমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 350 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Computer Science & Engineering www.facebook.com/aimanbd
ভাল লিখেছেন । নিয়মিত লিখবেন আশাকরি ।