Google ADSence এর বদলে ব্যবহার করুন Bidvertiser

প্রথমে সবাই কে সালাম জানাই । আপনারা সবাই কেমন আছেন । আশা করি ভালো আছেন । আপনারদের দোয়াই আমি ভালো আছি । আর কাথা না বাড়িয়ে কাজের কথাই আসি আজকে আপনারদের দেখাব কিভাবে আপনার বাংলা ওয়েব সাইট বা ব্লগ এ Google ADSence এর বদলে bidvertiser ব্যবহার করবেন । এই পৃথিবীতে আয় করার জন্য Google ADSence সব চেয়ে সেরা
কিন্তু আপনার বাংলা ওয়েব সাইট বা ব্লগ এ তো আর Google ADSence ব্যবহার করতে পারবেন না । তাই আপনি এখন ব্যবহার করতে পারেন Bidvertiser এখানে বাংলা ওয়েব সাইট বা ব্লগ দিয়ে আয় করতে পারেন । এই খানে আপনার দেশের মানুষ ক্লিক করার চেয়ে অন্য এক দেশের মানুষ ক্লিক করলে আপনার আয় আরো আনেক বেশি হবে তাই এমন ভাবে লিখবেন যেন আপনার দেশের মানুষ এর চেয়ে অন্য দেশের মানুষ AD এ  বেশি ক্লিক করে । এখানে আপনার ওয়েব সাইট বা ব্লগ এ Ad দিবে এবং এতে মানুষ ক্লিক করলেই আপনার আয় হবে । আর একটা কথা এরা আপনার টাকা কখনো মেরে খাবে না আর আপনি যদি টাকা উঠাতে সমস্যা হয় তাহলে এরা সাহায্যে করবে । আপনি যদি এদের কাছে সাহায্যের দরকার হয় তাহলে এদের ইমেইল পাঠালে আপনাকে সাহায্যে করবে । এই খানে  আপনার ওয়েব সাইট বা ব্লগ এ অনেক visitor লাগবে আর যদি বেশি visitor না থাকে তাহলে এই খানে চেষ্টা করে লাভ না । যদি আপনার ওয়েব সাইট বা ব্লগ এ বেশি visitor থাকে তাহলে চেষ্টা করতে পারেন আশা করি হয়ে যাবে । যদি আপনার ওয়েব সাইট বা ব্লগ এ বেশি visitor থাকে তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ

  1. প্রথমে এই লিঙ্ক http://www.bidvertiser.com এ যান ।
  2. যেই যেই Information গুলো দিতে বলবে সেই গুলো দিয়ে সাইন আপ করুন ।
  3. তার পর লগ ইন করুন ।
  4. এরপর Add new ad এ ক্লিক করুন এবং আপনার ওয়েব সাইট বা ব্লগ এ ad দিন ।

এই খানে যা যা করা থেকে বিরত থাকবেনঃ

  1. আপনার পিসি থেকে অন্য অ্যাকাউন্ট লগ ইন করবেন না ।
  2. আপনার পিসি থেকে আপনার নিজের ওয়েব সাইট বা ব্লগ এর Ad এ ক্লিক করবেন না ।
  3. লোভে পরে আপনার বন্ধুদের দিয়ে আপনার ওয়েব সাইট বা ব্লগ এর Ad এ ক্লিক কবেন না ।
  4. আপনার ওয়েব সাইট বা ব্লগ পরিষ্কার রাকুন ।

আমার ব্লগ । আমার ব্লগে কিছু লিখক দরকার যদি আপনারা সাহায্য করেন এবং নতুনদের প্রযুক্তিতে উৎসাহ দেন তাহলে আমি খুব খুশি হব ।

আজকে এই পর্যন্ত থাক পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা করব । ধন্যবাদ সবাই কে । যদি কোন বিষয়ে সমস্যা হয় তাহলে নিচে কমেন্ট করবেন ।

Level 0

আমি shifat rahaman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আনুমানিক প্রতিদিন কত ভিসিটর লাগে ?

এখানে ভিজিটর নিয়ে কথা না যত ক্লিক তত আয়

Level 0

Vai wapka ta kevaba html code bosabo. Wapka ta to xhtml code bosa ta bola. Ar html code bosala error bakhai. Help please

1000 ক্লিক এ কত আয় হয় ?

    @tahmid hasan: এটা এডের ধরনের উপর নির্ভর করে। ঠিক বলা যায় না, তবে আমার অভিজ্ঞতা হল, বিডভার্টাইজার খুবই কম পে করে। এরা যেমন যার-তার সাইটে এড দেখায়, তেমনি রেটও কম।

satodas: আপনি যদি Wapka তে কোড বসাতে চান তাহলে একদম শেষে মোবাইল এর জন্য কোড টি কপি করে আপনার wapka এর xhtml এ paste করুন ।

tahmid hasan: ১০০০ টাকা এর চেয়ে আরো অনেক বেশি হতে পারে আমি ঠিক জানি না ।

Level 0

But vai gat code a delato html chara ar kono code asano. Na chola vai apnar mobile namber ta den. Ame apnaka call kora bistarito jana nibo please vai. Amar ai help ta chove dorkar. So please please

ভাইয়া আপনার wapka সাইট টার সব পোস্ট ব্লগার এ নিচে যান তাহলে তো আর কোন সমস্যা হয় না । আমার কোন মোবাইল নেই ইচ্ছা করলে ফেসবুক এ চ্যাট করতে পারেন http://www.facebook.com/shifat.rahman.73?ref=tn_tnmn

Level 0

amar blog e lagalam dekhi ki hoi….
http://impactind.blogspot.in/

    @chin2: আপনার আলেক্সা র্যাংক 16,249,498। সাইটে ভিজিটর আছে আপনার? আয় কিভাবে হবে?
    বাই দ্যা ওয়ে, yllix এ আয় কেমন? অনলাইনে ওদের রিভিউ ভাল না। একাউন্ট অকারণে নাকি ব্যান করে।

এটা কি বাংলা ব্লগ/ওয়েবসাইট সাপোর্ট করে ? এর কোন রুলস আছে যা না মানলে সমস্যা হবে ? পেমেন্ট মেথড কি ?

    @এলিন: সাপোর্ট করে। আর কালে-বদ্রেও এই কোম্পানি কোন সাইট ব্যান করে না। আপনারটা করলে আপনার বরাত মন্দ। 🙂

বিডভার্টাইজার একটা বিরক্তিকর সাইট। খুবই কম পে করে, এর চেয়ে চিটিকা বা ইনফোলিংকস হাজার গুণ ভাল।তবে যারা ওয়ারেজ লিংকিং বা কন্টেন্ট রাখেন তাদের জন্য এখনও বিডভার্টাইজার আদর্শ।