গত টিউনের পর অনেকেই আমাকে কিছু এড নেটওয়ার্ক সম্পর্কে লিখার জন্য বলেছিলেন। তাদের জন্য আজকে আমি এই টিউন করছি। আশা করছি অনেকেই উপকৃত হবেন। প্রায় সময়ই দেখা যায় আমাদের ব্লগ বা সাইট থাকলেও সেইখান থেকে আয় করাটা দুরহ হয়ে পরে। ব্লগ বা সাইট থেকে আয়ের অনেক উপায় আছে জার মধ্যে ১টা হল সাইটে বিজ্ঞাপন প্রদর্শন করে আয় করা। আপনার সাইটে যদি আপনি এড পাবলিশ করে আয় করতে চান তাহলে আপনাকে যেকোনো এড নেটওয়ার্ক এর সাথে জড়িত থাকতে হবে। তারা আপনার সাইটে এড দিবে আর আপনি টা পাবলিশ করে আয় করবেন। এই ধরনের প্রচুর পরিমান এড নেটওয়ার্ক আছে। এখন কথা হল আপনি কোন এড নেটওয়ার্ক ব্যাবহার করবেন। অনেক স্কাম এড নেটওয়ার্ক আছে যেগুলো আপনাকে পেমেন্ট করবে না, তাই যেকোনো এড নেটওয়ার্কে জড়িত হওয়ার আগে যাচাই করে নেয়া উচিত। আপনাদের সুবিধার জন্য আমি কিছু এড নেটওয়ার্ক এর রিভিউ তুলে ধরলাম যেগুলোর থেকে আমি পেমেন্ট পেয়েছি। তাই আমি বলতে পারি এই সকল এড নেটওয়ার্ক ব্যবহার করলে আপনি নিশ্চিত পেমেন্ট পাবেন।
এড নেটওয়ার্ক এর জগতে এডসেন্স এর উপর কেউ নাই। কিন্তু বর্তমান সময়ে এডসেন্স হল সোনার হরিন। এপ্রুভ হওয়ার আগে ঝক্কি ঝামেলার কথা তো সবাই জানেন, আর এপ্রুভ হওয়ার পর এটাকে টিকিয়ে রাখা হল আরও বড় ঝামেলার। দেখা যায় অনেকেই শত্রু বেশে আপনার সাইটে ঢুকে আপনার এডে উলটা পাল্টা ক্লিক করে আপনার এডসেন্স এর বারোটা বাজিয়ে দিবে। আর যদি ব্যান খান তাহলে যা কামাইছেন সবই গেল। এই সব কারনে আমি এডসেন্স ব্যবহারে কখনোই আগ্রহি ছিলাম না।আর তাই আজকে আমার এড নেটওয়ার্ক রিভিউতে এডসেন্স নাই। আমি খুব সংক্ষেপে রিভিউগুলো লিখব।
INFOLINKS AD NETWORK: Contexual এড নেটওয়ার্ক এর মধ্যে অনেক জনপ্রিয়। আপনার আর্টিকেল বিভিন্ন শব্দের মাঝে এড বসানো হবে। ইম্প্রেশন আর ক্লিক কাউন্ট এর উপর ডলার জমা হবে। আমি এই এড নেটওয়ার্ক ব্যবহার করেছি আর পেমেন্ট পেয়েছি। পেমেন্ট প্রুফ নিচে দেয়া আছে। আপনার ডলার উঠাতে হলে মিনিমাম ৫০ ডলার জমা হওয়া লাগবে। পেমেন্ট মেথড ব্যাঙ্ক ট্রান্সফার আর পাইওনিয়ার মাস্টার কার্ড।
BIDVERTISER AD NETWORK: আরেকটি ভালো এড নেটওয়ার্ক। মোটামুটি ভালো রিভিনিউ দেয়। আমি অনেকদিন ধরেই ব্যবহার করি। আপনি পেমেন্ট পেপাল, ওয়েস্টার্ন ইউনিয়ন, বা ব্যাঙ্ক ট্রান্সফার করে নিতে পারেন। পেপাল দিয়ে মিনিমাম ১০ ডলার উঠাতে পারবেন।
CLICKSORS AD NETWORK: Infolinks এর বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন। ভালই রিভিনিউ দেয়। আমি এই মাসের ১৮ দিন ব্যবহার করে ৫৩ ডলার ইনকাম করলাম। এখনো পেমেন্ট পাই নাই, তবে পাব এইটা শিউর। ওরা মাসের ১ তারিখ থেকে ১৫ তারিখের মধ্যে পেমেন্ট পাঠায়। পেমেন্ট পেলেই আমি আপডেট জানাবো। মিনিমাম পেমেন্ট ৫০ ডলার। পেপাল অথবা ব্যাঙ্ক ট্র্যান্সফার করে পেমেন্ট নিতে পারেন। মাসিক আয়ের ১টা স্ক্রিনশট দেখতে পারেন।
এড ফ্লাই AD NETWORK: ভাল ইনকাম করতে পারবেন যদি প্রচুর পরিমানে ট্রাফিক থাকে। এই এড নেটওয়ার্ক ব্যাবহার করা আমি অনেকটাই বাদ দিয়ে দিয়েছি। তবে এখনো ২ ৩ টা ব্লগে চালাই। মিনিমাম পেমেন্ট ৫ ডলার। পেপাল, লিবার্টি রিজার্ভ, পাইওনিয়ার দিয়ে পেমেন্ট নিতে পারবেন। পেমেন্ট প্রুফ নিচেঃ
এড ফোকাস: এড ফ্লাই এর বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন। পেমেন্ট পাবেন এতে কোনও সন্দেহ নাই। প্রুফ নিচেঃ
Link Bucks: এইটা থেকেও ভালো ইনকাম করতে পারবেন। আমি ১ মাস ব্যবহার করেছি। পেপাল অথবা পাইওনিয়ার দিয়ে পেমেন্ট নিতে পারেন। মিনিমাম ১০ ডলার হলে ডলার তুলতে পারবেন।
আরও অনেক এড নেটওয়ার্ক আছে যেগুলো পেমেন্ট দেয় আর ভালো রেভিনিউ দিয়ে থাকে। তবে এত সময়ের অভাবে সবগুলোর রিভিউ লিখা সম্ভব হলনা। তবে আরেকদিন আমি CPA আর PPD এড নেটওয়ার্ক নিয়ে বিস্তারিত লিখব। আসলে এডসেন্স কিছুই না CPA আর PPD এড নেটওয়ার্ক এর কাছে, তবে আপনাকে খুব ভালো ভাবে আপনার সাইট MONETIZATION করতে হবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি এডসেন্স এর কথা ভুলে যাবেন আর এডসেন্স থেকে ৩ গুন বেশি আয় করতে পারবেন। অনেক এক্সপার্ট দেখবেন এডসেন্স ছারাই মাসে হাজার হাজার ডলার ইনকাম করছে। তাদেরকে এডসেন্স সম্পর্কে জিজ্ঞেশ করলে তারা হেসেই উড়িয়ে দিবে। CPA আর PPD সম্পর্কে জানার জন্য আমার পরবর্তী টিউনের অপেক্ষায় থাকুন।
আমি Saon Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 364 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Ami jante cai............
vai amarta te kon add dile valo hobe???
http://projoktikothon.blogspot.com/