আজকে একটা ওডেস্ক প্রজেক্ট দেখলাম। আমার আউটসোসিং পোষ্ট লেখার জন্য ফ্রিল্যান্সিং মার্কেট থেকে অনেক ধারনা পাই। প্রজেক্ট এফিলিয়েট মাকের্টার প্রজেক্ট যে শর্ত দেখলাম তাতে আমার রাগ হইল। কারন হিসাবে বলতে চাই জবের যে রিকোয়ারমেন্ট চাওয়া হয়েছে তা যে ফুল ফিল করতে পারবে তার নিজের সাইটে এফিলিয়েট করবে অন্য সাইটে গিয়ে কাজ করার দরকার নাই।
প্রথমে যাটা দরকার আপনার পূর্বের কি কি কাজ করছেন তার Profile URL (ODESK PRFILE LINK)
#Native English Speaking Skills
#Affiliate Marketing
# Project Management
#Virtual Assistance
#Wordpress
#Online Marketing
এরপর আপনাকে যে সকল প্রশ্নের উওর দিতে হবে তা নিম্নরুপ:
১. আপনি কত দিন ধরে এফিলিয়েট মাকিটিং কাজ করছেন? আপনার eBay কাজ করার অভিঞ্জতা আছে কিনা?
২. আপনি কেন এই প্রজেক্ট নিজেকে যোগ্য মনে করেন।
৩. আপনি পূর্বে এফিলিয়েট মাকিটিং কোন প্রজেক্ট করে থাকলে তার লিংক দেন।
৪. আপনি কিভাবে একটি ওয়েবসাইট থেকে বিজনেস জেনারেট করেন তার একটি ওয়েবসাইট লিংক দেন /অথবা বর্ননা করেন।
৫. আপনার ইন্টারনেট নেট লাইড স্পীড কত?
৬. আপনার ইন্টারনেট নেট লাইন এবং বিদ্যুৎ পাওয়ার ব্যকআপ আছে কিনা।
উপরের সবকোয়ালিটি আপনার মাঝে থাকে তাহলে আপনার জন্য রয়েছে usa এফিলিয়েট জবের সুযোগ।
নিচের প্রজেক্ট Apply করতে পারেন।
সময় থাকলে ইন্টারনেট মাকিটিং নিয়ে লেখা আমার ব্লগটি ঘুরে আসুন
ধন্যবাদ,
আমি রুবেল খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 8 টিউনারকে ফলো করি।
আমি মো: রুবেল খান। । ওয়েবে অনলাইন বিজনেস, ডিজটাল মার্কেটিং, অনলাইন রিলেটেড বিজনেসে আমার আগ্রহ বেশী। ইউটিউবে আমার সাথে কান্টেক্ট হতে https://goo.gl/Tuw49w
ধন্যবাদ স্বপ্ন দেখানোর জন্য ।