অনলাইন আর্নিং-এর এ পথ, সে পথ। আপনি যাবেন কোন পথে? [পর্ব-০৪] : আপনার সাইটকে সাজান মনের মত করে

অনলাইন আর্নিং-এর এ পথ, সে পথ

আসসালামুআলাইকুমআশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন অনলাইন আর্নিং বিষয়ে উপযুক্ত নির্দেশনার অভাবে নতুন করে আগত ব্লগার ও ফ্রিল্যান্সাররার কাজের আগ্রহ হারাচ্ছেন । তাদের আগ্রহ টা বাড়াতে কিছুটা আত্মবিশ্বাস তৈরী করতে আমার এ ক্ষুদ্র প্রয়াস। ইতিমধ্যে এসব বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকের এটি ধারাবাহিক চেইন টিউন এর চতুর্থ পর্ব । বরাবরের মত আসুন এবার মূল কথায়  আসি । 


অনলাইন আর্নিং এর ক্ষেত্রে যে হারে প্রতিযোগিতা হচ্ছে, এ প্রতিযোগিতায় টিকে থাকতে আপনাকে প্রতিনিয়ত লেগে থাকতে হবে।  বিভিন্ন কৌশল অবলম্বন করতে হবে। হাল ছেড়ে না দিয়ে বিভিন্ন পন্থা অবলম্বন করে চূড়ান্ত সাফল্যের অপেক্ষায় থাকতে হবে।  কাজ না জানলে কাজ শিখার অনেক উপায় আছে, সবচেয়ে ভালো উপায়টি বেছে নিতে হবে ।  এজন্য সাহায্য সহযোগিতা করতে প্রচুর বিজ্ঞ লোক আছেন আমাদের নেটওয়ার্ক এর আওতায় । তাদের পরামর্শ সহযোগিতাও নিতে হবে। তবুও লেগে থাকা চাই । 

অনলাইন আর্নিং এর এ পর্যায়ে আমরা ব্লগ নিয়ে কাজ করার ব্যাপারে বলেছিলাম । আপনি হয়তোবা ইতিমধ্যে আপনার সাইট এ বিভিন্ন কনটেন্ট যুক্ত করেছেন, কিন্তু কোনো মেনু এড করেননি। না পারলে কিভাবে করবেন কাজটি তা নিচের নির্দেশনা থেকে জানতে পারবেন। আপনি আপনার সাইট এ যদি অন্তত ৫টি মেনু রাখেন আর প্রত্যেকটি মেনুতে যদি ১০টি করে আর্টিকেল থাকে, তবে আপনার ভিজিটর অনায়াসেই আসবে, আর আপনার আর্নিং এর সম্ভাবনাও বাড়বে। 

আপনার ব্লগার প্রফাইল এর go to post list আইকন এ ক্লিক করে Pages এ ক্লিক করুন ...

এখানে new page এ ক্লিক করে ২টি অপশন দেখতে পাবেন, আপনি চাইলে Blank Page এ ক্লিক করে নতুন একটি পেজ তৈরী করে সেটার নাম দিতে পারেন, আর নতুন পেজ তৈরী করতে না চাইলে Web address এ ক্লিক করে আপনার অন্য কোনো সাইট এর লিংক এড করে দিতে পারেন ।

এড করে দেয়া ওয়েব সাইট এর লিংক দিয়ে সেখানে উপরে যে নাম দিবেন সেটি আপনার সাইট এর মেনু আকারে দেখাবে ।  

আমার এ ব্লগ এ দেখে আসুন মেনু গুলো কিভাবে সেট করেছি ...

আপনি চাইলে সিএসএস কোড দিয়ে ড্রপ ডাউন মেনুও সেট করতে পারেন, তাহলে সেটা আরো অনেক আকর্ষনীয় হবে ।

মেনু সেট করার পর চেষ্টা করুন প্রতিটি পেজ এ আর্টিকেল সেট করতে ।   যত বেশি তথ্য থাকবে আপনার সাইট এ তত বেশি ভিজিটর পাওয়ার সম্ভাবনা থাকবে । একটা ভিজিটর আপনার সাইট এ কতক্ষণ থাকলো তাকে বলে বাউন্স রেট্, তাই এটা বাড়াতে পারলে পরবর্তিতে আরো ভিজিটর আশা করা যায়।

একটা সাইট এর নাম দিচ্ছি আপনাদের যেটাতে কোনো সার্চ ইঞ্জিন  অপটিমাইজেসন করা হয়নি, কিন্তু ৩০ সেকেন্ড পরপরই পেজ ভিউ হয়ে থাকে । এ সাইট-এ সবসময় রিসেন্ট হিট দেখতে পাবেন, আর এর পরিমান কখনো ৫, ১০, ১৫ কখনোবা ২০ । মূলত শুধু টুলস এবং সর্বোচ্চ কন্টেন্ট থাকার কারণে এ সাইট এর বাউন্স রেট্ বেশি ।  চেষ্টা করে দেখুন তো এমন একটি সাইট বানানো যায় কিনা, যাতে আপনি সবসময় আশা করতে পারেন সবকিছু । সাইটটির নিচের অংশে পেজ ভিউ এর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকুন তারপর দেখুন কি হয়, সাইট টি দেখে আসুন ।

 

সাইট এর ভিজিটর এর মাধ্যমেও আপনি আর্নিং করতে পারেন, আমি একটি সাইট এ সাইনআপ করতে বলব, তারপর এ সাইট এর রেফারেল লিংক বা  কোড আপনার সাইট এ বসিয়ে আপনি আর্ন করতে পারেন । রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন ।

 

পেইড টু ক্লিক করে অনেকে টাকা ইনকাম করে থাকেন, কিন্তু তাতে প্রচুর সময় নষ্ট করতে হয় । এভাবে  টাকা ইনকাম করার জন্য আমি পরামর্শ দিবনা, কেননা এ পথে টাকা আয়ের জন্য আপনি যতটা শ্রম দিবেন, তা যদি  শুধু ১টি ওয়েবসাইট তৈরিতে দিতে পারেন, তবে আপনি একজন প্রফেশনাল ফ্রিলেন্সার হয়ে যাবেন এটা নিশ্চিত । সৃজনশীল কোনো কাজে সময় দিতে পারলে আপনার শ্রম এবং দক্ষতা ২টি-ই কাজে আসবে ।  

 

এফিফিলিয়েট মার্কেটিং এ বিষয়ে গতবার একটি সাইট নিয়ে আলোচনা করেছি, করা কতটুকু সফল হয়েছেন জানিনা, তবে আজ আরেকটি সাইট এ আমরা সাইন আপ করব । মনে রাখতে হবে এফিফিলিয়েট মার্কেটিং গুগল এডসেন্স এর মত দুর্লভ নয়, তাই কিছুদিন অপেক্ষা করলেই আপনার এফিফিলিয়েট মার্কেটিং এর জন্য প্লাটফর্ম তৈরী হয়ে যাবে একাউন্ট একটিভ হওয়ার মাধ্যমে । 

 

এ সাইট এ সাইনআপ করতে এখানে ক্লিক করুন ।  

 

 

 

এখানে আপনাকে পাবলিশার হিসেবে সাইন আপ করতে হবে । এখানে ৩টি স্টেপ আছে, সবগুলো স্টেপ পূরণ করলেই আপনার সাইন আপ এর কাজ শেষ ।

সাইন আপ শেষ করার একাউন্ট একটিভ হওয়ার  জন্য অপেক্ষা করুন ।  একটিভ হয়ে গেলে তাদের দেয়া লিংক এর মাধ্যমে আপনার আর্নিং এর নতুন দিগন্তের সূচনা করতে পারবেন ।  চেষ্টা করুন, একটা না হয় একটা সাইট এ আপনার সফলতা আসবেই । এফিলিয়েটস মার্কেটার হিসেবে আপনি কোনো মাসে ০ ডলার, আবার কোনো মাসে ৩০০ ডলার  কিংবা তার বেশিও ইনকাম করতে পারবেন । তাই শুরু করুন, অনেক অজানা বিষয় জানতে পারবেন এবং নিসন্দেহে এক সময় ভালো অবস্থানে পৌছাতে পারবেন ।  আপনি নিচের লিংক গুলোও চেষ্টা করে দেখতে পারেন । 

১। সিজে 

২। এমাজন 

৩। ক্লিকব্যান্ক 


আপনার জন্য শুভ কামনা । চেষ্টা করুন,  সফলতা পাবেন । আরো কিছু টিপস নিয়ে আরেকদিন হাজির হব  ।  আপাতত অপেক্ষায় থাকুন । 

যাদের এডসেন্স একাউন্ট নেই তারা এ সাইট এর মাধ্যমে ইনকাম করতে পারেন । এটি এডসেন্স একাউন্ট এর বিকল্প হিসেবে কাজ করে । সাইটটিতে সাইন আপ করতে এখানে ক্লিক করুন । আর আপনার যদি এডসেন্স একাউন্ট থেকে থাকে তবে বসে না থেকে সেটিকে কাজে লাগান বিভিন্ন প্লাটফর্মে। পারলে ডোমেইন হোস্টিং নিয়ে একটি সাইট শুরু করুন, যত দেরিতে শুরু করবেন ততই পিছিয়ে পড়বেন ।

সবাইকে  ধন্যবাদ । 


আমার ফেসবুক ।    আমার ব্লগ ।    আমার ফেসবুক পেজ ।

 

সবার জন্য শুভ কামনা।

Level 2

আমি ওবায়েদ উল্লাহ আইমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 350 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Computer Science & Engineering www.facebook.com/aimanbd


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার ব্লগার সাইটটি খুব সুন্দর। আপনার কাছে আমার প্রশ্ন- ব্লগ সাইট ৬ মাস না হলে গুগল এডসেন্স এর জন্য আবেদন করা যায় না একটু বলবেন

    @tahmid hasan: ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, গুগল এডসেন্সে একাউন্ট এর জন্য আপনি ৬ মাস অপেক্ষা করার দরকার নেই, তবে সবচেয়ে ভালো হয় আপনার ভিজিটর মোটামুটি ভলো আসলে তখনি এপ্লাই করা, পাশাপাশি সাইট এ পর্যাপ্ত কন্টেন্ট না দিয়ে এডসেন্সে এপ্লাই করা উচিত নয়…

Level 0

Obaid Ullah Aiman vai apnake bolsi apnar blog onek copy ase tar por adsense use korsen ami taksi onek din take adsense copy takle block kore tay but apner ta ki kore na r apnar bloger visitor daily koto ase please blen http://www.vison21.com

    @paypal12: ভাই আপনাকে ধন্যবাদ, আমার সাইট এ কিভাবে কপি দেখাচ্ছে আমি নিজেও বুঝতে পারছিনা, কেননা আমার সাইট এ ইউনিক কন্টেন্ট এর সংখ্যা সবচেয়ে বেশি… হয়ত কোনো লিংক এর মাধ্যমে কপি টেক্সট শো করছে, আমি চেষ্টা করব কোনো কপি কন্টেন্ট পেলে তা রিমুভ করতে…

Level 0

Obaid Ullah Aiman vai apnar bloger visitor daily koto ase please blen r apne adsense cheek paisen

    @paypal12: আমার ভিজিটর খুব বেশি আসেনা, গড়ে ১৫০-২০০ জন আসে প্রতিদিন, পরপর দুইবার আমার এডসেন্স একাউন্ট ব্যান হয়েছিল, আমি দমে যাইনি, আবার শুরু করলাম, আবার এগিয়ে গেলাম, ইনশাআল্লাহ খুব শীঘ্রই চেক পাওয়ার আশা করছি…

Level 0

Obaid Ullah Aiman vai amar blog ase but visitor nai ki post dile visitor pawa jabe joti bolten onek upokar hoto

    @paypal12: ভিজিটর পাওয়ার জন্য আপনাকে নিয়মিত পোস্ট দিতে হবে, আর পোস্ট গুলো আপনার ওয়েব সাইট যে বিষয়ের উপর করেছেন সে বিষয়ের উপর দিবেন, অবশ্যই নিজের লেখা, ভিজিটর পাবেন

প্রিয় টিউনার,

আপনি ভুল ভাবে আপনার চেইন টিউনের শিরোনাম গুলো দিচ্ছেন। আপনি পর্ব হিসেবে টিউনের শিরোনাম গুলো –

চেইন টিউনের নাম [পর্ব-০১] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু …

চেইন টিউনের নাম [পর্ব-০২] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু ….

চেইন টিউনের নাম [পর্ব-০৩] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু

এর অর্থ প্রথমে চেইন টিউনের নাম, এরপর (স্পেস দিয়ে) স্কয়ার ব্রাকেটের ( [ ] ) মধ্যে পর্ব হাইফেন (-) দিয়ে দুই সংখ্যায় পর্বের নম্বর। স্কয়ার ব্রাকেটের ( [ ] ) ভিতরে কোন স্পেস দিবেন না। এরপর (স্পেস দিয়ে) ডাবল কোলন (::) এর পরে (স্পেস দিয়ে) চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু॥ এই ফরমেটে চেইন টিউনের শিরোনাম গুলো লিখুন।

এই চেইনের পূর্বের পর্ব গুলোর শিরোনাম গুলোও যদি টেকটিউনস চেইন টিউনের শিরোনাম মোতাবেক করা না থাকে তবে সব গুলো এখনই সংশোধন করুন ও পরবর্তী সকল চেইন টিউনে সঠিক ভাবে চেইন টিউনের শিরোনাম দিন।

টেকটিউনস থেকে আপনার টিউন গুলো চেইন করে দেওয়া হবে। চেইন টিউন কীভাবে প্রক্রিয়া হয় তা জানতে ‘টেকটিউনস সজিপ্র’ https://www.techtunes.io/faq এর ‘চেইন টিউন’ অংশ দেখুন। ধন্যবাদ।