আজকে আসলে একটা চরম সাজেশন দেওয়া দরকার। সাজেশন না দিলে আর হবে না। সাজেশন তাদের জন্য যারা ওডেস্ক বা ফ্রীলান্সার এর মত সাইট এ কাজ করেন তাদের জন্য। আমরা যখন কোন কাজের জন্য অ্যাপ্লাই করি, তখন আমাদের পূর্বে লেখা কোন কভার লেটার কপি পেস্ট করে দেই। আসলে এটা করা কোনভাবেই উচিৎ না। দেখা যাচ্ছে আপনি অনেকগুলা কাজ জানেন। একটা একটা কাজের জন্য এক এক ধরনের কভার লিখে রাখেন। পরবর্তীতে আপনি শুধু মাত্র জবের টাইটেল দেখে ওই পুরবের লেখা কভার লেটার তা কপি পেস্ট করেন। জবের ডিস্ক্রপশন ও ভাল করে পড়েন না। জবের টাইটেল দেওয়া আছে ধরুন "লিঙ্ক বিল্ডার নিডেড", আপনি দেখেন যে আমি কাজটি করতে পারব। কিন্তু আপনি জানেন না যে সে ভিতরে তার জন্য কি কি নীতিমালা প্রণয়ন করে দিয়েছে। পরবর্তীতে ক্লায়েন্ট যদি আপনাকে কজের জন্যও অফারও করে তাহলে আপনি তার মন থেকে ফিডব্যাক তা পান না। অতিরিক্ত রাগ হলে ক্লায়েন্ট আপনার সেই মাত্রার ফিডব্যাক দিবে সেটা বুঝতে পারছেন। আর ক্লায়েন্ট যদি ভাল হয় তাহলে হইত আপনার প্রতি করুনা করে ফিডব্যাক দিবে। কেন দরকার ? আপনার এই করুনার ফিডব্যাক। আপনি তার কাজ করছেন। সে আপনাকে পেমেন্ট করছে। এতটুকু। এর বেশি কিছু না। কিন্তু একটা জিনিস হচ্ছে। সে যদি পরবর্তীতে কোন প্রজেক্ট ওপেন করে তাহলে আপনাকে তো আর কোনদিন ওই ক্লায়েন্ট জব দিবে না। আপনি সর্বদা একটা জিনিস মাথাই রেখে কাজ করবেন। ক্লায়েন্ট আসলে কি চাই। আপনি তার সেই চাওয়া টা নিজে থেকে ফিল করেন। এরপর তার জব টা কমপ্লিট করে দিন। দেখুন পরবর্তীতে আর কারোরও কাছে কাজ করাবে না। সরাসরি আপনার সাথে যোগাযোগ করবে। এই জন্য ক্লায়েন্ট এর সাথে বোঝা পোড়াটা সব সময় ঠিক রাখা উচিৎ। আসল কথাটা বলতে ভুলে গেছি। কভার লেটার প্রসঙ্গে ছিলাম। কভার লেটার লেখেন যেন মনে আপনার জীবনের ইতিহাস লিখছেন। কেন দরকার এত প্যাঁচাল করার। একটা কথা লিখলেই তো হয়। স্যার আনি কাজটি করতে পারি। এই যে আমার পূর্বের কাজের অভিজ্ঞতা। প্রজেক্ট বিষয়ে আমরা স্কাইপি অথবা মেসজের মাধ্যমে আলোচনা করে নিব। হয়ে গেল। এত গুলা কথা বললাম এই কারনে যে, আমি নিয়মিত জব দিই। আজকেও দিলাম একটা নতুন জব পোস্ট। আরে বাবা !!! কি বলব। বিড করেছে ৩০+ মাত্র ৩ ঘণ্টায়। এমনিতে সময় কম। এখন মেসেজ পড়তে যেয়ে আমার পুরা মেজাজ গরম হয়ে গেছে। সবাই একই কাজ করেছে। আমি যে কি জব দিছি আর তারা যে কি কভার লেটার লিখছে আমি নিজেই কনফিউজ হয়ে গেছি। এক একজন পণ্ডিত তাদের জীবনের ইতিহাস লিখে পাঠাইছেন। সে এইটা পারে ওইটা পারে। আমি বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখে দিছি কভার লেটার অবশ্যই ছোট হতে হবে। বাপরে!!!! এমন ছোট কভার লেটার লিখেছে যে একটা মেসেজ পড়তে যেয়ে আমার ১৭ মিনিট লাগলো। তার জীবনে কত কাজ করেছে সব।আরে ভাই আমার তাতেইও দুঃখ ছিল না। সে পারে, তাই লিখেছে ভাল। কিন্তু আমার প্রজেক্ট সম্পর্কে কচুর মাথা কিচ্ছু নেই। আমি যে একটা ফাইল এটাচ করে দিতে বলেছি সেইটা মনে হয় তার চোখে পড়িনি।পূর্বে একটা কাজের জন্য একটা ছেলেকে আমি সত্যি করুনা করে তারে ফিডব্যাক দিছি। আসলে আমার এত পরিমান রাগ তার উপর হয়েছিল, বলে বুঝাতে পারব না। তাপরও দেখলাম আমি যদি তার ফিডব্যাক টা না দিই হইত ছেলেটার পরবর্তীতে কাজ পেতে অনেক বেগ পেতে হবে। আরে মিয়া আমি না হয় একজন ফ্রীলান্সার তাই তোমারে ফিডব্যাক দিছি। ফিডব্যাকের যে কি জ্বালা সেইটা তো সে কবেই বুঝেছি। কিন্তু যারা শুধু কাজ করাই। তারা তো রেগে আগুন হয়ে যাবে। তাই বলছি এখন থেকে জবের জন্য বিড করার সময় নিচের নিয়ম গুলা দয়া করে মেনে চলবেন। আশা করি কখন আপনাকে পিছুপা হবে না। আমি এখন আছি মহা টেনশনে। আমার কাজটা করার জন্য কাউকে যোগ্য বলে মনে হচ্ছে না। যদিও তাদের ফিডব্যাক দেখছি সেই মাত্রার। তারপর কেন জানি মনে হচ্ছে আমার মনের মত করে কেউ দিতে পারবে না। কাজটা খুব সিম্পিল। কিন্তু কেউ যে আমার দেওয়া নীতিমালা গুলা পড়ি নি। সেইটা তাদের কভার লেটার দেখে আমি বুঝতে পেরেছি। কারন আমার প্রজেক্ট সম্পর্কে কোন কথা বার্তাই তো লেখা নেই। যাই হোক আসল কথাই আসি।
উপরের বিষয়গুলা মাথাই নিয়ে একটু বিড করবেন। আশা করি সফল হবেন। কোন ধরনের সমসাই পরবেন পড়বেন না। ধন্যবাদ সবাইকে। ভাল থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি হ্যারি পটার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 171 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ তথ্যের জন্য