দেশে যারা আউটসোর্সিং নিয়ে ভালো কাজ করছে তাদেরকে স্বীকৃতি দেবার জন্য বেসিস (বাংলাদেশ এসোসিয়েশন অফ সফটওয়্যার এন্ড ইন্ফরমেশন সার্ভিসেস) আয়োজন করেছে BASIS Outsourcing Award 2013। ২০১১ সন হতে বেসিস বেস্ট ফ্রীলান্সার অ্যাওয়ার্ড আয়োজন করে যা ব্যাপক জনপ্রিয়তা পায়। এই বছর আরো বড় পরিসরে একই ধরনের অ্যাওয়ার্ড দেয়া হচ্ছে। ফ্রীলান্সারদের পাশাপাশি এবার প্রাতিষ্ঠানিক আউটসোর্সিং উদ্যোক্তাদের অ্যাওয়ার্ড দেয়া হবে।
এবার সব মিলিয়ে ১০০ টি অ্যাওয়ার্ড দেয়া হবে। সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে যে এবার দেশের ৬৪ টি জেলার প্রতিটিতে একজন করে ফ্রীলান্সারকে অ্যাওয়ার্ড প্রদান করা হবে। সারা দেশে আউটসোর্সিংকে উত্সাহিত করতেই এই পদক্ষেপ। এছাড়াও এবারই প্রথম নারী ফ্রীলান্সারদের জন্য আলাদা অ্যাওয়ার্ড দেয়া হবে।
দেশের আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং খাতকে উৎসাহিত করতে বেসিস গত ২০১১ সাল থেকে নিয়মিত ভাবে এই আয়োজন করে আসছে। আপনি যদি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন দেশের যে জেলাতেই থাকুন না কেন রেজিস্ট্রেশন করুন BASIS Outsourcing Award 2013 তে।
অনলাইন-এর মাধ্যমেই শুধু এই অ্যাওয়ার্ড এর জন্য রেজিস্ট্রেশন করা যাবে। রেজিস্ট্রেশন এবং বিস্তারিত তথ্যের জন্য ভিসিট করতে হবে http://www.outsourcingaward.basis.org.bd রেজিস্ট্রেশন -এর শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারী।
রেজিস্ট্রেশন শেষ হবার পরে বিচারকরা ( বিচারকদের মধ্যে থাকবে তথ্য প্রযুক্তি এক্সপার্ট, মিডিয়া প্রতিনিধি, শিক্ষক এবং পূর্বের অ্যাওয়ার্ড প্রাপ্ত উদ্যোক্তা) যাচাই বাছাই করে short-list করবে এবং সবশেষে ইন্টারভিউ (face-to-face অথবা online) -এর মাধ্যমে বিজয়ী নির্বাচিত করা হবে।
আসন্ন বেসিস সফট-এক্সপো (মার্চ ৬-৯ -http://www.softexpo.com.bd) তে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ও সার্টিফিকেট/ক্রেস্ট প্রদান করা হবে।
আমি বেসিস BASIS। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আচ্ছা গত বছর কিশোরগঞ্জ থেকে কে এই এওর্য়াড পেয়েছে কিভাবে দেখবো ???