আসসালামু আলাইকুম । আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন । ভালো থাকাটাই সবসময়ের প্রত্যাশা । কম্পিউটার এবং ইন্টারনেট এর বিভিন্ন বিষয়ে টিপস নিয়ে আমি ইতিপূর্বে আলোকপাত করেছি এবং পর্যায়ক্রমে আলোচনা করব । অনলাইন আর্নিং বিষয়ে গত পর্ব নিশ্চয়ই দেখেছেন । মিস করে থাকলে আরেকবার দেখে আসতে পারেন এ লিঙ্কে ক্লিক করে । ধারাবাহিক টিউন এর আজ দ্বিতীয় পর্ব হিসেবে কিছু বিষয় শেয়ার করব । অনলাইন আর্নিং সম্পর্কে সবারই জানার ইচ্ছা প্রচুর, কিন্তু কিভাবে আর্নিং করব, কোথা থেকে শুরু করব, এ নিয়ে যেন জল্পনা কল্পনার শেষ নেই । তবু অনলাইন আর্নিং বিষয়ে জানার আগ্রহ সবসময়ই কম বেশি সবারই থাকে, শুধু উপযুক্ত নির্দেশনার অভাবে কাজের আগ্রহ হারাচ্ছে নতুন করে আগত ফ্রি ল্যান্সাররা । তাদের জন্য আমার এ টিউনটি একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র । আমি যে কয়টি বিষয় সম্পর্কে এখানে আলোচনা করব তার সম্পর্কে আরো বিস্তারিত টিপস পাবেন এ সাইট এ । এখানে অনলাইন আর্নিং এর বিভিন্ন নির্দেশনা রয়েছে, যা অনেকের কাজে আসতে পারে । আসুন এবার মূল কোথায় আসি ।
গত পর্বে ওডেস্ক, ফ্রিলেন্সার, মাইক্রোওয়ার্কার্স নিয়ে নিশ্চয়ই চেষ্টা করেছেন । কতটুকু পেরেছেন জানিনা, তবে আগ্রহ হারাবেননা, আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যান । আপনি সফল হবেন ইনশাআল্লাহ । যারা লেগে থাকে, যারা পরিশ্রম করে, তারাই সফল হয়েছে । আপনিও পারবেন, সহযোগিতা করতে আপনার চারপাশে অনেকেই আছেন । যারা সফলতার মুখ দেখতে পেয়েছেন তারা কিন্তু এসব মার্কেটপ্লেস এ ঢুকেই কাজ পেয়ে যাননি । কেউ ৩ মাস কেউ ৬ মাস ধৈর্য ধরে বিড করে গেছেন । এক সময় কাজ পাওয়া শুরু হলো আর সেটা থেমে থাকেনি । চেষ্টা করতে থাকুন, সফল হবার অনেক পদ্ধতি এ সাইট এই পাবেন । এসব মার্কেটপ্লেস এ সুবিধা মনে না হলে এর পাশাপাশি আপনি ব্লগ এ বিচরণ করে দেখার কথা বলেছিলাম। আপনি ব্লগ এ কতটুকু এগুতে পেরেছেন, আশা করি শুরু হলেও করতে পেরেছেন । শুরু করাটাও আপনার জন্য একটি বড় প্রাপ্তি বয়ে আনবে একটি সময়, সাহস রাখুন, ভেঙ্গে পড়বেননা । শুধু মাত্র একটি ব্লগ দিয়েই আপনি সফলতার মুখ দেখতে পারেন । ভালো একটি ব্লগ তৈরী করে গুগল এডসেন্স এর জন্য এপ্লাই করলেন । এডসেন্স পেয়েও গেলেন, আপনার কাজ শুধু প্রতিদিন পোস্ট করা, নতুন নতুন আর্টিকেল দেয়া, কন্টেন্ট এড করা । প্রতিদিন এভাবে করতে থাকলে আপনি ভিজিটর পাবেন এবং এডসেন্স এর আর্নিং হতে থাকবে । এডসেন্স এর আর্নিং বাড়ানোর জন্য আমার এই পোস্টটি দেখতে পারেন । কিন্তু আপনি এডসেন্স পেলেননা, তাহলে কি করবেন? আপনার জন্য আরেকটি ওয়েব সাইট আছে যারা এডসেন্স এর বিকল্প হিসেবে কাজ করে । এখানে গিয়ে চেষ্টা করুন ।
আপনি ব্লগ এ খুব বেশি আর্নিং করতে পারছেননা, তবেকি ছেড়ে দিবেন ব্লগ? না ছেড়ে দেয়ার দরকার নেই। আপনার ব্লগ এর পাশাপাশি আরো কয়েকটি ব্লগ তৈরী করুন । বিভিন্ন বিষয়ের সমন্নয়ে ব্লগ তৈরী করলে আপনার আর্নিং এর পরিমান বাড়বে । আপনার ১০টি ব্লগ থাকলে প্রতিটি ব্লগ এ যদি প্রতিদিন ১০ জন ভিজিটর আসে, তবে মোট ভিজিটর ১০০ । এভাবে ভিজিটর বেশি পেলে আপনার আর্নিং এর সম্ভাবনাও বেশি থাকবে । প্রতিটি ব্লগে কি ওয়ার্ড সেট করুন, কি ওয়ার্ড নির্ধারণে গুগল কীওয়ার্ড টুল এর সাহায্য নিন ।
ব্লগ এ কিভাবে কিওয়ার্ড সেট করবেন সে বিষয়ে অনেকেই জানেন, যারা এখনো পারেননি তাদের জন্য ..
আপনার ব্লগার এ সাইন ইন করে go to post list আইকন এ ক্লিক করুন ...
তারপর সেটিং অপশন এ ক্লিক করে সার্চ প্রিফারেন্স অপশন এ ক্লিক করুন ...
এখানে মেটা ট্যাগ এর মধ্যে কি ওয়ার্ড বসান ... তারপর সেভ করুন । পাশাপাশি বেসিক অপশন এ গিয়ে ডেসক্রিপশন এড করতে ভুলবেননা । তাতে আপনার সাইট কি ওয়ার্ড টাইপ করে সার্চ এর মাধ্যমে যে কেউ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনার সাইট ভিজিট করতে পারবে । একটা ভালো পজিশন এ যাওয়ার পর গুগল এডসেন্স এর জন্য এপ্লাই করুন । ব্লগ থেকে কিভাবে সেটা করবেন তা আমার আগের পোস্টে আলোচনা করেছি ।
ব্লগ এর পাশাপাশি আপনি ফরেক্স ট্রেডিং নিয়েও কাজ করতে পারেন । এখানে রিসার্চ করে অনেক ভালো ইনকাম আনা সম্ভব । ফরেক্স ট্রেডিং মূলত অনলাইন এ শেয়ার ব্যবসা করার মত একটি প্লাটফর্ম । ফরেক্স ট্রেডিং সম্পর্কে জানতে এবং এ ফিল্ডে কাজ করতে আপনাকে সম্পূর্ণ বিষয়টি আয়ত্তে আনতে হবে। এ সাইট এ গিয়ে আপনি এ বিষয়ে জানার চেষ্টা করতে পারেন ।
এ বিষয়ে কাজে আসতে পারে এমন আরো কয়েকটি লিংক ...
তাছাড়া আমার সাইট এ গিয়েও ফরেক্স ট্রেডিং এর বাংলা এবং ইংরেজি টিউটোরিয়াল সংগ্রহ করে নিতে পারেন । এখানে গেলেই পাবেন ।
এফেলিয়েট মার্কেটিং করে আর্ন করতে পারেন । এ সম্পর্কে আগেও নিশ্চয়ই শুনেছেন । এটা হচ্ছে পণ্যের বিজ্ঞাপন প্রচার করা অনলাইন এর মাধ্যমে । আপনার বিজ্ঞাপনের মাধ্যমে কেউ উক্ত পণ্য ক্রয় করলে আপনি তার মাধ্যমে কমিশন পাবেন । এ বিষয়ে আরো জানতে এ লিংক থেকে ঘুরে আসতে পারেন।
এফেলিয়েট মার্কেটিং বিষয়ে আপনাকে সহযোগিতা করবে এমন আরেকটি লিংক ।
এ বিষয়ে কাজ করার জন্য আরেকটি সাইট ।
আপনার জন্য অনলাইন এ আয়ের আরেকটি টিপস ...
আপনি শুধু আর্টিকেল লিখেও টাকা ইনকাম করতে পারেন । অনেক প্রতিষ্ঠান আছে যারা রিভিউ, ব্লগ কিংবা আর্টিকেল লেখার মাধ্যমে মুল্য পরিশোধ করে থাকে । এমন একটি সাইট ।
এ রকম আরো কয়েকটি লিংক
এসব কোনো বিষয় আপনার কাছে কার্যকর মনে না হলে আরো কিছু টিপস আছে, তবে সেটা আরেকদিন শেয়ার করব ।
আজ এ পর্যন্তই, বাকি আলোচনা আরেকদিন ।
সবাইকে ধন্যবাদ ।
সবার জন্য শুভ কামনা ।
আমি ওবায়েদ উল্লাহ আইমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 350 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Computer Science & Engineering www.facebook.com/aimanbd
Accha vai trade forex a business kora ki islam er dristitay halal ?