এবার আপনি ও পাবেন ODESK এর কাজ ইনশাআল্লাহ্‌ || না পড়লে চরম মিস করবেন !!

আমাদের মাঝে এখন মনে হয় এমন কেউ নেই যে যার ওডেস্ক আইডি নেই। কিন্তু কেউ উপার্জন করছেন হাজার হাজার টাকা। আবার কেউ  বা শত বিড করেও কাজ পাচ্ছেন না। আবার এমন ও অনেকে আছেন যারা বিড করবেন কিভাবে তা বুঝতেই পারছেন না। চিন্তার কোন কারন নেই। আপনি যদি সঠিকভাবে চেষ্টা করেন তবে কাজ আপনি পাবেন ইনশাআল্লাহ্‌। এবার আসুন আপনাদের কে নিয়ে দেখি কি করে ODESK এ কাজ করতে হয় ।

ODESK এ বিড করার সিস্টেমঃ

আমাদের মাঝে প্রায় সবাই না বুঝে কাজ পেলেই বিড করা শুরু করি। কিন্তু দেখি না কাজ টা কত টুকু সহজবোধ্য ,এভারেজ বিড এবং বায়ার এর payment method verified কিনা।

তাই আগে দেখুন কাজটি কি urgent কিনা , hourly basis এর কোন কাজ কিনা ! Fixed rate এর কাজ এর বিড তুলনামূলক কম থাকে ,তাই পারতঃপক্ষে fixed rate এর কাজ এ apply করুন।

সুন্দর একটি প্রোফাইল  করুনঃ

ওডেস্ক এ কাজ করবার আগে আপনার প্রোফাইল ১০০% পুরন করে নিন এবং ওডেস্ক টেস্ট দিয়ে নিন। এরপর আপনার একাউণ্ট verified করুন ,আপনার ছবি, ব্যাংক একাউণ্ট এ লেনদেন কৃত একটি কপি।

একাউন্ট veirified না হলে কাজ না পাবার সম্ভাবনা বেশী থাকে।

কভার লেটারঃ 

ওডেস্ক এ মুলতঃ কাজ পাওয়া না পাওয়া নির্ভর করে একটি কভার লেটার এর উপর। অর্থাৎ, আপনি যখন কাজ টি তে apply করবেন তখন একটি লেটার বায়ার কে দিতে হয়। এটি কেই কভার লেটাএ বলা হয়। বায়ার কে sir বলে সন্মোধন করার চাইতে hiring manager বলে ডাকা টাই উত্তম। এরপর লেটার এর সাথে আপনার কাজের কোন ডকুমেন্টস আপ্লোড করে দিতে পারেন। এতে বায়ারের কাছে আপনার কাজের পরিচয় পাবে।

সাক্ষাতকার এ নির্বাচিত হবার পরঃ

সাক্ষারকারে নির্বাচিত হবার পর আপনি বায়ার কে আপনার ইয়াহু আইডি,গুগল টক অথবা হটমেইল আইডি দিতে পারেন। তবে বায়ার রা skype ID লাইক করে বেশী এবং তারা বেশীরভাগ সেখানেই থাকে। তাই আপনার একটি skype ID খুলে নিন বায়ার কে দেবার জন্য।

কখনোই বায়ার কে জ়োর করবেন না আপনার কাজের জন্য।তার সাথে আপনার পূর্বের করা কাজ শেয়ার করতে পারেন।

আশাকরি এখন মুটামুটি সবাই কাজ পাবেন ।

বিঃদ্রঃ

সবার কাছে আমার আবেদন আপনার বাসার কাজের ছেলে/মেয়ে কে নিজেদের লোক হিসেবে ভাবুন । তাদের অধিকার আদায়ে আপনিও সহযোগিতা করুন। সবাই মিলে আসুন সুন্দর একটি দেশ গড়ি।

ভালো থাকবেন ।

বিস্তারিত জানতে ভিজিট করুনঃ প্রোগ্রামিং আড্ডা তে

Level 2

আমি প্রোগ্রামার রোমেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 87 টি টিউন ও 732 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ফেসবুকে আমি http://www.facebok.com/simantoromel.bd আমার ওয়েবসাইট http://www.corposolution.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

একাউন্ট veirified না হলে কাজ না পাবার সম্ভাবনা বেশী থাকে।
বিষয়টি বুঝলামনা!

    @স্বার্থপর:
    আপনার ছবি, ব্যাংক একাউণ্ট এ লেনদেন কৃত একটি কপি এবং জাতীয় পরিচয় পত্রের কপি আপলোড থাকতে হবে নয়ত একাউণ্ট verified হবে না। buyer kaj dibe na

Level 0

Thank’s 🙂 Nice tune.

Level New

সুন্দর টিউন হইছে ভাইয়া।আপনার টাইটেল দেখে আমি ভাবছিলাম ওডেস্ক এবার বিড ছাড়া কাজ দিবো 😀
যাই হোক মজা করলাম সুন্দর টিউন হইছে

সুন্দর পোস্ট। অাপনার কথায় ১০০% যুক্তি অাছে। সবাই মানে ক্লায়েন্ট বিশ্বস্থ লোককেই কাজ দিবে এটা স্বাভাবিক।

শুধু বিড করে কাজ পেলেই হবে না । তাকে জানতে হবে আসলেই সে কাজটা পারবে কিনা । নতুবা সেই কাজে তাকে বিড করার দরকার নাই।

Level 0

vai onak valo laaglo. arokom aro idia post korben
thanks

ভাই একাউণ্ট verified কি ভাবে করবো please বলবেন কি?

    @MD.JAMAL HOSSAIN:
    আপনার ছবি, ব্যাংক একাউণ্ট এ লেনদেন কৃত একটি কপি এবং জাতীয় পরিচয় পত্রের কপি আপলোড থাকতে হবে নয়ত একাউণ্ট verified হবে না।

Level 0

প্রথমেই টিউনের জন্য অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা আমার তো জাতীয় পরিচয় পত্র নাই তাহলে আমি কি করতে পারি।

ছবি, ব্যাংক একাউণ্ট এ লেনদেন কৃত একটি কপি এবং জাতীয় পরিচয় পত্রের কপি আমার কাছে but আমার odesk DI open করে কোথায় গিয়ে আপলোড করতে please বলবেন কি?

@mdarifsadik:
সফল অবশ্যই হবেন। তবে ধৈর্য্যশীল আর বিচক্ষন হতে হবে

Level 0

রোমেল ভাই, আমি ফ্রীল্যান্সিং এ পেশা গড়তে আগ্রহী। আমি SEO শিখতে চাই। কিভাবে শুরু করব বুঝতে পারছি না। আমি খুব ভাল করে সময় নিয়ে কাজ শিখে মাঠে নামতে চাই। কোনো প্রতিষ্ঠান থেকে শিখলে ভাল হবে নাকি অনলাইনই যথেষ্ট? আমাকে সার্বিকভাবে পরামর্শ দিলে খুবই উপকৃত হতাম। ধন্যবাদ ভাইয়া।

    @shuvel:
    সব থেকে ভালো হয় কারোকাছে ব্যক্তিগত ভাবে শিখেন। তবে দেখে শুনে টাকা খরচ করবেন। আজকাল অনেক প্রতারক SEO/outsourcing এর নামে অনেক টাকা হাতিয়ে নিচ্ছে। আমার ২ টা ব্যাচ running. ওদের SEO+ web devloping শেষের পথে।তাই আমি এখন আপাতত ওদের সাথে আপনাকে in করাতে পারছি না বলে দূঃখিত।তবে ১ সপ্তাহ পরে যোগাযোগ করতে পারেন।
    [email protected]

ggggggggggggg000000000000000000000d job

Level 0

ভাইয়ারা কেমন আছেন?আমি ওডেস্ক এ কাজ করছি গত ১ মাস। আমি ডেবিট মাষ্টার কার্ড এর জন্য aplly করতে চাই।কিন্তু আমার কোনো national ID card নেই।আমার বয়স ১৭ বছর ৮ মাস ।আমি কি করতে পারি?

আহসান আরিফ
E-mail: [email protected]
oDesk প্রোফাইলে লিংকঃ
https://www.odesk.com/users/~~2d2d3f4d881fb0b1

vai amr o same kotha,amr o national id card nai bt akhon ame ki korbo?

@sadhon biswas:
স্প্যামিং করলে আপনি কিন্তু যে কোন সময় ডিলিট হতে পারেন। be careful

Comments are closed.