আসসালামুআলাইকুম। বর্তমানে অনলাইনে অনেক ভাবে টাকা ইনকাম করা যায়। কিন্তু যারা কনটেন্ট রাইটিং করে টাকা ইনকাম করেন তাদের জন্য বাংলাদেশে তেমন কোন ওয়েবসাইট খুঁজে পাওয়া যায় না। কিন্তু কনটেন্ট রাইটিং করে টাকা ইনকামের জন্য বাংলাদেশে দুই ক্যাটাগরির ওয়েবসাইট আছে। একটি হলো ব্লগ বা আর্টিকেল লিখে টাকা ইনকাম করা এবং দুই নম্বর রয়েছে প্রশ্ন উত্তর করে টাকা ইনকাম করার ওয়েবসাইট। তবে আর্টিকেল লিখে টাকা ইনকাম করার জন্য বাংলাদেশে বেশ কিছু জনপ্রিয় ওয়েবসাইট থাকলেও প্রশ্নোত্তর করে টাকা ইনকামের জন্য তেমন জনপ্রিয় ওয়েবসাইট খুঁজে পাওয়া যায় না। আর যেগুলো আছে সেগুলো নিয়েও মানুষ ততটা জানে না। তবে আজকে আমি আপনাদের এমন কিছু প্রশ্ন উত্তর ওয়েব সাইটের কথা বলব যেগুলো থেকে আপনারা মাসে নিজের হাত খরচের মত অথবা যদি নিয়মিত কাজ করেন তবে একটা ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। প্রথমে আমি কিছু ওয়েবসাইটের কথা বলব যেগুলো থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন। আর শেষের দিকে আরো কিছু দুই তিনটা ওয়েবসাইটের কথা বলব যেখান থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন না তবে আপনাদের জানার জন্য বলে রাখবো।
আপনাদের অনেকেই এখনো জানেন না যে প্রশ্নোত্তর করে আবার কিভাবে টাকা ইনকাম করা যায়। আসলে প্রশ্ন উত্তর ওয়েবসাইটটি এমন একটি ওয়েবসাইট যেখানে কোন একটি বিষয়ের উপর ছোট একটি ব্লগ আকারে তথ্য দেওয়া থাকে। এখন এই তথ্য টি থাকে প্রশ্ন আকারের। আর যে উত্তরটি দেওয়া হয় সেটা হয় ওই প্রশ্নের উত্তর। আর এই প্রশ্ন এবং উত্তর করে ওয়েবসাইট কর্তৃপক্ষ আপনাকে কিছু টাকা দিয়ে থাকে। একেক ধরনের ওয়েবসাইটে এক এক নিয়মে টাকা দিয়ে থাকে। তবে প্রথম দিকে আমি যেই কয়টি ওয়েবসাইটের কথা বলব সেগুলোর মধ্যে আমি ধাপে ধাপে ভালো ওয়েবসাইটগুলোই তুলে ধরার চেষ্টা করব।
এখন অনেকের মনেই প্রশ্ন একটাই যে প্রশ্নোত্তর করে আসলে কত টাকা ইনকাম করা যায়? উত্তরে বলতে পারি এই যে- আপনি যদি নিয়মিত ধৈর্য ধরে সঠিক পন্থায় কাজ করতে পারেন তবে আপনি প্রশ্নোত্তর করে মাসে দুই থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন। আমি আপনাদের এ কথা বলবো না যে আপনি প্রশ্নোত্তর করে মাসে ১০ থেকে ২০ হাজার টাকা বা আরো বেশি ইনকাম করতে পারবেন। যেটা সত্য সেটাই আপনাদেরকে বলছি। আপনি প্রশ্নোত্তর করে মাসে দুই থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। তবে এর জন্য আপনাকে কিছুটা ধৈর্য নিয়ে কাজ করতে হবে। আর এমন না যে আপনাকে সারাদিন কাজ করতে হবে আপনি যদি দিনের দুই থেকে তিন ঘন্টা ভালোভাবে কাজ করেন তাহলে আপনি মাসে দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন।
আমার মনে হয়, আপনি যদি একজন শিক্ষার্থী, কিংবা গৃহিণী অথবা একজন চাকরিজীবী মানুষ হয়ে থাকেন তবে এই আর্টিকেলটি আপনার কাজে আসবে। কারণ আপনি আপনার অবসর সময়ে এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন।
সব ওয়েবসাইটেরই কিছু নিয়মকানুন থাকে। তবে প্রশ্নোত্তর ওয়েবসাইটেরও কিছু নিয়ম-কানুন আছে যেগুলো মেনে আপনাকে প্রশ্নোত্তর করতে হবে। বিশেষ করে যে ওয়েবসাইট গুলো প্রশ্নোত্তরের মাধ্যমে টাকা দিয়ে থাকে তারা নিয়ম কানুন খুব বেশি ভাবে মেনে চলে। আর এই নিয়ম কানুন না মানলে আপনি সেখান থেকে কোন টাকা ইনকাম করতে পারবেন না।
আপনি যে উত্তরটি লিখবেন সে উত্তরটি অবশ্যই ১০০ শতাংশ অরিজিনাল এবং উত্তরের বিস্তারিত ব্যাখ্যা থাকা প্রয়োজন। কারণ আপনার উত্তরটি যেন একজন ব্যবহারকারী পড়ে তার কাঙ্খিত জ্ঞান অর্জন করতে পারে। আর যদি আপনার উত্তর করে ব্যবহারকারী কোন উপকার না পাই তাহলে কর্তৃপক্ষ আপনাকে কেন টাকা দিবে? তাই আপনার উত্তরের অবশ্যই বিস্তারিত ব্যাখ্যা এবং ১০০ শতাংশ রিয়েল হতে হবে।
আমরা যারা অনলাইনে লেখালেখি করি তারা সবাই জানি যে প্রত্যেকটা ওয়েবসাইটেই একটি সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে যে কোন কন্টেন্ট অন্য ওয়েবসাইট বা অন্য কোথা থেকেও কপি করে লেখা যাবে না। আর প্রশ্ন উত্তর ওয়েবসাইটের ক্ষেত্রে এই বিষয়টি খুব ভালোভাবে লক্ষ্য করা হয়। তারা একটি প্রশ্ন অনুমোদনের পূর্বে ভালোভাবে পরীক্ষা করে দেখে যে উত্তরটি তে কোন কপি পেস্ট করা হয়েছে কিনা! যদি তারা দেখে যে উত্তরটি কপি পেস্ট করা হয়েছে তবে তারা সাথে সাথে সে উত্তরটি ডিলিট করে দেয়। আর যদি কোন ইউজার নিয়মিতভাবে এ কাজটি করে থাকে তবে সে ইউজারকে তারা ডিলিট করে দেয়।
বর্তমানে এ আই এর যুগে অনেক মানুষ এমন কন্টেন্ট সাবমিট করে যেগুলো সরাসরি এ আই লেখা বা এ আই এর সাহায্যে লেখা। আর প্রশ্নোত্তর ওয়েবসাইট গুলো এদিকেও খুব বেশি নজর দেয়। তারা প্রতিটা উত্তরের জন্য এ আই কন্টেন্ট চেক করে। যদি দেখে যে উত্তরের একটি লাইন ও এ আই দিয়ে লেখা হয়েছে তবে তারা সাথে সাথে উত্তরটিকে ডিলিট করে দেয় তাই আপনি অবশ্যই উপরের এই তিনটি বিষয়ের দিকে খেয়াল রাখবেন, যদি আপনি টাকা ইনকাম করতে চান।
এখন চলুন জেনে আসা যাক প্রশ্নোত্তর করে টাকা ইনকাম করার কিছু ওয়েবসাইট সম্পর্কেঃ
প্রশ্নোত্তর করে টাকা ইনকাম করার জন্য আমি সবার প্রথমে যে ওয়েবসাইটটিকে রেখেছি তার নাম হলো Easyanswer। এই ওয়েবসাইটটি আমার কাছে টাকা ইনকামের জন্য সবচেয়ে সেরা ওয়েবসাইট বলে মনে হয়েছে। এবং আমি নিজেও এখান থেকে টাকা ইনকাম করেছি। আর বাংলাদেশে যতগুলো প্রশ্ন উত্তর ওয়েবসাইট আছে তার মধ্যে সবথেকে সহজে এবং সব থেকে বেশি টাকা এই ওয়েবসাইটি দিয়ে থাকে। অন্যান্য ওয়েবসাইটগুলো থেকে টাকা ইনকাম করার জন্য অনেকগুলো শর্ত বা অনেক নিয়ম কানুন মেনে চলতে হয়। কিন্তু এই ওয়েবসাইটে টাকা ইনকামের জন্য কেমন কোনো শর্ত নেই। শুধু একটি অ্যাকাউন্ট খুলে প্রশ্নোত্তর করে আপনি টাকা ইনকাম করতে পারবেন। তবে আপনার প্রশ্ন উত্তর ওয়েবসাইট কর্তৃপক্ষ এপ্রুভ করার পরেই আপনি সেই প্রশ্নের উত্তরের জন্য কিছু পয়েন্ট পাবেন। আর উপরে বর্ণিত নিয়ম গুলো মেনেই তারা প্রশ্ন কিংবা উত্তর এপ্রুভ করে থাকে। তাই প্রশ্ন উত্তর করার পূর্বে আপনাকে অবশ্যই উপরের নিয়ম গুলো মেনে চলতে হবে। Registration Link: Easyanswer
এই ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করার জন্য প্রথমে আপনার একটি অ্যাকাউন্ট রেজিস্টার করে নিতে হবে। তারপরে আপনার দেওয়া ইমেইলটি ভেরিফাই করতে হবে। অতঃপর আপনি প্রশ্ন করতে এবং অন্যান্য সদস্যদের প্রশ্নের উত্তর দিতে পারবেন। আপনার যদি নিজের প্রশ্নেরও উত্তর জানা থাকে তাহলে আপনি নিজের প্রশ্নেরও উত্তর দিতে পারবেন। তবে আপনার উত্তরের দৈর্ঘ্য অবশ্যই 350 অক্ষরের বেশি হতে হবে।
এখন আসি টাকা ইনকামের বিষয়টি নিয়ে, এই ওয়েবসাইট থেকে আপনি একটি ৮০ টি প্রশ্ন এবং ৮০ টি উত্তর করলে ৫০ টাকা পাবেন। আর এখান থেকে টাকা উত্তোলনের জন্য আপনাকে সর্বনিম্ন ৮০টি প্রশ্ন এবং ৮০টি উত্তর করতে হবে। এরপরে আপনি যদি ১২০টি প্রশ্ন এবং ১২০টি উত্তর করেন তাহলে আপনি ৭৫ টাকা তুলতে পারবেন। এভাবে আপনি ৫০ টাকা, ৭৫, ১০০, ১২৫ এরকম ভাবে তুলতে পারবেন। আপনার একাউন্ট সমানসংখ্যক প্রশ্ন এবং সমান সংখ্যক উত্তর থাকা লাগবে। আর আপনি যদি একবার টাকা তুলে থাকেন তাহলে যতটি প্রশ্ন এবং উত্তরের জন্য আপনি টাকা তুলেছেন সেগুলো পরবর্তী পারে আর হিসাব করা হবে না।
টাকা ইনকামের জন্য এটি একটি সেরা ওয়েবসাইট বলে আমার মনে হয়। তাই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার জন্য পাশের লিংকে ক্লিক করুন।
দুই নম্বরে আমি যে ওয়েবসাইটটি রেখেছি সেটি হলো Ask-answer। এটিও টাকা ইনকামের জন্য একটি ভালো ওয়েবসাইট তবে Easyanswer এর মত অতটা ভালো না। এখান থেকে টাকা ইনকামের জন্য আপনাকে একাউন্ট খুলে ইমেইল ভেরিফাই করে প্রশ্নোত্তর করতে হবে। প্রশ্নোত্তর অ্যাপ্রুভ হলে আপনার একাউন্টে কিছু পয়েন্ট জমা হবে। আর আপনার একাউন্টের এই পয়েন্ট যখন ১০০০ হবে তখন আপনি টাকা ইনকামের জন্য অনুমোদন পাবেন। পরবর্তীতে ১০০০ পয়েন্ট হওয়ার পরে আপনি যখন প্রশ্ন কিংবা উত্তর করবেন তখন আপনার একাউন্টে টাকা জমা হবে এভাবে যদি আপনার একাউন্টে টাকা ৫০ কিংবা তার বেশি হয় তাহলে আপনি টাকা তুলতে পারবেন। এ ওয়েবসাইটটিও টাকা ইনকামের জন্য ভালো। তবে আমার কাছে এই ওয়েবসাইটটি Easyanswer এর তুলনায় একটু কোমা মনে হয়েছে তাই একে দুই নম্বরে রেখেছি। ওয়েবসাইটটিতে রেজিস্ট্রেশন করার জন্য পাশের লিংকে ক্লিক করুন। Registration Link: Ask-Answer
তৃতীয় নাম্বারে যে ওয়েবসাইটটি রেখেছি সেটি আগের দুইটা ওয়েবসাইটের মত করে টাকা দেয় না। আপনি প্রশ্ন করবেন কিংবা উত্তর দিবেন সেটা অনুমোদন পাওয়ার পরে ইউজার আপনার উত্তরটি পড়বে পড়ে আপনাকে একটি চকলেট কিনবা বার্গার কিংবা সমপরিমাণ অর্থ দান করবে। আর এর মাধ্যমে আপনার একাউন্টে ওই পরিমাণ অর্থ জমা হবে। আর একটা নির্দিষ্ট পরিমাণ টাকা হওয়ার পরে আপনি সেটি তুলতে পারবেন। অর্থাৎ এখানে কর্তৃপক্ষ কোন টাকা আপনাকে দিবে না ইউজার যদি আপনার উত্তরটি পড়ে কোন টাকা দান করে তবে আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। এখানে রেজিস্ট্রেশন করতে পাশে লিংকে ক্লিক করুন। Registration Link: Bissoy
আমার জানামতে এই তিনটি ওয়েবসাইট থেকেই আপনি একটি ভালো পরিমাণ অর্থ ইনকাম করতে পারবেন। আর এখানে কোন স্পন্সর টিউন করা হয়নি। আমি নিজে প্রথম দুইটা ওয়েবসাইট থেকে কাজ করেছি এবং সেখান থেকে টাকা ইনকাম করেছি তাই আপনাদেরকে শেয়ার করেছি। আর বর্ণনা দেখেই আপনারা বুঝতে পারছেন যে কোন ওয়েবসাইটটি থেকে আপনি কেমন টাকা ইনকাম করতে পারবেন সেভাবে কাজ শুরু করুন।
বাংলাদেশে আরো কিছু প্রশ্নোত্তর ওয়েবসাইট আছে। কিন্তু সেগুলো একেবারেই মরা মরা অবস্থায়। একসময় এগুলো অনেক জনপ্রিয় থাকলেও এখন তেমন একটা জনপ্রিয় নেই। আমার মনে হয় এই ওয়েবসাইটগুলো আপনাদের কোন কাজে আসবে না। তাই আর এগুলো নিয়ে কথা বললাম না। এমনি নামগুলো দিয়ে দিলামঃ
আমি মোঃ তামিম আহম্মদ। , Savar Cantonment Public School And College, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 সপ্তাহ 5 দিন যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।