সবার আগে আপনাকে খুঁজে বের করতে হবে কেন আপনাকে কল করে বিরক্ত করা হচ্ছে; যিনি বারবার কল করে বিরক্ত করছেন তার বক্তব্যের মূল মোটিভ কি? তথাপি এই সহজ সাইকোলজি যদি আয়ত্ত্ব করতে পারেন যে "কেউ আপনাকে বিরক্ত করছে না বরং আপনি বিরক্ত হচ্ছেন" যদি আপনি শান্ত ও সুস্থির থেকে মানসিকভাবে ট্রিগার্ড না হউন তবে তার বিরক্ত করার প্রয়াস ব্যর্থ হবে এবং আপাত একরূপ সমাধানও হয়ে যায় বটে - অন্যদিকে আপনার শান্ত ও সুস্থির মানসিকতা বিরক্ত করার মূল কারণটি অনুসন্ধানে সহায়ক হবে।
যখন আপনি শান্ত ও সুস্থির থেকে বিরক্ত করার কারন অনুসন্ধান করতে পারবেন তখন অনেকটাই আপাতভাবে কে বা কারা বিরক্ত করছে সেটার একটা অনুমান করতে পারবেন এবং সেই সকল ব্যক্তিবর্গ হতে তথ্য ও উপাত্ত যাচাই করে মূল কালপ্রিট'কে আইডিয়েন্টিফাই করতে পারবেন।
সাধারনভাবে আপনি TrueCaller এপ্লিকেশন হতে উক্ত নাম্বার'টি সার্চ করে জানতে পারেন; তবে নতুন ক্রয়কৃত সীমকার্ড কিংবা আইপি নাম্বার হতে ইন্টারনেট কলিং এর ক্ষেত্রে বিষয়টা হয়তো ততোটা ইফেক্টিভ হবে না।
অন্যদিকে EmobileTracker হতেও অনুসন্ধান করতে পারেন; অপরাপর উক্ত নাম্বারটি হোয়াটসঅ্যাপে সেইভ করে দেখতে পারেন সেই ব্যক্তি'টি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ একাউন্ট আছে কিনা - সেখানে হয়তো আপনি তার নাম এবং ফটো পেয়েও যেতে পারেন।
একইভাবে বিশেষত অযাচিত ফিমেইল হ্যারেজমেন্টের বিষয়ের ক্ষেত্রে ইমুতে এমন ব্যক্তিদের থাকার একটা সম্ভবনা আছে বৈকি!
আপনি Bkash/Nagad এ Send Money করার চেষ্টা করতে পারেন (Send Money করতে হবে না তবে করার প্রাথমিক ধাপ অবধি যাবেন) তাহলে দেখতে পারবেন ঐ নাম্বারে Bkash/Nagad খোলা থাকলে CellFin এপ্লিকেশন হতে সীমকার্ড রেজিস্ট্রার করা ব্যক্তির নাম জানতে পারেন।
Google একাউন্টে উক্ত নাম্বারের বিপরীতে পাসওয়ার্ড Forgotten অপশনে জানাতে পারেন সেই নাম্বারটি হতে Google একাউন্ট আছে কিনা?
কেউ যদি অযাচিতভাবে কল করে বিরক্ত করে তাহলে আপনি অবশ্যই দেশের প্রচলিত আইনগত সহায়তা নিতে পারেন; আপনি সকল ডিটেইলস এবং এভিডিয়েন্স [কল হিস্টোরি এবং কল রেকর্ড ইত্যাদি] সহ নিকটস্থ থানাতে অফিসার ইনচার্জ বরাবর জিডি তথা জেনারেল ডাইরি করতে পারেন। আপনি CyberCrime Department হতেও অনলাইনে হ্যারেজমেন্টের প্রতিবিধান পেতে পারেন। এছাড়াও থানাতে যাওয়ার বিকল্প হিসেবে OnlineGD করতে পারেন - ফেইসবুকেও হ্যারেজেন্ট বিষয়ে Cyber Crime Bangladesh Police পেইজে যোগাযোগ করা যেতে পারে।
অযাচিত কল করে বিরক্ত করায় ট্রাডিশনাল এবং পরিচালিত সমাধান হলো উক্ত নাম্বার'টি ব্লক করে দেওয়া; এটি ইফেক্টিভ বটে তবে একইসাথে এটি কালপ্রিট'কে আরও বেশী বিরক্ত করতে সাইকোলজিক্যাল ইন্ধন যোগাতে পারে তাই বর্তমান সময়ে এই সলিউশনটি অনেকের জন্যই এপ্রোপিয়েট মনে হতে না পারে।
তবে এটাও ঠিক কালপ্রিট কতো নাম্বার হতে ট্রাই করবে - Call Blocking Application হতে আপনি ততোগুলোই করবেন [প্রয়োজনে সাময়িক সময়ের জন্য] তাতে নিস্তার না পেলেও যে বিরক্ত করছে সেই উপরন্তু বারবার নতুন নাম্বার সংগ্রহ করতে তথাপি ইফোর্টে একটা সময় বিরক্ত হতে পারে।
অন্যদিকে আপনি আপনার ডিভাইসে এমনভাবে কল সেটিংস করতে পারেন যাতে কনটাক্ট লিস্টে পরিচিত মানুষ ছাড়া অন্যরা কল রিচ করতে না পারে।
অন্যদিকে যে বিরক্ত করছে তার নাম্বার'টিতে আপনি রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মতোই কল বোম্বিং এবং এসএমএস বোম্বিং করতে পারেন - এটি বিরক্তির বিপরীতে বিরক্ত করার টেকনোলজি বটে [কতোটা ইফেক্টিভ সেটি অবশ্যই বিবেচ্য]
এমন বিরক্ত করায় সাইকোলজিক্যাল সলিউশন দারূন ইফেক্টি হতে পারে; যে কল করে বিরক্ত করছে তার কথাগুলোর প্রত্যুত্তর করুন (শান্তভাবে বুদ্ধিমত্তা নিয়ে) যেন তাকে মানসিকভাবে নিষ্প্রভ করতে পারেন; এক্ষেত্রে উত্তেজিত না হয়ে যথাসম্ভব কো-অপারেটিভ মানসিকতায় কালপ্রিট এর সাইকোলজিতে ইফেক্ট ফেলতে পারে এমনভাবে আপনার বাক্য ও উত্তর সাজান। "গালির পরিবর্তে ভালোবাসার বাক্য" অবশ্যই ক্রিয়াশীল - হয়তো তা ইনস্ট্যান্ট হয় না তবে ধীরগতিতে ক্রমবর্ধমান একই আচরণ কালপ্রিটের মানসিকতায় প্রভাব ফেলতে সক্ষম।
অপরাপর আপনি আপনার নাম্বারটি সাময়িক সময়ের জন্য (যখন ডিস্টার্ব করছে) এমন কোন পরিচিত ব্যক্তির নাম্বারের সাথে ডাইভার্ট করে নিতে পারেন যিনি আপনার চেয়ে বেটার পরিস্থিতি হ্যান্ডল করতে পারেন; আপনি পরিচিত কোন পুলিশ সদস্য অথবা হেডকোয়ার্টার নাম্বারেও ডাইভার্ট করতে পারেন (যদিও বিষয়টা এথিক্সের সাথে যায় না হয়তো) তাহলে কালপ্রিট যেমন নিষ্প্রভ হতে পারে তেমনি বারংবার বিরক্তিতে আপনার Interaction ছাড়াই সাইকোলজিক্যাল ফাঁদ তৈরী হবে যার ফাঁকে সে নতুন উদ্ভবিত সমস্যায় কালপ্রিট আপনাকে বিরক্ত করা হতে বিরত থাকবে।
অন্যদিকে Online GD নিবন্ধনে (নিবন্ধন করতে হবে না শুধু নিবন্ধন প্রক্রিয়ায়) উক্ত নাম্বারটি ব্যবহার করলে যে OTP যাবে পুলিশের সার্ভার ইউনিট হতে তাতে সে ভীত হয়ে এরূপ কাজে নিবৃত্ত হতে পারে।
কেউ আপনাকে বিরক্ত করছে - এটার অর্থ আপনি বিরক্ত হচ্ছেন; আপনি বিরক্ত না হয়ে যদি একটু শান্ত থেকে বিষয়টা অনুসন্ধান এবং পদক্ষেপ গ্রহন করেন তবে এটার সলিউশন ততোটাও কঠিন নয়; সবচেয়ে কঠিন কথা হলো তো এই যে "আপনাকে কত্তো সহজে বিরক্ত করা যায়" এতোটা দূর্বল হলে একটি মশার পাখায় ঘিনঘিনে গানেও বিরক্ত হতে পারেন - একটি মশা নিশ্চয়ই আপনার চেয়ে শক্তিশালী নয়!
আমার ব্লগসাইটে ঘুরে আসতে পারেন:- Discovery Mind
ফেসবুকে আমন্ত্রণ রইলো:- Humayun Shariar Himu
সবার জন্য শুভকামনা রইলো।
আমি হুমায়ুন শাহরিয়ার হিমু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
A Passionated Psychologist & Tech Lover!