সবার উপর শান্তি বর্ষিত হোক,
আমরা মানুষ জাতিগত ভাবে মানবজাতি আমরা এই পৃথিবী নামক গ্রহে বসবাস করতেছি প্রায় ৮০০ কোটি মানুষ।
পৃথিবীর শুরু থেকে বর্তমান বিজ্ঞান প্রযুক্তির সময় পর্যন্ত আমাদের এই পৃথিবীর খুব অল্পসংখ্যক রহস্যই উন্মোচন উদঘাটন করতে পেরেছেন মানবজাতি।
এটা পৃথিবীর শেষ সময়। বিজ্ঞান প্রযুক্তির আবির্ভাব এবং পৃথিবীটা একটা গ্লোবাল ভিলেজে পরিনত হওয়ার প্রধান কারণ হল, এই সময়ে একজন রিয়েল সুপার হিরো আসবে শেষ নবী হযরত মোহাম্মদ সাঃ এর বংশধর থেকে তিনি সমর্গ বিশ্ব কে শ্বাসন করবেন আসমানী কিতাবের মানডন্ডে যার ফলে পৃথিবীতে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন দারিদ্র্য নিপিড়ীন সব কিছুই শেষ হয়ে যাবে এমন টাই ভবিষ্যৎ বানী করেছেন আমাদের শেষ নবী হযরত মোহাম্মদ সাঃ আর এই ভবিষ্যৎ বানী গুলো কে সংরক্ষণ করা হয়েছে মুসলমানদের বিভিন্ন ধর্মীয় গ্রন্থ গুলোর কিতাবুল ফিতান অধ্যায়ে।
এছাড়াও পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব বা গ্রন্থ হল আল কোরআন।
যাহাকে এক কথায় All in One বলা যায়।
এটাই একমাত্র মানবজাতির এই পৃথিবীতে দিক নির্দেশনা পাওয়ার একমাত্র গ্রন্থ।
কোন মানুষ ১০০% শান্তি সম্মান সুখ মানষিক ক্লান্তি হতাশা চিন্তা এবং মুক্তি লাভ করতে পারবেনা এই গ্রন্থের দেওয়া রুলস ইন্সট্রাকশন ব্যাতিত।
পৃথিবীর ইতিহাসে সব মানব লিখিত বই বা গ্রন্তের ভূমিকায় ভুল ত্রুটির জন্য ক্ষমার আবেদন করে থাকেন লেখক।
ইতিহাস সাক্ষী একমাত্র ধর্মীও গ্রন্থ আল কোরআন যার শুরু করা হয়েছে এমন একটা বাক্য দিয়ে যা খন্ডন করার মত কোন সৃষ্টির এখনো সৃষ্টি হয়নাই।
'' যালিকাল কিতাব লা রায়বা ফি ''
এই সেই বই যেখানে কোন ভুল নেই।
This is book There is no any doubt any mistaken.
এটা এমন একটা গ্রন্থ যেটা পড়া ত দূরে স্পর্শ করতে গেলেও পবিত্রতা অর্জন করতে হয়। কেননা
এটাই একমাত্র মানবজাতির পথ নির্দেশনা।
মুসলিম জাতী যাদের প্রতি এই গ্রন্থ নাযিল হয়েছিল তারা এখন সেই গ্রন্থের ইনসট্রাকশন অমান্য করে
মানব রচিত আইন অনুযায়ী জীবন যাপন করতেছে।
এই মহা গ্রন্থ আল কোরআন অমান্য করার ফলে বিশ্বে আজ মুসলমানদের অবস্থান ভাল না।
যেখানে মুসলমান জাতি থাকতো ক্ষমতার আসনে নেতৃত্বের শীর্ষে, আজ তারা অপর জাতির গোলাম বিশ্বের বিভিন্ন প্রান্তে তারা আজ অবহেলিত লাঞ্চিত অবস্থান নিয়ে জীবন যাপন করতেছে।
আপসোস নিজের প্রতি নিজের জাতীর প্রতি।
পবিত্র মহা গ্রন্থ আল কুরআনে মোট ১১৪ সূরার মধ্যে বনি ইসরায়েল নামক একটা সূরা রয়েছে।
যেখানে স্পষ্ট ভাবে বর্তমান মিডেল ইষ্ট এর পেলেস্টাইনের গাজা অঞ্চলের সাথে ইজরায়েলে ঘটানো সব কৃতকর্মের বর্ণনা রয়েছে।
পৃথিবী আজ সেইদিকে যায়তেছে যে সম্পর্কে ১৪৫০ বছর আগে অবাস্তব ভবিষ্যৎ বানী করেছিলেন আমার প্রিও নবী হযরত মোহাম্মদ সাঃ।
তাহার কিছু ভবিষ্যৎ বানী আপনাদের দেয়।
যে ভবিষ্যৎ বানী গুলো ইমাম আল মাহদী আবির্ভাব বা তার আত্নপ্রকাশের খুব নিকট সময়ে ঘটবে।
আরব দেশের মরুভূমি গুলো সবুজ ঘাসপাতায় পরিনত হবে। কেননা ইমাম মাহদীর সময়কালে বেশি সংখ্যক মুসলমান সৌদি আরবে জামায়াত একত্রিত হবে, আর আরবের বেশির ভাগ জায়গা মরুভূমি, তাই মহান আল্লাহ তায়ালা তার ওয়াদা পূর্ণ করার জন্য মরুভূমিতেও প্রাণ উদ্ভিদ সঞ্চার করার ব্যবস্থা করতেছেন। যাতে বেশি সংখ্যক মানুষ আরবে বসবাস করতে পারে।
আরবের পাহাড় এলাকায় বরফের বৃষ্টি এবং বরফ জমা হওয়া
আরবের পাহাড় গুলোকে কেটে কেটে সুরংগ পথ বা টানেল তৈরী করা।
আরব শহরের বিল্ডিং টাওয়ার গুলো আরব দেশের পাহাড়ের চেয়ে উঁচু হওয়া।
আজ আরব দেশের বিল্ডিং ইমারত শুধু আরবের পাহাড় অতিক্রম করেনাই বরং বিশ্বের সবচেয়ে উঁচু এভারেস্ট হিমালয় কেও অতিক্রম করেছে আরব আমিরাতের আকাশ চুম্বি টাওয়ার বুর্জ খলিফা।
লএবং আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তিনিত জেদ্দায় কিংডম টাওয়ার তৈরীর প্রকল্প শুরু করেছেন যা বুর্জ খলিফার চেয়েও দ্বিগুণ বড় হবে।
আরও অসংখ্য আরব নিয়ে আলামত ভবিষ্যৎ বানী রয়েছে যেগুলো এখানে উল্লেখ করা সম্ভব না।
ইমাম মাহদী আসার আগে সারা বিশ্বব্যাপী যুদ্ধের প্রস্তুতি যুদ্ধের দামামা বাজবে।
এখন অনেক গবেষকরা ধারণা করতেছেন যেকোনো মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে।
হে ইমাম মাহদী ও পৃথিবীতে রয়েছেন আত্নগোপন করে তার প্রকাশ ঘটলেই ইসরায়েলের সময় শেষ হতে শুরু করবে।
ইমাম মাহদীর যুদ্ধের হেড কোয়ার্টার হবে ফিলিস্তিনের আল গুতা শহরে এটা ভবিষ্যৎ বানী আছে।
ইন্টারনেটে সার্চ করলে দেখা যায় ইসরায়েলে লা গুতা নামে একটা শহর আছে, AL Gota কে তারা la gota বানিয়ে জায়গায় নামকরণ করেছে লা গুতা কিন্তু সেটা হবে আল গুতা।
ইমাম মাহদী আসার পর দাজ্জাল আসবে দাজ্জাল কে হত্যা করবেন ঈসা আঃ ফিলিস্তিনের লুদ নামক গেইটে। আজ দেখেন হুবহু ইসরায়েলে লুদ নামক একটা শহর রয়েছে যার প্রবেশ দ্বারে বড় একটা গেইট রয়েছে। সেটাও প্রস্তুত
আর ঈসা আঃ পৃথিবীতে অবতারণ করবেন সিরিয়ার দামেস্ক শহরের বড় সাদা মিনার ওয়ালা একটা মসজিদে।
আজ দামেস্ক শহরে তেমন বড় বড় সাদা মিনার ওয়ালা দুটি মসজিদ রয়েছে একটা আল কাদাম বিগ মস্কো আরেকটা আল উমায়েদ মস্কো।
রাসূল মোহাম্মদ সাঃ আরও বলেছেন ইয়াহুদীরা পাথরের পিছনে লোকাবে পাথর কথা বলবে।
ইসরায়েলের ডিফেন্স ফোর্স দের এক ধরনের অত্যাধুনিক ইউনিফর্ম বা যুদ্ধের ড্রেস রয়েছে যেটাকে ক্যামাফ্লাজি নেট বলা হয়।
সেটা পড়লে তাদের কে চেনা যায়না মনেহয় পাথরের কোন খন্ড। এটাও ভবিষ্যৎ বানীর সাথে মিলে যায়।
ইমাম মাহদী আসার আগে পৃথিবীতে বিভিন্ন ধরনের ফেতনা দেখা দিবে তার মধ্যে,
হারজ অর্থাৎ হত্যা কান্ড বেড়ে যাওয়া
বাদ্যযন্ত্র গাইক গায়িকা সিংগার মডেল বেপর্দা বা অশ্লীলতা বেড়ে যাওয়া। আজ সোশ্যাল মিডিয়ায় অশ্লীলতার অভাব নেই।
সবচেয়ে বড় ফেতনা হল প্রতারণা করা সবাই সবার সাথে প্রতারণা করবে।
সময় দ্রুত চলে যাবে। নতুন মাসের চাঁদ আকারে অনেক বড় হবে।
পৃথিবী টা এক জায়গা থেকে কন্ট্রোল নিয়ন্ত্রণ করা হবে। পৃথিবীর প্রায় সবকিছু এক জায়গায় থেকে দেখা বা মনিটরিং করা হবে।
মহাকাশের ইন্টারন্যাশনাল স্পেসস্টেশন থেকে প্রায় বিশ্বের ৮৮ ℅ মনিটরিং করা হয়।
দাসীর গর্ভে মনিবের জন্য এটাও একটা আলামত যা বর্তমান সময়ে মিলতেছে, এখন ওয়েস্টার্ন কালচার যারা ফলো করে তারা গর্ভ ভাড়া নেওয়ার জন্য বিভিন্ন গরীব দেশ থেকে দাসী ভাড়া করে তাদের ভিতরে জেনেটিক সাইন্স প্রয়োগ করে তাদের গর্ভাশয়ে বাচ্চা জন্মানোর প্রকিয়া সম্পূর্ণ করতেছে।
অল্প বয়স্ক ব্যক্তিদের শ্বাসনক্ষমতা পাওয়া।
এটাও ঘটলো আমাদের বাংলাদেশে
হিন্দুস্তানের সাথে তার পার্শ্ববর্তী কোন মুসলিম দেশের সাথে একটা যুদ্ধ যাকে গাজ ওয়াজাতুল হিন্দ নামে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিন দেশে এটা ঘটবে এটার পরিস্থিতিও ভবিষ্যৎ বানীর দিকেই যায়তেছে।
মসজিদ গুলো সজ্জিত করা মসজিদ নির্মাণে প্রতিযোগিতা তৈরী করা। মসজিদ কে রাজপ্রসাদের মত করে লুক দেওয়া।
আরবের মসজিদ গুলো এখন পর্যটন কেন্দ্র হিসাবে ব্যবহার করা হয়তেছে।
লাক্সারিয়াস বাড়ি গাড়ি নির্মাণ করা লাক্সারিয়াস জীবন যাপন করা।
এভাবে কিয়ামতের আলামত ঘন্টার পর ঘন্টা ধরে লিখলেও শেষ করতে পারব না।
আরেকটা উদাহরণ, লেটেস্ট সাউদ ইন্ডিয়ান ফিল্ম ইণ্ডাষ্ট্রির মুভির নাম Kalki 2898 যে নাম টা প্রথম ব্যবহার করে আমাদের শেষ নবী সম্পর্কে ভবিষ্যৎ বানী করা হয়েছিল হিন্দুদের ধর্মগ্রন্থ ভগবাত গিতায়।
এখন সেই নবীর বংশ থেকেই আরেক কালকির অবতরণ হবে ইমাম মাহদী যার সময় কাল খুব নিকটে কাছে।
শুধু কেয়ামতের আলামত বা সাইন না মুভি ছিনেমার টিউনার ব্যানার পর্যন্ত বলে এটা কোন সময় এখন ইমাম মাহদী আসার সময়।
যিনি সমর্গ বিশ্বময় জাস্টিস কায়েম করবেন।
আমি সিয়াদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
Hello Everyone. I am scientists. I am Researching about Everything From Earth to Space.