জনপ্রিয় গেম Mortal combat, Tekken খেলুন মোবাইল ব্রাউজার দিয়ে তাও সম্পূর্ণ বিনামূল্যে


আপনাদের মধ্যে অনেকে হয়তো ছোটবেলা গেম খেলে থাকবেন। গেমিং এর প্রতি যাদের আকর্ষণ আছে তাদের মধ্যে একটি সুপরিচিত নাম হলো mortal combat যারা ডেক্সটপে গেমিং করেছেন তাদের মধ্যে এটি হয়তো অচেনা নয়। পিসি গেমিং এর জগতে এটি একটি একদম প্রথম সারিতে রয়েছে। গেমারদের মাঝে এটি জনপ্রিয়তা লাভ করায় বেশ কয়েকটি এডিশন এটির রিলিজ হয়। ব্যবসার দিক দিয়ে সবগুলোই সন্তোষজনক অবস্থানে ছিল।

বিশ্বের অন্যান্য জায়গার মত আমাদের দেশেও রয়েছে একটি বিশাল সংখ্যক গেমিং কমিউনিটি। সাধারণভাবে চিন্তা করলে এদেশের গেমারদের মধ্যে মোবাইল গেমারদের সংখ্যাই অগ্রগন্য। অনেকের বাড়িতে পিসি না থাকার কারণে ডেক্সটপ গেম খেলা থেকে অনেকেই বঞ্চিত হন।

সাধারণত ডেস্কটপ গেমগুলোর খুব কম মোবাইল ভার্সন রিলিজ হয়ে থাকে। এর কারণ গেমের যে ডেক্সটপ ভার্সন থাকে সেগুলো সাইজে বড় হয়ে থাকে। এসব গেমের গ্রাফিক্স, অ্যানিমেশন, সাউন্ড ইফেক্ট এর জন্য বিশাল পরিমান স্পেস লাগে। তাছাড়া গেমের সম্পূর্ণ আউটপুট পাওয়ার জন্য ডিভাইসের ক্যাপাবিলিটিও অনেক গুরুত্বপূর্ণ। এই বড় সাইজের গেম মোবাইলে কম্প্রেসড করে রিলিজ করলে অনেকসময় গেমের কোয়ালিটি নষ্ট হয়ে যায়। এ কারনে বানিজ্যিক ভাবে চিন্তা করলে অনেক গেম ডেভেলপার কোম্পানি এই ঝুঁকি নিতে চান না।

তাছাড়া যেসব ডেস্কটপ গেম মোবাইলে রিলিজ হয় সেগুলোতে গেমের অনেক ফিচার লিমিটেড করে দেয়া হয়ে থাকে। একারনে অনেকে মোবাইলে পূর্ণ গেমিং এক্সপেরিয়েন্স পায় না।

সাধারনত মোবাইলে ৩ ভাবে পিসি গেমের সুবিধা উপভোগ করা যায়।

  1. ক্লাউড গেমিং এর মাধ্যমে
  2. ইমুলেটর এর মাধ্যমে
  3. ব্রাউজার গেমিং দিয়ে

আজকে আমি আলোচনা করবো ব্রাউজার গেমিং নিয়ে। ব্রাউজার গেমিং হলো আপনাদের মোবাইলে যেসব ব্রাউজার আছে, যেমন:Chrome, Opera, Brave ইত্যাদির দ্বারা একটি অনলাইন ইমুলেটর বানিয়ে গেমিং করা। ব্রাউজার গেমিং এ বড় ধরনের গেমগুলো রিলিজ করা সম্ভব হয়না। কারন এখানে ব্রাউজারের ক্যাপাবিলিটির কথাও মাথায় রাখতে হয়।

আপনাদের কাছে অনেকের মোবাইলে হয়তো সিম কোম্পানির মেসেজ পৌছে থাকবে। সেখানে নির্দিষ্ট টাকার বিনিময়ে যে গেমিং এর সাবস্ক্রিপশন উল্লেখ করা হয় সেগুলো ব্রাউজার গেমিং হয়ে থাকে। সাধারনত subway surfer, Temple run এর মতো লাইট‌ওয়েট গেমগুলো সেটির অন্তর্ভুক্ত থাকে।

তবে আজকে আমি আলোচনা করবো এমন একটি ওয়েবসাইট নিয়ে যেখানে আপনারা ব্রাউজার দিয়ে জনপ্রিয় গেম Mortal combat খেলতে পারবেন। সবচেয়ে মজার বিষয় হলো সেখানে ডেস্কটপে যে যে এডিশন রিলিজ করা হয়েছিল সেগুলোর সব ভার্সন‌ই আছে। অর্থাৎ এক ‌ওয়েবসাইট দিয়েই আপনারা Mortal combat এর বিভিন্ন এডিশন এর অ্যাকসেস পেয়ে যাবেন।

এটি ব্রাউজার ভিত্তিক গেমিং হ‌ওয়ায় এখানে কোন ধরনের অ্যাপ ইন্সটল এর ঝামেলা নেই। ফলে যাদের তূলনামূলক কম র্যামের ডিভাইস আছে তারাও স্বচ্ছন্দে এটির সুবিধা নিতে পারবেন। যেহেতু এটি ব্রাউজার ভিত্তিক, তাই এটির জন্য ইন্টারনেট কানেকশন থাকা আবশ্যক। যাদের মোটামুটি স্ট্যাবল ইন্টারনেট কানেকশন আছে তাদের জন্য এটি সবচেয়ে উপযোগী হতে পারে।

এটির জন্য প্রথমে আপনাদের যেতে হবে এই ওয়েবসাইটে

https://gamesfrog.com

এখানে দেখতে পাচ্ছেন বিশাল সংখ্যক গেমের কালেকশন। এই গেম লাইব্রেরিতে বিভিন্ন ক্যাটাগরি দেওয়া আছে। এখানে আপনারা পছন্দমতো ক্যাটাগরি সিলেক্ট করে কি কি গেম আছে উপভোগ করতে পারবেন। ত্রিডি, অ্যাডভেঞ্চার, ইমুলেটর সহ বিভিন্ন গেম দেওয়া আছে।

আমি যদি ইমুলেটর ক্যাটাগরি সিলেক্ট করে ওপেন করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কয়েকটি ভালো ভালো গেম দেওয়া আছে। WWE, Pokemon থেকে শুরু করে একটু নিচের দিকে গেলে দেখবেন এখানে Gta ও দেওয়া আছে। অআর সবচেয়ে চমকপ্রদ বিষয় সবগুলোই ফ্রি!এখানে আপনাদের ক্লাউড গেমিং এর মতো সাবস্ক্রিপশন নিতে হবে না সবগুলোর অ্যাকসেস নিতে।

তবে আজকের বিষয় হচ্ছে Mortal Combat খেলা। এজন্য আপনারা সবার নিচে যাবেন। সবার নিচে দেখতে পাচ্ছেন এখানে আলাদা ক্যাটালগ দেওয়া আছে। এখানে Mortal combat সিলেক্ট করে নিবেন।

দেখুন বেশ চমৎকারভাবে এখানে mortal combat এর বিভিন্ন সংস্করণ দেওয়া আছে। আমি পছন্দমতো mortal combat  সিলেক্ট করলাম।

এরপর এভাবে আপনারা play game অপশন পাবেন। বেশ কয়েকটি play game ওয়েবপেইজ আপনাদের সামনে আসবে। তারপর আপনাকে অ্যাড দেখতে হবে। অ্যাড দেখার পর আপনাদের গেম লোড হবে।

এ ধরনের পেজ আসবে। সেখানে ফুল স্ক্রিন সিলেক্ট করে নিয়ে খেলা শুরু করবেন। যেহেতু ব্রাউজার গেম তাই গ্রাফিক্স আর স্মুথনেস একটু কম পেতে পারেন। ইন্টারনেট কানেকশন স্পিডের উপরেও এটি নির্ভর করে। নিচে কয়েকটি স্ক্রিনশট দিলাম। আশাকরি ভালো লাগবে।

তো, আজ এই পর্যন্তই। আশাকরি আপনাদের উপকারে আসবে। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।

Level 0

আমি Sadman89। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 মাস 3 সপ্তাহ যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস